Monday, June 18, 2012

Exclusive note:Taq Questions for SSC/HSC Exam

Tag Question-এর নিয়মাবলী

 ইংরেজি ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় tag question-এর উপর কিছু প্রশ্ন দেওয়া হয়ে থাকে। অনেকেই tag question-কে সহজ ও গতানুগতিক মনে করে অবজ্ঞা করেন। মূলতঃ tag question-এর উপর intensive usages-সহ সঠিক জ্ঞান না থাকলে সঠিক উত্তর দেওয়া যায় না। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রথমে general usages এবং পরে intensive usages দেখানো হয়েছে। তাছাড়া, প্রতিটি intensive rule-এর ক্ষেত্রে উদাহরণের পরে analysis বা বিশ্লেষণ থাকায় শিক্ষার্থীদের নিয়মগুলো বুঝতে সুবিধা হবে। প্রদত্ত নিয়মগুলো আয়ত্তে আনার পর শিক্ষার্থীগণ tag question সম্পর্কে সম্যক ধারণা পেতে সক্ষম হবে।
Tag Question তৈরিকরণ: বক্তা (speaker) কোন ঘটনা (statement) বর্ণনা করার পর উক্ত ঘটনার সত্যতা যাচাই করতে tag question ব্যবহার করে থাকেন। সাধারণত একটি sentence-এর শেষে কমা (,) ব্যবহার করে তারপর tag question জুড়ে দেওয়া হয়। Auxiliary verb দিয়েই সাধারণত tag question তৈরি করতে হয়।

Rules of General Usages of Tag Question: নিম্নে tag question তৈরির নিয়ম-কানুন উদাহরণসহ দেওয়া হলোঃ-
(i) প্রদত্ত sentence-এর মধ্যে auxiliary verb থাকলে উক্ত auxiliary verb দিয়েই tag question করতে হবে। আর auxiliary verb না থাকলে সেক্ষেত্রে প্রয়োজনানুযায়ী do, does বা did ব্যবহার করতে হবে।
(ii) প্রদত্ত sentence-টি affirmative হলে tag question করতে হবে negative দিয়ে এবং প্রদত্ত sentence-টি negative হলে tag question করতে হবে affirmative দিয়ে।
(iii) tag question করার সময় tense ঘটিত কোন পরিবর্তন করা যাবে না।
(iv) প্রদত্ত sentence-টির subject অনুসারে tag question-এর subject অর্থাত্ pronoun ব্যবহার করতে হবে।
(v) Tag question-এর অংশটুকু যখন negative হয় তখন সাধারণত contracted form (যেমন- don’t, *ain’t, can’t, doesn’t, didn’t, shan’t, shouldn’t, hasn’t, hadn’t, won’t ইত্যাদি) ব্যবহার করা হয়।
(vi) Imperative sentence দ্বারা প্রস্তাব (proposal) বুঝালে tag করার সময় shall we ব্যবহার করতে হয়; তা নাহলে will you কিংবা won’t you দিয়ে tag করতে হয়। তবে ক্ষেত্রবিশেষে can you/can’t you/shouldn’t you/could you ইত্যাদি ব্যবহার করেও tag করা যায়।
(vii) Exclamatory sentence-এর ক্ষেত্রে sentence-টিকে মনে মনে assertive করে সেই অনুসারে tag করতে হয়।
প্রদত্ত মূল Sentence         কমা        Tag Question প্রশ্নবোধক চিহ্ন
Affirmative Sentence (+)      ,           Negative Tag (-)        ?
Negative Sentence (-)          ,           Affirmative Tag (+)                ?
(viii) British English এবং American English-এর পার্থক্যের কারণে ক্ষেত্রবিশেষে tag question ভিন্ন রকম হতে পারে। যেমন-
They have three children, haven’t they? (According to British English)
They have three children, don’t they? (According to American English)
The girl has not a pen, has she? (According to British English)
The girl has not a pen, does she? (According to American English)

*ain’t শব্দটি পূর্ব-প্রচলিত ইংরেজিতে বেশি ব্যবহূত হতো। তবে আধুনিক ইংরেজিতেও non-standard এবং colloquial English (কথ্য ইংরেজি) হিসাবে am not, is not, are not, have not, has not ইত্যাদির contracted form রূপে এই ain’t শব্দটি ব্যবহূত হয়। আধুনিক standard ইংরেজিতে ain’t ব্যবহার না করাই শ্রেয়।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...