Wednesday, June 13, 2012

Rules of Cloze Test for JSC/SSC/HSC Exam

Fill in the gaps-এর জন্য প্রয়োজনীয় নিয়মাবলি

 কোথায় Noun বসে?

Rule 01:- কোন sentence-এর subject কিংবা object হিসাবে noun, pronoun বা noun equivalent বসে।
বিঃ দ্রঃ Noun equivalent বলতে একাধিক শব্দকে বুঝায় যা noun-এর মতো কাজ করে থাকে। উল্লেখ্য যে, noun equivalent-এর চেহারা অনেক ক্ষেত্রেই noun-এর মতো হয় না, কিন্তু কাজ করে noun-এর মতো। নিম্নের underlined শব্দগুলোই noun equivalent.
i) Nishat likes reading modern novels.
ii) Cheap but interesting books have not been sold.
iii) To tell a lie is a great sin.
iv) He knows how to solve the problem.
চেনার উপায়-০১: কোন sentence-এ verb-এর পূর্বে শূন্যস্থান থাকলে এবং শূন্যস্থানের পূর্বে কোন subject না থাকলে উক্ত শূন্যস্থানে subject হিসাবে noun বা noun equivalent বসে। যেমন-
i) ­­_____ came to the orphanage at four. (Ans. Jerry; কারণ ‘came’ verb-টির পূর্বে subject হিসেবে noun বসেছে)
ii) _____ is a leading developing country. (Ans. India; কারণ ‘is’ verb-টির পূর্বে subject হিসেবে noun বসেছে)
iii) In our country, _____ is considered a curse. (Ans. Illiteracy; কারণ ‘is considered’ verb-এর পূর্বে subject হিসেবে noun বসেছে। উল্লেখ্য যে, ‘In our country’ অংশটি এই sentence-এর subject নয়, বরং অতিরিক্ত phrase হিসাবে বসেছে যা বাদেও বাক্যটির অর্থ হয়।)
চেনার উপায়-০২: কোন sentence-এ transitive verb-এর পরে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে object হিসাবে noun বা noun equivalent বসে। যেমন-
i) Deforestation affects ___. (Ans. environment; কারণ ‘affects’ transitive verb-টির পরে obj হিসেবে noun বসেছে)
ii) We need _____. (Ans. development; কারণ ‘need’ transitive verb-টির পরে object হিসেবে noun বসেছে)
iii) Clean environment can ensure ____ for everybody. (Ans. sound health; কারণ ‘ensure’ transitive verb-টির পরে object হিসেবে noun equivalent বসেছে)
চেনার উপায়-০৩: কোন sentence-এ preposition-এর পরে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে preposition-এর object হিসাবে noun বা noun equivalent বসে। যেমন-
i) I am fond of _____. (Ans. sweet; কারণ এখানে ‘of ’-এর পরে noun হিসেবে ‘sweet’ বসেছে)
ii) We should abstain from _____. (Ans. smoking; কারণ এখানে ‘from’-এর পরে noun হিসেবে ‘smoking’ বসেছে)
iii) He is responsible for _____. (Ans. helping the miscreants; কারণ এখানে preposition ‘for’-এর পরে noun equivalent হিসেবে ‘helping the miscreants’ বসেছে)

চেনার উপায়-০৪: কোন sentence-এ article (a, an, the)-এর পরে সাধারণত noun বা noun equivalent বসে। অর্থাত্ (i) article + noun / noun equivalent হয়্। তবে  ক্ষেত্রবিশেষে article-এর পরে adjective বসিয়ে তারপর noun / noun equivalent ব্যবহার করা যায়। অর্থাত্ তখন (ii) article + adjective + noun / noun equivalent হয়। আবার (iii) article + adverb + adjective + noun / noun equivalent হিসেবেও বসতে পারে। যেমন-

i) The _____ of the Taj Mahal is very alluring. (Ans. beauty; কারণ শূন্যস্থানের পূর্বে article হিসেবে ‘the’ আছে)
ii) Poverty is an important _____ of illiteracy. (Ans. cause; কারণ শূন্যস্থানের পূর্বে article+adjective আছে)
iii) This is a very essential ______. (Ans. matter; কারণ শূন্যস্থানের পূর্বে article+adverb+adjective আছে, ফলে শূন্যস্থানে noun হিসেবে ‘matter’ বসেছে)

চেনার উপায়-০৫: কোন sentence-এ possessive case (যেমন- his, her, my, your, their, our, its, own, Karim’s, Rabeya’s, one’s ইত্যাদি), this, that, these, those, whose ইত্যাদির পরে সাধারণত noun বা noun equivalent বসে। অর্থাত্ (i) possessive case + noun / noun equivalent হয়্। তবে  ক্ষেত্রবিশেষে possessive case-এর পরে adjective বসিয়ে তারপর noun / noun equivalent ব্যবহার করা যায়। অর্থাত্ তখন (ii) possessive case + adjective + noun / noun equivalent হয়্। আবার (iii) possessive case + adverb + adjective + noun / noun equivalent হিসেবেও বসতে পারে। যেমন-

i) People can make their _____. {(Ans. development; কারণ possessive case (their) + noun (development)}
ii) We should preserve our ______ wealth. (Ans. valuable; কারণ এক্ষেত্রে poss=our, adj=valuable, n=wealth)
iii) He’s applied his utmost sincere ______. (Ans. labour; কারণ এক্ষেত্রে possessive case = his, adverb = utmost, adjective = sincere, noun = labour)

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...