Friday, April 6, 2012

HSC-Suggestion Social welfare Ist & 2nd Paper-2012




 

সমাজকল্যাণ প্রথম ও দ্বিতীয় পত্র
সমাজকল্যাণ প্রথমপত্র
১. সমাজকল্যাণের সংজ্ঞা দাও। সমাজকল্যাণ পাঠের প্রয়োজনীয়তা/গুরুত্ব আলোচনা কর।
২. আধুনিক সমাজকল্যাণ বলতে কী বোঝ? সমাজকল্যাণের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো আলোচনা কর।
৩. সমাজকর্ম কাকে বলে? সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৪. নৃবিজ্ঞান কী? সমাজকল্যাণ ও নৃবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক দেখাও।
৫. সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজকল্যাণের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
৬. সমাজের সংজ্ঞা দাও। মানবজীবনে সমাজের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৭. সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে? রাষ্ট্র কাকে বলে? সামাজিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা কর।
৮. পরিবারের সংজ্ঞা দাও। সমাজজীবনে পরিবারের ভূমিকা/কার্যাবলি/গুরুত্ব আলোচনা কর।
৯. সনাতন সমাজকল্যাণ কী? সনাতন ও আধুনিক সমাজকল্যাণের মধ্যে পার্থক্য দেখাও।
১০. বেগম রোকেয়া কে ছিলেন? নারী কল্যাণে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন কর।
১১. সমাজ সংস্কার কী? স্যার সৈয়দ আহমদ খান কে ছিলেন? শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদান আলোচনা কর।
১২. শিল্প বিপ্লব কাকে বলে? সমাজ জীবনে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা কর।
১৩. শিল্পায়ন/নগরায়ন কী? শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যাগুলো আলোচনা কর।
১৪. সমাজকর্ম মূল্যবোধের সংজ্ঞা দাও। সমাজকর্মের মূল্যবোধগুলো বর্ণনা কর।
১৫. পেশার সংজ্ঞা দাও। পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কী? বাংলাদেশে পেশাদার সমাজকর্মের বিবর্তন/বিকাশ আলোচনা কর।
১৬. স্বেচ্ছামূলক সমাজকল্যাণ কী? স্বেচ্ছামূলক ও পেশাদার সমাজকল্যাণের মধ্যে পার্থক্য আলোচনা কর।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. সমাজসেবা বলতে কী বোঝ?
২. সমাজ সংস্কার কী?
৩. সামাজিক নিরাপত্তা কী?/সামাজিক নিরাপত্তার প্রকারভেদ লিখ।
৪. সামাজিক আইন কাকে বলে?/সামাজিক আইনের উদ্দেশ্য/গুরুত্ব কী?
৫. সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কী?
৬. সামাজিক পরিবর্তন কী?/সামাজিক পরিবর্তনের কারণগুলো লিখ।
৭. জনসমষ্টির সংজ্ঞা দাও/জনসমষ্টির বৈশিষ্ট্য কী কী?
৮. বিবাহ কী? বিবাহের গুরুত্ব কী?
৯. স্থানীয় সরকার বলতে কী বোঝ?
১০. দানশীলতা কী?/দানশীলতার বৈশিষ্ট্য/ ত্রুটিগুলো উল্লেখ কর।
১১. বাইতুল মাল কী?
১২. জাকাত কী?/জাকাতের গুরুত্ব কী?
১৩. ওয়াক্ফ কাকে বলে?/ওয়াক্ফ কত প্রকার ও কী কী?
১৪. সরাইখানা বলতে কী বোঝ?
১৫. সমাজকল্যাণ দর্শন কী?
১৬. সতীদাহ প্রথা বলতে কী বোঝ?
১৭. আলীগড় আন্দোলন কী?
১৮. সমাজসংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান কী?
১৯. ব্যক্তিমর্যাদার স্বীকৃতি বলতে কী বোঝ?
২০. সম্পদের সদ্ব্যবহার বলতে কী বোঝ?
২১. শ্রমের মর্যাদা কী?
২২. পারিবারিক ভাঙন বলতে কী বোঝ?
২৩. বস্তি সমস্যা কী?
২৪. নগরায়নের বৈশিষ্ট্য কী?
২৫. শিল্পায়ন ও নগরায়নের মধ্যে পার্থক্য কী?
২৬. পেশার মানদণ্ডগুলো কী?
সমাজকল্যাণ দ্বিতীয় পত্র
১. মৌল মানবিক চাহিদা বলতে কী বোঝ? বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণের বর্তমান অবস্থা বর্ণনা কর।
২. মৌল মানবিক চাহিদাগুলো কী কী? বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে অন্তরায়গুলো আলোচনা কর।
৩. সামাজিক সমস্যার সংজ্ঞা দাও। বাংলাদেশে সামাজিক সমস্যার কারণগুলো আলোচনা কর।
৪. দারিদ্র্য কী? বাংলাদেশে দারিদ্র্যের কারণ/দূরীকরণের উপায়গুলো বর্ণনা কর।
৫. জনসংখ্যাস্ফীতি কী? বাংলাদেশে জনসংখ্যা স্ফীতির কারণগুলো আলোচনা কর/আর্থ-সামাজিক জীবনে জনসংখ্যা স্ফীতির প্রভাব নির্ণয় কর।
৬. নিরক্ষরতা বলতে কী বোঝ? বাংলাদেশে নিরক্ষরতার কারণগুলো আলোচনা কর।
৭. কিশোর অপরাধের সংজ্ঞা দাও/অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য দেখাও। বাংলাদেশে কিশোর অপরাধের উল্লেখযোগ্য কারণগুলো আলোচনা কর।
৮. শহর (পৌর) সমাজসেবা কার্যক্রম কী? বাংলাদেশে প্রচলিত শহর সমাজসেবা কার্যক্রমের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৯. সংশোধনমূলক কার্যক্রম কী? বাংলাদেশে প্রচলিত সংশোধনমূলক কার্যক্রমগুলো সংক্ষেপে আলোচনা কর।
১০. হাসপাতাল সমাজসেবা কী? বাংলাদেশে হাসপাতাল সমাজসেবার গুরুত্ব/ প্রয়োজনীয়তা/ তাৎপর্য আলোচনা কর।
১১. বাংলাদেশ রেডক্রিসেন্ট সমিতি কী? বাংলাদেশ রেডক্রিসেন্ট সমিতির কার্যক্রমগুলো বর্ণনা কর।
১২. ব্র্যাক কী? বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে/আর্থ-সামাজিক উন্নয়নে ব্র্যাকের ভূমিকা আলোচনা কর।
১৩. সামাজিক আইন কী? ১৯৮৫ সালের পারিবারিক আদালত অধ্যাদেশের প্রধান ধারাগুলো আলোচনা কর।
১৪. সামাজিক আইনের সংজ্ঞা দাও। ১৯৮৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশের প্রধান ধারাগুলো আলোচনা কর।
১৫. ব্যক্তি সমাজকর্ম বলতে কী বোঝ? ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো আলোচনা কর/ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলোচনা কর।
১৬. দল সমাজকর্মের সংজ্ঞা দাও। বাংলাদেশে দল সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্রগুলো আলোচনা কর।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. মৌল মানবিক চাহিদার বৈশিষ্ট্য কী কী?
২. মৌল মানবিক চাহিদা হিসেবে খাদ্য/বস্ত্র/ চিত্তবিনোদনের গুরুত্ব/তাৎপর্য কী?
৩. মৌল মানবিক চাহিদা পূরণের ৫টি উপায় লেখ।
৪. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কী?
৫. বেকারত্ব বলতে কী বোঝ/বেকারত্বের শ্রেণীবিভাগ কর।
৬. মাদকাসক্তি কী?/মাদকাসক্তির কারণ কী কী?
৭. নারী নির্যাতনের ৫টি কারণ লিখ।
৮. দারিদ্র্যের শ্রেণীবিভাগ কর।
৯. গ্রামীণ সমাজসেবা কী?
১০. শিশুকল্যাণের সংজ্ঞা দাও।
১১. প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য কী?
১২. বাংলাদেশ বহুমূত্র সমিতির কার্যক্রম কী?
১৩. বাংলাদেশ বয় স্কাউট/গার্ল গাইডস সমিতির কার্যক্রম কী?
১৪. গ্রামীণ ব্যাংক কী?
১৫. ১৯৭৪ সালের শিশু আইন কী?/১৯৭৪ সালের শিশু আইনের ৫টি ধারা উল্লেখ কর।
১৬. ১৯৮৩ সালের নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশের ৫টি ধারা লিখ।
১৭. আন্তর্জাতিক শ্রম সংস্থা কী?/বাংলাদেশে এর ভূমিকা/কার্যক্রম কী?
১৮. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) কী?/বাংলাদেশে ডঐঙ-এর কার্যক্রম কী?
১৯. সমাজকর্মের মৌলিক/সহায়ক পদ্ধতি কী কী?
২০. সামাজিক কার্যক্রম কী?
২১. সমাজকল্যাণ প্রশাসনের সংজ্ঞা দাও।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...