Wednesday, June 13, 2012

Preposition for JSC/SSC/HSC Exam


Preposition
  ইংরেজি PrepositionA preposition is a word placed before a noun or a pronoun or a noun equivalent to show the relation to any other word of the sentence.” যেমন – at, in, on, to, over, by, for, of, from, above, across, with, under, near, beneath, without, after, among, between, etc.
তোমাদের জানার সুবিধার্থে নিম্নে preposition -এর প্রকারভেদ ও কোন preposition কোন প্রকারে ব্যবহূত হয়ে থাকে তা তুলে ধরা হল।
 Kinds of prepositions:
1. Simple preposition : একটি মাত্র word দ্বারা গঠিত preposition হল simple preposition । যেমন : (a) At, by, on, with এই preposition গুলো হল স্থিতি বাচক ক্রিয়া বা verbs indication rest in place-এর পরে বসে। যেমন : Rana is standing at the door now.
(b) To, from, for, of, through ও up এই preposition গুলো গতিবাচক ক্রিয়া বা verbs showing motion এর পরে বসে। যেমন: Raju comes from his village.
2. Double preposition : যখন দুটি Simple preposition যুক্ত হয়ে একটি একক preposition - এর ন্যায় ব্যবহূত হয় তখন তা হল double preposition. যেমন: in+to=into, with+in=within, on+to=onto, with+out=without, up+on=upon, out+of=out of ইত্যাদি।
3. Compound Preposition: Noun বা Adjective বা Adverb -এর পূর্বে simple preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয় তা হল Compound preposition বলে।
4. Participle Preposition: Present participle বা past participle যদি preposition-এর মত ব্যবহৃত হয় তখন তা participle preposition. যেমন- Concerning, considering, judging, regarding, repecting ইত্যাদি participle preposition রৃপে বসতে পারে। Considering the circumstances you are right.
5. Phrase Preposition: দুই বা ততোধিক word -এর মিলনে গঠিত phrase যদি একটিমাত্র preposition -এর ন্যায় ব্যবহূত হয় তবে তা prepositional phrase বা phrasal preposition যেমন: On account of, on the point of, in front of, in spite of, by means of, by dint of, for the sake of, in order to.
6. Disguised Preposition: কখনও কখনও on, in ও of -এর পরিবর্তে a এবং o ব্যবহূত হয় এবং word -এর শুরুতে বসে। এরূপ preposition হল Disguised preposition বা ছদ্মবেশী যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহূত হয়েছে।
(a) Now, it is four o’clock. (o = of)
(b) Rana goes there once a week. (in a week)
7. Detached Preposition: Interrogative Preposition, Relative Pronoun এবং Interrogative adverbs এর সাথে সম্পর্কযুক্ত prepositions এদের আগে না বসে sentence এর শেষে বসে। তখন এ ধরণের prepositions কে Detached Preposition বলে। যেমন:
(a) What are you looking for?
(b) Where did you come from?
(c) What are you talking about?

5. In, after : অতীতকালের ব্যাপক সময় বোঝাতে (period of time) past tense-এ after এবং ভবিষ্যত কালের নিদিষ্ট সময় (point of time) in বোঝাতে ব্যবহূত হয়। যেমন:
My friend will come from London in a week.
He returned after two months.
6. On : উপরে, ভাবে, অবস্থায়, কাজে, তে, তীরে, স্থানে, প্রতি, খেয়ে বাঁচা বোঝাতে on বসে।
(a) The ball is on the table.
(b) The car is on hire.
(c) The cow live on grass.
(d) Dhaka stands on the Buriganga.
(e) This bike is on trail.
7. On, over : লাগালাগি অবস্থায় ওপরে বোঝালে on এবং একটু ফাঁকা রেখে উপরে বোঝালে over ব্যবহূত হয়। যেমন:
(a) The book is on the table.
(b) The fan is over the head.
9. Since, from, for : নির্দিষ্ট সময়ের আগে since বা from এবং ব্যাপক সময়ের আগে for বসে। Since দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং from দ্বারা সব tense-এর সময় বোঝায়। Since-এর আগে সর্বদা perfect বা perfect continuous tense বসে।
(a) It has been raining since morning.
(b) He has been ill for a month.
(c) It has been raining for two hours.
9. In, by, before : ভবিষ্যত কালের ব্যাপক সময়ের আগে in এবং নির্দিষ্ট সময়ের আগে by বা before বসে।
(a) I shall have finished reading the story book by or before 9 p.m.
(b) Habib will come in a month.
10. By, with : যে কাজ সম্পাদন করে তার আগে By এবং যার দ্বারা সম্পাদন করে তার আগে with বসে।
(a) This poem was written by Kamal with a parker pen.
(b) The snake was killed by me with a stick.
11. Under : নিচে, বিভাগে, অধীনে, আদেশে, বিবেচনায়, বোঝাতে under বসে।
(a) The cat is under the table.
(b) My father works under postal department.
(c) Your case is under consideration now.
(d) The accused was under sentence of death.
12. Beside, Besides : ‘পাশে’ অর্থ বোঝাতে beside এবং ইহাছাড়া/অধিকন্তু বোঝাতে besides ব্যবহূত হয়। যেমন:
(a) Kasem always sits beside Anwar.
(b) Besides Oxford Dictionary, I have two other dictionaries.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...