Sunday, April 29, 2012

Suggestion :Accounting for SSC-2013

হিসাব বিজ্ঞান

১। মি. আরেফিন ছিদ্দিকী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের হিসাবরৰক জনাব এসকান্দার হিসাব তৈরি করার পর নিম্নলিখিত রেওয়ামিলটি তৈরি করেছেন :
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০০৭ তারিখে
সমন্বয়সমূহ : (র) সমাপণী মজুদ পণ্যে ১২,৪০০ টাকা। (রর) কলকব্জা ও আসবাবপত্রের যথাক্রমে ৫% ও ১০% হারে অবচয় ধার্য করতে হবে। (ররর) বিবিধ দেনাদারের ২.০০০ টাকা আদায়যোগ্য নয় এবং দেনাদারের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে।
ক) উদ্বর্তপত্র প্রণয়নের দুটি সুবিধা উলেস্নখ কর।
খ) উপরিউক্ত তথ্যের আলোকে মি. আরোফিন ছিদ্দিকীর একটি উদ্বর্তপত্র তৈরি কর।
গ) মি. আরোফিন ছিদ্দিকীর প্রতিষ্ঠানে নিট ৰতি সাধিত হওয়ার প্রেৰিতে সম্পত্তি ও দায়ের কী কী পরিবর্তন সাধিত হবে এবং এ ৰতিজনিত প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য কোন কোন দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন?

২। মিসেস রম্নমি মাঝারি প্রকৃতির একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করেন। লাভ-ৰতি হিসাব প্রসত্মতকরণের পরে তার প্রতিষ্ঠানের রেওয়ামিলটি নিম্নরূপ :

রম্নমি ফাস্টফুড কনর্ার
রেওয়ামিল
৩০ জুন, ২০০৭ তারিখে
ক) উদ্বর্তপত্র প্রসত্মতকরণের উদ্দেশ্য কী?
খ) উপরিউক্ত রেওয়ামিলের আলোকে রম্নমি ফাস্টফুড কনর্ারের একটি উদ্বর্তপত্র তৈরি কর।
গ) মিসেস রম্নমি তার দোকানের সাজসজ্জা আরো আকর্ষণীয় করতে চান। এজন্য তাকে আরও ৩,৫০,০০০ টাকা ব্যয় করতে হবে। এতে উদ্বর্তপত্রের সম্পদ, দায় ও মালিকের স্বত্বাধিকারের ওপর প্রভাব কী প্রভাব পড়বে তা দেখিয়ে তাকে পরামর্শ দাও।

৩। জনাব খোরশেদ আলম একজন পাঞ্জাবী বিক্রেতা । ২০১০ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার প্রতিষ্ঠানের খতিয়ানের উদ্বত্তসমূহ নিম্নরম্নপ ছিল:
সমন্বয়সমূহ : ১.৩১ ডিসেম্বর তারিখে সমাপনী মজুদ পণ্যের মূল্য ছিল ১.০০.০০০ টাকা। ২. অলিখিত বিক্রয় ১০.০০০ টাকা। ৩. স্থায়ী সম্পত্তির অবচয় ৫%। ৪. খরিদ্দারের নিকট ১০.০০০ টাকার পণ্য বিক্রয় মজুদ পণ্যের সাথে অন্তুভর্ুক্ত।
ক) জনাব খোরশেদ আলমের বিক্রয়ের পরিমাণ কত?
খ) উপরিউক্ত রেওয়ামিল থেকে খোরশেদ আলমের বইতে একটি ক্রয়-বিক্রয় হিসাব প্রস্তুত কর।
গ) উপরিউক্ত রেওয়ামিল থেকে জনাব খোরশেদ আলমের বইতে একটি লাভ-লোকসান হিসাব প্রস্তুত কর।

৪। জনাব নজরম্নল ইসলাম চাম্ড়া ও চামড়াজাত দ্রব্য উৎপাদন ও বিক্রয় করেন। ২০১০ সালের ডিসেম্বর ৩১ তারিখে তার রেওয়ামিলটি ছিল নিম্নরূপ :
সমম্বয়সমূহ : ১. সমাপনী পণ্যের মূল্য ১,০০,০০০ টাকা যার মধ্যে ১০,০০০ টাকার অব্যবহৃত মনিহারি অনত্মর্ভুক্ত। ২. কলকব্জা ও যন্ত্রপাতির অবচয় ১০%। ৩.২ মাসের ভাড়া বকেয়া রয়েছে। ৪. ব্যক্তিগত ব্যবহারের জন্য মালিক ১,০০০ টকার পণ্য উত্তোলন করেন।
ক) মোট লাভ বা মোট ৰতির পারমাণ নির্ণয় কর।
খ) উপরিউক্ত রেওয়ামিল থেকে জনাব নজরম্নল ইসলামের বইতে লাভ-লোকসান হিসাব প্রস্তুত কর।
গ) সঠিক আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য জনাব নজরম্নল ইসলামের বই থেকে উদ্বর্তপত্র প্রস্তুত কর।

৫। মি. দিবাকর মজুমদার ২০১০ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার প্রতিষ্ঠানের রেওয়ামিলটি ছিল নিম্ননরূপ :
সমন্বয় : ১. স্থায়ী সম্পদের ওপর ১০% অবচয় ধার্য কর। ২. ক্যাশ বাঙ্ থেকে ৫,০০০ টাকা চুরি হয়েছে। ৩. সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকা বাজার মূল্য ৮২,০০০ টাকা। ৪. বন্ধকী ঋণের সুদ ৪০০ টাকা বকেয়া রয়েছে।
ক) চলতি সম্পদের পরিমাণ কত?
খ) উপরিউক্ত রেওয়ামিল হতে ২০১০ সালের জন্য মি. দিবাকর মুজমদারের বইতে একটি ক্রয় বিক্রয় হিসাব প্রসত্ম্ত কর।
গ) ২০১০ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য মি. দিবাকর মজুমদারের প্রতিষ্ঠানের লাভ- লোকসান প্রসত্মত কর।

৬। মি. মামুন আল ইনতেফা প্রিন্টার্স এর স্বত্বাধিকারী । ২০১০ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের মোট মুনাফা নির্ণয় করার পর রেওয়ামিলটি ছিল নিম্নরূপ:
ক) অগ্রিম পাপ্ত আয় চূড়ানত্ম হিসাবে কীভাবে হিসাবভুক্ত করতে হয়?
খ) উপরিউক্ত রেওয়ামিল থেকে আল ইনতেফা প্রিন্টার্সের একটি লাভ-লোকসান হিসাব প্রসত্ম্ত কর।
গ) উপরিউক্ত রেওয়ামিলের আলোকে আল ইনতেফা পিন্টার্সের জন্য ৩১ ডিসেম্বর তারিখের উদ্বর্তপত্র প্রসত্ম্ত কর।

৭। জনাব শহীদুল ইসলাম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠানের রেওয়ামিলটি নিম্নরূপ:

জনাব শহীদুল ইসলাম
রেওয়ামিল
৩১ ডিসেম্বর. ২০১০ তারিখে
সমম্বয়ের বিষয় : ১. বাকীতে পণ্য ক্রয় ২,০০০ টাকা। ২. বিজ্ঞাপন বাবদ ৪,০০০ টাকার পণ্য বিতরণ করা হল। বিজ্ঞাপণ পাঁচটি আর্থিক বছরে সমম্বয় কর। ৩. বিবিধ দেনাদারের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের ওপর ৫% হারে সঞ্চিতি তৈরি কর। ৪. ক্যাশ বাঙ্ হতে ৫০০ টাকার ৩টি নোট চুরি হয়েছে ৫. মালিক কতর্ৃক পণ্য উত্তোলন ২,০০০ টাকা। ৬. সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য ২৮,৫০০ টাকা, ক্রয়মূল্য ৫% কম। ৭. অব্যবহৃত মনিহারির মূল্য ৫০০ টাকা।
ক) জনাব শহীদুল ইসলামের প্রতিষ্ঠানে মোট লাভ বা ৰতির পরিমাণ কত?
খ) ২০১০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একটি লাভ-লোকসান হিসাব প্রস্থ্ত কর।
গ) ২০১০ সালের ৩১ তারিখে উক্ত প্রতিষ্ঠানের জন্য একটি উদ্বর্তপত্র প্রসত্ম্ত কর।
৮। মি. সাদেক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের রেওয়ামিলটি নিচে প্রদত্ত হল:

সাদেক এন্ড কোং
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১০ তারিখে
মম্বয়সমূহ : ১. সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা। ২. নতুন অনাদায়ী পাওনার পরিমাণ ৩০০ টাকা। ৩. অব্যবহৃত মনিহারি ১৫০ টাকা। ৪. আসবাবপত্রের অপচয় ৫০০ টাকা।
ক) উদ্বর্তপত্রের সম্পত্তি দায় সাজানোর পদ্ধতি কয়টি ও কী কী?
খ) উপরিউক্ত তথ্যের ভিত্তিতে জনাব সাদেক এন্ড কোং এর একটি বিক্রয় ও লাভ-লোকসান হিসাব প্রস্তুত কর।
গ) ২০১০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সাদেক এন্ড কোং এর একটি উদ্বর্তপত্র প্রস্তুত কর।

খ বিভাগ
* * * অধ্যায় ০১ (ভূমিকা)
* * *১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মি. সুমন একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়ে কত টাকা আসলো ও কত টাকা গেল, কোথা থেকে আয় আয় হল, আয় ও কোথায় খরচ হল, আয় বেশি হল না খরচ বেশি হল, কে কত টাকা পাবে এবং কার কাছে কত টাকা পাওয়া যাবে যথাযথভাবে লিপিবদ্ধ করার জন্য হিসাব বিজ্ঞানের সাহায্যে নিয়ে থাকেন হিসাব বিজ্ঞান তার ব্যবসায়ে যথাযথভাবে পরিচালনার জন্য বিভিন্ন প্রকার তথ্য সরবরাহ করে থাকে।

ক) হিসাব বিজ্ঞান কী?
খ) মি. সমুন তার প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞান থেকে কোন ধরনের সুবিধা ভোগ করেন?
গ) হিসাব বিজ্ঞানের প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তা বিশেস্নষণ কর।
* * *২। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মানবসভ্যতার মতোই হিসাব বিজ্ঞানের ইতিহাস পুরোন ও ঐতিহ্যময়। প্রাচীন যুগে হিসাব ব্যবস্থা ছিল অবৈজ্ঞানিক, অনুন্নত ও আপেৰিক। লেনদেন লিপিব্ধ করণপূর্বক সংঘটিত লেনদেনগুলোর সমম্বিত ফলাফল অবহিত হওয়ার উদ্দেশ্যে সর্বপ্রথম হিসাবরৰণ ব্যবস্থার উদ্ভব ঘটে।

ক) হিসাবরৰণ কী?
খ) আধুনিক হিসাববিজ্ঞানের ক্রমবিকাশ ও উৎপত্তি সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত কর।
গ) ব্যবসায় শিৰা শাখার একজন ছাত্র হিসাবে হিসাবজ্ঞিানে আওতা বা পরিধি বিশেস্নষণ কর।

*৩। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মানব সভ্যাতার ইতিহাস যেমন প্রাচীণ, হিসাব বিজ্ঞানের ইতিহাসও তেমনি প্রাচীন ও বৈচিত্র্যময়। তবে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়-বাণিজ্যের অগ্রগতির সাথে সাথে হিসাববিজ্ঞানের কলাকৌশল ইতিমধ্যে যথেষ্ট উন্নতি লাভ করেছে এবং আরো উন্নতি করার অবিরাম প্রচেষ্টা চলছে।

ক) হিসাব বিজ্ঞানের জনক কাকে এবং কেন বলা হয়?
খ) হিসাব রাখার প্রাচীন পদ্ধতি বর্ণনা কর।
গ) হিসাববিজ্ঞানে লুকা প্যাসিওলির অবধান মূল্যায়ন বর।

*৪। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সুজা সাহেব একজন পাইকারি ব্যবসায়ী। গাজীপুর শহরে তার একটি পাইকারি ব্যবসায়ের দোকান রয়েছে তার প্রতিষ। টানের দৈনন্দিন সম্পাদিত লেনদেনগুলো ধারাবাহিকভাবে হিসাবের বইতে সংরৰণ করেন। বছরশেষে ব্যবসায়ের দেনা-পাওনা, আর্থিক প্রতিবেদন প্রসত্মত করেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।

ক) প্রাচীণ ভারত ও ইউরোপের লোকেরা কীভাবে সংরৰণ প্রয়োজন কেন ব্যাখ্যা কর।
খ) জনাব সুজা সাহেবের ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবরৰণ প্রয়োজন কেন ব্যাখ্যা কর।
গ) জনাব সুজা সাহেবের কার্যক্রমে হিসাববিজ্ঞানের কোন কোন উদ্দেশ্য অনত্মভর্ুক্ত আছে? তোমার উত্তরের স্বপৰে যুক্তি দাও।

* * *অধ্যায় ০২ (লেনদেন)
* * *১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
জনাব মজিবর রহমান একজন সফল ব্যবসায়ী। ২০০৮ সালের মার্চ মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো হয়েছে_
মার্চ-১, ২০১০ নগদে মাল কয়ে .............২,০০০.০০ টাকা
মার্চ - ৩, ২০১০ নগদে পণ্য বিক্রয় ...........১২,০০০.০০ টাকা
মার্চ - ৫, ২০১০ ব্যবসায়ের প্রয়োজনে আসবাবপত্র ক্রয় .........৫,০০০.০০ টাকা
মার্চ - ৬, ২০১০ দোকান ভাড়া প্রদান .............৩,০০০.০০ টাকা
ক) লেনদেন কাকে বলে?
খ) উপরিউক্ত লেনদেনগুলো হিসাব সমীকরণে কোন উপাদানে কী পরিবর্তন এনেছে তা দেখাও।
গ) হিসাব সমীকরণের মাধ্যমে কীভাবে লেনদেনগুলোকে শনাক্ত করা যায় তা ব্যাখ্যা কর।

* * *২। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
বাবার অবর্তমানে জনাব মোসত্মফা হোসেন পৈত্রিক ব্যবসায়ের দায়িত্ব গ্রহণ করেন। উক্ত মাসে ঐ প্রতিষ্ঠানের ঘটনা ও লেনদেনগুলোর কয়েকটি দেওয়া হল_

র) ধারে পণ্য ক্রয় ৫,০০০ টাকা
রর) ৩,০০০ টাকা মূল্যের একটি চালান প্রসত্ম্ত করা হল।
ররর) রাহাত ট্টেডার্স-এর নিকট পণ্য বিক্রয় ৪,০০০ টাকা।
রা) মালিক ১০,০০০ টাকা ব্যয়ে একটি দোকান ভাড়া নেওয়ার সিদ্ধানত্ম নিয়েছেন।
উলেস্নখিত ঘটনা ও লেনদেনগুলো মোসত্মফা হোসেন আলাদা করতে চান এবং এজন্য তিনি একজন কর্মচারী নিয়োগ করেন।
ক) লেনদেনর বৈশিষ্ট্যগুলো উলেস্নখ কর।
খ) লেনদেনগুলো আলাদা করার জন্য মোসত্মফা হোসেনের নিয়োগকৃত কর্মচারী তাকে কীভাবে সাহায্যে করবে?
গ) মোসত্মফা হোসেনের ব্যবসায়ে সম্পাদিত সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনাই তার ব্যবসায়ের লেনদেন নয় বিষয়টি মূল্যায়ন কর।

* * *৩। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
রহিম ট্টেডার্স ১ জানুয়ারি, ২০১০ তারিখে করিম বস্ত্রালয়ের নিকট বাাকিতে কিছু পণ্য বিক্রি করেন। প্রতিটি ৪০০ টাকা দরে ২০০ পিস ছাপা শাড়ি, প্রতিটি ৬০০ টাকা দরে ৮০০ পিস জামদানি শাড়ি বিক্রয় করেন এবং ৫ ১/২% কারবারি বাট্টা বাদ না দিয়ে একটি চালান মালের সাথে সরবরাহ করে।

ক) কারবারি বাট্টা কী?
খ) উপরিউক্ত তথ্যের আলোকে রহিম ট্টেডার্সের পৰে একটি চালান প্রসত্মত কর।
গ) চালানকে হিসাবরৰণের ৰেত্রে উৎস দলিল হিসাবে মনে করার ব্যাপারে তোমার যুক্তি দেখাও।

*৪। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ঢাকার তারেক এন্ড কোং চা ও কফি বিক্রয় করে সুনিদির্ষ্ট নিয়মনীতি অনুসরণপূর্বক একখানি ভাউচার তৈরি করে ময়মনসিংহের সামি এন্ড সন্সকে প্রদান করে। লেনদেনের বিষয়গুলো হল।

১. ৬০ কেজি কফি প্রতি কেজি ২০০ টাকা দরে।
২. ২৫০ পাউন্ড ইস্পাহানী চা প্রতি পাউন্ড ১০০ টাকা দরে।
ক) ভাইচার কী?
খ) উপরিউক্ত তথ্যের আলোকে তারেক এন্ড কোং এর পৰে একটি ভাউচার তৈরি কর।
গ) ভাইচার তৈরির ৰেত্রে কিছু নির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করতে হয়। এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত কর।

* * *৫। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
জনাব মারম্নফ একটি পোশাক তৈরি কারখানার মালিক। ২০১০ সালের মে মাসে তার কারবারে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়-
মে- ১, ব্যক্তিগত কাজে মালিক ব্যবসায় থেকে ১০,০০০ টাকা উত্তোলন করেন।
মে- ২, যন্ত্রপাতি ক্রয় ১,০০,০০০ টাকা।
মে- ৩, কমিশন পাওয়া গেল ২০০ টাকা।
মে- ৪, অনাদায়ী পাওনা লেখা হল ২,০০০ টাকা।
মে- ৫, যন্ত্রাপাতির অবচয় ধরা হল ১০০ টাকা।
মে- ৬, বাট্টা প্রদত্ত হল ৫০ টাকা।
ক) সম্পত্তি ও স্বত্বাধিকার বলতে কী বোঝ?
খ) লেনদেনের মাধ্যামে হিসাব সমীকরণের কীরূপ পরিবর্তন ঘটে তা চারটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
গ) নিচের সারণীটি উত্তরপত্রে অাঁক এবং ঘরসমূহে প্রতিটি লেনদেনের প্রভাব বিশেস্নষণ কর।
* * অধ্যায় : ০৩ (দুতরফা দাখিলা পদ্ধাত)
* * *১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মি. শাহ আলম নিজেই তার ব্যবসায়ের হিসাব সংরৰণ করেন। তিনি সর্বদাই সচেষ্ট থাকেন দুতরফা দাখিলা পদ্ধাতিতে হিসাব সংরৰণ করতে। এজন্য তিনি নিম্নোক্ত হিসাবচক্রের ধাপগুলো অনুসরণ করতে চেষ্টা করেন। যাতে হিসাবের ধারাবাহিকতা রৰা হয়।

ক) দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কী বোঝ?
খ) মি. শাহ আলমের ব্যবসায়ের হিসাবরৰণের ৰেত্রে প্রযোজ্য হিসাবচক্রের ধাপগুলো উলেস্নখ কর।
গ) মি. শাহ আলমের ব্যবসায়ের হিসাবরৰণের হিসাবচক্রের বিভিন্ন ধাপগুলো পূর্ববতর্ী ও পরবতর্ী বছরের মধ্যে কীভাবে ধারাবাহিকতা রৰা করবে তা ব্যাখ্যা কর।

* * *২। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মি. করিম তার কারবারে সকল লেনদনের ডেবিট ও ক্রেডিট এ দুটি দিক র্নিণয় করে হিসাবের বইতে লিপিবদ্ধ করেন। কারণ তিনি জানেন দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি একটি পূণর্াঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি।

ক) হিসাবচক্র কী?
খ) দুতরাফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতিসমূহ ব্যাখ্যা কর।
গ) "দুতরফা দাখিলা হিসাব একটি পূণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত হিসাব পদ্ধতি"_উক্তিটির যথার্থ মূল্যায়ণ কর।

* *৩। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
হিসাবের প্রধান উদ্দেশ্য চূড়ানত্ম হিসাব প্রস্তুত বা লাভ-ৰতি ও আর্থিক অবস্থা নির্ণয় করা হলেও লেনদেন লিখা থেকে শুরম্ন করে বিভিন্ন পদৰেপ অনুসরণ করা হয়। উক্ত পদৰেপসমূহ হিসাব রৰণাবেৰণ ও প্রস্তুুতের ৰেত্রে হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্যকে কেন্দ্র করে ক্রমাগত আবর্তিত হয়ে থাকে জাবেদায়।

ক) হিসাবচক্রের ধাপ কয়টি ও কী কী?
খ) হিসাবচক্রের ধাপগুলো সংৰেপে বর্ণনা কর।
গ) "হিসাববিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হল আার্থিক বিবরণী প্রস্তু্ত করা এবং হিসাবচক্রের অন্যান্য ধাপগুলো শেষ ধাপের জন্যই সম্পন্ন করা হয়" মনত্মব্য কর।
* * *অধ্যায়: ০৪ (হিসাব)
* * *১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
নিম্নলিখিত লেনদেনগুলো জনাব হিমেলের ব্যবসায়ে সংঘটিত হয়েছে। তিনি হিসাব সমীকরণের মাধ্যমে হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয় করে থাকেন।
তার ব্যবসায়ের কয়েকটি লেনদেন হল-

১. আসবাবপত্র ক্রয় বাবদ পরিশোধ ........ ১০,০০০.০০ টাকা
২. তুষারের নিকট থেকে পণ্য ক্রয় ........১,৫০০.০০ টাকা
৩. পণ্য বিক্রয় বাবদ অনাদায়ী হয়ে গেল .......৩,০০০.০০ টাকা
৪. ব্যাংক থেকে ঋণ গ্রহণ ্ত্ত ৫,০০০.০০ টাকা
৫. বীমা প্রিমিয়ার পরিশোধ ........ ১,২০০.০০ টাকা
ক) অ = খ + চ সমীকরণের চ উপাদানের ব্যাখ্যা কর।
খ) উপরোক্ত লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপাদানের কীরূপ পরিবর্তন ঘটিয়েছে তা ছকের মাধ্যামে প্রদর্শন কর।
গ) জনাব হিমেল ব্যবসায়ে সংঘটিত লেনদেনগুলোর জন্য প্রযোজ্য হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়ের নিয়মটি ব্যাখ্যা কর।

* * ২। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
২০১০ সালের জানুয়ারি আশরাফুল এর ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল_
জানু-২, বাকিতে পণ্য ক্রয় ৩,০০০.০০ টাকা।
জানু- ৫, বাকিতে পণ্য বিক্রয় ২.০০০.০০ টাকা।
জানু- ৭, কারবারের জন্য আসবাবপত্র ক্রয় ৫.০০০.০০ টাকা।
জানু-৩০, দোকান ভাড়া পরিশোধ করা হল ৫০০,০০ টাকা।
জানু -৩১, কর্মচারী শামীমকে বেতন দেওয়া হল ১,০০০.০০ টাকা।

ক) হিসাবের স্বর্ণসূত্রটি ব্যাখ্যা কর।
খ) উপযুক্ত লেনদেনের প্রতিটি হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর।
গ) সনাতন পদ্ধতিতে জনাব আাশরাফুলের উপযুক্ত হিসাবগুলো কারণসহ বিশেস্নষণ কর।

৩। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব সাইদুর রহমান একজন ব্যবসায়ী । তারা প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনসমূহ হিসাবের খাতায় সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য তোমাকে সরবরাহ করা হল-

১. সাইদুর রহমান ২৫,০০০.০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করল।
২. যন্ত্রপাতি ক্রয় করা হল ১,০০০.০০ টাকা।
৩. সুবীরের নিকট থেকে নগদে পণ্য ক্রয় ২,০০০.০০ টাকা।
৪. শামীমের নিকট পণ্য বিক্রয় ২,০০০.০০ টাকা।
৫. কমিশন পাওয়া গেল ২০০,০০ টাকা।

ক) ঞ ছক ও চলমান জের ছকের নুমনা অংকন কর।
খ) উপযুক্তলেনদেনগুলো হতে সম্পদ অথবা ব্যয় বৃদ্ধি করে এখন লেনদেনগুলোকে কারণসহ ছকের মাধ্যমে দেখাও।
গ) হিসাব সমীকরণের বর্ধিত রূপটিকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
একটি প্রতিষ্ঠানের লেনদেনের ওপর বর্ধিত রূপটির প্রত্যেকটি উপাদানের প্রভাব দেখিয়ে উদাহরণের সাহায্যে বিশেস্নষণ কর।

* * * অধ্যায় : ০৫ (জাবেদা )
* * *১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব আলমগীর ২০১০ সালের ১ জানুয়ারী তারিখে নগদ ৫,০০,০০০.০০ কাটা এবং ৬০,০০০,০০ টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। হিসাববিজ্ঞানের সুবিধার্থর্ে ভূলক্রটি উদঘাটন এবং সুবিধা তথ্য সরবরাহ ইত্যাদি বিবেচনা করে তিনি জাবেদাসহ অন্যান্য সহকারি বইসমূহ সংরৰণ করে থাকেন। উক্ত মাসের তার ব্যবসায়ের লেনদেনগুলোর কয়েকটি নিম্নরূপ-

জানু- ২, ২০১০ ু ২৫,০০০.০০ টাকা জমা দিয়ে সোনালী বাংক লিমিটেড-এ একটি চলতি হিসাব খোলা হল।
জানু-৩, ২০১০ুজাঙ্গাগীর হোসেন-এর নিকট থেকে মাল ক্রয় করা হল ৩০,০০০.০০ টাকা।
জানুু৫, ২০১০ -আবুল হোসেন এর নিকট মাল বিক্রয় ২০,০০০.০০ টাকা।
জানু ু ৭, ২০১০ - ব্যাংক থেকে উত্তোলন কার হল ১৫,০০০.০০ টাকা।

ক) জাবেদাকে সহকারী বই বলা হয় কেন?
খ) উপরিউক্ত লেনদেনগুলোর আলোকে জনাব আলমগীরের একটি জাবেদা বই প্রসত্ম্ত কর।
গ) জাবেদা কীভাবে জনাব আলমগীরের ব্যবসায়ের হিসাবরৰণে ভূলক্রটি উদ্ঘাটন ও ভবিষৎ তথ্য পরিবেশনে সহায়তা করে তা ব্যাখ্যা কর।

* *২। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মি. হাসান একজন একমালিকানা ব্যবসায়ি। তিনি তার যাবতীয় লেনদেনগুলো দুতরফা দাখিলা পদ্ধাতিতে সংরৰণ করেন। লেনদেনগুলো সংঘটিত হওয়ার সাথে সাথে তিনি তা জাবেদাতে লিপিবদ্ধ করেন। মার্চ, ২০১০ সালে তার লেনদেনগুরো নিম্নরূপ

মার্চ-১. ২০১০ নগদ ৫০,০০০.০০ টাকা নিয়ে ব্যবসায় শুরম্ন করেন।
মার্চ - ৬. ২০১০- সিকান্দারের নিকট থেকে নগদে পণ্য ক্রয় ৩,০০০.০০ টাকা।
মার্চ-১১. ২০১০ ু সাকিবুর রহমানের নিকট নগদ বিক্রয় ৫,০০০.০০ টাকা।
মার্চ- ১৫.২০১০ মুজরি প্রদান ৫০০,০০ টাকা।

ক) জাবেদাকে হিসাবের দৈনিক বই বলা হয় কেন?
খ) উপযুক্ত লেনদেনগুলো মি. হাসানের জাবেদা বইতে লিপিবদ্ধ কর।
গ) "হিসাবের সহকারী বই হলেও জাবেদার গুরম্নত্বকে উপেৰা করার কোনো উপায় নেই" কথাটির যৌক্তিকতা ব্যাখ্যা কর।

৩। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
রফিক এন্ড কোং ২০১০ সালের ১ জুন হিসাব বইতে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন করেন- ২০১০

জানু- ১, ব্যাংক হতে উত্তোলন ------ ১০,০০০.০০ টাকা।
জানু-৫, নগদ বিক্রয় হল ------ ৫,০০০.০০
জানু-৭, শফিকের নিকট হতে করা হল ----- ৮,০০০.০০
জানু-১০, করিমের নিকট বিক্রয় করা হল ---- ২,০০০.০০
জানু- ১৫, যন্ত্রপাতি বিক্রয় করা হল ------ ৫,০০০.০০
জানু-৩০, মুজরি প্রদান করা হল ------- ১,৫০০.০০

ক) জাবেদার একটি নুমনা বা ছক তৈরি কর।
খ) জনাব রফিকের জানুয়ারি মাসের ১, ১০, ১৫ ও ৩০ তারিখের লেনদেনগুলো জাবেদায় লিপিবদ্ধ কর।
গ) রফিক এন্ড কোং এর হিসাবের বইতে যেকোন চারটি হিসাবের খতিয়ান জের নির্ণয় কর।
* * * ৪ । নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
জনাব শাহেদ সাহেব একজন স্কুল শিৰক। শিৰকতার পাশাপাশি সে গ্রামে একটি বইয়ের দোকান পরিচালনা করেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল।
২০১০ টাকা
জুলাই - ১, ক্রয় ফেরত ----- ২,০০০.০০
জুলাই - ৯, পাপ্য কমিশন ----- ৪,০০০.০০
জুলাই - ১২, ব্যাংক সুদ মঞ্জুর করল ------ ৩.০০০.০০
জুলাই -২০, ধারে আসবাবপত্র করা হল ---- ১০,০০০.০০
জুলাই - ২৮, আসবাবপত্রের অবচয় ধার্য হল ---- ৪০০,০০

ক) প্রকৃত জাবেদায় কোন কোন লেনদেন লিপিবদ্ধ করা হয়?
খ) জনাব শাহেদের উপরিউক্ত লেনদেনগুলো জাবেদা লিপিবদ্ধ কর।
গ) জনাব শাহেদের উপযুক্ত লেনদেনগুলো হতে ঞ ছক পদ্ধতিতে খতিয়ান নির্ণয় কর।

*৫। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব অশেষ চক্রবতী একজন ব্যবসায়ী। ২০১০ সালে জানুয়ারী মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছিল।

জানু- ১, দিনাজপুরের রশীদ ব্রাদার্সের নিকট থেকে প্রতিকেজি ২০ টাকা দরে ১৫০০ কেজি কাটারিভোগ চাল ক্রয় করা হয়। চালান নয়-৩৮, কারবারি বাট্টা ১০%।
জানু-৩, বগুড়ায় আজম ট্রেডার্সের নিকট থেকে প্রতিকেজি ২০ টাকা দরে ৫০০ কেজি মসুরের ডাল ক্রয় করা হল। কারবারি বাট্টা ৫% চালান নং ২০১। পরিবহন খরচ ৫০০ টাকা ।
ক) ক্রয় বইয়ের একটি নমূনা বা ছক অঙ্কন কর।
খ) উপযর্ুক্ত লেনদেনগুলো জনাব অশেষ চক্রবতর্ীর ক্রয় বইতে লিপিবব্ধ কর।
গ) জনাব অশেষ চক্রবতর্ীর ক্রয় বইয়ের সংশিস্নষ্ট দফাগুলো খতিয়ান স্থানানত্মর কর।

*৬। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
সোহাগ গামেন্র্টস বাকিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট পণ্য বিক্রয় করে। কিন্তু বিভিন্ন কারণে নিম্নোক্ত প্রতিষ্ঠানের পণ্য ফেরত পাঠান এবং বিক্রেতা পাপ্ত ফেরত পণ্যের বিসত্মারিত বিবরণ দিয়ে ক্রেতাকে চিঠি পাঠায়।

ক) সোহাগ গার্মেন্টস এর উক্ত মাসে মোট কারবারি বাট্টার পরিমাণ কত?
খ) উপরিউক্ত লেনদেনগুলোকে সোহাগ গামেন্র্টসএর ফেরত বইতে লিপিবদ্ধ কর।
গ) সোহাগ গামেন্র্টস এর বিক্রয় ফেরত বইয়ের সংশিস্নষ্ট দফাগুলো খতিয়ান বইতে স্থানানত্মর কর।

* * *অধ্যায়: ০৬ (খতিয়ান)
১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
জনাব এল, কবীর স্টেশনারি ব্যবসায় পরিচালনা করেন। তিনি তার ব্যবসায়ের লেনদেনগুলোকে সরাসরি খতিয়ানের আধুনিক ছক বা চলমান জের ছকে লিপিবদ্ধ করেন। মার্চ, ২০১০ সালে সম্পাদিত জনাব এল. কবীর এর কয়েকটি লেনদেন নিম্নরূপ:

মার্চ -০১, ২০১০ নগদ বিক্রয় _______১০,০০০.০০ টাকা
মার্চ - ০৮, ২০১০ প্রদত্ত বাট্রা ্ত্ত্ত্ত৫০০,০০ টাকা
মার্চ - ১৫,২০১০ নূর ট্টেডার্স থেকে পণ্য ক্রয় ্ত্ত১২,০০০.০০ টাকা
মার্চ - ২০, ২০১০ কবীর স্টোরকে চেকে পরিশোধ ্ত্ত্ত-৮,০০০.০০ টাকা

ক) খতিয়ান বলতে কী বোঝ?
খ) খতিয়ানের চলমান জের ছকে উপরোক্ত লেনদেনগুলোকে লিপিবদ্ধ কর।
গ) জনাব এল, কবীর কেন চলমান জের ছকে হিসাব সংরৰণ করেন তা ব্যাখ্যা কর।

* * *২। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ক) ডেবিট জের ও ক্রেডিট জেরের মধ্যে দুটি পার্থক্য দেখাও।
খ) মি. মহিবের প্রতিষ্ঠানে সংঘটিত লেদদেনগুলোকে খতিয়ানভুক্ত কর।
গ) মি. মহিবের খতিয়ান হিসাবসমূহ হতে যে ব্যালেন্স পাওয়া ডাবে তা যুক্তিসহ আলোচনা কর।

৩। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব এফ, রহমানের ব্যবসায়িক লেনদেনগুলো নিম্নরূপ: ২০১০
আগষ্ট- ১, জনাব এফ, রহমান নগদ ৩০,০০০ টাক এবং ১০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে কারবার আরম্ভ করলেন।
আগষ্ট - ৫, নগদ ক্রয় ৫,০০০ টাকা।
আগষ্ট - ১০, নগদ বিক্রয় ১২,০০০ টাকা।
আগষ্ট - ১২, ব্যাংকে জমা দেওয়া হল ৮,০০০ টাকা।
আগষ্ট - ২১, আলমের নিকট বিক্রয় ২,০০০ টাকা।
ক) খতিয়ান হিসাব ঞ ছক ও আধুনিক ছকের মধ্যে দুইটি পার্থক্য লিখ।
খ) উপযর্ুক্ত লেনদেনগুলো থেকে জনাব এফ, রহমানের খতিয়ান হিসাবসমূহ প্রস্তুত কর। (ঞ ছক অথবা চলমান জের ছক অনুসারে)
গ) খতিয়ানের উদ্বৃত্তসমূহ দিয়ে রেওয়ামিল প্রসত্মত কর। (ক্রমশ)
* * *৪। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মি. নাহিদ কেশবপুর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনগুলো খতিয়ানে সংরৰণ করেন এবং প্রত্যেকটি হিসাবের জের নির্ণয় করেন। মি. নাহিদ ২০১০ সালের এপ্রিল মাসের ১ তারিখে নগদ ২৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। নিম্নে হিসাব সংক্রানত্ম তথ্যাবলী উলেস্নখ করা হল-
* * *৪। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মি. নাহিদ কেশবপুর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানে সংঘটিত লেনদেনগুলো খতিয়ানে সংরৰণ করেন এবং প্রত্যেকটি হিসাবের জের নির্ণয় করেন। মি. নাহিদ ২০১০ সালের এপ্রিল মাসের ১ তারিখে নগদ ২৫,০০০ টাকা এবং ১০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। নিম্নে হিসাব সংক্রানত্ম তথ্যাবলী উলেস্নখ করা হল-
ক) খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয় কেন?
খ) মি. নাহিদের ব্যবসায় প্রতিষ্ঠানে লেনদেনগুলো খতিয়ানভুক্ত কর।
গ) বিভিন্ন শ্রেণির হিসাবের ডেবিট ব্যালেন্স ও ক্রেডিট ব্যালেন্সর তাৎপর্য বিশেস্নষণ কর।

* * * অধ্যায় : ০৭ (নগদান বই)
* * *১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মি. আবরার ২০১০ সালের জানুয়ারি মাসে ব্যবসায় শুরম্ন করেন। জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলো থেকে নগদ লেনদেনগুলো পৃথক করে দু'ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করেন। ফলে মাসের শেষে তিনি সহজেই নগদ ও ব্যাংক জমার পরিমাণ নির্ণয় করতে সৰম হন। উক্ত মাসে তার নগদ লেনদেনগুলো ছিল নিম্নরূপ:

জানুয়ারি- ১, ২০১০ নগদ তহবিল ----২০,০০০.০০ টাকা।
জানুয়ারি - ১, ২০১০ ব্যাংক জমার উদ্বৃত্ত ---- ৫০,০০০.০০ টাকা।
জানুয়ারি -৫, ২০১০ শিবান এর নিকট থেকে আসবাবপত্র ক্রয় ৫,০০০.০০ টাকা।
জানুয়ারি - ১০, ২০১০ চেকে বাড়ি ভাড়া প্রদান ---- ৮,০০০.০০ টাকা।
জানুয়ারি - ১৫,২০১০ ব্যাংক থেকে অফিসের জন্য উত্তোলন ১০,০০০.০০ টাকা।
জানুয়ারি - ২৮, ২০১০ ব্যাংক চার্জ কর্তন করল ---- ৫০০,০০ টাকা।

ক) নগদান বই সংরৰণের দুটি সুবিধা বর্ণনা কর।
খ) উপযুক্ত লেনদেনগুলো অবলম্বনে মি. আবরারের একটি দু'ঘরা নগাদান বই প্রসত্মত কর।
গ) 'মি' আবরারের রৰিত নগদান বইটি একটি জাবেদা বিষয়টি যুক্তিসহ ব্যাখ্যা কর।

*২। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
মি. সাদমান একজন খুচরা ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের নগদ লেনদেনগুলো দুতরাফ দাখিলা পদ্ধতি অনুযায়ী সংরৰণ করেন এবং নগদ তহবিলের ওপর নিয়ন্ত্রন রাখেন। ২০১০ সালের মার্চ মাসে তার ব্যবসায়ের নগদ লেনদেনগুলো নিম্নরূপ:

২০১০
মার্চ- ১, নগদ তহবিল ২০,০০০ টাকা ও ব্যাংক উদ্বৃত ২৫,০০০ টাকা।
মার্চ- ৪, হান্নান ব্রাদার্সের নিকট চেকে বিক্রয় ৮,০০০ টাক
মার্চ - ৮, ব্যাংক থেকে উত্তোলন করা হল ৫,০০০ টাকা
মার্চ -১৫, করিম থেকে ৫০০ টাকা বাট্টায় ৩,০০০ টাকার একটি চেক পেয়ে তা রহিমকে প্রদান করা হল।
মার্চ- ২৫, মি. সেলিমকে তার পাওনা ১,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেৰে ১,৪২০ টাকা প্রদান করা হল।

ক) নগদান বইয়ে নগদ টাকার ঘরে ক্রেডিট জের হয় না কেন?
খ) উপরোক্ত লেনদেনগুলোর আলোকে মি সাদমানের উপযুক্ত ঘরবিশিষ্ট একটি নগদান বই তৈরি কর।
গ) "ব্যবসায়ের নগদ তহবিলের ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য মি. সাদমানের ব্যবসায়ে নগদান বই সংরৰণ করা অপরিহার্য ব্যাখ্যা কর।

* * *৩। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
জনাব আলমগীর নগদান বহি সংরৰণের মাধ্যমে জাবেদা ও খতিয়ান এক সাথে দুটি কাজ সম্পদিত করেন।
২০১০ সালের মে মাসের কতিপয় লেদদেন নিম্নরূপ :
মে-১, নগদ জমা ২৫,০০০ টাকা।
মে- ২, নগদ ক্রয় ২,৫০০ টাকা।
মে-৩, নগদ বিক্রয় ৪,০০০ টাকা।
মে-৯, মাল ক্রয় করে চেক প্রদান ১,০০০ টাকা।
মে-১২, মাল বিক্রয় করে চেক পাওয়া গেল ৪,০০০ টাকা।
মে- ২২, ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হল ২,০০০ টাকা।
মে- ২৭, ব্যাংক থেকে অফিসের জন্য উঠানো হল ১,০০০ টাকা।
মে- ৩১, বাড়ি ভাড়া প্রদান নগদ ৫০০ টাকা, প্রদান ৩০০ টাকা।
অধ্যায়: ০৮ (রেওয়ামিল)

* * *১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মি. তানভীর তার ব্যবসায়ের যাবতীয় লেনদেনগুলোকে হিসাবের পাকা বই থেকে গাণিতিক নিভর্ূলতা যাচাইয়ের জন্য একটি খসড়া কাগজে ডেবিট জেরগুলো ডেবিট দিকে ও ক্রেডিট দিকে বসিয়ে থাকেন। উভয় দিকের অর্থের সমান হলেই হিসাবের সঠিকতা সম্পর্কে তিনি নিশ্চিত হন।

ক) রেওয়ামিল কী?
খ) মি. রেওয়ামিলের উভয় দিক মিলে যাওয়াই হিসাবের সঠিকতা নিশ্চিত হন- তা বর্ণনা কর।
গ) রেওয়ামিলের উভয় দিক মিলে যাওয়াই হিসাবের সঠিকতা নিশ্চিত করে না বিষটি মূল্যায়ন কর।

* *২। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
তালতলী বন্দর, বরিশালে অবস্খিত মেসার্স জুয়েল এন্ড রম্নম্মান সন্স এর মি. ইসমাইল তার হিসাবের গাণিতেক শুদ্ধতা যাচাইয়ের জন্য ২০০৮ সালে ৩০ জুন তারিখে খতিয়ানের বিভিন্ন হিসাবের উদ্বৃত দ্ধারা একটি রেওয়ামিল তৈরি করেন। তার বিভিন্ন হিসাবের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপঃ

মজুদ পণ্য ( ০১/০৭/২০০৭) --------- ২০,০০০ টাকা
মূলধন -------------- ৩২,০০০ টাকা
উত্তোলন ---------- ১২,০০০ টাকা
পাওনাদার বাট্টাসঞ্চিতি --------- ৬০০ টাকা
ক্রয় --------- ৮,০০০ টাকা
বিক্রয় ----------- ১৬,০০০ টাকা
মুজরি ----------- ৬,০০০ টাকা

ক) অনিশ্চিত হিসাব কী?
খ) উপরিউক্ত তথ্যের আলোকে একটি রেওয়ামিল তৈরি কর।
গ) মি. ইসমাইল এর রেওয়ামিলটি মিলকরণের জন্য তিনি কী কী পদৰেপ গ্রহন করতে পারেন তা ব্যাখ্যা কর।

* * * অধ্যায়: ০৯ (মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন)
* * *১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব তুহিন টঙ্গিতে একটি ফ্যান উৎপাদনের কারখানা গড়ে তোলেন। তিনি ফ্যান তৈরির গবেষণা বাবদ ২০,০০০ টাকা ব্যয় করেন। তিনি প্রাথমিক ব্যয় বাবদ ৫০.০০০ টাকা খরচ করেন। তিনি তার প্রতিষ্ঠানটি গাজীপুরে স্থানানত্মর করেন বংে এর জন্য তাকে আরও ৩০. ০০০ টাকা ব্যয় করতে হয়।

ক) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কী?
খ) বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ধরন চিহ্নিত কর।
গ) জনাব তুহিনের কারখানায় সংঘটিত ব্যয়সমূহ মূলধন ও মুনাফা জাতীয় এবং বিলম্বিত বক্তব্যটির যথার্থতা বিশেস্নষণ কর।

* * *২। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
কোন প্রতিষ্ঠানের একটি নিদিষ্ট সময়ের কার্যাবলীর ফলাফল ও আর্থিক অবস্থা সঠিকভাবে জানতে হলে এর লেনদেনগুলোর প্রকৃতি বিশেস্নষণ করতে হয়।

ক) মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের সংজ্ঞা দাও:
খ) মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখাও।
গ) নিম্নলিখিত ব্যয়গুলো কী জাতীয় ব্যয় একটি ছক লিখে তার কারণ বিশেস্নষণ কর।

* *৩। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মি. সাকিল আল হাসান তার ব্যবসায়ের লেনদেনগুলো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন ভাগ করে লিপিবদ্ধ করেন। তার ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ ছিল-
সুজিত সাপস্নাইয়ার্স এর নিম্নোক্ত রেওয়ামিলটি একজন হিসাবরৰক তৈরি করেছেন। কিন্তু রেওয়ামিলটি মিলছে না । তাছাড়া, এখানে অনেক অসঙ্গতি লৰা করা যাচ্ছে।

সুজিত সাপস্নাইয়ার্স
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১১ তারিখে
ক) রেওয়ামিলের দুপৰ মিলে যাওয়ার কারণ ব্যাখ্যা কর ।
খ) প্রয়োজনীয় সংশোধণীসহ রেওয়ামিলটি তৈরি কর।
গ) উপরোক্ত রেওয়ামিলে প্রদর্শিত হিসাবসমূহের মধ্যে থেকে পরিপূরক ভূল ঘটিত হতে পারে এমন একটি হিসাবের উদাহরণ দাও। কীভাবে এই ভুলের পরেও রেওয়ামিল মিলে যেতে পারে তা ব্যাখ্যা কর।

৪। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব রকিব বাংলাবাজারের একজন ব্যবসায়ী। তিনি একটি নির্দিষ্ট সময়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য ও রেওয়ামিল প্রসত্মত করেন। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু নীতিগত ভূল থাকা সত্ত্বেও প্রসত্ম্ত রেওয়ামিল মিলে যায়। যার জন্য তাকে বিভিন্ন পদৰেপ গ্রহণ করতে হয়। ২০১০ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার প্রতিষ্ঠানে খতিয়ান বইয়ের উদ্বৃত্ত ছিল নিম্নরূপ:
ক) রেওয়ামিলের নীতিগত ভুল কাকে বলে?
খ) জনাব রফিকের খতিয়ান উদ্বৃত্তের মাধ্যামে রেওয়ামিল প্রস্তুত কর।
গ) এমন কতকগুলো ভুলের সৃষ্টি হতে পারে যার জন্য রেওয়ামিলের উভয় দিক মিলে না ভুলগুলো চিহ্নিত কর।

৫। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব লিসান নিম্নোক্ত খতিয়ান উদ্বৃত্ত হতে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে একটি রেওয়ামিল প্রসত্মত করার জন্য তার হিসাবরঙ্কে নির্দেশ দেন। হিসাবরৰক জানের রেওয়ামিল দ্ধারা কিছু ভুল ধরা যায় না। যেমনঃ নীতিগত ভুল, ইত্যাদি। তিনি আরো জানেন খতিয়ানের সকল জের রেওয়ামিলের অনত্মর্ভুক্ত হবে না। প্রারম্ভিক মজুদ পণ্য ৩৫,৮০০ টাকা, মূলধন ৩,০০,০০০ টাকা, বরাদ্দকৃত বাট্টা ৮,৫০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫,০০০ টাকা, সনাম ২,৩৭,০০০ টাকা,
পাওনাদার ৩৭,৫০০ টাকা, দেনাদার ৬২,০১০ টাক, আমদানি শুল্ক ৭,২০০ টাকা, ক্রয় ১,৮২,৭৬০ টাকা, বিক্রয় ৩,০৭,৮০০ টাকা, বীমা সেলিম ২,২৮০ টাকা, ভাড়া ও কর ২১,৩৯০ টাকা, প্রাপ্ত কমিশন ২,৬১০ টাকা, হাতে নগদ ১,১৪০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৩৩,০০০ টাকা, সুদ প্রদান ৩,৫০০ টাকা, পাওনা বাট্টা সঞ্চিতি ১,৫২৫ টাকা,বহিঃফেরত ৫০০ টাকা, প্রারম্ভিক উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা, অগ্রিম বেতন ২,০০০ টাকা, সাধারণ সঞ্চিতি ১,০০০ টাকা।

ক) উপযুক্ত তওথ্যর কোন হিসাবটি রেওয়ামিলের অনত্মভূক্ত হবে না এবং কেন?
খ) খতিয়ান উদ্বৃত্ত হতে একটি রেওয়ামিল তৈরি কর।
গ) জনাব লিসানের খতিয়ান উদ্বৃত্তসমূহের কোন কোন দফা রেওয়ামিলে অনত্মর্ভুক্ত হবে না এবং কেন? বিশেস্নষণ কর।

* *অধ্যায়: ১১ (ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ)
* * * নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মি. আরিফুজ্জমানের দিনাজপুর থেকে প্রতি কুইন্টার ৩,৫০০ টাকা দরে ১০০ কুইন্টাল চাল ক্রয় করেন। এজন্য তিনি প্রত্যৰ ও পরোৰ খরচ বাবাদ বিভিন্ন খরচ করেন। ক্রয়কৃত চাল চট্টগ্রামে আনার জন্য কুইন্টার প্রতি ১০ টাকা কুলি খরচ এবং ১০০ টাকা ট্রাক ভাড়া প্রদান করেন। চাল ক্রয়ের জন্য যাতায়াত ও আনুষঙ্গিক খরচ বাবদ তিনি ৫০০ টাকা ব্যয় করেন। চাল বিক্রয়ের জন্য তিনি নগর শুল্ক বাবাদ ১০০ টাকা এং কমিশন বাবদ ১,০০০ টাকা প্রদান করেন।

ক) পণ্যের ক্রয়মূল্য বলতে কী বোঝ?
খ) উপযুক্ত তথ্যের আলোকে ১০% লাভে প্রতি কুইন্টাল চালের বিক্রয়মূল্য নিরূপণ কর।
গ) মি. আরিফুজ্জামানের ব্যবসায়ে চালের বিক্রয়মূল্য নিরূপণে প্রত্যৰ ও পরোৰ খরচের প্রভাব ব্যাখ্যা কর।

* *২। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
মি. শামীম একজন ইলেকট্রনিঙ্ ব্যবসায়ী। কাঁচামাল, মজুরি এবং অন্যান্য ব্যয়ের উপাদানের মাধ্যমে তিনি ১০০ বৈদু্যতিক পাখা প্রসত্মত করবেন বলে ঠিক করলেন । তিনি নিম্নোক্ত খরচগুলো ধার্য করলেন-
বিবরণ টাকা
কাচাঁমাল ক্রয় --------------- ৭০,০০০
কারখানার মুজরি ------------- ১,০৫,০০০
অন্যান্য প্রত্যৰ খরচ------ ৫,০০০
কারখানার উপরি ব্যয় প্রত্যৰ মুজরির ২০% অফিস উপরিব্যায় অন্যান্য প্রত্যৰ খরচের ৪০% এবং বিক্রয় ও বিতরণ খরচ কারখানা উপরিব্যয়ের ৮০%। তিনি প্রতিটি পাখা মোট ব্যয়ের ২৫% লাভে বিক্রয় করবেন বলে ঠিক করেছেন।

ক) মূখ্য ব্যয় নিধার্ারণে খরচের কোন কোন উপাদান বিবেচনা করা হয়?
খ) মি. শামীমের খরচ দ্বারা প্রতিটি পাখার বিক্রয়মূল্য কত হবে তার উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে দেখাও।
গ) মি. শামীম বিক্রয়ের উপর ৩০% মুনাফা করতে প্রত্যাশি এৰেত্রে প্রতিটি পাখার বিক্রয়মূল্য কত হবে?

৩। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ঢাকাসহ সারাদেশে ন্যাশনাল ফ্যানের ব্যাপক চাহিদা থাকার সোসাল ইলেকট্টনিঙ্ লি. একই মানের বৈদু্যতিক পাখা বাজারে ছাড়াতে ইচ্ছুক। এ লৰ্যে সোসাল ইলেকট্টনিঙ্ লি. প্রথম পযায়ে ৩০০ পাখা তৈরির সিদ্ধানত্ম গ্রহন করে। ৩০০ পাখা তৈরির প্রতিষ্ঠানের খরচগুলো নিচে তুলে ধরা হল-
কাঁচামাল -------- ৩৫,০০০ টাকা
কারখানা মুজরি ------- ৬০,০০০টাকা
কারখানা উপরিব্যয় প্রত্যৰ মজুরির ২০%। অফিস ও বিক্রয় উপরিব্যয় কারখানা উপরিব্যয় কারখানা উপরিব্যয়ের ৮০%।

ক) বিক্রয়মূল্য কীভাবে নিরূপণ করা হয়?
খ) উপরের খরচসমূহের আলোকে সোলাল মার্কের্টি লি. এর মূখ্য ব্যয়, উৎপাদন ব্যয় এবং মোট ব্যয় নির্ণয় কর।
গ) সোসাল ইলেকট্টনিঙ্ উপর ২০% মুনাফা করতে প্রত্যাশি । এৰেত্রে প্রতিটি পাখার বিক্রয়মূল্য কত হবে?

অধ্যায়: ১২ (পারিবারিক হিসাব ব্যবস্থা ও পারিবারিক বাজেট)
১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
২০০৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে ডাক্তার মি. আশিক খানের পরিবারের প্রাপ্তি ও প্রদানসমূহ নিম্নরূপ:
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের
৩১-১২-০৯ তারিখে বিনিয়োগের সুদ ৫০০ টাকা এবং বিদু্যৎ বিল বাবদ ২০০ টাকা।
ক) জনাব সালমানের পারিবারিক মূলধন তহবিল কত?
খ) উপযর্ুক্ত তথ্যের ভিত্তেতে জনাব সালমানের পারিবারের আয়-ব্যয় হিসাব প্রস্তুত কর।
গ) উপযর্ুক্ত তথ্যের ভিেিত্ততে জনাব সালমানের পরিবারের উদ্বর্তপত্র প্রস্তুত কর।

======
এস.এস.সি পরীক্ষা-2013 সম্ভাব্য প্রশ্নাবলি
ব্যবসায় পরিচিতি
***প্রথম অধ্যায় : ব্যবসায়ের সংজ্ঞা ও প্রকৃতি
১। ক) শিল্প কাকে বলে?
খ) শিল্প ও বাণিজ্যের মধ্যে সম্পর্ক দেখাও।
গ) জনাব সজল কোন শিল্পের সাথে জড়িত? তার আলোকে বিভিন্ন প্রকার শিল্পের বর্ণনা দাও।
ঘ) সজল ও কাজলকে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, তার বিচারে এদেশের শিল্পে অনগ্রসরতার কারণগুলো বিশেস্নষণ কর।
২। ক) উৎপাদন বিভাগ কী?
খ) শিল্পের কাজ কী?
গ) যমুনা কসমেটিকস ঢাকার তেজগাঁতে স্থানীয়করণের কারণগুলো লিখ।
ঘ) শ্রম বিভাজনের প্রেৰিতে যমুনা কসমেটিকস কী কী সুবিধা পাবে বলে তুমি মনে কর।
৩। ক) পণ্য বিনিময় ব্যবসায়ের কোন শাখার অনত্মর্ভুক্ত?
খ) অভ্যনত্মরীণ বাণিজ্যের প্রকারভেদ বর্ণনা কর।
গ) পাইকারি ব্যবসায়ের গঠন প্রণালী ব্যাখ্যা কর।
ঘ) 'আর্থ-সামাজিক উন্নয়নে খুচরা ব্যবসায় অত্যনত্ম তাৎপর্যপূর্ণ।'_উক্তিটি মূল্যায়ন কর।
৪। বাণিজ্য কী?
খ) বাণিজ্যের শাখাসমূহ কী কী?
গ) মি.জামাল বাণিজ্যের কোন শাখায় জড়িত? ব্যাখ্যা কর।
ঘ) পরিবহন কীভাবে পণ্যের স্থানগত প্রতিবন্ধকতা দূর করে? ব্যাখ্যা কর।
৫। ক) অভ্যনত্মরীণ ব্যবসায় কী?
খ) বৈদেশিক বাণিজ্যের গুরম্নত্বপূর্ণ একটি শাখা ব্যাখ্যা কর।
গ) মেসার্স কামরম্নল অ্যান্ড এসোসিয়েট ব্যবসায়ের কোন শাখায় নিয়োজিত তা বর্ণনা কর।
ঘ) দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মেসার্স কামরম্নল অ্যান্ড এসোসিয়েটের ভূমিকা মূল্যায়ন কর।

**দ্বিতীয় অধ্যায়: ব্যবসায় পরিবেশ

১। ক) ব্যবসায়ের পরিবেশের সংজ্ঞা দাও।
খ) ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোর তালিকা প্রস্তুত কর।
গ) জনাব কাসেমের পশু ব্যবসার সাথে ধমর্ীয় পরিবেশ কতটুকু সম্পৃক্ত ব্যাখ্যা কর।
ঘ) উটগুলোর পরিণতি এমন হওয়ার কারণ ব্যাখ্যা কর।
২। ক) ব্যবসায়িক পরিবেশ কী?
খ) ব্যবসায়িক অনুকূল পরিবেশ বলতে কী বুঝ?
গ) সিলেটে চা ব্যবসায় গড়ে ওঠার পরিবেশগত দিক ব্যাখ্যা কর।
ঘ) বাংলাদেশের ব্যবসায় এবং রাজনৈতিক পরিবেশ পরস্পর প্রায়ই বিপরীতমুখী ভূমিকা রাখে। মূল্যায়ন কর।
৩। ক) সরকারি নীতিমালা কোন পরিবেশের উপাদান?
খ) আনত্মর্জাতিক সম্পর্ক ব্যবসায়িক পরিবেশের গুরম্নত্বপূর্ণ উপাদান কেন।
গ) ব্যবসায়িক পরিবেশের কোন কোন উপাদান বাংলাদেশের যথেষ্ট পরিমাণে রয়েছে? বিবরণ দাও।
ঘ) ব্যবসায়_বাণিজ্য অগ্রগতির কারণে ট্রানজিটের ভূমিকা কী?_ ব্যাখ্যা কর।

*** তৃতীয় অধ্যায়: আত্মকর্মসংস্থান

১। ক) উদ্যোক্তা দেশের উন্নয়নে কী করেন?
খ) উদ্যোক্তার দুটি মনসত্মাত্তি্বক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ) জোবায়েদ আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণের প্রক্রিয়াটি বর্ণনা কর।
ঘ) জোবায়েদ তার গৃহীত পেশা নিয়ে সন্তুষ্ট হওয়ার কারণ ব্যাখ্যা কর।
২। ক) ৰুদ্র ব্যবসায় বলতে কী বোঝ?
খ) চায়ের স্টল কাম স্টেশনারি দোকান দেওয়ার ৰেত্রে পরিকল্পনার প্রথম পদৰেপ হিসেবে সম্ভাব্যতা যাচাইয়ের দুটি বিষয় ব্যাখ্যা কর।
গ) আহাদ আলীর ব্যবসায় প্রতিষ্ঠান লাভজনক হওয়ার পেছনে কারণগুলো চিহ্নিত কর।
ঘ) আহাদ আলীর চায়ের দোকান বন্ধ করে চাইনিজ রেসত্মোরাঁ ব্যবসায় শুরম্ন করা কতটুকু যুক্তিযুক্ত তা মূল্যায়ন কর।
৩। ক) উদ্যোক্তা কে?
খ) ব্যবসায় সংক্রানত্ম কাজের জন্য কীভাবে উদ্যোগ গ্রহণ করা হয়, তা উলেস্নখ কর।
গ) জহুরম্নল ইসলামের জীবনী থেকে শিৰণীয় কোন কোন বিষয় গ্রহণ করে একজন উদ্যোক্তা সফলকাম হতে পারবে বলে তুমি মনে কর?
ঘ) জহুরম্নল ইসলামের ন্যায় উদ্যোক্তার প্রয়োজনীয়তা বিশেস্নষণ কর।
৪। ক) বেকারত্ব কী?
খ) 'কর্মসংস্খানের ব্যবস্থা হওয়া'_ বলতে কী বোঝায়?
গ) শামীম কীভাবে আত্মকর্মসংস্থানে সফল হবে?
ঘ) বাংলাদেশের ক্রমবর্ধমান বেকারত্ব দূরীকরণে আত্মকমংসংস্থানই অন্যতম হাতিয়ার_বিশেস্নষণ কর।
*** ৫। ক) আত্মকর্মসংস্থান কী?
খ) আত্মকর্মসংস্থানের একটি অন্যতম গুরম্নত্ব ব্যাখ্যা কর।
গ) মাহমুদ সাহেবের সফলতার মূল কারণটি ব্যাখ্যা কর।
ঘ) জনাব মাহমুদ-এর মতো উদ্যোক্তাদের উৎসাহিত করার ৰেত্রে সরকারের পুরস্কার প্রদানের গুরম্নত্ব মূল্যায়ন কর।
*** ৬। ক) রণদা প্রসাদ সাহা কে ছিলেন?
খ) রণদা প্রসাদ সাহার সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমের ব্যাখ্যা দাও।
গ) রণদা প্রসাদ সাহা কীভাবে ব্যবসায় সাফল্য লাভ করেছিলেন তা পর্যালোচনা কর।
ঘ) বাংলাদেশের একজন উদ্যোক্তা হিসেবে রণদা প্রসাদ সাহার ভূমিকা মূল্যায়ন কর।
*৭। ক) জহুরম্নল ইসলাম কে ছিলেন?
খ) একজন সফল উদ্যোক্তার ২টি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ) জহুরম্নল ইসলামের জীবনী থেকে একজন উদ্যোক্তা শিৰা লাভ করতে পারে-বর্ণনা কর।
ঘ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জহুরম্নল ইসলামের মতো উদ্যোক্তার অবদান মূল্যায়ন কর।

*** চতুর্থ অধ্যায় : মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠন

** ১। ক) সংগঠন বলতে কী বোঝ?
খ) মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনের একটি ধরন ব্যাখ্যা কর।
গ) মাকসুদের ব্যবসায়টির গঠনপ্রণালি বর্ণনা কর।
ঘ) মাকসুদ তার ব্যবসায় পরিচালনার জন্য যে সুদৰ কমর্ী নিয়োগ করতে চাচ্ছে তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
** ২। ক) চুক্তি বলতে কী বোঝ?
খ) অংশীদারি ব্যবসায়ের অসীম দায় ধারণাটির বিবরণ দাও।
গ) অপু জুনু ও হেলাল তাদের প্রতিষ্ঠানটি কীভাবে নিবন্ধন করবে?
ঘ) কী কী ব্যবসায়িক সুবিধা অর্জনের জন্য অপু জুনু ও হেলাল তাদের ব্যবসায়টি নিবন্ধনের সিদ্ধানত্ম নিল বলে তুমি মনে কর।
*৩। ক) রাষ্ট্রীয় সংগঠন কাকে বলে?
খ) এ ব্যবসায়ের মূল উদ্দেশ্য কী?
গ) দেশের সম্পদ সংরৰণ ও জনকল্যাণে রাষ্ট্রীয় সংগঠনের ভূমিকা কতটুকু বর্ণনা কর।
ঘ) "রাষ্ট্রীয় ব্যবসায়ের কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে"_ ব্যাখ্যা কর।
*** ৪। ক) সমবায় সংগঠনের সংজ্ঞা দাও।
খ) কোন কোন উপায়ে শিল্পজাত পণ্য বাজারজাত করা যায়?
গ) শিবপুরের তাঁতীরা তাদের বস্ত্রের ন্যায্যমূল্য পাচ্ছিল না কেন?
ঘ) 'তাঁতবস্ত্র বাজারজাতকরণে সমিতি গঠনই সবচেয়ে উত্তম উপায়'-ব্যাখ্যা কর।
*** ৫। ক) কোম্পানির মূলতন্ত্র কী?
খ) পাবলিক লিঃ কোং এবং প্রাইভেট লিঃ কোং-এর দুটি পার্থক্য লিখ।
গ) আলফা লিঃ কোং-টির কী কী অসুবিধা হতে পারে বলে তুমি মনে করো তা উলেস্নখ কর।
ঘ) গামা কোম্পানির সুবিধাসমূহ মূল্যায়ন কর।
* ৬। ক) সমবায় সংগঠন কাকে বলে?
খ) সমবায় সংগঠনের মূলমন্ত্রগুলো কী কী?
গ) সাদমান এবং আদনান ব্যবসায় গঠন করে কী কী সুবিধা পেতে পারে?
ঘ) সাদমান ও আদনান অংশীদারি ব্যবসায় গঠনের সফলতার ৰেত্রে পৰে বিপৰে যুক্তি দেখাও।
*** ৭। ক) যৌথমূলধনী কোম্পানি কাকে বলে?
খ) উলিস্নখিত কোম্পানিটি কোন ধরনের যৌথমূলধনী কোম্পানি?
গ) কোম্পানিটি কীভাবে গঠিত হয়েছে?
ঘ) উলিস্নখিত কোম্পানি সংগঠনটির সাথে অংশীদারি ব্যবসায়ের কী কী অমিল রয়েছে বলে তুমি মনে কর?

** পঞ্চম অধ্যায়: বাজারজাতকরণ

*** ১। ক)বাজারজাতকরণের সংজ্ঞা দাও।
খ) বাজারজাতকরণের একটি গুরম্নত্বপূর্ণ কাজ কী বর্ণনা কর।
গ) বাংলাদেশে কাঁচা পাট কীভাবে বাজারজাত হয় বর্ণনা কর।
ঘ) আমাদের পাটের মতো অন্যান্য কৃষি পণ্য বাজারজাতকরণের ৰেত্রে সরকার কী ভূমিকা রাখে বর্ণনা কর।
*** ২। ক) বাজারজাতকরণ কী?
খ) গুদামজাতকরণের প্রয়োজনীয়তা উলেস্নখ কর।
গ) ভুট্টার প্রকৃত দাম পাওয়া জন্য বশির সাহেব কী কী পদৰেপ গ্রহণ করতে পারেন?
ঘ) স্থানীয় পাইকারের নিকট সরাসরি ভুট্টা বিক্রয় না করে বিকল্প পদ্ধতিতে বিক্রয়ের ফলে তিনি কী কী সুবিধা ও অসুবিধা ভোগ করতে পারেন?
* ৩। ক) গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
খ) কৃষিপণ্যের ৰেত্রে গুদামজাতকরণ আবশ্যক কেন? (ক্রমশ)


গ) জনাব জাকিরের কাজ দ্বারা চাহিদার সাথে যোগানের সামঞ্জস্যতা কীভাবে রৰা পায় ব্যাখ্যা কর।
ঘ) বাজারজাতকরণের মাধ্যমে কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় বর্ণনা কর।
*** ৪। ক) গুদামজাতকরণ কী?
খ) আলুর বাজারজাতকরণের প্রযোজ্য বণ্টনপ্রণালি ব্যাখ্যা কর।
গ) আলুর সুষ্ঠু বাজারজাতকরণে প্রযোজ্য বণ্টনপ্রণালি ব্যাখ্যা কর।
গ) আলুর সুষ্ঠু বাজারজাতকরণে হিমাগারে সংরৰণ গুরম্নত্বপূর্ণ কেন তা বর্ণনা কর।
ঘ) নওগাঁর হিমাগারে আলুর যথাযথ সংরৰণে কী কী পদৰেপ নেওয়া যায় তা ব্যাখ্যা কর।
** ৫। ক) বাজারজাতকরণ কী?
খ) গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে-ব্যাখ্যা কর।
গ) স্ট্রবেরীর প্রকৃত দাম পাওয়ার জন্য নুরম্নল হাকিম কী কী পদৰেপ গ্রহণ করতে পারেন?
ঘ) কৃষিপণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
*** ৬। ক) বাজারজাতকরণ কাকে বলে?
খ) বাজারজাতকরণের লৰ্যে কী কী কাজ করা হয়?
গ) নবাবপুরের তাঁতীরা কেন বাজার সম্প্রসারণর উদ্যোগ গ্রহণ করেছেন?
ঘ) বাজার বৃদ্ধির জন্য তারা কী কী কর্মসূচী গ্রহণ করতে পারেন বলে তুমি মনে কর?
 গ) জনাব জাকিরের কাজ দ্বারা চাহিদার সাথে যোগানের সামঞ্জস্যতা কীভাবে রৰা পায় ব্যাখ্যা কর।
ঘ) বাজারজাতকরণের মাধ্যমে কীভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় বর্ণনা কর।
*** ৪। ক) গুদামজাতকরণ কী?
খ) আলুর বাজারজাতকরণের প্রযোজ্য বণ্টনপ্রণালি ব্যাখ্যা কর।
গ) আলুর সুষ্ঠু বাজারজাতকরণে প্রযোজ্য বণ্টনপ্রণালি ব্যাখ্যা কর।
গ) আলুর সুষ্ঠু বাজারজাতকরণে হিমাগারে সংরৰণ গুরম্নত্বপূর্ণ কেন তা বর্ণনা কর।
ঘ) নওগাঁর হিমাগারে আলুর যথাযথ সংরৰণে কী কী পদৰেপ নেওয়া যায় তা ব্যাখ্যা কর।
** ৫। ক) বাজারজাতকরণ কী?
খ) গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে-ব্যাখ্যা কর।
গ) স্ট্রবেরীর প্রকৃত দাম পাওয়ার জন্য নুরম্নল হাকিম কী কী পদৰেপ গ্রহণ করতে পারেন?
ঘ) কৃষিপণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
*** ৬। ক) বাজারজাতকরণ কাকে বলে?
খ) বাজারজাতকরণের লৰ্যে কী কী কাজ করা হয়?
গ) নবাবপুরের তাঁতীরা কেন বাজার সম্প্রসারণর উদ্যোগ গ্রহণ করেছেন?
ঘ) বাজার বৃদ্ধির জন্য তারা কী কী কর্মসূচী গ্রহণ করতে পারেন বলে তুমি মনে কর?

*** ষষ্ঠ অধ্যায়: পাইকারী ব্যবসায়

*** ১। ক) জাতীয় পাইকার কাকে বলে?
খ) পাইকারী ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী? ব্যাখ্যা কর।
গ) পাইকারী ব্যবসায়ের কোন কার্যাবলি জনাব জসিমকে মিল মালিক ও দোকানদারদের সাথে সম্পর্ক সৃষ্টিতে ভূমিকা রেখেছে ব্যাখ্যা কর।
ঘ) জনাব জসিমের চাঁদপুরের নতুন বাজারে আরেকটি আড়ত চালু করার যৌক্তিকতা নিরূপণ কর।
*** ২। ক) পাইকারী ব্যবসায়ের সংজ্ঞা দাও।
খ) পাইকারি ব্যবসায়ীর প্রথম কাজ কী?
গ) জামিল সাহেব কোন ধরনের পাইকার-ব্যাখ্যা দাও।
ঘ) দোকান প্রতিষ্ঠার সময়ে জামিল সাহেব কোন কোন দিকগুলো বেশি গুরম্নত্ব দেন যে কারণে তার বিক্রয় বেশি হয়?
** ৩। ক) পাইকার কাকে বলে?
খ) পাইকারি ব্যবসায় কত প্রকার ও কী কী?
গ) বিশেষ পাইকার সম্পর্ক তোমার ধারণা ব্যাখ্যা কর।
ঘ) বণ্টন প্রণালীতে কত ধরনের পাইকার দেখা যায়? তাদের সম্পর্কে ধারণা দাও।
*** ৪। ক) কমিশন প্রতিনিধি পাইকার কে?
খ) পাইকারের অন্যতম একটি কাজ বর্ণনা কর।
গ) কীভাবে মতিন অধিক লাভবান হতে পারেন?
ঘ) মতিনের ব্যবসায়ের ধরন পরিবর্তন কী যুক্তিযুক্ত-মতামত দাও।
** ৫। ক) পাইকারী ব্যবসায় কাকে বলে?
খ) উৎপাদক কেন পাইকারের উপর নির্ভরশীল?
গ) জনাব রাকিবুল কি একজন পাইকার? কেন?
ঘ) দেশের বিভিন্ন জেলা শহরে এজেন্ট নিয়োগের সিদ্ধানত্ম কতটুকু যুক্তিসঙ্গত? ব্যাখ্যা কর।

*** ৭ম অধ্যায় : খুচরা ব্যবসায়

** ১। ক) খুচরা ব্যবসায় গঠন করা সহজ কেন?
খ) খুচরা ব্যবসায়ের অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ কাজটি ব্যাখ্যা কর।
গ) নিপুণকে ডিপার্টমেন্টাল স্টোর প্রতিষ্ঠার ৰেত্রে কী কী নিয়ম ও পদ্ধতি পালন করতে হয়েছিল?
ঘ) নিপুণের ব্যবসায়ের ক্রয়-বিক্রয় কার্য কম্পিউটারাইজড করার যৌক্তিকতা নিরূপণ কর।
*** ২। ক) খুচরা ব্যবসায়ী কে?
খ) খুচরা ব্যবসায়ের ৰেত্রে স্থান নির্বাচনের গুরম্নত্ব কেমন?
গ) আরিফ সাহেবের দোকানটি এলাকাবাসীকে কী কী সুবিধা প্রদানে সৰম?
ঘ) একজন খুচরা ব্যবসায়ী হিসাবে আরিফ সাহেবের কী কী কার্যবলি সম্পাদন করা উচিত বলে তুমি মনে কর?
** ৩। ক) স্থান নির্বাচন কী?
খ) জনাব সামছুল হোসেনের ব্যবসায়ের বিফলতার সম্ভাব্য কারণ কী কী?
গ) জনাব সামছুল হোসেন যদি ব্যবসায়টি চালিয়ে যেতে চান এবং ব্যবসায়টিকে লাভজনক প্রতিষ্ঠানের রূপানত্মর করতে চান তাহলে তাকে কী কী পদৰেপ গ্রহণ করতে হবে?
ঘ) বাংলাদেশের প্রেৰাপটে বৃহদায়তন খুচরা ব্যবসায়ের প্রয়োজনীয়তা আলোচনা কর।
*** ৪। ক) খুচরা ব্যবসায়ী কে?
খ) খুচরা ব্যবসায় আকর্ষণীয় কেন?
গ) জনাব মাসুদ কী কী পদৰেপ গ্রহণ করে খুচরা ব্যবসায় স্থাপন করবেন?
ঘ) মাসুদ সাহেবের মতো উদ্যোক্তাদের পরিচালিত খুচরা ব্যবসায়ের অবদান মূল্যায়ন কর।
* ৫। ক) খুচরা ব্যবসায় কাকে বলে?
খ) বণ্টনপ্রণালিতে রমেশের অবস্থান দেখাও।
গ) রমেশকে কেন মধ্যস্থকারবারী হিসেবে আখ্যায়িত করা যায়?
ঘ) এ ধরনের ব্যবসায় পরিচালনার ৰেত্রে কী কী সমস্যা সৃষ্টি হতে পারে বলে তুমি মনে কর?

** অষ্টম অধ্যায় : ৰুদ্র ও কুটির শিল্প

১। ক) কুটির শিল্প কী?
খ) ৰুদ্র শিল্প কী? এ শিল্পে মূলধনের পরিমাণ ও কমর্ীর সংখ্যা কত?
গ) ৰুদ্র শিল্প ও কুটির শিল্পের মধ্যে লৰণীয় বৈশসাদৃশ্যগুলো তুমি কীভাবে দেখাবে?
ঘ) আমজাদ ও কামাল আমাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কী কী ভূমিকা রাখতে পারে?
*** ২। ক) ৰুদ্র ও কুটির শিল্প কাকে বলে?
খ) ৰুদ্র ও কুটির শিল্পের মধ্যে প্রধান দুটি পার্থক্য লিখ।
গ) স্থানীয় অভিজ্ঞ লোক নিয়োগের দ্বারা ইকরাম কীভাবে উপকৃত হতে পারেন?
ঘ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইকরামের মতো উদ্যোক্তাদের এ ধরনের ৰুদ্র ও কুটির শিল্পের অবদান মূল্যায়ন কর।
*** ৩। ক) কুটির শিল্প কী?
খ) বাংলাদেশের ২টি কুটির শিল্পের বর্ণনা দাও।
গ) জামিলা বেগম তার শিল্পটি বিসিক-এ অনত্মভর্ুক্ত করলে কী কী সুবিধা পাবেন?
ঘ) তুমি একটি ৰুদ্র ও কুটির শিল্প স্থাপন করতে ইচ্ছা করলে কোন কোন বিষয় বিবেচনা করবে_উলেস্নখ করবে?
** ৪। ক) মি. রায়হানের প্রকল্পটি কী ধরনের শিল্প?
খ) ৰুদ্র ও কুটির শিল্পের ২টি গুরম্নত্ব লিখ।
গ) মি. রায়হানের ৰুদ্র শিল্প স্থাপনের প্রক্রিয়াটি বর্ণনা কর।
ঘ) মি. রায়হানের আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পটি একটি বাসত্মবধমর্ী এবং একজন দেশপ্রেমিকের-বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

*** নবম অধ্যায় : অর্থ ও ব্যাংকিং

** ১। ক) চলতি হিসাব কী?
খ) বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজটির ব্যাখ্যা দাও।
গ) মিসেস নুসরাত রহমানের ব্যবসায় সম্প্রসারণের জন্য শিল্প ব্যাংক কীভাবে অবদান রাখতে পারে? ব্যাখ্যা কর।
ঘ) গ্রামীণ ব্যাংক মিসেস নুসরাত রহমানের মতো দরিদ্র জনসাধারণকে জামানত ছাড়া ঋণ প্রদান করে। এ ব্যাপারে গ্রামীণ ব্যাংকের নীতি ও কার্যক্রমের সফলতা ব্যাখ্যা কর।
*** ২। ক) চেক কী?
খ) ক্রস চেকের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা কর।
গ) নগদে এবং চেকের মাধ্যমে লেনদেনের সুবিধা ও অসুবিধার তুলনামূলক আলোচনা কর।
ঘ) মি. ওমর কাজীর জন্য কোন ধরনের ব্যাংক হিসাব খোলা যুক্তিযুক্ত হবে এবং কেন?
*** ৩। ক) ব্যাংক কী?
খ) বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য লিখ।
গ) মি.বি.কে. চৌধুরী কীভাবে তার সমস্যার সমাধান করলেন?
ঘ) মি.মি.কে. চৌধুরী মতো ব্যবসায়ীরা ব্যাংক থেকে কী কী ধরনের সুবিধা নিতে পারে বলে তুমি মনে কর?
** ৪। ক) দাগকাটা চেক বলতে কী বোঝ?
খ) দাগকাটা চেকের উদ্দেশ্য কী?
গ) দাগকাটা চেকের একটা নমুনা দেখাও।
ঘ) মি. আলীনুর দাগকাটা চেকের ফলে কী কী সুবিধা পেতে পারেন বলে তুমি মনে কর।
*** ৫। ক) ব্যাংক কাকে বলে?
খ) বাণিজ্যিক ব্যাংকের দুটি প্রধান কাজের বিবরণ দাও।
গ) একজন ব্যবসায়ীর জন্য ব্যাংকে হিসাব খোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
ঘ) সঞ্চয়ী হিসাব না খুলে চলতি হিসাব খোলার ৰেত্রে জনাব বশিরের বন্ধু কী কী সুবিধা পেতে পারেন? বর্ণনা কর।

** দশম অধ্যায় : বীমা

** ১। ক) দুর্ঘটনা বীমা কী?
খ) ব্যক্তিগত দুর্ঘটনা বীমার বর্ণনা দাও।
গ) জনাব কামরান যদি দুর্ঘটনায় পতিত হন তাহলে তার বীমা দাবি আদায় পদ্ধতিটি বর্ণনা কর।
ঘ) "জনাব কামরানের দুর্ঘটনা বীমা গ্রহণের মধ্য দিয়ে তার সচেতন মনমানসিকতার পরিচয় পাওয়া যায়।"_উক্তিটির যথার্থতা বিশেস্নষণ কর।
***২। ক) অগি্নবীমা কাকে বলে?
খ) এখানে বীমাযোগ্য কী স্বার্থ আছে?
গ) অনুরূপ নতুন কোন শিল্প স্থাপনের ৰেত্রে বীমা করার কী প্রয়োজনীয়তা রয়েছে তা উলেস্নখ কর।
ঘ) শিল্প কারখানার ৰেত্রে অগি্নবীমা অর্থনৈতিক উন্নয়নে গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে-মূল্যায়ন কর।
*** ৩। ক) বীমা বলতে কী বুঝায়?
খ) বীমা চুক্তির পৰগুলো বিশেস্নষণ কর।
গ) জনাব হাবিব ও পিপলস ইন্সুরেন্স কোং-এর মধ্যে সম্পাদিত চুক্তির বিভিন্ন দিকগুলো বিশেস্নষণ কর।
ঘ) ব্যবসায় সম্প্রসারণে বীমা কীরূপ ভূমিকা পালন করে বলে তুমি মনে কর।
*** ৪। ক) জীবন বীমা কী?
খ) জীবন বীমা কী কী ধরনের হতে পারে?
গ) আশেক আলীর জন্য কোন ধরনের বীমা পলিসি উপযুক্ত? ব্যাখ্যা কর।
ঘ) "জীবন বীমা অনিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তা বিধান করে"_ব্যাখ্যা কর।

** একাদশ অধ্যায় : ব্যবসায় যোগাযোগ

১। ক) ব্যবসায়িক পত্র কী?
খ) ডাক যোগাযোগের চারটি কাজ লিখ।
গ) 'জনাব ইসমাইল ব্যবসায়িক পত্র রচনায় একটি সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ করে-বর্ণনা কর।
ঘ) চিঠি ছাড়াও জনাব ইসমাইল আর কী কী মাধ্যমে ব্যবসায় যোগাযোগ রৰা করতে পারেন?
*** ২। ক) যোগাযোগ কাকে বলে?
খ) যোগাযোগের দুইটি গুরম্নত্ব বর্ণনা কর।
গ) জনাব শাওনের ব্যবসায় কী কোন ধরনের বাণিজ্য-ব্যাখ্যা কর।
ঘ) জনাব শাওনের যোগাযোগের কোন মাধ্যমটি রপ্তানির ৰেত্রে সর্বোত্তম-ব্যাখ্যা কর।

*** দ্বাদশ অধ্যায় : তথ্যানুসন্ধান পত্র

*** ১। ক) ব্যক্তিগত যোগ্যতা অনুসন্ধান পত্র কী?
খ) ব্যক্তিগত যোগ্যতা অনুসন্ধান পত্রের উত্তর কয়টি ও কী কী?
গ) জনাব শাকিল সম্পর্কে বেঙ্গল সিরামিকের পৰ থেকে একটি যোগ্যতা অনুসন্ধান পত্র লিখ।
ঘ) চুন্ন সিরামিকের পৰ থেকে শাকিল সম্পর্কে একটি প্রতিকূল উত্তর পত্র রচনা কর।
** ২। ক) ব্যক্তিগত তথ্যানুসন্ধান পত্র কী?
খ) কেন ব্যক্তিগত তথ্যানুসন্ধান পত্র পাঠানো হয়?
গ) জনাব আহমেদ সম্পর্কে জানতে চেয়ে একটি ব্যক্তিগত তথ্যানুসন্ধান পত্র রচনা কর।
ঘ) কম্পিউটার অপারেটর নিয়োগের ৰেত্রে লিখিত সাৰাতকার ও ব্যবহারিক পরীৰার মধ্যে কোনটি অধিক কার্যকরী-তা বিশেস্নষণ কর।
* ৩। ক) চাকরির আবেদনপত্র বলতে কী বোঝায়?
খ) কম খরচে ব্যবসায়িক যোগাযোগ পদ্ধতি কী? ব্যাখ্যা কর।
গ) সোনালী ব্যাংক কী কী পদৰেপ গ্রহণ করে মি. কামালকে নিয়োগ দিয়েছেন?
ঘ) "সঠিক আবেদনপত্র চাকরি প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করে।"_উক্তিটি বিশেস্নষণ কর।
*** ৪। ক) তথ্যানুসন্ধান পত্র কাকে বলে?
খ) ব্যক্তিগত তথ্যানুসন্ধান পত্র রচনায় কী কী বিষয় বিবেচনা করা উচিত?
গ) আরিক এন্ড সন্স কেনা তথ্যানুসন্ধান পত্র রচনা করতে পারে বলে তুমি মনে কর।
ঘ) এজাতির পত্র আরিফ এন্ড সন্স কীভাবে প্রস্তুত করবে? উদাহরণসহ প্রস্তুত কর।
*** ৫। ক) তথ্যানুসন্ধান পত্র কী?
খ) তথ্যানুসন্ধান পত্র কার নিকট লিখা হয়? কেন লিখা হয়?
গ) ব্যক্তিগত যোগ্যতা অনুসন্ধানপত্রে কোন কোন বিষয়গুলোর বর্ণনা থাকা বাঞ্ছনীয়?
ঘ) 'অনুকূল' ও 'প্রতিকূল' উত্তর আবেদনকারীকে চাকরি প্রদানে অথবা বর্জনে সহায়তা করে_উক্তিটি বিশেস্নষণ কর।

*** ত্রয়োদ্বশ অধ্যায় : ফরমায়েশ ও অভিযোগপত্র

** ১। ফরমায়েশপত্রের উপরিভাগে ফরমায়েশ দাতাকে কী উলেস্নখ করতে হয়?
ক) বরিশাল শাড়ী বিতানের ম্যানেজার কিসের ভিত্তিতে বস্ত্রের ফরমায়েশ দেন?
গ) বরিশাল শাড়ী বিতানের ম্যানেজার কতর্ৃক লিখিত ফরমায়েশ পত্রটি উপস্থাপন কর।
ঘ) জনাব জলিলের জন্য ফরমায়েশ পত্রের প্রয়োজনীয়তা বিশেস্নষণ কর।
*** ২। ক) ফরমায়েশ পত্র কী?
ক) আসিফ কীভাবে ফরমায়েশকৃত পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন?
গ) নারায়ণগঞ্জের আসিফের পৰ হতে ঢাকার আমিনের নিকট ফরমায়েশ পত্র রচনা কর।
গ) জনাব আসিফ ফরমায়েশ পত্র রচনা করার সময় কী কী বিষয় বিবেচনা করবেন?
*** ৩। ক) ফরমায়েশ পত্র প্রেরণ করেন কে?
খ) চালান পত্রে ফরমায়েশ পত্রের সূত্র উলেস্নখ করা হয় কেন?
গ) এশিয়া ইলেকট্রনিঙ্-এর ম্যানেজারের পৰে একটি মীমাংসাপত্র রচনা কর।
ঘ) ন্যাশনাল ট্রেডার্স -এর অভিযোগপত্রটি ন্যায়সংগত ৰতিপূরণের দাবি বিশেস্নষণ কর।

ব্যবসা উদ্যোগ
*** প্রথম অধ্যায় : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
***১।ক) উদ্যোগ কী?
খ) উদ্যোগ গ্রহণের পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রম দ্বারা কী বোঝায়?
গ) ব্যবসায় উদ্যোগের আওতায় বা পরিধি চিহ্নিত কর।
ঘ) তোমার দৃষ্টিকোণ থেকে ব্যবসায় উদ্যোগের প্রয়োজনীয়তা মূল্যায়ন কর।
***২।ক) ব্যবসায় উদ্যোগ কী?
খ) উদ্যোক্তাকে ব্যবসায়ের নেতা বলা হয় কেন?
গ) একজন উদ্যোক্তার কী কী গুণ থাকা দরকার ু ব্যাখ্যা কর।
ঘ) "ব্যবসায় প্রতিষ্ঠানকে লাভজনক করার ৰেত্রে উদ্যোক্তার ভূমিকাই মুখ্য" মূল্যায়ন কর।
***৩।ক) উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা বলতে কী বোঝ?
খ) "উদ্যোক্তাগণ জন্মগতভাবেই উদো্যক্তা" উক্তিটি বুঝিয়ে লিখ।
গ) একজন উদ্যোক্তার মধ্যে যেসব গুণাবলি বিদ্যমান থাকে সেগুলো বিশেস্নষণ কর।
ঘ) বাংলাদেশের ব্যাংকিং জগতে জুবের আলীর অবদান মূল্যায়ন কর।
**৪।ক) উদ্যোক্তা কাকে বলে?
খ) উদ্যোক্তার সৃজনশীলতা বলতে কী বোঝ?
গ) একজন উদ্যোক্তার জীবনে কী কী অর্থনৈতিক বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?
ঘ) একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তার অবদান মূল্যায়ন কর।

*** দ্বিতীয় অধ্যায় : আত্মকর্মসংস্থান

***১।ক) ৰুদ্র ব্যবসায়ী কী?
খ) আত্মকর্মসংস্থান পেশায় মানুষ অনেকটা বাধ্য হয়ে নিয়োজিত হয় কেন?
গ) রাকিব আহমেদের ব্যবসায়ের সম্ভাব্য অসুবিধাসমূহ চিহ্নিত কর।
ঘ) রাকিব আহমেদের ৰদ্র ব্যবসায়ের সন্তুষ্টির কারণ বিশেস্নষণপূর্বক মূল্যায়ন কর।
***২।ক) আত্মকর্মসংস্থান কী ?
খ) গ্রামের অন্য যুবকেরা যাতে আত্মকর্মসংস্থানে উৎসাহিত হয় সেজন্য কী করা উচিত?
গ) বাংলাদেশের অন্য যুবকেরা যাতে আত্মকর্মসংস্থানে উৎসাহিত হয় সেজন্য কী করা প্রয়োজন?
ঘ) বাংলাদেশের আত্মকর্মসংস্থানে কোন কোন ৰেত্রে একজন আত্মকর্মসংস্থানকারী নিজেকে নিয়োজিত করতে পারে ব্যাখ্যা কর।
***৩।ক) আত্মকর্মসংস্থান কী ?
খ) আত্মকর্মসংস্থানমূলক কর্মকা-ের জন্য কোন ধরনের প্রশিৰণের প্রয়োজন?
গ) ফাতেমা বেগমের খামারটি সুষ্ঠু পরিচালনার জন্যে তিনি কী কী পদৰেপ নিতে পারেন তা ব্যাখ্যা কর।
ঘ) বাংলাদেশের বেকারত্ব হ্রাসে ফাতেমার মতো আত্মকর্মসংস্থানকারিগণের ভূমিকা আলোচনা কর।

***তৃতীয় অধ্যায় : ব্যবসায় প্রকল্প নির্বাচন

***১।ক) প্রকল্প কী?
খ) উদ্যোক্তাদের ৰেত্রে বাজার যাচাই গুরম্নত্বপূর্ণ কেন?
গ) প্রকল্প সংক্রানত্ম ধারণা নেয়ার জন্য অভি যে সব উৎসমূুহের সাহায্যে নিতে পারেন সেগুলো ব্যাখ্যা কর।
ঘ) "প্রকল্প চিহ্নিতকরণের সূচনা হয় প্রকল্প ধারণা অনুভব করা থেকে"্ত্ত উক্তিটির যথার্থ মূল্যায়ন কর।
**২। ক) মাইক্রোস্ক্রিনিং কী?
খ) প্রকল্প গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।
গ) জনাব আব্দুল রহিম তার প্রকল্পের জন্য কীভাবে সামষ্টিক নির্বাচন করেছিলেন তার বিবরণ দাও।
ঘ) " সঠিক ও লাভজনক প্রকল্প নির্বাচনে পূর্বশর্ত মাইক্রোস্ক্রিনিং ।" উক্তিটি মূল্যায়ন কর।
*৩।ক) বাজার জরিপ কী?
খ) ব্যবসায়ে সফলতা কিসের উপর নির্ভর করে ব্যাখ্যা কর।
গ) একটি বাসত্মবসম্মত ধারণা প্রকল্পর ধারণা খুঁেজ বের করার জন্য রূপসা কোন পথ অনুসরণ করবে?
ঘ) প্রকল্প নির্বাচনের সময় অর্থনৈতিক উপাদান বিবেচনা করা কেন গুরম্নত্বপূর্ণ তা বিশেস্নষণ কর।
***৪। ক) বাজার জরিপ কী?
খ) প্রকল্প চিহ্নিতকরণ প্রক্রিয়া বর্ণনা কর।
গ) প্রকল্প সংক্রানত্ম ধারণা উন্নয়নের সোহেল যেসব নিয়ম অনুরণ করবেন তা ব্যাখ্যা কর।
ঘ) "সঠিক প্রকল্প নির্বাচন ব্যবসায় সফলতা বয়ে আনে" এর পৰে যুক্তি দাও।

*** চতুর্থ অধ্যায় : সহায়তা ধরন ও উৎসসমূহ
***১।ক) নতুন শিল্পনীতির প্রধান প্রতিপাদ্য বিষয় কী?
খ) উদ্যোক্তাদের জন্য সংরৰণমূলক সহায়তা গুরম্নত্বপূর্ণ কেন?
গ) মুনসুর ডেইরি ফার্মকে কোন প্রতিষ্ঠান কিভাবে সহায়তা প্রদান করবে?
বর্ণনা কর।
ঘ) শিল্প প্রতিষ্ঠানে রাজস্ব সুবিধা প্রদানে সরকারের নীতি বিশেস্নষণ কর।
***২।ক) বেসরকারী সহায়তার ৰেত্রগুলো কী কী ?
খ) বেসরকারী সহায়তার উৎস হিসাবে গ্রামীণ ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর।
গ) উদ্যেক্তা উন্নয়নের লৰ্যে ব্র্যাক যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে সেগুলো বর্ণনা কর।
ঘ) ব্যবসায় প্রতিষ্ঠান পুঁজি সরবরাহের ৰেত্রে যেসব বেসরকারি উৎস গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো বর্ণনা?
***৩। ক) কুটির শিল্প কী?
খ) বাংলাদেশের ৰুদ্র ও কুটির শিল্প সংস্থা কেন স্থাপিত হয়েছে?
গ) জোবায়দা রহমান কিভাকে তার পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি করতে সৰম হল।
ঘ) "কুটির শিল্পে প্রশিৰণ ও আর্থিক সাহায্যে গুরম্নত্বপূর্ণ বিষয়" মূল্যায়ন কর।
৪।ক) ব্যবসায় সহায়তা বলতে কী বোঝ?
খ) ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনে কালামের সহায়তার প্রয়োজন হয় কেন?
গ) নতুন নতুন ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের ৰেত্রে কালাম কী কী রাজস্ব সুবিধা ভোগ করবে?
ঘ) উদ্দীপনামূলক সহায়তার ৰেত্রে প্রশিৰণের ৰেত্রে প্রশিৰণের মূল্যায়ন কর।
**৫। ক) সহায়তা বলতে কি বোঝ?
খ) সমর্থনমূলক ও সংরৰণমূলক সহায়তার মধ্যে চারটি পার্থক্য লিখ।
গ) সংরৰণমূলক সহায়তা কিভাবে জনাব করিমের ইচ্ছা পূরণ করবে বলে তুমি মনে কর।
ঘ) "জনাব করিমের ব্যবসায় প্রতিষ্ঠানে সংরৰণমূলক সহায়তার উপাদানসমূহ যথেষ্ট গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে" ু উক্তিটির স্বপৰে যুক্তি দাও।
*৬।ক) ব্যবসায় সহায়তা কী?
খ ) মি. জাফরের সহায়তার প্রয়োজন হয় কেন?
গ) সাহায্য্তে সহযোগিতাকে ধরন অনুযায়ী কয় ভাগে ভাগে করা যায়? এগুলো কী কী?
ঘ) সহায়তার উৎস হিসাবে বেসরকারী উৎসের উপাদানগুলো আলোচনা কর।
৭।ক) শিল্পের অর্থসংস্থান কী?
খ) শিল্পায়নে বাংলাদেশ শিল্প ব্যাংকের প্রধান দুটি কাজের বর্ণনা দাও।
গ) ট্যানারি শিল্প স্থাপনে প্রাপ্ত সুবিধা জনাব আব্দুল হান্নান কিভাবে কাজে লাগাতে পারেন?
ঘ) "কর অবকাশ সুবিধা শিল্প সম্প্রসারণের সহায়ক "_উক্তিটি বিশেস্নষণ কর।

***পঞ্চম অধ্যায় : প্রকল্পের ধরন, ব্যয় নিরূপণ ও অথর্ায়ন

***১। ক) একমালিকানা ব্যবসায় কী?
খ) কোন ব্যবসায়টি অধিক জনপ্রিয় এবং কেন?
গ) কাঁচামাল সংগ্রহের জন্য কোন ধরনের মূলধনের প্রয়োজন তা বর্ণনা কর।
ঘ) মি. রায়-এর মণিহারি ব্যবসায় থেকে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে উত্তরণ অধিক যুক্তি যুক্ত হবে কি না এ বিষয়ে মনত্মব্যে কর।
**২। ক) কোন ব্যবসায়ে পণ্যের গুণ পরিবর্তন করা হয়?
খ) মাইক্রো এন্টারপ্রাইজ এ অর্থ ব্যাখ্যা কর।
গ) হাজী সাহেব কীভাবে প্রকল্পের অর্থসংস্থান করবেন?
ঘ ) হাজী সাহেব মূলধনের উৎস নির্বাচনের সময় কী কী বিষয়ে বিবেচনা করবেন তা বিশেস্নষণ কর।
*৩।ক) জামিল কে?
খ) জামিলার গ্রামের জনসাধারণের আর্থিক পারিপাশ্বর্িক অবস্থা কিরূপ ?
গ) জামিলা কীভাবে ঋণের সদ্ব্যবহার করেছে তা প্রবাহ চিত্রে প্রদর্শন কর।
ঘ) উদ্যাম ও প্রচেষ্টার সাথে সাথে দলীয় সুযোগ সুবিধা মানুষকে উন্নতির দিকে ধাবিত করে। জামিলা তার উৎকৃষ্ট উদাহরণ। আলোচনা কর।
***৪। ক) অংশীদারি ব্যবসায় কাকে বলে?
খ) "চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি"- ব্যাখ্যা কর।
গ) অংশীদারি ব্যবসায় একমালিকানা ব্যবসায়ের চেয়ে উত্তম। স্বপৰে যুক্তি দেখাও।
ঘ) অংশীদারি ব্যবসায়ের চেয়ে একমালিকানা ব্যবসায় অধিক জনপ্রিয়তার পেছনে তোমার যুক্তি উপস্থাপন কর।
*৫।ক) মূলধন কাকে বলে ?
খ) ব্যবসায় প্রতিষ্ঠানে চলতি পুঁজির প্রয়োজন কেন। ব্যাখ্যা কর।
গ) দীর্ঘমেয়াদী মূলধনের উৎসগুলো সংৰেপে ব্যাখ্যা কর।
ঘ) একটি প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী পুঁিজ ও স্বল্পমেয়াদী পুঁজির ভূমিকা ব্যাখ্যা কর।
*৬। ক) কেনাবেচামূলক ব্যবসায় কাকে বলে?
খ) সেবামূলক ও উৎপাদনমূলক ব্যবসায়ের পার্থক্য বুঝিয়ে দাও।
গ) তোমার এলাকায় অবস্থিত উপরোক্ত তিন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি কর।
ঘ) কুটির শিল্প দেশের সুসম উন্নয়ন ও সম্পদের ভারসাম্য রৰার যথেষ্ট ভূমিকা রাখে_ ব্যাখ্যা কর।
***৭। ক) ৰুদ্র ব্যবসায় কী?
খ) মামুনের ব্যবসায়ের সংৰেপে বর্ণনা কর।
গ) ৰুদ্র ব্যবসায়ের অসুবিধাসমূহ চিহ্নিত কর।
ঘ) মামুনের ব্যবসায়ের সন্তুষ্টির কারণ বিশেস্নষণ কর।

** ষষ্ঠ অধ্যায় : ব্যবসায়ের প্রাথমিক কার্যাবলি

***১।ক) মৌসুমী কারখানা কী?
খ) কারখানার সাপ্তাহিক ছুটি উলেস্নখ কর।
গ) মি. রাইসুল ইসলাম কীভাবে পণ্যের প্রতীক নিবন্ধীকরণ করবেন?
ঘ) কারখানার শ্রমিকদের স্বাস্থ্য রৰার কী কী গ্রহণ করা উচিত বলে তুমি মনে কর?
***২।ক) শ্রমিক ৰতিপূরণ আইন কত সালে প্রণীত হয়?
খ) শ্রম আইনের উৎপত্তি ব্যাখ্যা কর।
গ) রাসেলকে চাকরি থেকে অপসারণের পরিবর্তে কী ধরনের শাসত্মি প্রদান করা যেতে পারে?
ঘ) "শিল্প প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের শ্রমআইন সম্পর্কে সাধারণ ধারণা শাসত্মি থাকা উচিত"ু বিশেস্নষণ কর।
***৩। ক) বাংলাদেশে বর্তমানে কত সালের শ্রম আইন প্রচলিত?
খ) বিপণি বিতানসমূহ বন্ধ রাখার নিয়ম ব্যাখ্যা কর।
গ) রাহেলা বছরে কী কী ছুটি ভোগ করতে পারবে বর্ণনা কর।
ঘ) " শিল্প প্রতিষ্ঠানের শ্রম আইন প্রবর্তনের ফলে নারী শ্রমিকেরা বিশেষভাবে উপকৃত হচ্ছে" এর যথার্থতা বিচার কর।
*৪। ক) কোন ব্যাংক মুদ্রা ব্যবসায়কে নিয়ন্ত্রণ করে?
খ) চারটি বাণিজ্যিক ব্যাংকের নাম উলেস্নখ কর।
গ) ব্যাংক আশরাফকে কীভাবে ঋণ দান করবে?
ঘ) "প্রতিনিধি হিসাবে ব্যাংক মক্কেলদের জন্য বিশেষ সহায়ক " তোমার মতামত দাও। (ক্রমশ)
***৫।ক) ব্যাংক কী?
খ) ব্যাংক কত প্রকার কী কী?
গ) যেসব বৈশিষ্ট্য ব্যাংক ব্যবসায়কে অন্যান্য ব্যবসায় থেকে স্বতন্ত্রতা দান করেছে সেগুলো উলেস্ন্নখ কর।
ঘ) ব্যবসায় বাণিজ্যের গতি সচল ও সহজ কারা ৰেত্রে বাণিজ্যিক ব্যাংকের গুরম্নত্ব বিশেস্নষণ কর।
***৬।ক) শ্রমিক কাকে বলে?
খ) ১৯৬৫ সালের কলকারখানা আইনানুযায়ী কারখানা সম্পর্কে ধারণা দাও।
গ) শ্রম আইনের পটভূমি সম্পর্কে তুমি কী জান?
ঘ) বাংলাদেশে বলবৎ প্রধান প্রধান শ্রম আইনগুলো উলেস্নখপূর্বক আইনের আওতা নিরূপণ কর।
**৭।ক) শ্রম আইন কী?
খ) শ্রমিকদের স্বার্থ সংরৰণের বাংলাদেশের প্রচলিত আইন কী?
গ) প্রিন্স গার্মেন্টস এর মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক না থাকার কারণ কী?
ঘ) শ্রম আইন সুবিধা পেতে পারে বর্ণনা কর।


No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...