Monday, April 30, 2012

Suggestion:Islamic History for HSC Exam

ইসলামের ইতিহাস-প্রথম পত্র

রচনামূলক প্রশ্ন :
১. আরবের ভৌগোলিক অবস্থার বিবরণ দাও।
২. ইসলামের পূর্ব যুগে আরবদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক অবস্থার বিবরণ দাও।
৩. বিশ্ব সভ্যতায় প্রাচীন মিসরীয়দের অবদান আলোচনা কর।
৪. সুমেরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা কর।
৫. বদরের যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা কর।
৬. হুদাইবিয়ার সন্ধির শর্তসমূহ কী ছিল? এর তাৎপর্য ও ফলাফল বর্ণনা কর।
৭. সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ (সঃ)-এর অবদান মূল্যায়ন কর।
৮. মদিনা সনদের শর্তাবলী আলোচনা কর।
৯. হযরত আবু বকরকে (রা:) ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
১০. হযরত ওসমান (রা:)-এর হত্যার কারণ ও ফলাফল আলোচনা কর।
১১. হযরত ওসমান (রা:)-এর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো যথার্থ কি না বর্ণনা কর।
১২. হযরত আলী (রা:) ও মুয়াবিয়ার মধ্যে সংগঠিত সিফফিনের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৩. রিদ্দার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৪. উমাইয়া খলিফা আল-ওয়ালিদের স্পেন বিজয়ের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৫. কারবালার যুদ্ধের বিবরণ দাও।
১৬. ওমর বিন আব্দুল আজিজের শাসননীতি পর্যালোচনা কর।
১৭. বিজেতা হিসেবে আল ওয়ালিদের মূল্যায়ন কর।
১৮. স্পেনের তৃতীয় আবদুর রহমানের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৯. আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আল মনসুরের কৃতিত্ব মূল্যায়ন কর।
২০. শিক্ষাদীক্ষা, সংস্কৃতি ও সভ্যতার পৃষ্ঠপোষক হিসেবে আল মামুনের কৃতিত্ব মূল্যায়ন কর।
২১. কাদের ফাতেমী বলা হয়? উত্তর আফ্রিকা ও মিশরের ফাতেমী খিলাফত প্রতিষ্ঠার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. সভ্যতা বলতে কি বুঝ?
২. হানিফ সম্প্রদায় কারা?
৩. সব-অ-মুয়াল্লাকাত কী?
৪. হিজরত কী? এর কারণগুলো আলোচনা কর।
৫. আল-আমীন কাকে বলা হতো?
৬. আল-আকাবার সফত সম্পর্কে যা জান লেখ।
৭. বিদায় হজ কী? এ সম্পর্কে যা জান লেখ।
৮. হস্তীর বছর সম্পর্কে কী জান?
৯. মজলিস-উশ-শুরা সম্পর্কে যা জান লেখ।
১০. উষ্ট্রের যুদ্ধ সম্পর্কে যা জান লেখ।
১১. ওসর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কেন?
১২. মুয়াবিয়ার চরিত্র ও কৃতিত্ব সম্বন্ধে আলোচনা কর।
১৩. রাজেন্দ্র কাকে বলা হয় কেন?
১৪. হিশামকে উমাইয়া বংশের শ্রেষ্ঠ রাজনীতিবিদ বলা হয় কেন?
১৫. কাকে কুরাইশদের বাজপাখি বলা হয় এবং কেন?
১৬. তারিক-বিন-যিয়াদ কে ছিলেন?
১৭. বার্মাকী কারা? এদের পতনের কারণগুলো লেখ।
১৮. সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে যা জান লেখ।
১৯. মালিক শাহ সম্পর্কে যা জান লেখ।
২০. আল-মুইজ কে ছিলেন?
২১. ওবায়দুল্লাহ আ-মাহদির পরিচয় দাও।
২২. আইয়ামে জাহেলিয় বলতে কি বুঝ?
২৩. ওকায মেলা সম্পর্কে যা জান লেখ।
২৪. মিশরীয় সভ্যতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লিখ।
২৫. খালিদ-বিন-ওয়ালিদ সম্পর্কে কি জান?
২৬. খাদিজা (রা:) কে ছিলেন?
২৭. মিরাজের ঘটনা বর্ণনা কর।
২৮. আনসার ও মুজাহেরিন কাদের বলা হয়?
২৯. হযরত ওসমান (রা:) কে জুন্নুরাইন বলা হয় কেন?
৩০. ভ-পীরের বর্ণনা দাও।
৩১. মাওয়ালি কারা?
৩২. কুব্বাত-আল-সাখরা কী?
৩৩. ইয়াজিদ সম্পর্কে টীকা লেখ।
৩৪. মুসা বিন নুসায়ের কে ছিলেন?
৩৫. কর্ডোভোকে ইউরোপের বাতিঘর বলা হয় কেন?
৩৬. প্রথম ওয়ালিদের রাজত্বকালে স্পেন জয়ের কারণ কী ছিল?
৩৭. খলিফা আবুল আব্বাসকে ‘আস-সাফফাহ’ বলা হয় কেন?
৩৮. আব্বাসীয় খিলাফতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর।
৩৯. বুয়াইযাদের উত্থান ও পতনের কারণসমূহ লেখ।
৪০. দারুল হিক্্মা কী?

দ্বিতীয় পত্র

রচনামূলক প্রশ্ন :

১. মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে বর্ণনা কর।
২. মুহাম্মদ ঘুরী কর্তৃক উত্তর ভারত বিজয় সম্পর্কে আলোচনা কর।
৩. ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় ঘুরীর কৃতিত্ব সম্বন্ধে আলোচনা কর।
৪. সুলতান মাহমুদ কে ছিলেন? ভারতে সুলতান মাহমুদের প্রধান প্রধান অভিযানের বিবরণ দাও।
৫. ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় কুতুব উদ্দিন আইবেকের অবদান মূল্যায়ন কর।
৬. দিল্লী সালতানাতের দুঢ়করণে গিয়াসউদ্দিন বলবানের কৃতিত্ব সম্বন্ধে আলোচনা কর।
৭. বিজেতা হিসেবে আলাউদ্দিন খিলজির কৃতিত্ব বিচার কর।
৮. ফিরোজ শাহ তুঘলকের শাসনব্যবস্থা বর্ণনা কর।
৯. দিল্লী সালতানাতের পতনের কারণসমূহ আলোচনা কর।
১০. আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সংক্ষেপে আলোচনা কর।
১১. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তাঁর চরিত্র ও কৃতিত্ব সম্বন্ধে আলোচনা কর।
১২. সম্রাট আকবরের রাজপুত নীতি পর্যালোচনা কর।
১৩. সম্রাট জাহাঙ্গীরের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর।
১৪. বার ভূঁইয়া কারা? এদের ইতিহাস সংক্ষেপে লেখ।
১৫. বাংলার ইলিয়াস শাহী শাসনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৬. শাসক হিসেবে সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
১৭. বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহের রাজত্বকাল পর্যালোচনা কর।
১৮. পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা কর।

সংক্ষিপ্ত প্রশ্ন :

১. দ্বিতীয় তরাইনের যুদ্ধ সম্পর্কে যা জান লেখ।
২. শাহ্নামা সম্পর্কে যা জান লেখ।
৩. রাজা দাহিরের পরিচয় দাও এবং তাঁর পরাজয়ের কারণসমূহ লেখ।
৪. আল-বেরুনীর পরিচয় দাও।
৫. গিয়াসউদ্দিন বলবান কীভাবে ‘চল্লিশ চক্রের’ ক্ষমতা ধ্বংস করেন?
৬. ইবনে বতুতা কে ছিলেন?
৭. তৈমুর কে ছিলেন? তাঁর ভারত আক্রমণের বর্ণনা দাও।
৮. মুহাম্মদ বিন তুঘলকের দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি সম্পর্কে যা জান লেখ।
৯. মুহাম্মদ বিন তুঘলকের ‘প্রতীক মুদ্রা’ প্রচলন সম্পর্কে যা জান লেখ।
১০. মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তরের পরিকল্পনাটি ব্যাখ্যা কর।
১১. কুতুবউদ্দিন আইবেক কে ছিলেন? তাঁর সম্পর্কে যা জান লেখ।
১২. আগ্রার তাজমহল সম্পর্কে যা জান লেখ।
১৩. বাবুরনামা সম্বন্ধে কী জান?
১৪. ‘গ্রা- ট্রাঙ্ক রোড’ সম্পর্কে লেখ।
১৫. পানিপথের প্রথম যুদ্ধ আলোচনা কর।
১৬. দীন-ই-ইলাহী কী?
১৭. ময়ুর সিংহাসন সম্পর্কে কী জান লেখ।
১৮. উত্তরাধিকার যুদ্ধে ভ্রাতাদের সাথে আওরঙ্গজেবের সাফল্যের কারণ বর্ণনা কর।
১৯. আহমদ শাহ আবদালী সম্পর্কে যা জান লেখ।
২০. চৌসার যুদ্ধ সম্পর্কে যা জান লেখ।
২১. সামুগড়ের যুদ্ধের ফলাফল লিখ।
২২. আইন-ই-আকবরী কী?
২৩. মুঘল সাম্রাজ্যের পতনের কারণসমূহ লেখ।
২৪. মীরজুমলা কে ছিলেন?
২৫. আসফখান কে ছিলেন?
২৬. শাসক হিসেবে গিয়াসউদ্দিন আযম শাহের কৃতিত্ব মূল্যায়ন কর।
২৭. ‘নৃপতি তিলক’ কাকে এবং কেন বলা হয়?
২৮. ঈশা খাঁ কে ছিলেন? তাঁর সাথে মুঘলদের সংঘর্ষের বিবরণ দাও।
২৯. ইবাব আলীবর্দী খান কে ছিলেন?
৩০. মুর্শিদকুলী খানের রাজত্ব সংস্কার সংক্ষেপে আলোচনা কর।
  সংক্ষেপে বর্ণনা কর।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...