Monday, April 30, 2012

Suggestion:Islamic studies for SSC Exam-2013

ইসলাম শিৰা
বিষয় কোড_১১১

ক-বিভাগ (আকাইদ ও শরীয়াত- এর উৎস) থেকে ৪টি প্রশ্ন থাকবে এবং খ_বিভাগ (ইবাদত, আখলাক ও জীবনাদর্শ) থেকে ৫টি প্রশ্ন থাকবে। মোট ৯টি প্রশ্নের মধ্যে প্রতি বিভাগ হতে কমপৰে ২টি করে প্রশ্ন নিয়ে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।
ক_বিভাগ
(প্রথম অধ্যায় : আকাইদ, দ্বিতীয় অধ্যায় : শরীআত-এর উৎস)
***১। ক) শিরক কী?
খ) দুজনের প্রার্থনাই শিরক হওয়ার কারণ- ব্যাখ্যা কর।
গ) শফিক শিরক না করে কিভাবে মাজারে প্রার্থনা করতে পারত?
ঘ) 'আলস্নাহ শিরক করার গুনাহ কখনও ৰমা করেন না'_ এই আয়াতের আলোকে শফিকের কাজটি মূল্যায়ন কর।
**২। ক) মুনাফিকের লৰণ কয়টি?
খ) আমানতের খিয়ানত বলতে কি বোঝায়?
গ) উপর্যুক্ত পরিস্থিতিতে হাদিসটির ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ) অর্থসহ হাদিসটির সামাজিক গুরম্নত্ব বিশেস্নষণ কর।
***৩। ক) আখিরাত শব্দের অর্থ কি?
খ) আখিরাতে বিশ্বাস করা গুরম্নত্বপূর্ণ কেন?
গ) আখিরাতের প্রতি নাফিসের বিশ্বাস কতটুকু ব্যাখ্যা কর।
ঘ) 'দুনিয়া আখিরাতের শস্যৰেত্র'_অনুচ্ছেদের আলোকে হাদিসটির তাৎপর্য বিশেস্নষণ কর।
***৫। ক) নিফাক কি?
খ) মুনাফিকের বৈশিষ্ট্য/মুনাফিকের আলামত ব্যাখ্যা কর।
গ) ছাত্রীদের নিফাক থেকে বিরত রাখতে শিৰক আর কি কি উপদেশ দিতে পারতেন?
ঘ) "নিফাক পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।"_ কুরআন ও হাদিসের আলোকে উক্তিটি বিশেস্নষণ কর।
***৬। ক) রিসালাত শব্দের অর্থ কি?
খ) "রিসালাতে বিশ্বাস না করলে কোন বিশ্বাসই পূর্ণতাপ্রাপ্ত হয় না"_কথাটি বুঝিয়ে লিখ।
গ) একজন মুসলমান হিসেবে আলস্নাহর দীন প্রচারের জন্য সাঈদের কি কি গুণ থাকা দরকার? ব্যাখ্যা কর।
ঘ) রিসালাতের মর্ম মূল্যায়ন কর। অথবা,
সভ্যতার বিকাশে নবী-রাসূলের ভূমিকা বিশেস্নষণ কর।
****৭। ক) আসমানী কিতাব কি?
খ) সহীফা বলতে কি বোঝায়, ব্যাখ্যা কর।
গ) আসমানী কিতাব ও সহীফাসমূহের একটি তালিকা তৈরি কর।
ঘ) কুরআন মাজীদের শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য ও মাহাত্ম্য বিশেস্নষণ কর।
***৮। ক) কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থার কথা কোন সুরায় বর্ণিত হয়েছে?
খ) যে সূরায় কিয়ামতের ভয়াবহ অবস্থার বর্ণনা আছে সেটি নাযিল হয় কেন?
গ) এ সূরার শিৰা আমাদের ব্যবহারিক জীবনে কিরূপ প্রভাব ফেলবে?
ঘ) এ সূরায় বর্ণিত কিয়ামতের ভয়াবহ অবস্থা বিশেস্নষণ কর।
***৯ ক) হাদিস ইসলামী শরীআতের কততম উৎস?
খ) হাদিসের আলোচ্য বিষয় ব্যাখ্যা কর।
গ) আমাদের জীবনে হাদিস কিভাবে প্রভাব বিসত্মার করতে পারে?
ঘ) সংজ্ঞার আলোকে হাদিসের প্রকারভেদ বিশেস্নষণ কর।
*১০। ক) তিলাওয়াত কি?
খ) নামাযে বিশুদ্ধভাবে কুরআন তিলওয়াতের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ) আমাদেরকে কুরআন তিলাওয়াত শুদ্ধ করে শিখতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে?
ঘ) 'কুরআন তিলাওয়াত উত্তম এবাদত।'_বিশেস্নষণ কর।
**১১। ক) ইজমা অর্থ কি?
খ) রাসূল (স) এর সুন্নাহ বলতে কি বোঝানো হয়েছে?
গ) আবু বকরের জীবনে ইজমা ও কিয়াস কতটুকু গুরম্নত্বপূর্ণ_ ব্যাখ্যা কর।
ঘ) আবু বকরের জীবনে ইসলামের বিধান পালন করতে কুরান ও হাদিসের ভূমিকা_বিশেস্নষণ কর।
**১২। ক) হালাল শব্দের অর্থ কি?
খ) শরীআতের ভাষায় হারাম বলতে কি বোঝানো হয়েছে?
গ) তিনটি হারাম বস্তুর একটি তালিকা তৈরি করে তা ব্যাখ্যা কর।

খ-বিভাগ
(তৃতীয় অধ্যায় ঃ এবাদত, চতুর্থ অধ্যায় ঃ আখলাক, পঞ্চম অধ্যায় ঃ জীবনাদর্শ)
**১। ক) কিয়াস কি?
খ) যাকাত দানের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ) আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে গরিবদের স্বাবলম্বী করার বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ) 'তাদে (ধনীদের) ধন সম্পদে প্রাথর্ী ও বঞ্চিত লোকদের অধিকার রয়েছে।' অনুচ্ছেদের
২। ক) কাজটি ইসলারে দৃষ্টিতে কিসের পরিপন্থী?
খ) প্রতিবেশীর হক বর্ণনা কর।
গ) সবুজ মিয়া এ অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে ব্যাখ্যা কর।
ঘ) কাজটি ইসলামের দৃষ্টিতে কিরূপ হয়েছে_ বিশেস্নষণ কর।
**৩। ক) নামায কি?
খ) 'নামায মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে'_ বলতে কি বোঝ?
গ) বন্ধু ফাহিমকে রাফিদ আর কিভাবে নামায আদায় করতে উদ্বুদ্ধ করতে পারে?
ঘ) 'জামাআতে নামায আদায় করার মাধ্যমে সামাজিক সম্পর্ক সুদৃঢ় হয়'_মূল্যায়ন কর।
**৪। ক) প্রতারণা কাকে বলে?
খ) প্রতারণার একটি কুফল ব্যাখ্যা কর।
গ) সালামের পরিকল্পনা অনুযায়ী মিষ্টিতে কাপড়ের রঙ ও কেমিক্যাল মেশালে ইসলামে তা বৈধ হবে না কেন? ব্যাখ্যা কর।
ঘ) হযরত মুহাম্মদ (স) বলেন, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়'_ বিশেস্নষণ কর।
**৫। ক) হিংসা-বিদ্বেষ কি?
খ) গীবত কি? সংৰেপে ব্যাখ্যা কর।
গ) কিভাবে নিজেদের গীবত থেকে বিরত রাখতে পারত?
ঘ) গীবত থেকে সমাজে হিংসা-বিদ্বেষ ও ফিৎনা-ফ্যাসাদ সৃষ্টি হয়'_ বিশেস্নষণ কর।
***৬। ক) ওয়াদা ভঙ্গ করা কিসের লৰণ?
খ) ওয়াদা পালন বলতে কি বোঝায়? নিজের ভাষায় ব্যাখ্যা কর।
গ) কিভাবে তুমি বান্ধবীকে ওয়াদা পালনে উদ্বুদ্ধ করতে পার?
ঘ) মুমিনের ওয়াদা ঋণস্বরূপ'_ এ উক্তিটির তাৎপর্য ব্যাখা কর।
***৭। ক) হযরত উমর (রা) কে ছিলেন?
খ) হযরত উমর (রা) এর কাবাঘরে নামায আদায় করার প্রকাশ্য ঘোষণাটি কেমন'_ব্যাখ্যা কর।
গ) হযরত উমর (রা) এর বাইতুলমালের কাপড়ের ঘটনা থেকে আমরা কি শিৰা লাভ করতে পারি?
ঘ) শাসক হিসেবে হযরত উমর (রা) এর জবাবদিহিতার দৃষ্টানত্ম বিরল'_মূল্যায়ন কর।
***৮। ক) ইসলাম গ্রহণের ৰেত্রে হযরত আবু বকর (রা) কততম ছিলেন?
খ) হযরত আবু বকর (রা) কে সিদ্দিক বলা হয় কেন?
গ) হযরত আবু বকর (রা) এর জীবন থেকে একজন রাষ্ট্রনায়ক কি শিৰা গ্রহণ করতে পারে? ব্যাখ্যা কর।
*৯। ক) 'আইয়ামে জাহিলিয়াত'_এর অর্থ কি?
খ) শালীনতার অভাব বলতে কি বোঝানো হয়েছে?
গ) প্রধান শিৰক আর কিভাবে রফিককে সাহায্য করতে পারতেন?
ঘ) 'আমাদের রাসুলুলস্নাহ (সা) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই'_ বিশেস্নষণ কর।
***১০। ক) হাক্কুলাহ কি?
খ) হাক্কুল ইবাদ ব্যাখ্যা কর।
গ) কিভাবে হাক্কুল ইবাদ আদায় করতে পার?
ঘ) আলস্নাহর হক কুরআন ও হাদিসের আলোকে বিশস্নষণ কর।
অথবা,
বান্ধার হক কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
***১১। ক) সালাত কি?
খ) সালাতের আহকাম বলতে কি বুঝায়, ব্যাখ্যা কর।
গ) কিভাবে দু'রাকাআত বিশিষ্ট সালাত আদায় করবে?
ঘ) সালাতের ধমর্ীয় গুরম্নত্ব বিশেস্নষণ কর।
***১২। ক) যাকাত শব্দের অর্থ কি?
খ) যাকাত বলতে কি বুঝায়, ব্যাখ্যা কর।
গ) বাংলাদেশের ধনী ব্যক্তিগণ কিভাবে যাকাত প্রদানের বিকল্প পন্থা অবলম্বন করতে পারে?
ঘ) বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক অবস্থার উন্নয়নে যাকাতের গুরম্নত্ব মূল্যায়ন কর।
***১৩। ক) প্রতিবেশী কারা?
খ) বিভিন্ন শ্রেণীর প্রতিবেশীর হক ব্যাখ্যা কর।
গ) কিভাবে প্রতিবেশীর হক আদায় করতে পার?
ঘ) প্রতিবেশীর অধিকার আদায়ের প্রয়োজনীয়তা কুরআন ও হাদিসের আলোকে বিশেস্নষণ কর?
***১৪। ক) আখলাক কি?
খ) আখলাকে হামীদাহ বলতে কি বুঝায়, ব্যাখ্যা কর।
গ) আমরা কিভাবে চরিত্রকে সুন্দর, নির্মল, মার্জিত ও আকর্ষণীয় করে তুলতে পারি? ব্যাখ্যা কর।
ঘ) কুরআন ও হাদিসের আলোকে আখলাকে হামীদাহ বা সচ্চরিত্রের গুরম্নত্ব যাচাই কর।
অথবা, আখলাকে হামীদাহ গ্রহণ এবং আখলাকে যামীমাহ বর্জনের গুরম্নত্ব বিশেস্নষণ কর।
* ১৫। ক) তাকাওয়া কী?
খ) মুত্তাকী বলতে কী বোঝায়? মুসলিম মণীষীদের মতামতের আলোকে ব্যাখ্যা কর।
গ) মুত্তকী হতে হলে আমাদের কি করতে হবে? কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
ঘ) কুরআন ও হাদিসের আলোকে মানব চরিত্রে তাকওয়ার গুরম্নত্ব বিশেস্নষণ কর।
***১৬। ক) আমানত কী?
খ) আমানতের ৰেত্র ব্যাখ্যা কর।
গ) আমানত কিভাবে রৰা করা যায়?
ঘ) কুরআন ও হাদিসের আলোকে আমানত রৰার গুরম্নত্ব বিশেস্নষণ কর।
***১৭। ক) আদল কী?
খ) 'মহানবী (স) ছিলেন ন্যায়বিচারে মূর্তপ্রতীক'_ব্যাখ্যা কর।
গ) তোমার মতো বিচারকদের কারণে সমাজে কিরূপ প্রভাব পড়ছে? ব্যাখ্যা কর।
ঘ) সামাজিক জীবনে আদলের গুরম্নত্ব বিশেস্নষণ কর।
**১৮। ক) হারাম উপার্জন কি?
খ) হালাল উপার্জন বলতে কি বোঝায়? ব্যাখ্যা কর।
গ) হারাম উপার্জনের কয়েকটি দিক চিহ্নিত কর।
ঘ) কুরআন ও হাদিসের আলোকে হারাম উপার্জনের কুফল বিশেস্নষণ কর।
**১৯। ক) হযরত আবু বকর (রা) এর উপাধি কি ছিল?
খ) হযরত আবু বকর (রা) এর সংৰিপ্ত পরিচয় দাও।
গ) 'হযরত আবু বকর (রা) ছিলেন ইসলামের একনিষ্ঠ খাদেম'_বিষয়টি তুমি কিভাবে ব্যাখ্যা করবে।
ঘ) হযরত আবু বকর (রা) এর চারিত্রিক বৈশিষ্ট্য ও আদর্শ মূল্যায়ন কর।
***২০। ক) রাসুল (স) উপরের মনত্মব্যটি কখন করেছিলেন?
খ) হযরত উসমান (রা) এর পরিচয় দাও।
গ) খিলাফত লাভের পূর্বে ইসলামের সেবায় হযরত উসমান (রা)-এর ভূমিকা তুমি কিভাবে ব্যাখ্যা করবে?
ঘ) কুরআন সংকলনে হযরত উসমান (রা)-এর অবদান মূল্যায়ন কর।
***২১। ক) হযরত আলী (রা) কখন ইসলাম গ্রহণ করেন?
খ) রাসূল (স) আলী (রা) কে 'আসাদুলস্নাহ' উপাধি দিয়েছিলেন কেন?
গ) হযরত আলী (রা)-এর অনাড়ম্বর জীবন সম্পর্কে আলোচনা কর।
**২২। ক) ইমাম গাযযালী (রা) কে ছিলেন?
খ) 'আধ্যাত্মিক উন্নতি সকল উন্নতির মূল'_ব্যাখ্যা কর।
গ) ইসরাইল আহমদ ও আশরাফুল ইসলাম কিভাবে আধ্যাত্মিক উন্নতি লাভ করবে? ব্যাখ্যা কর।
ঘ) মুসলিম ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক হিসেবে ইমাম গাযযালীর অবদান মূল্যায়ন কর।

1 comment:

Anonymous said...

gffg

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...