Wednesday, June 13, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি-২০১২পরিবর্তিত প্রশ্নকাঠামো ও নম্বর বণ্টন

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃপক্ষ সম্প্রতি ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় যোগ্যতাভিত্তিক অভীক্ষাপদ সংযোজনসহ প্রশ্নকাঠামো ও নম্বর বণ্টন পরিবর্তন করেছে। শিক্ষার্থীদের জন্য নিচের ৬টি বিষয়ের পরিমার্জিত প্রশ্নকাঠামো ও নম্বর বণ্টন দেওয়া হলো।

 বাংলা
সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০
১। বহুনির্বাচনী প্রশ্ন ১০টি (যোগ্যতাভিত্তিক) ১×১০=১০
২। পাঠ্যবই থেকে কবির নামসহ যেকোনো একটি কবিতার প্রথম আট লাইন লিখন। (এখানে ২টি কবিতার নাম দেওয়া থাকবে)।
১+১+৮=১০
৩। গদ্য অথবা কবিতা থেকে ব্যাখ্যা/বুঝিয়ে লিখন। ৫
৪। রচনামূলক প্রশ্ন পাঁচটি (গদ্য থেকে ৩টি, কবিতা থেকে ২টি) থাকবে। তন্মধ্যে যেকোনো তিনটি প্রশ্নের উত্তর প্রদান। ৪x৩=১২
৫। শব্দ দিয়ে বাক্য রচনা (৬টির মধ্য থেকে যেকোনো ৫টি)। ৫
৬। প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন ব্যবহার (৫টি বিরাম চিহ্ন ব্যবহারের সুযোগ থাকবে)। ৫
৭। প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ৫টি প্রশ্ন তৈরিকরণ। ৫
৮। যুক্ত বর্ণ ব্যবহার করে শব্দ গঠন (৭টির মধ্যে ৫টি)। ৫
৯। শব্দের বিপরীত/সমার্থক শব্দ লিখন (৬টির মধ্যে ৫টি)। ৫
১০। এক কথায় প্রকাশ (৬টির মধ্যে যেকোনো ৫টি)। ৫
১১। বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখন। (একটি অনুচ্ছেদ দেওয়া হবে)। ৫
১২। সংক্ষিপ্ত প্রশ্ন ৬টির (৩টি গদ্য থেকে, ৩টি পদ্য থেকে) মধ্য থেকে যেকোনো ৪টির উত্তর প্রদান। ৮
১৩। কবিতার মূল ভাব লিখন (২টির মধ্য থেকে ১টি)। ৮
১৪। ১৫০ শব্দের মধ্যে ১টি বিষয় অবলম্বনে রচনা (গদ্যনির্ভর) লিখন (৫টির মধ্য থেকে ১টি)। ১২

 গণিত
সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০
# (১, ২ এবং ১৪ নং প্রশ্নসহ ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে)
১। বহুনির্বাচনী প্রশ্ন ১০টি (যোগ্যতাভিত্তিক) ১×১০=১০
২। সংক্ষিপ্ত প্রশ্ন ১×১০=১০
৩। যোগ ও বিয়োগ/গুণ-ভাগ/প্রাথমিক চার নিয়ম-সম্পর্কিত সমস্যাবলি ১০×১=১০
৪। ঐকিক নিয়ম সম্পর্কিত সমস্যা ১০×১=১০
৫। গড় সম্পর্কিত সমস্যা ১০×১=১০
৬। ল, সা, গু/গ, সা, গু সম্পর্কিত সমস্যা/গাণিতিক প্রতীক ও বাখ্য ১০×১=১০
৭। সরল (পূর্ণ সংখ্যা/সাধারণ ভগ্নাংশ/দশমিক ভগ্নাংশ-সংবলিত সরল) ১০×১=১০
৮। সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ১০×১=১০
৯। দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ১০×১=১০
১০। শতকরা সম্পর্কিত সমস্যা ১০×১=১০
১১। পরিমাপ সম্পর্কিত সমস্যা ১০×১=১০
১২। লেখচিত্র/উপাত্ত বিন্যাককরণ ১০×১=১০
১৩। সময়-সম্পর্কিত সমস্যা/জমা খরচ/ক্যাশমেমো ১০×১=১০
১৪। জ্যামিতি {(ক) নির্দেশনা অনুযায়ী চিত্র অঙ্কন-৪, (খ) চিত্রসহ সংজ্ঞা লিখন (যেকোনো ২টি) (২×২)}

 English
Full Marks : 100, Time : 2 hours
# Read the given text and answer question 1-3
1. Multiple Choice Questions (Competency Based) 1×10=10
2. Filling in the blanks (no alternative will be given) 1×5=5
3. Answering questions (5-6 questions will be included) 10
4. Writing 8 lines of a poem from memory 10
5. Making sentences from substitution table/making sentences with given words (5 out of 7) 1×5=5
6. Matching words with their meaning (To make it challenging two more alternative will be given), 1×5=5
7. Rewriting sentences/text using capital letters and punctuations marks (5 individual sentences or a text of 5 sentences will be given. In each sentence either two capital letters or two punctuation marks or one of each will have to write or in any combination of total 10 punctuations and capital letters will have to write.) 2×5=10
8. Rearranging the words to make questions and answers. Real life situation based jumble questions will be included here (5 out of 7). 2×5=10
9. Making a request dialogue & response. (Here a situation will be cited for developing the dialogue & response.) 10
10. Rewriting the correct form of verb. (Here individual 5 sentences or a text of five sentences will be given.) 1×5=5
11. Writing a paragraph between 60 to 100 words. (Clue words of questions or a model paragraph will be cited to compose it.) 10
12. Writing a letter. (A letter will be given for replying it or a situation will be described for composing a letter.) 10

 পরিবেশ পরিচিতি সমাজ
সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০
১. বহুনির্বাচনী প্রশ্ন ১০টি (যোগ্যতাভিত্তিক) ১–১০=১০
২. শূন্যস্থান পূরণ (৫টি) ২–৫=১০
৩. শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় (৫টি) ২–৫=১০
৪. বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের সঠিক বাক্যাংশের মিলকরণ (৪টি); (ডান পাশে দুটি অতিরিক্ত বাক্যাংশ থাকবে)। ২–৪=৮
৫. অল্প কথায় উত্তর প্রদান (১২টি থেকে ১০টি উত্তর করতে হবে, কোনো একাধিক অংশ থাকবে না) ৩–১০=৩০
৬. বর্ণনামূলক উত্তর প্রশ্ন (৬টি প্রশ্নের মধ্যে ৪টির উত্তর করতে হবে, একাধিক অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে একটি বর্ণনামূলক প্রশ্ন করা যাবে না, নম্বর বিভাজন দেখাতে হবে) ৮–৪=৩২

 পরিবেশ পরিচিতি বিজ্ঞান
সময়: ২ ঘণ্টা,পূর্ণমান: ১০০
১. বহুনির্বাচনী প্রশ্ন ১০টি (যোগ্যতাভিত্তিক) ১–১০=১০
২. শূন্যস্থান পূরণ (৫টি) ২–৫=১০
৩. শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় (৫টি) ২–৫=১০
৪. বামপাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের সঠিক বাক্যাংশের মিলকরণ (৪টি) ২–৪=৮
(ডান পাশে দুটি অতিরিক্ত বাক্যাংশ থাকবে)।
৫. অল্প কথায় উত্তর প্রদান (১২টি থেকে ১০টি উত্তর করতে হবে, কোনো একাধিক অংশ থাকবে না) ৩–১০=৩০
৬. বর্ণনামূলক উত্তর প্রশ্ন (৬টি প্রশ্নের মধ্যে ৪টির উত্তর করতে হবে, একাধিক অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে একটি বর্ণনামূলক প্রশ্ন করা যাবে না, নম্বর বিভাজন দেখাতে হবে) ৮–৪=৩২

 ধর্ম শিক্ষা
(ইসলাম/হিন্দু/বৌদ্ধ/খ্রিষ্ট)
সময়: ২ ঘণ্টা, পূর্ণমান: ১০০
১. বহুনির্বাচনী প্রশ্ন ১০টি (যোগ্যতাভিত্তিক) ১–১০=১০
২. শূন্যস্থান পূরণ (৫টি) ২–৫=১০
৩. শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় (৫টি) ২–৫=১০
৪. বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডানপাশের সঠিক বাক্যাংশের মিলকরণ ২–৫=১০
(বাঁ পাশে ৫টি এবং ডান পাশে ৭টি বিকল্প বাক্যাংশ থাকবে)।
৫. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৭টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে) ৫–৪=২০
৬. বর্ণনামূলক প্রশ্ন (মোট ৭টি প্রশ্নের মধ্যে যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে) ৮–৫=৪০

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...