Sunday, April 29, 2012

Suggestion -Business Enterprenur For SSC Exam


এস.এস.সি পরীক্ষা-২০১3 সম্ভাব্য প্রশ্নাবলি
ব্যবসায় পরিচিতি
***প্রথম অধ্যায় : ব্যবসায়ের সংজ্ঞা প্রকৃতি
১। ) শিল্প কাকে বলে?
) শিল্প বাণিজ্যের মধ্যে সম্পর্ক দেখাও।
) জনাব সজল কোন শিল্পের সাথে জড়িত? তার আলোকে বিভিন্ন প্রকার শিল্পের বর্ণনা দাও।
) সজল কাজলকে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, তার বিচারে এদেশের শিল্পে অনগ্রসরতার কারণগুলো বিশেস্নষণ কর।
২। ) উৎপাদন বিভাগ কী?
) শিল্পের কাজ কী?
) যমুনা কসমেটিকস ঢাকার তেজগাঁতে স্থানীয়করণের কারণগুলো লিখ।
) শ্রম বিভাজনের প্রেৰিতে যমুনা কসমেটিকস কী কী সুবিধা পাবে বলে তুমি মনে কর।
৩। ) পণ্য বিনিময় ব্যবসায়ের কোন শাখার অনত্মর্ভুক্ত?
) অভ্যনত্মরীণ বাণিজ্যের প্রকারভেদ বর্ণনা কর।
) পাইকারি ব্যবসায়ের গঠন প্রণালী ব্যাখ্যা কর।
) 'আর্থ-সামাজিক উন্নয়নে খুচরা ব্যবসায় অত্যনত্ম তাৎপর্যপূর্ণ।'_উক্তিটি মূল্যায়ন কর
৪। বাণিজ্য কী?
) বাণিজ্যের শাখাসমূহ কী কী?
) মি.জামাল বাণিজ্যের কোন শাখায় জড়িত? ব্যাখ্যা কর।
) পরিবহন কীভাবে পণ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর করে? ব্যাখ্যা কর।
৫। ) অভ্যনত্মরীণ ব্যবসায় কী?
) বৈদেশিক বাণিজ্যের গুরম্নত্বপূর্ণ একটি শাখা ব্যাখ্যা কর।
) মেসার্স কামরম্নল অ্যান্ড এসোসিয়েট ব্যবসায়ের কোন শাখায় নিয়োজিত তা বর্ণনা কর।
) দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মেসার্স কামরম্নল অ্যান্ড এসোসিয়েটের ভূমিকা মূল্যায়ন কর।

**দ্বিতীয় অধ্যায়: ব্যবসায় পরিবেশ

১। ) ব্যবসায়ের পরিবেশের সংজ্ঞা দাও।
) ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোর তালিকা প্রস্তুত কর।
) জনাব কাসেমের পশু ব্যবসার সাথে ধমর্ীয় পরিবেশ কতটুকু সম্পৃক্ত ব্যাখ্যা কর।
) উটগুলোর পরিণতি এমন হওয়ার কারণ ব্যাখ্যা কর।
২। ) ব্যবসায়িক পরিবেশ কী?
) ব্যবসায়িক অনুকূল পরিবেশ বলতে কী বুঝ?
) সিলেটে চা ব্যবসায় গড়ে ওঠার পরিবেশগত দিক ব্যাখ্যা কর।
) বাংলাদেশের ব্যবসায় এবং রাজনৈতিক পরিবেশ পরস্পর প্রায়ই বিপরীতমুখী ভূমিকা রাখে। মূল্যায়ন কর।
৩। ) সরকারি নীতিমালা কোন পরিবেশের উপাদান?
) আনত্মর্জাতিক সম্পর্ক ব্যবসায়িক পরিবেশের গুরম্নত্বপূর্ণ উপাদান কেন।
) ব্যবসায়িক পরিবেশের কোন কোন উপাদান বাংলাদেশের যথেষ্ট পরিমাণে রয়েছে? বিবরণ দাও।
) ব্যবসায়_বাণিজ্য অগ্রগতির কারণে ট্রানজিটের ভূমিকা কী?_ ব্যাখ্যা কর।

*** তৃতীয় অধ্যায়: আত্মকর্মসংস্থান

১। ) উদ্যোক্তা দেশের উন্নয়নে কী করেন?
) উদ্যোক্তার দুটি মনসত্মাত্তি্বক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
) জোবায়েদ আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণের প্রক্রিয়াটি বর্ণনা কর।
) জোবায়েদ তার গৃহীত পেশা নিয়ে সন্তুষ্ট হওয়ার কারণ ব্যাখ্যা কর।
২। ) ৰুদ্র ব্যবসায় বলতে কী বোঝ?
) চায়ের স্টল কাম স্টেশনারি দোকান দেওয়ার ৰেত্রে পরিকল্পনার প্রথম পদৰেপ হিসেবে সম্ভাব্যতা যাচাইয়ের দুটি বিষয় ব্যাখ্যা কর।
) আহাদ আলীর ব্যবসায় প্রতিষ্ঠান লাভজনক হওয়ার পেছনে কারণগুলো চিহ্নিত কর।
) আহাদ আলীর চায়ের দোকান বন্ধ করে চাইনিজ রেসত্মোরাঁ ব্যবসায় শুরম্ন করা কতটুকু যুক্তিযুক্ত তা মূল্যায়ন কর।
৩। ) উদ্যোক্তা কে?
) ব্যবসায় সংক্রানত্ম কাজের জন্য কীভাবে উদ্যোগ গ্রহণ করা হয়, তা উলেস্নখ কর।
) জহুরম্নল ইসলামের জীবনী থেকে শিৰণীয় কোন কোন বিষয় গ্রহণ করে একজন উদ্যোক্তা সফলকাম হতে পারবে বলে তুমি মনে কর?
) জহুরম্নল ইসলামের ন্যায় উদ্যোক্তার প্রয়োজনীয়তা বিশেস্নষণ কর।
) বেকারত্ব কী?
) 'কর্মসংস্খানের ব্যবস্থা হওয়া'_ বলতে কী বোঝায়?
) শামীম কীভাবে আত্মকর্মসংস্থানে সফল হবে?
) বাংলাদেশের ক্রমবর্ধমান বেকারত্ব দূরীকরণে আত্মকমংসংস্থানই অন্যতম হাতিয়ার_বিশেস্নষণ কর।
*** ৫। ) আত্মকর্মসংস্থান কী?
) আত্মকর্মসংস্থানের একটি অন্যতম গুরম্নত্ব ব্যাখ্যা কর।
) মাহমুদ সাহেবের সফলতার মূল কারণটি ব্যাখ্যা কর।
) জনাব মাহমুদ-এর মতো উদ্যোক্তাদের উৎসাহিত করার ৰেত্রে সরকারের পুরস্কার প্রদানের গুরম্নত্ব মূল্যায়ন কর।
*** ৬। ) রণদা প্রসাদ সাহা কে ছিলেন?
) রণদা প্রসাদ সাহার সামাজিক দায়িত্ববোধ দেশপ্রেমের ব্যাখ্যা দাও।
) রণদা প্রসাদ সাহা কীভাবে ব্যবসায় সাফল্য লাভ করেছিলেন তা পর্যালোচনা কর।
) বাংলাদেশের একজন উদ্যোক্তা হিসেবে রণদা প্রসাদ সাহার ভূমিকা মূল্যায়ন কর।
*৭। ) জহুরম্নল ইসলাম কে ছিলেন?
) একজন সফল উদ্যোক্তার ২টি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
) জহুরম্নল ইসলামের জীবনী থেকে একজন উদ্যোক্তা শিৰা লাভ করতে পারে-বর্ণনা কর।
) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জহুরম্নল ইসলামের মতো উদ্যোক্তার অবদান মূল্যায়ন কর।

*** চতুর্থ অধ্যায় : মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন

** ১। ) সংগঠন বলতে কী বোঝ?
) মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনের একটি ধরন ব্যাখ্যা কর।
) মাকসুদের ব্যবসায়টির গঠনপ্রণালি বর্ণনা কর।
) মাকসুদ তার ব্যবসায় পরিচালনার জন্য যে সুদৰ কমর্ী নিয়োগ করতে চাচ্ছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
** ২। ) চুক্তি বলতে কী বোঝ?
) অংশীদারি ব্যবসায়ের অসীম দায় ধারণাটির বিবরণ দাও।
) অপু জুনু হেলাল তাদের প্রতিষ্ঠানটি কীভাবে নিবন্ধন করবে?
) কী কী ব্যবসায়িক সুবিধা অর্জনের জন্য অপু জুনু হেলাল তাদের ব্যবসায়টি নিবন্ধনের সিদ্ধানত্ম নিল বলে তুমি মনে কর।
*৩। ) রাষ্ট্রীয় সংগঠন কাকে বলে?
) ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী?
) দেশের সম্পদ সংরৰণ জনকল্যাণে রাষ্ট্রীয় সংগঠনের ভূমিকা কতটুকু বর্ণনা কর।
) "রাষ্ট্রীয় ব্যবসায়ের কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে"_ ব্যাখ্যা কর।
*** ৪। ) সমবায় সংগঠনের সংজ্ঞা দাও।
) কোন কোন উপায়ে শিল্পজাত পণ্য বাজারজাত করা যায়?
) শিবপুরের তাঁতীরা তাদের বস্ত্রের ন্যায্যমূল্য পাচ্ছিল না কেন?
) 'তাঁতবস্ত্র বাজারজাতকরণে সমিতি গঠনই সবচেয়ে উত্তম উপায়'-ব্যাখ্যা কর।
*** ৫। ) কোম্পানির মূলতন্ত্র কী?
) পাবলিক লিঃ কোং এবং প্রাইভেট লিঃ কোং-এর দুটি পার্থক্য লিখ।
) আলফা লিঃ কোং-টির কী কী অসুবিধা হতে পারে বলে তুমি মনে করো তা উলেস্নখ কর।
) গামা কোম্পানির সুবিধাসমূহ মূল্যায়ন কর।
* ৬। ) সমবায় সংগঠন কাকে বলে?
) সমবায় সংগঠনের মূলমন্ত্রগুলো কী কী?
) সাদমান এবং আদনান ব্যবসায় গঠন করে কী কী সুবিধা পেতে পারে?
) সাদমান আদনান অংশীদারি ব্যবসায় গঠনের সফলতার ৰেত্রে পৰে বিপৰে যুক্তি দেখাও।
*** ৭। ) যৌথমূলধনী কোম্পানি কাকে বলে?
) উলিস্নখিত কোম্পানিটি কোন ধরনের যৌথমূলধনী কোম্পানি?
) কোম্পানিটি কীভাবে গঠিত হয়েছে?
) উলিস্নখিত কোম্পানি সংগঠনটির সাথে অংশীদারি ব্যবসায়ের কী কী অমিল রয়েছে বলে তুমি মনে কর?

** পঞ্চম অধ্যায়: বাজারজাতকরণ

*** ১। )বাজারজাতকরণের সংজ্ঞা দাও।
) বাজারজাতকরণের একটি গুরম্নত্বপূর্ণ কাজ কী বর্ণনা কর।
) বাংলাদেশে কাঁচা পাট কীভাবে বাজারজাত হয় বর্ণনা কর।
) আমাদের পাটের মতো অন্যান্য কৃষি পণ্য বাজারজাতকরণের ৰেত্রে সরকার কী ভূমিকা রাখে বর্ণনা কর।
*** ২। ) বাজারজাতকরণ কী?
) গুদামজাতকরণের প্রয়োজনীয়তা উলেস্নখ কর।
) ভুট্টার প্রকৃত দাম পাওয়া জন্য বশির সাহেব কী কী পদৰেপ গ্রহণ করতে পারেন?
) স্থানীয় পাইকারের নিকট সরাসরি ভুট্টা বিক্রয় না করে বিকল্প পদ্ধতিতে বিক্রয়ের ফলে তিনি কী কী সুবিধা অসুবিধা ভোগ করতে পারেন?
* ৩। ) গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
) কৃষিপণ্যের ৰেত্রে গুদামজাতকরণ আবশ্যক কেন? (ক্রমশ)


) জনাব জাকিরের কাজ দ্বারা চাহিদার সাথে যোগানের সামঞ্জস্যতা কীভাবে রৰা পায় ব্যাখ্যা কর।
) বাজারজাতকরণের মাধ্যমে কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় বর্ণনা কর।
*** ৪। ) গুদামজাতকরণ কী?
) আলুর বাজারজাতকরণের প্রযোজ্য বণ্টনপ্রণালি ব্যাখ্যা কর।
) আলুর সুষ্ঠু বাজারজাতকরণে প্রযোজ্য বণ্টনপ্রণালি ব্যাখ্যা কর।
) আলুর সুষ্ঠু বাজারজাতকরণে হিমাগারে সংরৰণ গুরম্নত্বপূর্ণ কেন তা বর্ণনা কর।
) নওগাঁর হিমাগারে আলুর যথাযথ সংরৰণে কী কী পদৰেপ নেওয়া যায় তা ব্যাখ্যা কর।
** ৫। ) বাজারজাতকরণ কী?
) গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে-ব্যাখ্যা কর।
) স্ট্রবেরীর প্রকৃত দাম পাওয়ার জন্য নুরম্নল হাকিম কী কী পদৰেপ গ্রহণ করতে পারেন?
) কৃষিপণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
*** ৬। ) বাজারজাতকরণ কাকে বলে?
) বাজারজাতকরণের লৰ্যে কী কী কাজ করা হয়?
) নবাবপুরের তাঁতীরা কেন বাজার সম্প্রসারণর উদ্যোগ গ্রহণ করেছেন?
) বাজার বৃদ্ধির জন্য তারা কী কী কর্মসূচী গ্রহণ করতে পারেন বলে তুমি মনে কর?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...