সংক্ষিপ্ত প্রশ্ন
১। পদের জাত্যর্থ ও ব্যক্ত্যর্থ বলতে কী বুঝ?
২। পার্থক্য দাও : জাত্যর্থ ও ব্যক্ত্যর্থ, জাত্যর্থক ও অজাত্যথর্ক পদ।
৩। বস্তুবাচক ও গুণবাচক পদ ব্যাখ্যা কর।
৪। বস্তুবাচক ও গুণবাচক পদ ব্যাখ্যা কর।
৫। নিরপেক্ষ পদ ও সাপেক্ষ পদ ব্যাখ্যা কর।
৬। পার্থক্য দাও : বিধেয় ও বিধেয়ক, লক্ষণ ও উপলক্ষণ।
৭। উপলক্ষণ ব্যাখ্যা কর।
৮। সংকর বিভাগ বলতে কী বুঝ?
৯। দ্বিকোটিক বিভাগ ব্যাখ্যা কর।
১০। যৌক্তিক বিভাগের সীমা উল্লেখ কর।
১১। সংযোজকের প্রকৃতি আলোচনা কর।
১২। সংশ্লেষক বাক্য ও বিশ্লেষক বাক্য; যুক্তিবাক্য ও অবধারণের মধ্যে পার্থক্য লিখ।
১৩। যুক্তিবাক্যে রূপান্তর কর : সকল মানুষ সাহসী নয়, অধিকাংশ মানুষই স্বার্থপর, ফুল সচরাচর সুগন্ধযুক্ত, কেবল মাত্র সৎ লোকেরাই সুখি।
১৪। সংশ্লেষক বাক্য বলতে কী বুঝ?
১৫। অমাধ্যম অনুমান কী প্রকৃত অনুমান?
১৬। ‘ঙ’ যুক্তিবাক্যের আবর্তন কি সম্ভব? ব্যাখ্যা কর।
১৭। ‘ও’ বাক্যের প্রতি-আবর্তন কি সম্ভব? ব্যাখ্যা কর।
১৮। অ এ ঙ যুক্তিবাক্যের প্রতিবর্তন দেখাও।
১৯। সহানুমান গঠনে মধ্যপদের ভূমিকা কতটুকু?
২০। ২য় সংস্থানের বৈধ মূর্তিগুলোর নাম লেখ।
২৩। ঋঊঝঞওঙঘ-এর প্রত্যক্ষ রূপান্তর দেখাও।
২৪। প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান বলতে কী বুঝ?
২৫। সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য দেখাও।
যুক্তিবিদ্যা- দ্বিতীয় পত্র
প্রিয় শিক্ষার্থীর,
শুভেচ্ছা নিও। এইচ.এস. পরীক্ষায় ২০১১ সালের পরীক্ষায় স্ব স্ব বোর্ডে আসা প্রশ্নগুলো বাদ দিয়ে পড়তে হবে।
বি.স।
রচনামূলক প্রশ্ন
১। পরীক্ষণ কী ? নিরীক্ষণের তুলনায় পরীক্ষণের সুবিধাগুলো আলোচনা কর।
২। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কী? একে আরোহের আকারগত ভিত্তি বলা হয় কেন ?
৩। কারণের সংজ্ঞা দাও। এর গুণগত ও পরিমাণগত লক্ষণসমূহ আলোচনা কর।
৪। বহুকারণবাদ বলতে কী বোঝ ? এ মতবাদ খ-নের উপায়গুলো বর্ণনা কর।
৫। অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দাও। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য দাও।
৬। সাদৃশ্যমূলক অনুমান কী? বৈজ্ঞানিক আরোহের সাথে পার্থক্য আলোচনা কর।
৭। পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞা ও উদাহরণ দাও। এটি কি প্রকৃত আরোহ? আলোচনা কর।
৮। ঘটনা সংযোজন কী ? এটি কি প্রকৃত আরোহ ? আলোচনা কর।
৯। যুক্তিসাম্যমূলক আরোহ বলতে কী বোঝ? বৈজ্ঞানিক আরোহের সাথে পার্থক্য আলোচনা কর।
১০। প্রকল্প বলতে কী বোঝ ? প্রকল্প প্রমাণের পদ্ধতিগুলো আলোচনা কর।
১১। বৈধ প্রকল্পের প্রমাণসমূহ ব্যাখ্যা কর।
১২। অস্বয়ী পদ্ধতি উদাহরণসহ ব্যাখ্যা কর। একে নিরীক্ষণের পদ্ধতি বলা হয় কেন ?
১৩। ব্যতিরেকী পদ্ধতি বলতে কী বোঝ? এর সুবিধাগুলো আলোচনা কর।
১৪। বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার পার্থক্য আলোচনা কর।
১৫। আকস্মিকতা বলতে কি বুঝ? আকস্মিকতা ও সম্ভাব্যতার মধ্যে পার্থক্য দেখাও।
১৬। রাশিয়া অভিযানই নেপোলিয়নের পতনের কারণ।
১৭। আমি এ যাবৎ যত মানুষ দেখেছি, তারা সবাই স্বার্থপর, সুতরাং সব মানুষই স্বার্থপর।
১৮। ধূমকেতু দেখা দেওয়ার পরই দুর্ভিক্ষ শুরু হয়। অতএব, ধূমকেতুই দুর্ভিক্ষের কারণ।
১৯। পরীক্ষা হলে প্রবেশ করার পূর্বে আমি একটি কুৎসিত মুখ দেখেছিলাম। তাই আমি পরীক্ষায় অকৃতকার্য হয়েছি?
২০। যুদ্ধ বাধার পূর্বে আকাশে ধূমকেতু দেখা দিয়েছিল অতএব, ধূমকেতুই যুদ্ধের কারণ।
২১। আকাশ মেঘাচ্ছন্ন। অতএব বৃষ্টি হবে।
২২। শীতের পর বসন্ত আসে অতএব শীত বসন্তের কারণ।
২৩। কামাল দেখতে করিমের মত, করিম একজন ডাক্তার, অতএব কামালও ডাক্তার।
সংক্ষিপ্ত প্রশ্ন :
১। প্রকৃত আরোহণ বলতে কি বুঝ?
২। আরোহের ভিত্তি কাকে বলে? কত প্রকার কি কি?
৩। নিরীক্ষণ বলতে কি ভুঝ?
৪। বহুকারণ সমন্বয় বলতে কী বোঝ?
৫। বাস্তব কারণ বলতে কী বোঝ?
৬। অবৈধ সামানীকরণ অনুপত্তি ব্যাখ্যা কর।
৭। অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ দাও।
৮। অবৈজ্ঞানিক আরোহের মূল্য নিরূপণ কর।
৯। অন্বয়ী পদ্ধতির সংজ্ঞা ও উদাহরণ দাও।
১০। সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা ও উদাহরণ দাও।
১১। অন্বয়ী পদ্ধতির যে কোন একটি ত্রুটি ব্যাখ্যা কর।
১২। বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমা নির্দেশ কর।
১৩। সম্ভাব্যতা বলতে কী বোঝ?
১৪। আরোহণমূলক লম্ফ/উলম্ফন কী?
১৫। ভ্রান্ত নিরীক্ষণ বলতে কি বুঝ?
১৬। আরোহের কূটভাস বলতে কি বুঝ?
১৭। কার্য সংমিশ্রণ বলতে কী বোঝ?
১৮। সামানীকরণ ব্যাখ্যা কর।
১৯। প্রকৃতির ঐক্য বলতে কি বুঝ?
২০। অসাধু সাদৃশ্য অনুমানের সংজ্ঞা উদাহরণসহ ব্যাখ্যা কর।
২১। কাজ চালানো প্রকল্প বলতে কী বোঝ?
২২। ব্যতিরেকী পদ্ধতিকে পরীক্ষণের পদ্ধতি বলা হয় কেন?
২৩। অন্বয়ী পদ্ধতির অসুবিধাগুলো উল্লেখ কর।
২৪। শৃংখল যোজন কী?
২৫। প্রাকৃতিক ও ক্রমিক শ্রেণীকরণ কী?
২৬। সম্ভাব্যতার ভিত্তিগুলো আলোচনা কর।
ইতিহাস- প্রথম পত্র
রচনামূলক প্রশ্ন :
১) ইতিহাস কি? ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
২) ভারতীয় উপমহাদেশের ভৌগলিক বৈশিষ্ট্য ও ইতিহাসের উপর তার প্রভাব আলোচনা কর।
৩) প্রাচীন সিন্ধু সভ্যতার প্রধান প্রধান দিকগুলোর বা প্রধান বৈশিষ্ট্যগুলোর উপর একটি প্রবন্ধ লেখ।
৪) সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলোচনা কর।
৫) জৈন ধর্মের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
৬) বেধৗদ্ধধর্মের মূলনীতিগুলো আলোচনা কর।
৭) বিজেতা হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব নিরূপণ কর।
৮) চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।
৯) বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে অশোকের কৃতিত্ব মূল্যায়ন কর।
১০) কনিষ্ক কে ছিলেন? কনিষ্কের কৃতিত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১১) সমুদ্রগুপ্তের বিজয়ের ইতিহাস বর্ণনা কর।
১২) সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা কর।
১৩) মুহাম্মদ ঘুরীর ভারত বিজয়ের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৪) কুতুবউদ্দিন আইবেকের চরিত্র ও কৃতিত্বের মূল্যায়ন কর।
১৫) দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সুলতান ইলতুৎমিশের কৃতিত্বের মূল্যায়ন কর।
১৬) দিল্লী সালতানাতের দৃঢ়করণে গিয়াসউদ্দিন বলবানের কৃতিত্ব সম্বন্ধে আলোচনা কর।
১৭) আলাউদ্দিন খলজীর মূল্যনিয়ন্ত্রণ পদ্ধতি ও এর সাফল্য বর্ণনা কর।
১৮) ফিরোজ শাহ তুঘলকের জনহিতকর কার্যাবলী পর্যালোচনা কর।
১৯) দিল্লী সালতানাতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আলোচনা কর।
সংক্ষিপ্ত প্রশ্ন:
১. প্রস্তর যুগ বলতে কি বুঝ?
২. সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ কি লিখ?
৩. সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার বৈসাদৃশ্যগুলো লেখ।
৪. আর্যদের সম্পর্কে টীকা লিখ।
৫. বেদ কী? এর শ্রেণীবিভাগ কর।
৬. মহেঞ্জোদারো নগরের পরিকল্পনা কেমন ছিল?
৭. গৌতম বুদ্ধ কে ছিলেন।
৮. জৈন ধর্ম ও বৌদ্ধধর্মের বৈসাদৃশ্যগুলো লেখ।
৯. অষ্টাঙ্গিক মার্গ কী?
১০. রাজা পুরুর প্রতি আলেকজান্ডারের আচরণ কী ছিল?
১১. মেঘাস্থিনিস কে ছিলেন?
১২. কৌটিল্যের অর্থশাস্র কী?
১৩. কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে যা জান এবং এর ফলাফল লেখ।
১৪. সমুদ্রগুপ্তকে ভারতীয় নেপোলিয়ন বলা হয় কেন?
১৫. আল-বেরুনী সম্পর্কে যা জান লেখ।
১৬. কালিদাস কে ছিলেন?
১৭. চন্দ্রগুপ্ত কে ছিলেন?
১৮. গান্ধার শিল্প কী?
১৯. তরাইনের ১ম ও ২য় যুদ্ধ কী জান লেখ?
২০. সুলতান মাহমুদের সোমনাথ বিজয়ের বিবরণ দাও।
২১. মুহাম্মদ বিন- কাসিম কে ছিলেন?
২২. আরবদের সিন্ধু বিজয়ের সাংস্কৃতিক ফলাফল কী?
২৩. ঘুরী কারা?
২৪. রাজা লক্ষ্মণ সেন কে ছিলেন?
২৫. বখতিয়ার খলজী কে ছিলেন?
২৬. ভক্তি আন্দোলন বলতে কি বুঝ?
২৭. কুতুব মিনার সম্পর্কে টীকা লিখ।
২৮. সুলতানা রাজিয়া কে ছিলেন?
২৯. আলাউদ্দিন খলজী কে? আলাউদ্দিন খলজীর চিতোর বিজয়ের বর্ণনা দাও।
৩০. আলাউদ্দিন খলজীর সামরিক সংস্কার আলোচনা কর।
৩১. মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কী?
৩২. মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তরের পরিকল্পনাটি ব্যাখ্যা কর।
৩৩. ইবনে বতুতা কে ছিলেন?
৩৪. তৈমুর লং কে ছিলেন? ভারতের ইতিহাসে তিনি বিখ্যাত কেন?
৩৫. পানিপথের প্রথম যুদ্ধের ফলাফল কী ছিল?
৩৬. চেঙ্গিস খান ও খিজীর খান কে ছিলেন?
৩৭. দিল্লী সালতানাতের পতনের ব্যাপারে ফিরোজ শাহ কতটুকু দায়ী ছিলেন?
৩৮. সুলতানী আমলে উপমহাদেশের সামাজিক অবস্থার বর্ণনা দাও।
দ্বিতীয় পত্র
রচনামূলক প্রশ্ন :
১) প্রাক ইসলামী যুগে আরবদের সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক অবস্থার বিবরণ দাও।
২) মদিনা সনদ কী? এর প্রধান শর্তগুলো আলোচনা কর।
৩) হযরত ওমরের শাসনব্যবস্থা আলোচনা কর।
৪) পোপতন্ত্র কী? এর উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
৫) মধ্যযুগীয় ইউরোপে শহরের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর।
৬) রেনেসাঁ কী? এর উদ্ভবের কারণসমূহ আলোচনা কর।
৭) ভৌগলিক আবিষ্কারের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা কর।
৮) ফরাসি বিপ্লবের কারণগুলো সংক্ষেপে আলোচনা কর।
৯) ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন কর।
১০) ইতালি একত্রীকরণে ক্যাভুর ও গ্যারিবল্ডির অবদান কী ছিল?
১১) জার্মানি একত্রীকরণে বিসমার্কের ভূমিকা বা কৃতিত্ব আলোচনা কর।
১২) বলশেভিক বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
১৩) সমাজতন্ত্র কী? সমাজতান্ত্রিক মতাদর্শ প্রতিষ্ঠায় কার্ল মার্কস-এর অবদান নিরূপণ কর।
১৪) প্রথম মহাযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৫) ২য় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৬) ফ্যাসিবাদী কি? ইতালিতে ফ্যাসিবাদীদের উত্থান সম্পর্কে বর্ণনা কর।
১৭) জার্মানিতে নাৎসিবাদের উত্থান সম্পর্কে বর্ণনা কর।
১৮) জাতিসংঘ কী? জাতিসংঘ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর।
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. বেদুঈন কারা?
২. হিলফ-উল-ফুজুল কী?
৩. হিযরত কি?
৪. মদিনা সনদ-এর গুরুত্ব আলোচনা কর।
৫. বিদায় হজ্জ্ব সম্পর্কে যা জান লেখ?
৬. খলিদ-বিন-ওয়ালিদ কে ছিলেন?
৭. মুয়াবিয়া কে ছিলেন?
৮. সিফফিনের যুদ্ধ সম্পর্কে যা জান লেখ?
৯. ধর্মযুদ্ধ কাকে বলে?
১০. মধ্যযুগ বলতে কি বুঝ?
১১. মার্চেন্ট গিল্ড কী?
১২. মধ্যযুগের কয়েকটি শহরের নাম লিখ।
১৩. ইনডালজেন্স কী?
১৪. জাতীসংস্কার আন্দোলন বলতে কি বুঝ?
১৫. জেসুইট সংঘ কি?
১৬. মার্টিন লুথারমোর্কোপলো কে ছিলেন?
১৭. জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কি বুঝ?
১৮. জর্জ ওয়াশিংটন ও রুশো কে ছিলেন?
১৯. ত্রাসের রাজত্বকাল বলতে কি বুঝ?
২০. গণতান্ত্রিক বিপ্লব কী?
২১. মহাদেশীয় ব্যবস্থা কী?
২২. ক্যাভুর কে ছিলেন?
২৩. ম্যাজিনি কে ছিলেন?
২৪. জাতীয়তাবাদ কাকে বলে?
২৫. কার্ল মার্কস কে ছিলেন?
২৬. নাৎসিবাদের সংজ্ঞা দাও।
২৭. মুসোলিনি ও হিটলার কে ছিলেন?
২৮. জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য কী?
২৯. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠনপ্রণালী বর্ণনা কর।
৩০. ভেটো কী?
৩১. আন্তর্জাতিক আদালতের কাজ কী?
সমাজবিজ্ঞান- প্রথম পত্র
রচনামূলক প্রশ্ন :
১. সমাজ বিজ্ঞান কি? সমাজ বিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।
২. সমাজ বিজ্ঞান-এর সাথে অর্থনীতি বা নৃ-বিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
৩. সমাজ বিজ্ঞান-এর সাথে সমাজকল্যাণ বা নৃ-বিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
৪. সমাজ বিজ্ঞান এর উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।
৫. ইবনে খালদুন কে কি সমাজ বিজ্ঞানের জনক বলা যায়? তাঁর মতবাদগুলো সংক্ষেপে আলোচনা কর।
৬. সমাজ বিজ্ঞান এর উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে অগাষ্ট কোঁতের অবদান আলোচনা কর।
৭. সমাজ বিজ্ঞানে ম্যাক্স ওয়েবারের অবদান আলোচনা কর।
৮. সমাজের সংজ্ঞা দাও। সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৯. প্রতিষ্ঠান বলতে কি বুঝ? প্রতিষ্ঠান ও সংঘের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১০. সামাজিকীকরণ কী? সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও ধর্মের ভ’মিকা আলোচনা কর।
১১. সমাজ জীবনের মৌল উপাদানসমূহ কি কি? উদাহরণসহ সমাজ জীবনের উপর ভৌগলিক পরিবেশের প্রভাব বর্ণনা কর।
১২. বিবাহের সংজ্ঞা দাও? বিবাহের বিভিন্ন ধরন আলোচনা কর।
১৩. পরিবার বলতে আমরা কি বুঝি? উদাহরণসহ পরিবারের প্রকারভেদ আলোচনা কর।
১৪. সামজিক স্তরবিন্যাস কি? শ্রেণী ও বর্ণের মধ্যে পার্থক্য দেখাও।
১৫. সামজিক স্তরবিন্যাস এর ধরনসমূহ আলোচনা কর।
১৬. সমাজ বিকাশের বিভিন্ন স্তরে সম্পত্তির মালিকানার ধরন আলোচনা কর।
১৭. পুঁজিবাদ কী? পুঁজিবাদী সমাজ ও অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা কর।
১৮. সমাজ বিবর্তণের ম্যার্কসীয় ধারণাটি বর্ণনা কর। পুঁজিবাদী বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য দাও।
১৯. রাষ্ট্রের সংজ্ঞা দাও। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তণবাদী মতবাদ বা সমাজিক চুক্তি মতবাদ আলোচনা কর।
২০. ধর্মে সংজ্ঞা দাও। মানব জীবনে ধর্মের ভূমিকা আলোচনা কর।
২১. অপরাধের সংজ্ঞা দাও। অপরাধের কারণগুলো আলোচনা কর।
২২. সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন এর কারণসমূহ আলোচনা কর।
২৩. সামাজিক পরিবর্তন এর সঙ্গে উন্নয়ন ও বিবর্তণের সম্পর্ক আলোচনা কর।
সংক্ষিপ্ত প্রশ্ন :
১. সমাজবিজ্ঞানের পদ্ধতিসমূহ কী কী?
২. ৫ জন বিশিষ্ট সমাজবিজ্ঞানীর নাম লেখ।
৩. জরিপ পদ্ধতির সংজ্ঞা দাও।
৪. ডুর্খেইমের মতে আত্মহত্যা কত প্রকার ও কি কি?
৫. আসারিয়া কি? ইবনে খালদুনের আসারিয়া প্রত্যয়টি ব্যাখ্যা কর।
৬. আদর্শ মূল্যবোধ বলতে কি বুঝ?
৭. সামজিক প্রথা কি?
৮. বহুবিবাহের সংজ্ঞা দাও।
৯. সামজিক শ্রেণী বলতে কি বুঝ?
১০. জাতিভেদ/বর্ণপ্রথার সংজ্ঞা দাও।
১১. সমাজতন্ত্র বলতে কি বুঝ?
১২. কল্যাণমূলক অর্থনীতি কি?
১৩. শ্রেণী সংগ্রাম বলতে কি বুঝ?
১৪. ক্ষমতা বা কৃতত্ব বলতে কি বুঝ?
১৫. সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও।
১৬. সামাজিক প্রগতি কি?
১৭. সাংস্কৃতিক ব্যবধান বা মন্থরতা বলতে কি বুঝ?
১৮. সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয়গুলো কী কী?
১৯. পদ্ধতির সংজ্ঞা দাও।
২০. বৈজ্ঞানিক গবেষণার পর্যায়সমূহ কী কী?
২১. যান্ত্রিক ও জৈবিক সংহতি বলতে কি বুঝ?
২২. সংঘ বা সমিতি কাকে বলে?
২৩. মুখ্যদল বা দল বলতে কি বুঝ?
২৪. বংশগতি কি?
২৫. একক, পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার কি?
২৬. দাসপ্রথা কি?
২৭. ব্যক্তিগত সম্পত্তির সংজ্ঞা দাও।
২৮. মিশ্র অর্থনীতি কি?
২৯. অর্থনীতি বলতে কি বুঝ?
৩০. রাষ্ট্রের উপাদান কি কি?
৩১. আমলাতন্ত্র কি?
৩২. বিচ্যুতির সংজ্ঞা দাও। এর পাঁচটি কারণ উল্লেখ কর।
৩৩. সামাজিক পরিবর্তনের পাঁচটি কারণ উল্লেখ কর।
৩৪. বিবর্তন, প্রগতি ও উন্নয়ন বলতে কি বুঝ? বিবর্তণ, প্রগতি, উন্নয়ন ও পরিবর্তনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
দ্বিতীয় পত্র
রচনামূলক প্রশ্ন:
১. বাংলাদেশের সংস্কৃতির উপর ইসলাম ধর্মের প্রভাব আলোচনা কর।
২. লৌহ যুগ বলতে কি বোঝ? মানব সভ্যতার বিকাশে লৌহযুগের ভ’মিকা আলোচনা কর।
৩. লৌহ যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। নব্য প্রস্তর যুগ কাকে বলে? পুরাতন ও নব্য প্রস্তর যুগের সাংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৪. ময়নামতির প্রতœতাত্বিক নিদর্শনগুলো আলোচনা কর।
৫. পাহাড়পুরে প্রাপ্ত প্রাচীন প্রতœতাত্বিক নিদর্শনসমূহেরবিবরণ দাও।
৬. সিন্ধু সভ্যতার কীর্তি ও অবদান সম্পর্ক আলোচনা কর।
৭. সামাজিক স্তরবিন্যাস কি? সংক্ষেপে বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো বিশ্লেষণ কর। ক্ষমতা কাঠামো কাকে বলে? বাংলাদেশের গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো বিশ্লেষণ কর।
৮. বাংলাদেশের নগর সমাজের সামাজিক স্তরবিন্যাস আলোচনা কর।
৯. বিবাহ কী? বিবাহের বিভিন্ন ধরণসমূহ আলোচনা কর।
১০. পরিবার কাকে বলে? পরিবারের বিভিন্ন ধরণসমূহ আলোচনা কর।
১১. শিল্পায়ন কি? বাংলাদেশের শিল্পায়নের প্রভাবসমূহ আলোচনা কর। সাঁওতাল বা চাকমা সমাজের আর্থ সমাজিক জীবন ধারা বর্ণনা কর।
১২. উৎপাদন সম্পর্ক বলতে কি বুঝ? বাংলাদেশের সমাজে উৎপাদন কৌশল ও সমাজিক পরিবর্তনের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।উৎপাদন কৌশল কি? পুঁজিবাদী উৎপাদন প্রণালী আলোচনা কর।
১৩. মাদকাশক্তি কি? বাংলাদেশের মাদকাশক্তি বৃদ্ধির কারণ ও প্রতিকার এবং সমাজজীবনে এর প্রভাব আলোচনা কর।
১৪. বেকারত্ব কি? বেকারত্বে কারণসমূহ আলোচনা কর।
১৫. বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে বেসরকারী সংস্থার ভূমিকা আলোচনা কর।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২. বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩. লৌহ যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৪. বৌদ্ধ সংস্কৃতি কী?
৫. শালবন বিহার কি?
৬. শীলাদেবীর ঘাট কী?
৭. কোটিলা মুড়া কি বর্ণনা দাও।
৮. ৫টি প্রাচীন সভ্যতার নাম লিখ।
৯. সিন্ধু সভ্যতার অবদান আলোচনা কর।
১০. সিন্ধু সভ্যতার সংস্কৃতির পরিচয় দাও।
১১. নগর সমাজের ক্ষমতার উৎস কী কী?
১২. যৌতুক প্রথা কি? যৌতুক সমস্যার কারণ লিখ। ***
১৩. জ্ঞাতিসম্পর্কের সংজ্ঞা দাও। ***
১৪. অর্ন্তবিবাহ ও বহির্বিবাহ বলতে কি বুঝ?***
১৫. নগরায়ন কি?
১৬. মনিপুরী সম্প্রদায়ের আর্থ সমাজিক জীবন ধারা বর্ণনা কর।
১৭. সামন্তবাদ কি?
১৮. পুঁজিবাদ কি?
১৯. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কি?
২০. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণগুলো আলোচনা কর।
২১. নিরক্ষরতা বলতে কি বুঝ? এর ৫টি কারণ লেখ।
২২. নিরক্ষরতা কেন একটি সামাজিক সমস্যা।
২৩. বেকারত্ব বলতে কি বুঝ? এর ৫টি কারণ লেখ।
অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল
প্রথম পত্র
ক- বিভাগ
প্রিয় শিক্ষার্থীর,
শুভেচ্ছা নিও। এইচ.এস. পরীক্ষায় ২০১১ সালের পরীক্ষায় স্ব স্ব বোর্ডে আসা প্রশ্নগুলো বাদ দিয়ে পড়তে হবে।
বি.স।
রচনামূলক প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ চারটি প্রশ্ন থাকবে। চারটিরই উত্তর দিতে হবে।] ১২Í৫ = ৬০
১. অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়গুলো বর্ণনা করো।
অথবা মানবজীবনের অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়গুলো আলোচনা করো।
২. উৎপাদন সম্ভাবনা রেখা কী? রেখাচিত্রের সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখাটি ব্যাখ্যা করো।
অথবা উৎপাদন সম্ভাবনা রেখাটি চিত্রের সাহায্যে বর্ণনা করো।
৩. বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। বাংলাদেশ কী একটি উন্নত, অনুন্নত না উন্নয়নশীল দেশ?
অথবা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। বাংলাদেশ কী একটি উন্নয়নশীল দেশ?
অথবা বাংলাদেশের অর্থনীতি উন্নত না উন্নয়নশীল তা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যের আলোকে বর্ণনা করো।
অথবা বাংলাদেশের অর্থনীতি উন্নত, অনুন্নত না উন্নয়নশীল তা আলোচনা করো।
অথবা বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো কী কী? আলোচনা করো।
অথবা উন্নয়নশীল দেশ বলতে কী বোঝায়? বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো।
৪. বাংলাদেশের অর্থনীতির উৎপাদনভিত্তিক খাতসমূহের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা বাংলাদেশের অর্থনীতির যে কোনো দু’টি উৎপাদনভিত্তিক খাতের বর্ণনা দাও।
৫. সম্পদ কাকে বলে? সম্পদের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো।
অথবা সম্পদের বৈশিষ্ট্যগুলো কী কী?
৬. অপেক্ষক বলতে কী বোঝ? নিম্নের চাহিদা অপেক্ষক হতে একটি চাহিদা সূচি তৈরি করো এবং উক্ত সূচি হতে একটি চাহিদা রেখা অঙ্কন করো। উ = ২০-৪ঢ় যেখানে উ = চাহিদা, ঢ় = দাম।
৭. রেখার ঢাল কী? তুমি একটি সরলরেখার ঢাল কীভাবে নির্ণয় করবে?
৮. চাহিদার সংকোচন-সম্প্রসারণ ও চাহিদার হ্রাস-বৃদ্ধি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
অথবা রেখাচিত্রের সাহায্যে চাহিদার সংকোচন-সম্প্রসারণ ও চাহিদার হ্রাস-বৃদ্ধির মধ্যে পার্থক্য নির্দেশ করো।
৯. চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে? চিত্রের সাহায্যে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য দেখাও।
অথবা চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়?
১০. উৎপাদন কাকে বলে? উৎপাদনের উপকরণগুলোর তুলনামূলক গুরুত্ব নিরূপণ করো।
১১. শ্রম বিভাগ কাকে বলে? শ্রম বিভাগের সুবিধা লিখ।
অথবা শ্রম বিভাগ কাকে বলে? শ্রমবিভাগের সুবিধাগুলো কী কী?
১২. মূলধন গঠন বলতে কী বোঝায়? মূলধন গঠন কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
১৩. মূলধন কী? অর্থনৈতিক উন্নয়নে মূলধনের গুরুত্ব বর্ণনা করো।
অথবা মূলধন কী? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা আলোচনা করো।
১৪. শিল্পের স্থানীয়করণ কাকে বলে? শিল্পের স্থানীয়করণের কারণগুলো কী?
১৫. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করো। এ বিধি কী কেবল কৃষি ক্ষেত্রেই প্রযোজ্য?
অথবা উদাহরণের চিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আলোচনা করো।
অথবা রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করো। কোন কোন ক্ষেত্রে এ বিধিটি কার্যকরী হয়?
১৬. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের শর্তাবলি কী? পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো।
অথবা পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের শর্তাবলি কী কী?
অথবা পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো।
অথবা পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য উল্লেখ করো। এ বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বিশ্লেষণ করো।
১৭. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করো।
১৮. একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য উৎপাদন ও দাম নির্ধারণের বিষয়টি ব্যাখ্যা করো।
অথবা একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য কীভাবে নির্ধারিত হয় চিত্রসহকারে তা ব্যাখ্যা করো।
অথবা একচেটিয়া বাজার বলতে কী বোঝায়? একচেটিয়া বাজার ফার্মের ভারসাম্য কীভাবে নির্ধারিত হয় চিত্রসহকারে ব্যাখ্যা করো।
১৯. জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো বিশ্লেষণ করো।
অথবা জাতীয় আয় পরিমাপের উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যাখ্যা করো।
অথবা জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা করো।
২০. জাতীয় আয় বণ্টনের প্রান্তিক উৎপাদনক্ষমতা তত্ত্বটি আলোচনা করো।
অথবা জাতীয় আয় বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি আলোচনা করো।
অথবা জাতীয় আয় বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা করো।
অথবা রেখাচিত্রের সাহায্যে জাতীয় আয় বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি ব্যখ্যা করো।
২১. শ্রমিক সংঘ বলতে কী বোঝ? ইহার কার্যাবলি ব্যাখ্যা করো।
২২. অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় ভাষ্যটি ব্যাখ্যা করো।
অথবা অর্থের পরিমাণ তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা করো
২৩. বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কী? মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো।
অথবা বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ আলোচনা করো এবং আমাদের অর্থনীতিতে এর প্রভাব ব্যাখ্যা করো।
২৪. প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য কী? প্রত্যক্ষ করের সুবিধাগুলো বর্ণনা করো।
অথবা প্রত্যক্ষ করের সুবিধাগুলো আলোচনা করো।
২৫. বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ বর্ণনা করো।
২৬. সরকারি অর্থব্যবস্থা কী? বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ আলোচনা করো।
২৭. আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্বটি আলোচনা করো।
অথবা সমালোচনাসহ আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক ব্যয় তত্ত্বটি আলোচনা করো।
২৮. সংরক্ষিত বাণিজ্য কী? সংরক্ষিত বাণিজ্যের পক্ষে ও বিপক্ষের যুক্তিগুলো বর্ণনা করো।
খ বিভাগ
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ মোট আটটি প্রশ্ন থাকবে। আটটিরই উত্তর দিতে হবে] ৫Í৮ = ৪০
১. অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কী বুঝো?
২. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়?
অথবা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
অথবা উৎপাদন সম্ভাবনা রেখা কী?
৩. ব্যস্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী?
৪. উন্নয়ন ও প্রবৃদ্ধির পার্থক্য দেখাও।
৫. উন্নয়নশীল দেশের সংজ্ঞা দাও।
অথবা উন্নয়নশীল দেশ বলতে কী বোঝায়?
৬. বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয়ের কারণগুলো কী কী?
৭. ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য কী?
৮. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য কী?
৯. স্বাধীন চলক ও নির্ভরশীল চলকের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
অথবা স্বাধীন ও অধীন চলকের মধ্যে পার্থক্য কী?
১০. চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য কী?
১১. চিত্রের সাহায্যে চাহিদা বিধিটি ব্যাখ্যা করো।
অথবা চাহিদা বিধিটি কী?
১২. ভোক্তার উদ্বৃত্ত কী? চিত্রের সাহায্যে দেখাও।
অথবা ভোক্তার উদ্বৃত্ত বলতে কী বোঝায়?
১৩. চাহিদার হ্রাস-বৃদ্ধি বলতে কী বোঝায়?
১৪. চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও।
১৫. চিত্রের সাহায্যে যোগান বিধিটি ব্যাখ্যা করো।
অথবা যোগান বিধিটি কী?
১৬. শ্রমের গতিশীলতা বলতে কী বোঝায়?
অথবা শ্রমের গতিশীলতা কী?
১৭. অভ্যন্তরীণ ও বহিঃস্থ ব্যয় সংকোচন বলতে কী বোঝ?
১৮. শিল্পের স্থানীয়করণ কাকে বলে?
১৯. গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
২০. স্থির ও ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় বলতে কী বোঝায়?
২১. মোট জাতীয় উৎপাদন ও নীট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য নির্ণয় করো।
২২. মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
২৩. খাজনা কেন দেয়া হয়?
২৪. নিম খাজনা কী?
অথবা নিম খাজনার সংজ্ঞা দাও।
২৫. মোট সুদ ও নীট সুদের পার্থক্য দেখাও।
২৬. স্বাভাবিক মুনাফা বলতে কী বোঝ?
২৭. অর্থের মূল্য বলতে কী বোঝ?
২৮. অর্থের মূল পরিবর্তন বলতে কী বোঝ?
২৯. মুদ্রাস্ফীতি কী?
অথবা মুদ্রাস্ফীতি বলতে কী বোঝ?
অথবা মুদ্রাস্ফীতি কাকে বলে?
৩০. করের কানুনগুলো লিখ।
অথবা কর ধার্যের সূত্রগুলো উল্লেখ করো।
৩১. প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
৩২. রাজস্ব বাজেট ও মূলধনী বাজেটের মধ্যে পার্থক্য কী?
৩৩. অবাধ বাণিজ্যের বিপক্ষে যুক্তিসমূহ কী?
অথবা অবাধ বাণিজ্যের অসুবিধাগুলো কী কী?
৩৪. বাণিজ্যিক ভারসাম্য বলতে কী বোঝ?
৩৫. বাণিজ্যের ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য কী?
বাণিজ্যিক ভূগোল-দ্বিতীয় পত্র
ক-বিভাগ
রচনামূলক প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ মোট পাঁচটি প্রশ্ন থাকবে। পাঁচটিরই উত্তর দিতে হবে।] ১২Í৫=৬০
১. বাণিজ্যিক ভূগোলের সংজ্ঞা দাও। বাণিজ্যিক ভূগোলের আওতা বা ক্ষেত্র আলোচনা করো।
অথবা বাণিজ্যিক ভূগোলের সংজ্ঞা দাও। এর পরিধি বা আওতা আলোচনা করো।
২. ভৌগোলিক পরিবেশ কাকে বলে? ভৌগোলিক পরিবেশের উপাদানসমূহ বিস্তারিত আলোচনা করো।
৩. নিরক্ষীয় জলবায়ু বলতে কী বোঝ? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য বর্ণনা করো।
অথবা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাও।
অথবা নিরক্ষীয় জলবায়ুর অঞ্চলের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
৪. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বিবরণ দাও।
অথবা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
৫. গম উৎপাদনের অনুকূল অবস্থা, উৎপাদন, বিশ্ববণ্টন ও আন্তর্জাতিক বাণিজ্যের বিবরণ দাও।
৬. চা চাষের অনুকূল অবস্থাসমূহ আলোচনা করো।
অথবা চা চাষের অনুকূল ভৌগোলিক অবস্থাসমূহ বর্ণনা করো এবং এর উৎপাদন ও বণ্টনের বিবরণ দাও।
৭. পৃথিবীর খনিজ তেলের উৎপাদন, বণ্টন এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো।
অথবা পৃথিবীর খনিজ তেলের বণ্টন সম্পর্কে আলোচনা করো।
অথবা খনিজ তেলের বিশ্বব্যাপী উৎপাদন ও বণ্টনের বিবরণ দাও।
৮. বনভূমির সংজ্ঞা দাও। কোনো দেশের অর্থনীতিতে বনভূমির গুরুত্ব আলোচনা করো।
অথবা বনভূমির গুরুত্ব আলোচনা করো।
৯. বনভূমির শ্রেণীবিভাগ করো। যেকোনো একটি বনভূমির বিবরণ দাও।
অথবা পৃথিবীর বনভূমির শ্রেণীবিভাগ করো। পৃথিবীর কোথায় কোথায় সরলবর্গীয় বনভূমি দেখতে পাওয়া যায়? বিশ্ব বাণিজ্যে এ বনভূমির গুরুত্ব আলোচনা করো।
১০. এশিয়ার যেকোনো একটি উন্নত দেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও।
অথবা পৃথিবীর যে কোনো একটি উন্নত দেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও।
১১. ভারতের কার্পাস বয়ন শিল্পের বর্ণনা দাও।
অথবা এশিয়ার যে কোনো একটি দেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও।
১২. পৃথিবীর উল্লেখযোগ্য সমুদ্রপথগুলোর নাম লিখ। যে কোনো একটি সমুদ্রপথের বিবরণ দাও।
অথবা পৃথিবীর প্রধান সমুদ্রপথগুলোর নাম লিখ। উত্তর আটলান্টিক সমুদ্রপথের বর্ণনা দাও।
অথবা আন্তর্জাতিক বাণিজ্যে উত্তর আটলান্টিক সমুদ্রপথের বর্ণনা দাও।
অথবা উত্তর আটলান্টিক সমুদ্রপথের বিবরণ দাও।
১৩. বাংলাদেশের ভূ-প্রকৃতির বিবরণ দাও।
অথবা বাংলাদেশকে ভূ-প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করো এবং যে কোনো একটি প্রধান অঞ্চলের বিবরণ দাও।
অথবা বাংলাদেশকে ভূ-প্রাকৃতিক অঞ্চলে শ্রেণীবিভাগ করো এবং তাদের বর্ণনা দাও।
১৪. বাংলাদেশের কৃষির ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো।
১৫. যুক্তরাজ্যের লৌহ ও ইস্পাত শিল্পের বিবরণ দাও।
১৬. বাংলাদেশের জনসংখ্যা বণ্টন আলোচনা করো।
অথবা বাংলাদেশের জনসংখ্যার বিস্তরণ আলোচনা করো।
অথবা জনবসতির ঘনত্ব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বণ্টনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৭. জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে? বাংলাদেশের জনসংখ্যা বিস্ফোরণ বা উচ্চ জন্মহারের কারণগুলো ব্যাখ্যা করো।
১৮. জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বোঝ? জনসংখ্যা বিস্ফোরণের ফলাফলসমূহ আলোচনা করো।
১৯. বাংলাদেশের অর্থনীতিতে বনজ সম্পদের গুরুত্ব আলোচনা করো।
২০. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো।
২১. বাংলাদেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও।
অথবা তৈরী পোশাক শিল্পের বিবরণ দাও।
২২. বাংলাদেশের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব আলোনা করো।
অথবা পরিবহনের মাধ্যম হিসেবে রেলপথের ভূমিকা আলোচনা করো।
অথবা বাংলাদেশের রেলপথের গুরুত্ব আলোচনা করো।
২৩. বাংলাদেশের অভ্যন্তরীণ জলপথের সমস্যা/অসুবিধাগুলো আলোচনা করো।
অথবা বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পথের সমস্যাগুলো নির্দেশ করো।
২৪. বাংলাদেশের অর্থনীতিতে অভ্যন্তরীণ নৌ-পথের গুরুত্ব আলোচনা করো।
অথবা অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহনের গুরুত্ব আলোচনা করো।
খ-বিভাগ
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ মোট আটটি প্রশ্ন থাকবে। আটটিরই উত্তর দিতে হবে।] ৫Í৮=৪০
১. অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
অথবা অর্থনীতির সাথে বাণিজ্যিক ভূগোলের সম্পর্ক আলোচনা করো।
২. পরিবেশ বলতে কী বোঝ?
৩. মানুষের অর্থনৈতিক কার্যাবলি বর্ণনা করো।
৪. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্যগুলো দেখাও।
৫. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের দেশগুলোর নাম উল্লেখ করো।
৬. কৃষির গুরুত্ব বর্ণনা করো।
অথবা প্রাথমিক শিল্প হিসেবে কৃষির গুরুত্ব আলোচনা করো।
৭. প্রগাঢ় বা নিবিড় কৃষি বলতে কী বোঝ?
অথবা প্রগাঢ় বা নিবিড় কৃষি কী?
৮. বাণিজ্যিক কৃষি বলতে কী বোঝ?
৯. ব্যাপক কৃষি কাকে বলে?
অথবা ব্যাপক কৃষি কী?
১০. বাংলাদেশের খাদ্যশস্যসমূহের নাম লিখ।
১১. ব্যাপক ও প্রগাঢ় কৃষির মধ্যে পার্থক্য আলোচনা করো।
অথবা নিবিড় ও ব্যাপক কৃষির পার্থক্য দেখাও।
১২. ওপেকের সদস্যভুক্ত দেশগুলোর নাম লিখ।
১৩. কয়লার বিশ্ব উৎপাদন দেখাও।
১৪. চিরহরিৎ বৃক্ষের বনভূমির বর্ণনা দাও।
১৫. মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক অবস্থা বর্ণনা করো।
অথবা মৎস্যক্ষেত্র গড়ে ওঠার ভৌগোলিক কারণসমূহ কী কী?
১৬. কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কী কী?
অথবা কার্পাস বয়ন শিল্পের স্থানীয়করণের কারণসমূহ লিখ।
১৭. জাপানের বয়ন শিল্প কেন্দ্রসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
অথবা ওসাকাকে প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় কেন?
১৮. রবার শিল্পের বিশ্ববাণিজ্য আলোচনা করো।
১৯. কৃত্রিম রবার সম্পর্কে টীকা লিখ।
অথবা কৃত্রিম রবার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
অথবা পৃথিবীর রাবার উৎপাদনকারী দেশগুলোর নাম লিখ।
২০. উত্তর আটলান্টিক সমুদ্রপথের গুরুত্ব লিখ।
২১. পানামা খালের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২২. বিশ্ব বাণিজ্যে পানামা খাল পথের গুরুত্ব বর্ণনা করো।
২৩. পৃথিবীর দশটি প্রসিদ্ধ বন্দর ও বাণিজ্য কেন্দ্রের নাম লিখ।
অথবা পৃথিবীর প্রধান দশটি সমুদ্রবন্দরের নাম লিখ।
২৪. বাংলাদেশের ভৌগোলিক সীমানা নির্দেশ করো।
অথবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো।
২৫. বাংলাদেশের পূর্বাঞ্চলে অধিক বৃষ্টিপাতের কারণ কী?
২৬. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ উল্লেখ করো।
অথবা বাংলাদেশের জনসংখ্যা বিস্ফোরণের কারণসমূহ কী কী?
২৭. বাংলাদেশের জনসংখ্যা সমস্যা কীভাবে সমাধান করা যায়?
অথবা বাংলাদেশে জনসংখ্যা বিস্ফোরণের প্রতিকারের উপায়গুলো কী?
২৮. কর্ণফুলী বহুমুখী পরিকল্পনা সম্পর্কে টীকা লিখ।
অথবা কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্পের বিবরণ দাও।
২৯. বাংলাদেশের পানি সেচ প্রকল্পের নাম লিখ।
অথবা বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ সেচ প্রকল্পের নাম লিখ।
অথবা বাংলাদেশের পানি নিষ্কাশন প্রকল্পগুলো কী কী?
৩০. বাংলাদেশে বন্যার কারণগুলো কী কী?
৩১. বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্ণনা করো।
অথবা বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণের উপায় কী কী?
৩২. সুন্দরবনের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
অথবা সুন্দরবনের বিবরণ দাও।
অথবা সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো।
৩৩. বাংলাদেশের বনজ সম্পদের গুরুত্ব আলোচনা করো।
৩৪. বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলোর নাম লিখ।
অথবা বাংলাদেশের দশটি গ্যাস ক্ষেত্রের নাম লিখ।
অথবা বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলোর নাম লিখ।
৩৫. সিলেট অঞ্চলের পাঁচটি গ্যাসক্ষেত্রের নাম লিখ।
অথবা অবস্থান উল্লেখপূর্বক বাংলাদেশের পাঁচটি গ্যাসক্ষেত্রের নাম লিখ।
৩৬. বাংলাদেশের কুটির শিল্পের নাম লিখ।
অথবা বাংলাদেশের দশটি কুটির শিল্পের নাম লিখ।
৩৭. বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ আলোচনা করো।
৩৮. বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সমস্যাসমূহ বর্ণনা করো।
৩৯. বাংলাদেশের রেলপথের সমস্যা আলোচনা করো।
৪০. বাংলাদেশের বিমানবন্দরগুলোর নাম লিখ।
অথবা বাংলাদেশের পাঁচটি বিমানবন্দরের নাম লিখ।
৪১. বাংলাদেশে সড়ক পরিবহনের গুরুত্ব উল্লেখ করো।
৪২. বাংলাদেশের প্রধান প্রধান আমদানি ও রপ্তানি পণ্যের নাম লিখ।
অথবা বাংলাদেশের প্রধান পাঁচটি রপ্তানি পণ্যের নাম লিখ।
৪৩. বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ নদীসহ নদীবন্দরের নাম লিখ।
হিসাববিজ্ঞান- প্রথম পত্র
প্রিয় শিক্ষার্থী,
শুভেচ্ছা নিও। এইচ.এস.সি ২০১১ সালের পরীক্ষায় স্ব স্ব বোর্ডে আসা প্রশ্নগুলো বাদ দিয়ে পড়তে হবে।
বি.স
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ চারটি প্রশ্ন থাকবে। চারটিরই উত্তর দিতে হবে।] ৬Í৪=২৪
১. মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো।
২. ‘হিসাববিজ্ঞান ব্যবসায়ের ভাষা’Ñউক্তিটি ব্যাখ্যা করো।
৩. ‘সকল ঘটনাই লেনদেন নয়, কিন্তু সকল লেনদেনই ঘটনা’Ñউক্তিটি ব্যাখ্যা কর।
অথবা ‘ঘটনা ও লেনদেন সমার্থবোধক নয়’Ñউক্তিটি ব্যাখ্যা করো।
৪. দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিগুলো বর্ণনা করো।
অথবা দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
৫. হিসাব সমীকরণ বলতে কী বোঝ? হিসাব সমীকরণটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো।
৬. বিভিন্ন প্রকার হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের প্রাচীন ও আধুনিক সূত্রগুলো বর্ণনা করো।
৭. হিসাবচক্রের বিভিন্ন ধাপসমূহ আলোচনা করো।
অথবা হিসাবচক্রের ধাপগুলো সংক্ষেপে বর্ণনা করো।
৮. জাবেদা কী? জাবেদা বই সংরক্ষণ করার প্রয়োজনীয়তা কী?
৯. প্রকৃত জাবেদা কাকে বলে? প্রকৃত জাবেদায় কী কী ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়?
অথবা, প্রকৃত জাবেদা বলতে কী বোঝ? ইহাতে কোন কোন ধরনের জায় লিপিবদ্ধ করা হয়?
অথবা, প্রকৃত জাবেদা কী? এ জাবেদায় কোন কোন ধরনের লেনদেন হিসাবভুক্ত করা হয়?
১০. ডেবিট নোট এবং ক্রেডিট নোট বলতে কী বোঝ?
১১. আধুনিক হিসাব ব্যবস্থায় খতিয়ানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
১২. ‘নগদান বই জাবেদা ও খতিয়ান’Ñব্যাখ্যা করো।
অথবা, নগদান বইকে কেন জাবেদা ও খতিয়ান উভয়ই বলা হয়?
অথবা, নগদান বই জাবেদা না খতিয়ানÑআলোচনা করো।
অথবা ‘নগদান বহি জাবেদা এবং খতিয়ান উভয়ই’Ñব্যাখ্যা করো।
১৩. নগদান বইয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো।
অথবা, নগদান বইয়ের গুরুত্ব আলোচনা করো।
১৪. নগদ বাট্টা ও কারবারি বাট্টার মধ্যস্থিত পার্থক্য আলোচনা করো।
১৫. রেওয়ামিল কী? কোন কোন ভুল রেওয়ামিলে ধরা পড়ে না?
অথবা, কোন কোন ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে যায়Ñউল্লেখ করো।
অথবা, রেওয়ামিলের সীমাবদ্ধতা বা অসুবিধাসমূহ বর্ণনা করো।
১৬. ব্যাংক সমন্বয় বিবরণী কী? ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয়?
অথবা, ব্যাংক মিলকরণ হিসাব কী? ব্যাংক মিলকরণ হিসাব কেন তৈরি করা হয়?
অথবা, ব্যাংক সমন্বয় বিবরণী কী? এ হিসাবের উদ্দেশ্য/প্রয়োজনীয়তা আলোচনা করো।
অথবা, ব্যাংক সমন্বয় বিবরণী কি? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের প্রয়োজনীয়তা বর্ণনা করো।
১৭. সমন্বয় দাখিলা কাকে বলে? সমন্বয় দাখিলার প্রয়োজনীয়তা কী?
১৮. মূলধন জাতীয় ব্যয় বলতে কী বোঝ? মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
১৯. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? এ ব্যয় কীভাবে হিসাবভুক্ত করতে হয়? উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও।
২০. রেওয়ামিল ও উদ্বর্তপত্রের মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, রেওয়ামিল ও উদ্বর্তপত্রের মধ্যে তুলনা করো।
অথবা, রেওয়ামিলের সাথে উদ্বর্তপত্রের পার্থক্য নির্ণয় করো।
২১. একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো।
অথবা, একতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ বর্ণনা করো।
অথবা, একতরফা দাখিলা হিসাব পদ্ধতির অসুবিধাগুলো আলোচনা করো।
২২. একতরফা দাখিলা পদ্ধতিতে কীভাবে লাভ-লোকসান নির্ধারণ করা হয়?
হিসাববিজ্ঞান-দ্বিতীয় পত্র
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ চারটি প্রশ্ন থাকবে। চারটিরই উত্তর দিতে হবে।] ৫Í৪=২০
১. বিনিময় বিলের অনুমোদন বলতে কী বোঝ? অনুমোদনের শ্রেণীবিভাগ আলোচনা করো।
২. বিনিময় বিলের অমর্যাদাকরণ বলতে কী বোঝ? বিভিন্ন প্রকার অমর্যাদার বিবরণ দাও।
অথবা কত উপায়ে একখানা বিনিময় বিল প্রত্যাখ্যাত হতে পারে?
অথবা বিনিময় বিলের প্রত্যাখ্যান বলতে কী বোঝায়? কীভাবে একটি বিনিময় বিল প্রত্যাখ্যাত হয়?
৩. অর্থসংস্থানকারী বিল ও সাধারণ বিলের মধ্যে পার্থক্য আলোচনা করো।
অথবা কারবারি বিনিময় বিল ও উপযোগ বিনিময় বিলের মধ্যে পার্থক্য লিখ।
৪. প্রাপ্তি-প্রদান হিসাবকে আয়-ব্যয় হিসাবে রূপান্তর প্রণালি বর্ণনা করো।
অথবা প্রাপ্তি-প্রদান হিসাব থেকে কীভাবে আয়-ব্যয় হিসাব তৈরি করা হয়?
অথবা প্রাপ্তি-প্রদান হিসাব হতে তুমি কীভাবে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করবে?
অথবা প্রাপ্তি-প্রদান হিসাব হতে আয়-ব্যয় হিসাব প্রস্তুত করার পদ্ধতি বর্ণনা করো।
৫. অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে? কীভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল নির্ণয় করা যায়?
৬. অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য কী? অনাদায়ী পাওনা কীভাবে হিসাবভুক্ত করা হয়?
৭. অনাদায়ী পাওনা সঞ্চিতি কাকে বলে? অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার উদ্দেশ্য কী?
অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার প্রয়োজনীয়তা আলোচনা করো।
অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি বলতে কী বোঝ? এটি তৈরি করা হয় কেন?
অথবা অনাদায়ী দেনা সঞ্চিতি কী? ইহা সংরক্ষণের উদ্দেশ্য বর্ণনা করো।
৮. অবচয়ের কারণসমূহ বর্ণনা করো।
৯. অংশীদারি চুক্তিপত্র কী? চুক্তির অবর্তমানে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের বিরোধ কীভাবে নিষ্পত্তি করা যায়?
অথবা অংশীদারি কারবারে চুক্তিপত্রের অবর্তমানে প্রযোজ্য আইনের বিধানগুলো বর্ণনা করো।
১০. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের দুটি মৌলিক উদ্দেশ্যে হচ্ছে ‘উৎপাদন ব্যয় নির্ধারণ ও উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ’ ব্যাখ্যা করো।
১১. উৎপাদন ব্যয়ের উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা করো।
অথবা উৎপাদন ব্যয়ের বিভিন্ন উপাদানগুলো বর্ণনা করো।
অথবা ব্যয়ের উপাদান বলতে কী বোঝ? বিভিন্ন উপাদান বর্ণনা করো।
১২. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও আর্থিক হিসাববিজ্ঞানের মধ্যস্থিত পার্থক্য আলোচনা করো।
অথবা উৎপাদন ব্যয় হিসাব ও আর্থিক হিসাবের মধ্যে পার্থক্য দেখাও।
১৩. বেতন ও মজুরি বলতে কী বোঝ? বেতন ও মজুরির উপাদানসমূহ কী কী?
অথবা বেতন ও মজুরির উপাদানসমূহ ব্যাখ্যা করো।
১৪. অনাদায়ী ও অগ্রিম তলব বলতে কী বোঝ? এগুলো কীভাবে হিসাবভুক্ত করতে হয়?
১৫. শেয়ার বাজেয়াপ্তকরণ বলতে কী বোঝ? শেয়ার বাজেয়াপ্তকরণ কীভাবে হিসাবভুক্ত হয়?
১৬. অনুপাত বিশ্লেষণ বলতে কী বোঝ? অনুপাত বিশ্লেষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো।
অথবা আর্থিক বিবরণী পর্যালোচনা প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৭. অনুপাত বিশ্লেষণ বলতে কী বোঝ? অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতা আলোচনা করো।
টীকা
১. বিনিময় বিলের অনুমোদন (ঊহফড়ৎংবসবহঃ ড়ভ ইরষষ ড়ভ ঊীপযধহমব)।
২. বিলের বাট্টাকরণ (উরংপড়ঁহঃরহম ড়ভ ইরষষ)।
৩. মূলধন তহবিল (ঈধঢ়রঃধষ ঋঁহফ)।
৪. আজীবন সদস্যের চাঁদা (খরভব গবসনবৎংযরঢ় ঋববং)।
৫. শেয়ার বাজেয়াপ্তকরণ (ঋড়ৎভবরঃঁৎব ড়ভ ঝযধৎব)।
৬. অগ্রাধিকার শেয়ার (চৎবভবৎহপব ঝযধৎব)।
৭. প্রাথমিক খরচ (চৎবষরসরহধৎু ঊীঢ়বহংবং)।
৮. অবলেখন দস্তুরী (টহফবৎ ডৎরঃরহম ঈড়সসরংংরড়হ)।
৯. সম্ভাব্য দায় (ঈড়হঃরহমবহঃ খরধনরষরঃু)।
১০. অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (ওহঃবৎরস উরারফবহফ)।
ব্যবসায় নীতি ও প্রয়োগ- প্রথম পত্র
ক বিভাগ (ব্যবসায় সংগঠন)
রচনামূলক প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ চারটি প্রশ্ন থাকবে। চারটিরই উত্তর দিতে হবে।] ১০Í৪=৪০
১. ব্যবসায় বলতে কী বোঝ? ব্যবসায়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো।
২. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কী বোঝ? ব্যবসায়ের সামাজিক দায়িত্বসমূহ বর্ণনা করো।
অথবা ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কী বোঝ? ব্যবসায় কীভাবে এরূপ দায়িত্ব পালন করে?
৩. এক মালিকানা সংগঠনের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা করো।
৪. এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা দাও। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো আলোচনা করো।
৫. এক মালিকানা ব্যবসায় কাকে বলে? এক মালিকানা ব্যবসায়ের প্রবল জনপ্রিয়তার কারণসমূহ-যুক্তি সহকারে ব্যাখ্যা করো।
৬. এক মালিকানা ও অংশীদারি সংগঠনের মধ্যে পার্থক্য লিখ।
৭. অংশীদারি চুক্তিপত্র বলতে কী বোঝ? চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা করো।
অথবা ভবিষ্যতে ঝগড়া বিবাদ এবং মামলা মোকদ্দমা এড়াতে কী কী বিষয় চুক্তিপত্রে অন্তর্ভুক্ত হওয়া উচিত?
অথবা অংশীদারি চুক্তিপত্র কাকে বলে? ভবিষ্যতের ঝগড়া বিবাদ পরিহারের জন্য কী কী বিষয় চুক্তিপত্রে অন্তর্ভুক্ত থাকে?
৮. যৌথমূলধনী কোম্পানির সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
অথবা যৌথমূলধনী কোম্পানি বলতে কী বোঝ? যৌথমূলধনী কোম্পানির অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো।
৯. যৌথমূলধনী কোম্পানির গঠনপ্রণালি বর্ণনা করো।
১০. কোম্পানির বিলোপসাধন বলতে কী বোঝ? যৌথমূলধনী কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি বর্ণনা করো।
১১. সমবায় সমিতির সংজ্ঞা দাও। সমবায় সমিতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো।
১২. সমবায় সংগঠন কাকে বলে? বাংলাদেশে সমবায় সংগঠনের গুরুত্ব ব্যাখ্যা করো।
১৩. ব্যবসায়ের অর্থসংস্থানের উৎসগুলো আলোচনা করো।
১৪. ব্যবসায় অর্থসংস্থান বলতে কী বোঝ? ব্যবসায়ে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎসগুলো বর্ণনা করো।
১৫. বাজারজাতকরণের সংজ্ঞা দাও। এর কার্যাবলি বর্ণনা করো।
১৬. পাইকারি ব্যবসায় কাকে বলে? এ ব্যবসায়ের কার্যাবলি বর্ণনা করো।
অথবা মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে একজন পাইকারের কার্যাবলি আলোচনা করো।
১৭. রপ্তানি বলতে কী বোঝ? বাংলাদেশ হতে বিদেশে পণ্য রপ্তানির পদ্ধতি বর্ণনা করো।
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ চারটি প্রশ্ন থাকবে। চারটিরই উত্তর দিতে হবে।] ৫Í৪=২০
১. ব্যসায়ের সামাজিক দায়িত্ব বলতে কী বোঝ?
২. ব্যবসায় সংগঠন কত প্রকার কী কী?
অথবা, বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠনের নাম লিখ।
৩. এক মালিকানা ব্যবসায় এত জনপ্রিয়তার কারণসমূহ কী কী?
৪. অংশীদারি চুক্তিপত্র বলতে কি বোঝ?
৫. যৌথমূলধনী কোম্পানির কৃত্রিম সত্তা কী?
৬. সংঘ-স্মারক/স্মারকলিপি/পরিমেলবন্ধ কাকে বলে?
৭. যোগ্যতাসূচক শেয়ার কী?
৮. পরিচালক পর্ষদ বলতে কী বোঝ?
৯. সমবায় সমিতির উদ্দেশ্য কী?
১০. ব্যবসায় অর্থসংস্থানের দীর্ঘমেয়াদী উৎস কী কী?
১১. শেয়ার বাজারের সংজ্ঞা দাও।
অথবা স্টক এক্সচেঞ্জ বলতে কী বোঝ?
১২. ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টি বলতে কী বোঝ?
১৩. পাইকারি ও খুচরা ব্যবসায়ের মধ্যে পার্থক্য কী?
১৪. চালান রসিদ/বহনপত্র কাকে বলে?
১৫. চার্টার পার্টি/জাহাজ ভাড়া চুক্তিপত্র/নৌ-ভাটকপত্র বলতে কী বোঝ?
খ বিভাগ (ব্যবস্থাপনা)
রচনামূলক প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ দুইটি প্রশ্ন থাকবে। দুইটিরই উত্তর দিতে হবে।] ১০Í২=২০
১. ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব/প্রয়োজনীয়তা বর্ণনা করো।
২. পরিকল্পনা বলতে কী বোঝ? পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপসমূহ আলোচনা করো।
৩. একার্থক ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও।
৪. কমিটি বলতে কী বোঝ? কমিটি ব্যবহারের ক্ষেত্রগুলো বর্ণনা করো।
অথবা কমিটি ব্যবহারের অনুকূল পরিস্থিতি আলোচনা করো।
৫. কর্মী সংগ্রহ বলতে কী বোঝ? কর্মী সংগ্রহের উৎসগুলো বর্ণনা করো।
৬. নির্দেশনা বলতে কী বোঝ? এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
৭. পরামর্শমূলক নির্দেশনা বলতে কী বোঝ? এর সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো।
৮. কর্মীদের প্রেষণা দানের উপায়গুলো বর্ণনা করো।
অথবা প্রেষণার পদ্ধতিগুলো/উপাদানগুলো বর্ণনা করো।
অথবা প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণার আর্থিক উপায়গুলো বর্ণনা করো।
৯. নিয়ন্ত্রণ বলতে কী বোঝ? ব্যবস্থাপনার হাতিয়ার হিসেবে নিয়ন্ত্রণের গুরুত্ব বর্ণনা করো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ চারটি প্রশ্ন থাকবে। চারটিরই উত্তর দিতে হবে।] ৫Í৪=২০
১. ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
অথবা, ব্যবস্থাপনা বলতে কী বোঝ?
২. ব্যবস্থাপনার উদ্দেশ্য কী?
৩. একার্থক পরিকল্পনা কী?
অথবা, এককালীন পরিকল্পনা কী?
৪. সরলরৈখিক সংগঠন কাকে বলে?
৫. কার্যÑভিত্তিক সংগঠন কী?
৬. কর্মী সংগ্রহের উৎসসমূহ বর্ণনা করো।
৭. নির্দেশনার সংজ্ঞা দাও।
৮. পরামর্শমূলক নির্দেশনার সুবিধাসমূহ উল্লেখ করো।
৯. নেতৃত্ব কত প্রকার কী কী?
১০. গণতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝ?
১১. যোগাযোগ বলতে কী বোঝ?
১২. প্রেষণার গুরুত্ব আলোচনা করো।
১৩. প্রেষণা ও মনোবলের মধ্যে সম্পর্ক কী কী?
১৪. নিয়ন্ত্রণের পদক্ষেপগুলোর নাম লিখ।
১৫. নিয়ন্ত্রণের গুরুত্ব বর্ণনা করো।
দ্বিতীয় পত্র
ক বিভাগ (ব্যাংকিং)
রচনামূলক প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ চারটি প্রশ্ন থাকবে। চারটিরই উত্তর দিতে হবে।] ১০Í৪=৪০
১. ব্যাংকের সংজ্ঞা দাও। আধুনিক ব্যাংক ব্যবস্থায় উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাস বর্ণনা করো।
অথবা, ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২. একক ব্যাংকিং কাকে বলে? একক ব্যাংকিং ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো।
৩. শাখা ব্যাংকিং কাকে বলে? শাখা ব্যাংকের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো।
অথবা, শাখা ব্যাংকিং ব্যবস্থার সুবিধা ও অসুবিধা বর্ণনা করো।
৪. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি আলোচনা করো।
৫. ঋণ নিয়ন্ত্রণ বলতে কী বোঝ? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো।
অথবা, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণে হাতিয়ারসমূহ ব্যাখ্যা করো।
৬. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা করো।
অথবা, আধুনিক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি আলোচনা করো।
৭. বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো।
অথবা, ‘ঋণ আমানত সৃষ্টি করে’Ñব্যাখ্যা করো।
৮. ব্যাংক হিসাব কাকে বলে? ব্যাংকে হিসাব খোলার নিয়ম/পদ্ধতিসমূহ আলোচনা করো।
৯. সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মধ্যকার পার্থক্য আলোচনা করো।
১০. চেক কাকে বলে? বিভিন্ন প্রকার চেকের বর্ণনা দাও।
১১. চেকের অমর্যাদা বলতে কী বোঝ? চেকের অমর্যাদার কারণসমূহ আলোচনা করো।
১২. দাগকাটা চেক বলতে কী বোঝ? চেকে বিভিন্ন প্রকার দাগকাটার তাৎপর্য বর্ণনা করো।
১৩. ব্যাংক ঋণ বলতে কী বোঝ? ব্যাংক ঋণের প্রকারভেদ বর্ণনা করো।
অথবা, ব্যাংক ঋণ কী? বিভিন্ন প্রকার ব্যাংক ঋণের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১৪. গৃহীত বিভিন্ন প্রকার জামানতের বিবরণ দাও।
অথবা ঋণের জামানত বলতে কী বোঝ? বিভিন্ন প্রকার জামানতের বর্ণনা দাও।
১৫. ঋণের জামানত কাকে বলে? জামানত গ্রহণের ক্ষেত্রে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো।
অথবা, ব্যাংক ঋণর জামানত বলতে কী বোঝায়? উত্তম জামানতের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
অথবা ঋণের জামানত বলতে কী বোঝ? উত্তম জামানতের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
১৬. বিদেশে অর্থ প্রেরণ কাকে বলে? বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতিসমূহ আলোচনা করো।
অথবা, বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতিসমূহ আলোচনা করো।
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ চারটি প্রশ্ন থাকবে। চারটিরই উত্তর দিতে হবে।] ৫Í৪=২০
১. গ্রুপ ব্যাংক ও মিশ্র ব্যাংক কী?
২. দেউলিয়া বলতে কী বোঝ?
৩. ‘কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শে আশ্রয়স্থল’Ñব্যাখ্যা করো।
৪. বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি বলতে কী বোঝ?
৫. বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দেয় না কেন?
অথবা বাণিজ্যিক ব্যাংককে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয় কেন?
অথবা বাণিজ্যিক ব্যাংকের দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া উচিত কী?
৬. বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎসগুলো কী কী?
৭. ব্যাংকের পাস বই কী?
অথবা পাস বই কী? পাস বই এর নমুনা দেখাও।
৮. চেক কী?
৯. বাহক চেক ও হুকুম চেকের মধ্যে পার্থক্য নির্ণয় করো।
১০. ব্যাংক ড্রাফট বলতে কী বোঝ?
অথবা ব্যাংকের আজ্ঞাপত্র কী?
১১. প্রত্যয়পত্র বলতে কী বোঝ?
১২. নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণের মধ্যে পার্থক্য নির্ণয় করো।
১৩. বৈদেশিক বিনিময় কাকে বলে?
১৪. বিনিময় হার ওঠা-নামার কারণ কী কী? (ক্রমশ)
খ বিভাগ (বীমা)
রচনামূলক প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ দুইটি প্রশ্ন থাকবে। দুইটিরই উত্তর দিতে হবে।] ১০Í২=২০
১. বীমা কাকে বলে? বীমার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো।
অথবা, বীমা বলতে কী বোঝ? বীমার সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। ২. জীবনবীমার সংজ্ঞা দাও। জীবনবীমা চুক্তি সম্পাদনের প্রক্রিয়াসমূহ বর্ণনা করো।
৩. প্রিমিয়ার কী? জীবনবীমা দাবি কীভাবে পরিশোধ করা হয়?
অথবা জীবনবীমার দাবি আদায় পদ্ধতির বর্ণনা দাও।
অথবা জীবনবীমার প্রিমিয়ার কী? জীবনবীমার দাবি আদায়ের পদ্ধতি ব্যাখ্যা করো।
৪. জীবনবীমা কী? জীবনবীমার দাবি আদায়ের পদ্ধতি বর্ণনা করো।
অথবা জীবনবীমা কী? জীবন বীমার দাবি কীভাবে পরিশোধ করা হয়।
৫. নৌ-বীমা চুক্তি কী? নৌ-বীমা চুক্তির বৈশিষ্ট্য, উপাদান/নীতিমালা আলোচনা করো।
৬. নৌ-বীমা কী? নৌ-বীমার শ্রেণীবিভাগ আলোচনা করো।
অথবা, নৌ-বীমা কী? বিভিন্ন প্রকার নৌ-বীমার বিবরণ দাও।
৭. নৌ-বিপদ বলতে কী বোঝ? বিভিন্ন প্রকার নৌ-বিপদের বিবরণ দাও।
অথবা নৌ-বীমায় বিপদসমূহ আলোচনা করো।
৮. অগ্নিবীমা কাকে বলে? অগ্নিবীমার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো।
৯. বিভিন্ন প্রকার অগ্নিবীমা পত্র/পলিসির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১০. অগ্নিবীমা কাকে বলে? অগ্নিবীমার ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি বর্ণনা করো।
অথবা অগ্নিবীমার ক্ষতিপূরণের লক্ষ্যে বীমাগ্রহীতা ও বীমাকারীকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হয়?
১১. অগ্নিবীমা কাকে বলে? অগ্নিবীমার অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো।
১২. শস্য বীমা কী? কৃষি ব্যবস্থার উন্নয়নে শস্য বীমার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো।
খ বিভাগ (বীমা)
রচনামূলক প্রশ্ন
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ দুইটি প্রশ্ন থাকবে। দুইটিরই উত্তর দিতে হবে।] ১০Í২=২০
১. বীমা কাকে বলে? বীমার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো।
অথবা, বীমা বলতে কী বোঝ? বীমার সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। ২. জীবনবীমার সংজ্ঞা দাও। জীবনবীমা চুক্তি সম্পাদনের প্রক্রিয়াসমূহ বর্ণনা করো।
৩. প্রিমিয়ার কী? জীবনবীমা দাবি কীভাবে পরিশোধ করা হয়?
অথবা জীবনবীমার দাবি আদায় পদ্ধতির বর্ণনা দাও।
অথবা জীবনবীমার প্রিমিয়ার কী? জীবনবীমার দাবি আদায়ের পদ্ধতি ব্যাখ্যা করো।
৪. জীবনবীমা কী? জীবনবীমার দাবি আদায়ের পদ্ধতি বর্ণনা করো।
অথবা জীবনবীমা কী? জীবন বীমার দাবি কীভাবে পরিশোধ করা হয়।
৫. নৌ-বীমা চুক্তি কী? নৌ-বীমা চুক্তির বৈশিষ্ট্য, উপাদান/নীতিমালা আলোচনা করো।
৬. নৌ-বীমা কী? নৌ-বীমার শ্রেণীবিভাগ আলোচনা করো।
অথবা, নৌ-বীমা কী? বিভিন্ন প্রকার নৌ-বীমার বিবরণ দাও।
৭. নৌ-বিপদ বলতে কী বোঝ? বিভিন্ন প্রকার নৌ-বিপদের বিবরণ দাও।
অথবা নৌ-বীমায় বিপদসমূহ আলোচনা করো।
৮. অগ্নিবীমা কাকে বলে? অগ্নিবীমার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো।
৯. বিভিন্ন প্রকার অগ্নিবীমা পত্র/পলিসির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১০. অগ্নিবীমা কাকে বলে? অগ্নিবীমার ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি বর্ণনা করো।
অথবা অগ্নিবীমার ক্ষতিপূরণের লক্ষ্যে বীমাগ্রহীতা ও বীমাকারীকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হয়?
১১. অগ্নিবীমা কাকে বলে? অগ্নিবীমার অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো।
১২. শস্য বীমা কী? কৃষি ব্যবস্থার উন্নয়নে শস্য বীমার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো।
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন :
[প্রতিটি প্রশ্নের একটি করে বিকল্প (অথবা) প্রশ্নসহ চারটি প্রশ্ন থাকবে। চারটিরই উত্তর দিতে হবে।]
১. বীমার উদ্দেশ্য কী কী?
২. বীমা চুক্তি ও বাজি চুক্তির মধ্যে পার্থক্য কী?
৩. জীবন বীমার সমর্পণমূল্য বলতে কী বোঝ?
অথবা সমর্পণমূল্য কাকে বলে?
অথবা বীমার সমর্পণমূল্য বলতে কী বোঝ?
৪. মৃত্যুহার পঞ্জি কাকে বলে?
৫. সামুদ্রিক ক্ষতি কী?
৬. ‘অগ্নিবীমা ক্ষতিপূরণের চুক্তি’Ñব্যাখ্যা করো।
৭. নৌ-বীমা ও অগ্নিবীমার মধ্যে পার্থক্য দেখাও।
৮. অগ্নিজনিত ক্ষতি বলতে কী বোঝ?
অথবা অগ্নি অপচয় কী?
৯. গড়পড়তা বীমাপত্র কী?
১০. ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কাকে বলে?
১১. যৌথবীমা কাকে বলে?
অথবা গোষ্ঠীবীমা কাকে বলে?
১২. পুনর্বীমা বলতে কী বোঝ?
কম্পিউটার শিক্ষা-প্রথম পত্র
প্রিয় শিক্ষার্থী,
শুভেচ্ছা নিও। এইচ.এস.সি ২০১১ সালের পরীক্ষায় স্ব স্ব বোর্ডে আসা প্রশ্নগুলো বাদ দিয়ে পড়তে হবে।
বি.স
১ । আকার-আয়াতন ও কার্যক্ষমতার ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর কম্পিউটারের বর্ণনা দাও।
২। একটি মাইক্রো কম্পিউটারের সংগঠনের সচিত্র বর্ণনা দাও।
অথবা, কম্পিউটার সংগঠনের সচিত্র বর্ণনা দাও।
৩। গঠন বা ক্রিয়া নীতি অনুসারে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়? সংক্ষেপে আলোচনা করো।
৪। কোড কী? বিভিন্ন ধরনের আলফানিউমেরিক কোড সম্পর্কে আলোচনা করো।
৫। ২-এর পরিপূরক কী? ২-এর পরিপূরক ব্যবহার করে (১৫)১০ থেকে (৫)১০ বিয়োগ করো।
অথবা, ২-এর পরিপূরক বলতে কী বোঝায়? ২-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে (১২১)১০ হতে (৮১)১০ বিয়োগ করো।
৬। একটি অপারেটিং সিস্টেমের বিভিন্ন সাংগঠনিক অংশ ছকের মাধ্যমে দেখাও।
অথবা, অপারেটিং সিস্টেমের সংগঠন বর্ণনা করো।
৭। চিত্রভিত্তিক এবং বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম বলতে কী বোঝ? এদের সুবিধা অসুবিধার তুলনামূলক আলোচনা করো।
৮। মাল্টি প্রসেসিং এবং ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমের বর্ণনা দাও।
৯। ব্লক অপারেশন কী?
অথবা, ব্লক অপারেশন বলতে কী বোঝ? এর সাহায্যে কী কী কাজ করা যায়।
১০। ডেস্কটপ পাবলিশিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
১১। ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্ব কী? বিভিন্ন ধরনের ফন্টের গঠন ও প্রকারভেদ আলোচনা করো।
১২। প্যাকেজ প্রোগ্রাম কী? স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসর প্যাকেজ প্রোগ্রামের বৈশিষ্ট্য ও সুবিধাগুলো লেখো।
১৩। লজিক গেট কী? মৌলিক গেট কয়টি ও কী কী? এদের কর্ম পদ্ধতি বর্ণনা করো।
অথবা, লজিক গেট কী? মৌলিক লজিক গেটগুলোর প্রতীক, সমীকরণ ও সত্যক সারণির বর্ণনা দাও।
১৪। অ্যাডার সার্কিট কী? হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের বাস্তবায়ন দেখাও। ফুল অ্যাডারের সাহায্যে একটি ৪ বিটের বাইনারি অ্যাডারের বাস্তবায়ন দেখাও।
১৫। বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো লেখো।
১৬। অ্যাডার কী? মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডারের বাস্তবায়ন করো।
১৭। মাইক্রোপ্রসেসস কী? এর কাজ কী? বিস্তারিত আলোচনা করো।
১৮। রেজিস্টার কী? বিভিন্ন প্রকার রেজিস্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
১৯। চিত্রসহ সিপিইড এর সংগঠন বর্ণনা করো।
অথবা, চিত্রসহ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (ঈচট) এর গঠন আলোচনা করো।
২০। অ্যাড্রেসিং মোড (অফফৎবংংরহম গড়ফব) কী? বিভিন্ন প্রকার অ্যাড্রেসিং মোডের বর্ণনা দাও।
অথবা, অ্যাড্রেসিং মোড কী? প্রত্যেক্ষ মোড, পরোক্ষ মোড ও ইমিডিয়েট মোডের বর্ণনা দাও।
২১। মাইক্রো কম্পিউটারের বাস কত প্রকার ও কী কী? বিভিন্ন প্রকার বাসের কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
অথবা, কম্পিউটার বাস বলতে কী বোঝ? বিভিন্ন প্রকার কম্পিউটার বাসের বর্ণনা দাও।
অথবা, মাইক্রো কম্পিউটারের বাস সংগঠন চিত্রসহ আলোচনা করো।
২২। মাল্টিপ্রসেসর সিস্টেমের কার্যাবলী বর্ণনা করো।
অথবা, মাল্টিপ্রসেসর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।
২৩। পাইপলাইনিং প্রক্রিয়াকরণ পদ্ধতি সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো।
অথবা, পাইপলাইন প্রসেসিংয়ের কার্যাবলী চিত্রসহ বর্ণনা করো।
২৪। প্রিন্টার কী? লেজার এবং ইঙ্কজেট প্রিন্টারের বর্ণনা দাও।
২৫। ইন্টারফেসিং বলতে কী বোঝ? এর প্রয়োজনীয়তা সম্পর্কে বর্ণনা করো।
২৬। একটি প্রোগ্রাম তৈরি করতে কী কী ধাপ প্রয়োজন হয়? ধাপগুলো বিস্তারিত আলোচনা করো।
অথবা, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ আলোচনা করো।
২৭। অ্যালগরিদম ও ফ্লোচার্ট বলতে কী বোঝ?
২৯। সাবরুটিন কী? প্রোগ্রাম ডিবাগিং বলতে কী বোঝায়? বিভিন্ন প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো।
৩০। তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের জন্যে অ্যালগরিদম, প্রোগ্রাম ফ্লোচার্ট আঁক এবং একটি ছইঅঝওঈ প্রোগ্রাম লেখো।
৩১। লুপ কী? ছইঅঝওঈ এ ব্যবহৃত লুপগুলোর নাম লেখো। ১-১০ পর্যন্ত সংখ্যা মনিটরে দেখানোর জন্যে যেকোন খঙঙচ ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো।
অথবা, লুপ কাকে বলে? তিন ধরনের লুপের নাম লেখো এবং এদের যে কোনো একটি লুপ ব্যবহার করে একটি প্রোগ্রাম তৈরি করো।
অথবা, লুপ কী? ঋঙজ-ঘঊঢঞ লুপ ব্যবহার করে একটি প্রোগ্রাম তৈরি করো।
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
১। ডিজিটাল ও অ্যানালগ কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখো।
২। যোগ করো :
ক. (১১০১.১০১)২ এবং (ইই)১৬ খ. (১০০১.১০১)২ এবং (০১০০.১১)২ গ. (ঊই৬)১৬ এবং (৫৭৮)১০
২। ইবিসিডিআইসি কোড সম্পর্কে লেখো।
৩। বিসিডি ও আলফানিউমেরিক কোডের মধ্যে পার্থক্য লেখো।
৪। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্পর্কে বর্ণনা করো।
৫। জব কন্ট্রোল ভাষা সম্পর্কে লেখো।
৬। রিয়েল টাইম ও টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো।
৭। ব্যাচ প্রসেসিং ও রিয়েল টাইম প্রসেসিংয়ের মধ্যে পার্থক্য লেখো।
অথবা, ব্যাচ প্রসেসিং এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো।
৮। ওয়ার্ড প্রসেসিং কী? কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসরের নাম লেখো।
৯। সম্পাদনা কী?
অথবা, সম্পাদনা পর্বে কী ধরনের কাজ করা হয়।
১০। ডকুমেন্ট ফরমেটিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো।
অথবা, ডকুমেন্ট ফরমেটিং বলতে কী বোঝায়?
১১. ফন্ট বলতে কী বোঝ? বিটম্যাপ ও আউটলাইন ফন্ট সম্পর্কে লিখ।
১২. সংজ্ঞা লিখ : ক লজিক অপারেটর, খ. লজিক গেট
১৩. রেজিস্টার ও কাউন্টারের প্রয়োজনীয়তা কী?
১৪. বিট, বাইট ও কম্পিউটারের শব্দ বলতে কী বোঝ?
১৫. প্রধান মেমোরি ও সহায়ক মেমোরির মধ্যে পার্থক্য লিখ?
১৬. কম্পিউটার মেমোরি কী?
১৭. একমুখী ও দ্বিমুখী বাস বলতে কী বোঝ?
১৮. ঙগজ এবং ঙঈজ সম্পর্কে লিখ।
অথবা, ঙগজ এবং ঙঈজ এর ব্যাখ্যা দাও।
১৯. স্ক্যানার কী ধরনের যন্ত্র? স্ক্যানারের ব্যবহার সম্পর্কে বর্ণনা দাও।
২০. লেজার প্রিন্টারের মূলনীতি বর্ণনা করো।
অথবা, প্রিন্টার কী? লেজার প্রিন্টারের কার্যনীতি বর্ণনা করো।
২১. একটি ভাল বা আদর্শ প্রোগ্রামের কী কী গুণ থাকা প্রয়োজন লিখ।
অথবা, একটি আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য লিখ।
২২. কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লিখ।
২৩. অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য লিখ।
২৪. অ্যালগরিদম বলতে কী বোঝ? উদাহরণসহ বর্ণনা করো।
২৫. প্রোগ্রাম ডিবাগিং কী?
২৬. অনুবাদক প্রোগ্রাম কী?
২৭. ছইঅঝওঈ এ একটি ফাংশন লিখ যা একটি পূর্ণ সংখ্যাকে প্যারামিটার হিসেবে গ্রহণ করে এর ফ্যাক্টরিয়াল নির্ণয় করে তা ফেরত পাঠাবে।
অথবা, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্যে কিউবেসিক ভাষায় একটি প্রোগ্রাম লিখ।
২৮. চলক কী? কিউবেসিক চলকের নামকরণের নিয়মাবলী আলোচনা করো।
অথবা, চলক কী? চলকের নাম প্রদানের ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হয়?
২৯. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্যে একটি প্রোগ্রাম লিখ (বাহু তিনটির মান-কী-বোর্ডের মাধ্যমে ইনপুট করার ব্যবস্থা রাখতে হবে)।
দ্বিতীয় পত্র
রচনামূলক প্রশ্ন
১. কম্পিউটার কেন্দ্রের সংগঠন ও পরিচালনা পদ্ধতি বর্ণনা করো।
অথবা, একটি কম্পিউটার সেন্টারের সংগঠন ও কার্যাবলি সম্পর্কে সংক্ষেপে লিখ।
অথবা, একটি কম্পিউটার কেন্দ্রের কার্যাবলি আলোচনা করো।
২. ডেটার সত্যতা ও বৈধতা নির্ধারণের উপায়সমূহ আলোচনা করো।
৩. অ্যারে বলতে কী বোঝ? অ্যারে কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো।
অথবা, একমাত্রিক দ্বিমাত্রিক অ্যারে বলতে কী বোঝ?
৪. লিংকড লিস্ট কী? উহার গঠন ও মেমোরিতে উহার অবস্থান বর্ণনা করো।
অথবা, লিংকড লিস্ট কী? লিংকড লিস্ট এর সচিত্র বর্ণনা দাও।
৫. নিম্নলিখিত সার্টিং পদ্ধতির অ্যালগরিদমসমূহ লিখ।
৬. ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝ? কিউ এবং ট্রি ডেটা স্ট্রাকচারের বর্ণনা করো।
৭. সাবস্ট্রিং ও কনকেটানেশন সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো।
৮. পয়েন্টার কী? পয়েন্টার ব্যবহারের প্রয়োজনীয়তা লিখ।
অথবা, পয়েন্টার কী? ইহা ব্যবহারের সুবিধাগুলো লিখ।
৯. নিচের ডেটাগুলোকে কুইক সর্টের অ্যালগরিদম ব্যবহার করে মানের উচ্চক্রমে সাজাও :
১০. স্প্রেডশিট বলতে কী বোঝ? স্প্রেডশিটের বৈশিষ্ট্য ও ব্যবহার লিখ।
অথবা, স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম বলতে কী বোঝায়? স্ট্যান্ডার্ড স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজের বৈশিষ্ট্য ও ব্যবহার লিখ।
১১. ম্যাক্রো কী? উহার প্রকারভেদ লিখ। ম্যাক্রোর সাহায্যে সম্পাদনযোগ্য কাজগুলো লিখ।
অথবা, ম্যাক্রো কী? কমান্ড ম্যাক্রো ফাংশন ম্যাক্রোর কাজগুলো উল্লেখ করো।
অথবা, ম্যাক্রো কী? ম্যাক্রো কত প্রকার ও কী কী? ম্যাক্রোর ব্যবহার লিখ।
অথবা, ম্যক্রো কী? ম্যাক্রোর কাজগুলো লিখ।
১২. স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রামে ব্যবহৃত যেকোনো চারটি ফাংশনের নাম ও ব্যবহার লিখ।
১৩. ফাইল কী? ফাইল কত প্রকার ও কী কী? আলোচনা করো।
অথবা, ফাইল কী? ব্লকচিত্রের মাধ্যমে ফাইলের প্রকারভেদ আলোচনা করো।
অথবা, ফাইল কী? ডেটা ফাইলের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো।
১৪. গঠন অনুসারে ফাইল কত প্রকার? এদের সুবিধা/অসুবিধাসমূহ লিখ।
অথবা, র্যানডম বা ডাইরেক্ট অ্যাকসেস ফাইলের সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
১৫. কী (কবু) ফিল্ড কী? বিভিন্ন প্রকার কী ফিল্ডের বর্ণনা দাও।
অথবা, উদাহরণসহ প্রাইমারি-কী ও কম্পোজিট প্রাইমারি-কী এর বর্ণনা দাও।
১৬. র্যানডম অ্যাকসেস ফাইলের গঠন ও প্রক্রিয়াকরণ চিত্রসহ বর্ণনা করো।
১৭. ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সম্পর্কে বর্ণনা করো।
১৮. ডেটাবেস মডেল কী? বিভিন্ন প্রকার ডেটাবেস মডেলের বর্ণনা করো।
১৯. ডেটা সিকিউরিটি (উধঃধ ঝবপঁৎরঃু) বলতে কী বোঝ? কোনো ডেটা সিকিউরিটির জন্যে ডেটাবেস ম্যানেজমেন্টে কী কৌশল অবলম্বন করতে হয়, বর্ণনা করো।
অথবা, ডেটা সিকিউরিটি বলতে কী বোঝায়? ডেটা সিকিউরিটির ক্ষেত্রে এনক্রিপশনের ভূমিকা বর্ণনা করো।
২০. ফরমেটেড রিপোর্ট কী? একটি ফরমেটেড রিপোর্টে সাধারণত কী কী অংশ থাকে বর্ণনা করো।
২১. ডেটাবেসে ব্যবহৃত প্রধান প্রধান ফিল্ড টাইপের বৈশিষ্ট্য লিখ।
২২. রিপোর্ট কী? রিপোর্ট কত প্রকার ও কী কী? একটি রিপোর্টের প্রয়োজনীয় অংশের বিবরণ দাও।
২৩. ডেটা ট্রান্সমিশন স্পীড কী? এর প্রকারভেদ আলোচনা করো।
২৪. ডেটা ট্রান্সমিশন মোড (গড়ফব) কী? এর প্রকারভেদ আলোচনা করো।
অথবা, সিনক্রোনাস ও এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো।
অথবা, ডেটা আদান-প্রদানের মোডসমূহ চিত্রসহ বর্ণনা করো।
অথবা, সিনক্রোনাস এসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বিবরণ দাও।
অথবা, এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সম্পর্কে বর্ণনা করো।
২৫. মডেল কী? উহার প্রকারভেদ, কার্যপ্রণালী ও ব্যবহার বর্ণনা করো।
অথবা, মডেল কী? ডেটা প্রেরণে মডেলের ব্যবহার বর্ণনা করো।
২৬. কম্পিউটার নেটওয়ার্ক বলতে কী বোঝ? কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কী কী? বিভিন্ন প্রকার নেটওয়ার্কের আলোচনা করো।
অথবা, দূর সংযোগ নেটওয়ার্ক (ডঅঘ) সম্পর্কে লিখ।
২৭. বর্ণনা করো : ওচ-অ্যাড্রেস, ডোমেইন, ই-মেইল অ্যাড্রেস, ডবন ঢ়ধমব।
২৮. রিজার্ভেশন সিস্টেম ও ইলেকট্রনিক ফাল্ড ট্রান্সফারের প্রয়োগ ও সুবিধাগুলো আলোচনা করো।
অথবা,
টীকা লিখ :
২৯. সমাজে তথ্য প্রযুক্তির প্রভাব বর্ণনা করো।
অথবা, ব্যবসায়, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সুফল আলোচনা করো।
অথবা, ব্যবসায়, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সুফল আলোচনা করো।
অথবা, তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে সমাজে সৃষ্ট সুফল ও কুফল বর্ণনা করো।
৩০. সিডি রম (ঈউ-জঙগ) বলতে কী বোঝ? এর গঠন, বৈশিষ্ট্য ও ব্যবহার লিখ।
অথবা, চিত্রসহ একটি সিডি রমের গঠন বর্ণনা করো।
৩১. ভাইরাস কী? কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে এর লক্ষণ ও প্রতিরোধের উপায় বর্ণনা করো।
অথবা, কম্পিউটার ভাইরাস কী? ভাইরাস থেকে প্রতিকারের উপায়সমূহ বর্ণনা করো।
অথবা, কম্পিউটার ভাইরাস কী? ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণসমূহ উল্লেখ করো।
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
১. ডেটা কোডিং কী? ডেটা কোডিং-এর সুবিধা কী?
অথবা, ডেটা কোডিং বলতে কী বোঝায়?
২. তথ্য (ওহভড়ৎসধঃরড়হ) ও উপাত্তের (উধঃধ) মধ্যে ৫টি পার্থক্য লিখ।
৩. ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝায়?
৪. রেকর্ড অ্যারে ডেটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য লিখ।
৫. সর্টিং ও সার্চিং বলতে কী বোঝ?
৬. কম্পিউটারের স্প্রেডশিট এবং কাগজের স্প্রেডশিট এর মধ্যে মৌলিক পার্থক্য কী কী?
৭. বিট থেকে ডেটাবেস পর্যন্ত ডেটার হায়ারার্কি চিত্রের সাহায্যে দেখাও।
৮. সিকোয়েন্সিয়াল অ্যাকসেস ফাইল ও ডাইরেক্ট বা র্যান্ডম অ্যাকসেস ফাইলের মধ্যে পার্থক্য লিখ।
৯. এনটিটি, অ্যাট্রিবিউট ও ভেল্যু কী? উদাহরণসহ সংজ্ঞা দাও।
১০. উইগঝ কী? ডেটাবেসের হায়ারার্কিক্যাল সংগঠন বর্ণনা করো।
১১. দুটি ডেটাবেসে রিলেশন তৈরিকরণের শর্তগুলো কী কী?
অথবা, একাধিক ডেটা টেবিলের মধ্যে রিলেশনশিপের শর্তগুলো কী?
অথবা, দুটি ডেটাবেসের মধ্যে সম্পর্ক তৈরির পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো।
১২. ঝঃধহফধৎফ জবষধঃরড়হধষ উইগঝ এর বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লিখ।
অথবা, স্ট্যান্ডার্ড রিশেনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধাগুলো লিখ।
১৩. ঙঝও মডেলের বিভিন্ন স্তরগুলোর বর্ণনা দাও।
১৪. িিি ও ঐওগখ এর সংক্ষিপ্ত টীকা লিখ।
১৫. ই-কমার্স সম্পর্কে সংক্ষেপে লিখ।
১৬. রোবট কী? রোবটের ব্যবহার লিখ।
১৭. সেস্পলিং রেট রেজুলশন/সেম্পলিং সাইজ কী?
১৮. ঘঞঝঈ (ঘধঃরড়হধষ ঞবষবারংরড়হ ঝবষবপঃরড়হ ঈড়সসরঃঃবব). গওউওবলতে কী বোঝ?
১৯. আইপিএস (ওচঝ) এর প্রয়োজনীয়তা কী?
উদ্ভিদ বিজ্ঞান
শ্রেণী বিন্যাস/উদ্ভিদের বিভিন্নতা
প্রশ্ন : ওঈইঘ প্রজাতি কি? শ্রেণী বিন্যাসের এককসমূহ লিখ।
প্রশ্ন : দ্বিপদ নামকরণ ও নামকরণ কি? দ্বিপদ বা নামকরণের নিয়মাবলী ও প্রয়োজনীয়তা লিখ।
প্রশ্ন : শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লিখ।
প্রশ্ন : ফানজাই এর বৈশিষ্ট্য লিখ
প্রশ্ন : আধুনিক বা মারগিউলিসের শ্রেণীবিন্যাসের বর্ণনা দাও।
ভাইরাস
প্রশ্ন : ভাইরাস, ভিরয়েড, ভিরিয়ন, পিরিয়ন কি?
প্রশ্ন : ব্যাকটেরিওফায কি? ঞ২-ভাইরাসের গঠন বর্ণনা কর।
প্রশ্ন : ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব লিখ।
প্রশ্ন : ভাইরাসের জীব ও জড়, বৈশিষ্ট্য গুলি কি কি?
ব্যাকটেরিয়া
প্রশ্ন : ঊ-ঈড়ষর ব্যাকটেরিয়ার গঠন ও অর্থনৈতিক গুরুত্ব লিখ।
প্রশ্ন : সায়ানোব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য লিখ। অর্থনৈতিক গুরুত্ব লিখ।
প্রশ্ন : ব্যাকটেরিয়া ও ভাইরাসের পার্থক্য লিখ।
শৈবাল
প্রশ্ন : শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন : সংশ্লেষ কি? ঝঢ়রৎড়মুৎধ–র সংশ্লেষ প্রক্রিয়া বর্ণনা কর।
প্রশ্ন : ঝধৎমধংংঁস, চড়ষুংরঢ়যড়হরধ-র গঠন ও অর্থনৈতিক গুরুত্ব লিখ।
ছত্রাক
প্রশ্ন : ঝধপপযধৎড়সুপবং (ুবধংঃ)-এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।
প্রশ্ন : ঐবষসরহঃযড়ংঢ়ড়ৎরঁস-এর (ধানের বাদামি দাগ) রোগ লক্ষণ ও প্রতিকার বর্ণনা দাও।
প্রশ্ন : পেনিসিলিয়াম এর গঠন ও অর্থনৈতিক গুরুত্ব লিখ।
প্রশ্ন : এগারিকাস এর ফ্রুটবডির গঠন বর্ণনা কর ও অর্থনৈতিক গুরুত্ব লিখ।
মস
প্রশ্ন : মসের বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন : ঝবসরনধৎনঁষধ-র ক্যাপসুলের বা স্পোরোফাইটের বর্ণনা দাও।
প্রশ্ন : ঝবসরনধৎনঁষধ-এর জীবন চক্র বা জনুক্রম বর্ণনা কর।
প্রশ্ন : গঠন লিখ গধৎপযবহঃরধ
ফার্ন
প্রশ্ন : মস ও ফার্নের পার্থক্য লিখ।
প্রশ্ন : ফার্ন প্রোথ্যালাসের (গ্যামিটোফাইটিক পর্যায়) বর্ণনা দাও।
নগ্নবীজী
প্রশ্ন : নগ্নবীজী ও আবৃতবীজীর বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন : সাইকাসের কোরালয়েড মূলের বর্ণনা দাও।
প্রশ্ন : সাইকাসকে জীবন্ত জীবাশ্ব বলে কেন?
প্রশ্ন : সাইকাসের পুং রেণুপত্র (মাইক্রোস্পোরোফিল) ও স্ত্রী (মেগাস্পোরোফিল) স্ট্রোবিলাসের বর্ণনা দাও।
গোত্র
প্রশ্ন : সনাক্তকারী বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব লিখ :
লিগুমিনসি সোলানেসী
লিলিয়েসী ক্রুসিফেরী
প্রশ্ন : নিম্নলিখিত গোত্রের পুষ্প প্রতীক ও সংকেত লিখ।
লিলিয়েসী (পিঁয়াজ) সোলানেসী (ধুতুরা)।
লিগুমিনসি (অপরাজিতা) ক্রসিফেরী (সরিষা)
সকল গোত্রের ৫টি করে বৈজ্ঞানিক নাম ও অর্থনৈতিক গুরুত্ব লিখ।
লিগুমিনসি গোত্রের ৩টি উপগোত্রের পার্থক্য লিখ।
উদ্ভিদ কোষ
প্রশ্ন : অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ঠ একটি আদর্শ প্রকৃত উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অংকন কর।
প্রশ্ন : গঠন ও কার্যাবলী লিখ :
কোষঝিল্লী বা প্লাজমামেমব্রেন ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া
কোষস্থ জৈব রসায়ন
প্রশ্ন : নিউক্লিকএসিড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড কি?
প্রশ্ন : উঘঅ-র জঊচখওঈঅঞওঙঘ বা প্রতিলিপি সৃষ্টি পদ্ধতি বর্ণনা কর।
প্রশ্ন : প্রোটিন কি? সরল প্রোটিনের বর্ণনা দাও।
প্রশ্ন : লিপিড কি? লিপিড এর রাসায়নিক বৈশিষ্ট্য লিখ-এর শ্রেণী বিভাগ ও কাজ উল্লেখ কর।
প্রশ্ন : এনজাইম কি? এনজাইম-এর বৈশিষ্ট্য লিখ এনজাইম-এর শ্রেণী বিন্যাস কর।
কোষ বিভাজন
প্রশ্ন : কোষ চক্র কি? মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজন কোথায় হয় এ বিভাজনের গুরুত্ব লিখ।
প্রশ্ন : মাইটোসিস বা সমীকরণ বিভাজন কি? মাইটোসিস-এর ধাপসমূহ বর্ণনা কর।
প্রশ্ন : ক্রসিং কি? ক্রসিংওভারের গুরুত্ব বা তৎপর্য লিখ।
প্রশ্ন : মাইটোসিস প্রফেজ ও মায়োসিস প্রফেজ-১ এর পার্থক্য লিখ।
প্রশ্ন : মাইটোসিসও মায়োসিস এর পার্থক্য লিখ।
প্রাণিবিজ্ঞান
প্রাথমিক আলোচনা
ফলিত বিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানের বিশুদ্ধ ও ফলিত বিজ্ঞানের শাখাগুলি কি কি?
প্রাণিবিজ্ঞানের সংজ্ঞা দাও। মানবকল্যাণে প্রাণিবিজ্ঞান পাঠের গুরুত্ব লিখ।
কোষ
প্রশ্ন : ডিএনএ-এর গঠন বর্ণনা কর ও তাৎপর্য লিখ।
প্রশ্ন : ডিএনএ-এর প্রতিলিপি প্রক্রিয়া লিখ।
প্রশ্ন : গঠন ও কার্যাবলী লিখ : প্লাজমামেমব্রেন
মাইটোকন্ড্রিয়া ক্রোমোজোম
প্রশ্ন : পার্থক্য লিখ : ডিএনএ ও আরএনএ
কলা কলাতন্ত্র
ঐচ্ছিক, অনৈচ্ছিক ও হৃদপেশীর বৈশিষ্ট্য লিখ।
তরল যোজক কলার (রক্ত, লসিকা) বর্ণনা দাও।
ঙ কলাস্থিত বৈশিষ্ট্য লিখ :
হৃদপেশী ক্ষুদ্রান্ত্র বৃক্ক
নিউরনের গঠন বর্ণনা কর।
ঙ পার্থক্য লিখ :
অস্থি ও তরুণাস্থি/কোমলাস্থি ও তরুণাস্থি
ডেনড্রাইট ও অ্যাক্সন
প্রাণী বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস
জীববৈচিত্র্য বলতে কি বুঝ? প্রজাতি ও উপপ্রজাতি কি?
জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখ।
শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলি কি কি? সিলোম ও প্রতিসাম্যতার বর্ণনা দাও।
ভার্টিব্রাটা বা মেরুদ-ী উপপর্বের শ্রেণীগুলির উদাহরণসহ বৈশিষ্ট্য লিখ।
দ্বিপদ ও ত্রিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণের নিয়মাবলী লিখ।
অতি বিপন্ন, বিপন্ন ও বিলুপ্ত প্রজাতির একটি করে প্রাণীর নাম লিখ।
সকল কর্ডাটা মেরুদ-ী নয় কিন্তু সকল মেরুদ-ী কর্ডাটা কেন?
ঙ কর্ডাটা ও নন কর্ডাটার পার্থক্য লিখ।
গ্যামোটোজেনেসিস
ঙ উওজেনেসিস প্রক্রিয়ার বর্ণনা দাও।
এ প্রক্রিয়ার বর্ণনা দাও।
ঙ স্পার্মিওজেনেসিস কি? স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার বর্ণনা দাও।
নিষেক কি? নিষেকের পর ভ্রƒণের পরিস্ফুটন বা ব্যক্তিজনিত পরিস্ফুটনের ধাপ সমূহ লিখ।
ভ্রƒণীয় স্তর কাকে বলে? ভ্রƒণের ৩ স্তরের পরিণতি দেখাও।
শুক্রাণুর গঠন বর্ণনা কর।
জীনতত্ত্ব
ঙ মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র বা ডাইহাইব্রিড ক্রস বা ৯: ৩: ৩: ১ অনুপাত বা খধি ড়ভ ওহফবঢ়বহফবহঃ ধংংড়ৎঃসবহঃ ব্যাখ্যা কর।
ঙ মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র বা মনেহাইব্রিড ক্রস বা ৩:১ অনুপাত ব্যাখ্যা বা খধি ড়ভ ংবমৎবমধঃরড়হ ব্যাখ্যা কর।
ঙ মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম ৯:৭ অনুপাত বা ডুপ্লিকেট রেসেসিভ এপিস্টেসিস ব্যাখ্যা কর।
ঙ লিথাল জীন বা ২:১ অনুপাত বা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম ব্যাখ্যা কর।
ম্যালেরিয়া পরজীবী
প্রশ্ন : পরজীবী এবং পোষকের সংজ্ঞা দাও। ম্যালেরিয়া জ্বর কখন আসে?
প্রশ্ন : ম্যালেরিয়ার ৪টি প্রজাতির নাম, সৃষ্ট রোগ, সুপ্তকাল ও জ্বরের প্রকৃতি লিখ।
প্রশ্ন : মশকীর দেহে ম্যালেরিয়ার জীবনচক্র (যৌন জনন) বর্ণনা কর।
প্রশ্ন : মানুষের রক্তে (লোহিত কণিকায়) ম্যালেরিয়ার জীবনচক্র (এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র) বা অযৌন চক্র বর্ণনা কর।
প্রশ্ন : ম্যালেরিয়ার লক্ষণ ও প্রতিকার (নিয়ন্ত্রণ) লিখ।
প্রশ্ন : ম্যালেরিয়ার জীবন চক্রে ২টি পোষকের প্রয়োজনীয়তা লিখ।
প্রশ্ন : সুপ্তাবস্থা কি? ম্যালেরিয়ার সুপ্তাবস্থা লিখ।
প্রশ্ন : ম্যালেরিয়ার জনুক্রম বর্ণনা কর।
প্রশ্ন : অযৌন ও যৌন চক্রের পার্থক্য লিখ।
হাইড্রা
প্রশ্ন : দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী কাকে বলে? হাইড্রাকে কেন দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলে?
প্রশ্ন : হাইড্রার প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র দাও ও এপিডার্মিস বা বহিঃত্বক এর কোষ সমূহের বর্ণনা দাও।
প্রশ্ন : হাইড্রার প্রজনন প্রক্রিয়া বর্ণনা কর।
প্রশ্ন : মিথোজীবীতা কি হাইড্রার ক্ষেত্রে ব্যাখ্যা কর।
প্রশ্ন : হাইড্রার কোষীয় ও আঙ্গিক শ্রমবণ্টন ব্যাখ্যা কর।
পার্থক্য লিখÑ দ্বিস্তরী ও ত্রিস্তরী সিলেন্টেরন ও সিলোম
তেলাপোকা
আরশোলার শ্রেণীবিন্যাস কর।
আরশোলার মুখাপাঙ্গের চিহ্নিত চিত্র দাও ও কাজ লিখ।
আরশোলার লালাগ্রন্থির বর্ণনা দাও।
আরশোলার দর্শন কৌশল বর্ণনা কর (উজ্জ্বল আলোতে এপোজিশন/মোজাইক প্রতিবিম্ব) স্থিমিত আলোতে (সুপার পজিশন প্রতিবিম্ব) কৌশল বর্ণনা কর।
আরশোলার ট্রাকিওলতন্ত্র/শ্বসনতন্ত্রের বর্ণনা দাও।
আরশোলার রেচনতন্ত্র (ম্যালপিজিয়ান নালীকা)
টিশ্যু ও টিশ্যু তন্ত্র
প্রশ্ন : জাইলেম ও ফ্লোয়েম টিশ্যুর বর্ণনা দাও।
প্রশ্ন : পার্থক্য লিখ : ট্রাকিড ও ভেসেল ভাজক কলা ও স্থায়ী কলা একবীজপত্রী ও দ্বিবীজপত্রী কা- একবীজপত্রী ও দ্বিবীজপত্রী মূল সমদ্বিপৃষ্ঠ ও বিষমপৃষ্ঠ পাতা
প্রশ্ন : চিহ্নিত চিত্রসহ বর্ণনা দাও- দ্বি-বীজপত্রী কা-।
দ্বিবীজপত্রী মূল একবীজপত্রী মূল।
সেকেন্ডারি বৃদ্ধি
০ দ্বিবীজপত্রী কা-ের অন্তঃস্টিলীয় সেকেন্ডারি বৃদ্ধি বর্ণনা কর।
০ দ্বিবীজপত্রী কা-ের বহিঃস্টিলীয় সেকেন্ডারি বৃদ্ধি বর্ণনা কর।
০ সংক্ষিপ্ত উত্তর দাও- অসারকাঠ সারকাঠ বাকল পেরিডার্ম বর্ষবলয় লেন্টিসেল
উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া
প্রশ্ন : প্রস্বেদন কাকে বলে? পত্ররন্ধ্রীয় প্রস্বেদন প্রক্রিয়া (পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল) বর্ণনা কর।
প্রশ্ন : প্লাজমোলাইসিস কি? এ প্রক্রিয়ার বর্ণনা দাও।
প্রশ্ন : উদ্ভিদের মূল রোম দ্বারা পানি পরিশোষণ প্রক্রিয়া বর্ণনা কর।
প্রশ্ন : সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় এর প৩ চক্র বা ক্যালভিন ও ব্যাশাম চক্রের বর্ণনা কর।
প্রশ্ন : সালোকসংশ্লেষণের অক্সিজেন নির্গমনের উৎস বর্ণনা কর।
প্রশ্ন : উদ্ভিদে অভিস্রবণ এর গুরুত্ব লিখ।
প্রশ্ন : গ্লাইকোলাইসিস কি? কোথায় সম্পন্ন হয় এই প্রক্রিয়ার ধাপসমূহ প্রবাহ চিত্রসহ বর্ণনা কর অথবা স্ববাত ও অবাত শ্বসনের অভিন্ন পথটি আলোচনা কর অথবা গ্লুকোজ হতে পাইরুভিক এসিড উৎপাদন বর্ণনা কর।
প্রশ্ন : ক্রেবস চক্র কি? কোথায় সম্পন্ন হয়? শ্বসনের ক্রেবস চক্রের ধারাবাহিক ধাপসমূহ লিখ।
প্রশ্ন : শ্বসনিক হার বা শ্বসনিক কোশেন্ট কি? বিভিন্ন ধরনের খাদ্যের শ্বসনিক কোশেন্ট লিখ।
প্রশ্ন : শ্বসনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম (অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন) বর্ণনা কর।
প্রশ্ন : পার্থক্য লিখÑ প৩ ও প৪ চক্র
প্রশ্ন : স্ববাত ও অবাত শ্বসনের পার্থক্য লিখ।
প্রশ্ন : ফার্মেন্টেশন ও অবাত শ্বসনের পার্থক্য লিখ।
প্রশ্ন : সালোকসংশ্লেষণ ও শ্বসন।
প্রজনন
প্রশ্ন : নিষেক কাকে বলে? গুপ্তবীজি বা আবৃতবীজি উদ্ভিদের নিষেক ক্রিয়া বর্ণনা কর।
প্রশ্ন : গুপ্তবীজি উদ্ভিদের পুংও স্ত্রী গ্যামিটটোফাইটের বৃদ্ধি প্রক্রিয়া বর্ণনা কর।
প্রশ্ন : নিষেকের পর গর্ভাশয় ও ডিম্বকের বিভিন্ন অংশের পরিবর্তন দেখাও।
প্রশ্ন : কৃত্রিম ও অঙ্গজ প্রজনন বর্ণনা কর।
পুষ্পধারণের শারীরতত্ত্ব
প্রশ্ন : ফটোপিরিয়ডিজম কি? দিবালোকের দীর্ঘতাভিত্তিক পুষ্পক উদ্ভিদের শ্রেণী বিন্যাস কর।
প্রশ্ন : ফল ও বীজ উৎপাদনের প্রভাবক গুলি কি কি?
প্রশ্ন : ফল সংরক্ষণ প্রক্রিয়া লিখ।
প্রশ্ন : ফাইটোহরমোন কি অক্সিনের শারীর তাত্ত্বিক প্রভাব লিখ।
ইকোলজি
প্রশ্ন : ইকোলজি, ইকোসিস্টেম, খাদ্যচক্র, খাদ্যজালক কি?
প্রশ্ন : বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের উপাদান সমূহের বর্ণনা দাও।
প্রশ্ন : সুন্দরবনের বাস্তুতন্ত্র বা জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা কর।
প্রশ্ন : পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা লিখ বা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমির গুরুত্ব লিখ।
প্রশ্ন : পানি দূষণের কারণ ও ক্ষতিকর ভূমিকা লিখ।
প্রশ্ন : উদ্ভিদের ক্রমাগমন কি? হাইড্রোসেরির ধাপসমূহ বর্ণনা কর।
প্রশ্ন : হাইড্রোসেরি ও জেরোসেরির মধ্যে পার্থক্য লিখ।
প্রশ্ন : নাইট্রোজেন চক্রের বর্ণনা দাও।
প্রশ্ন : উদ্ভিদ সংরক্ষণ বলতে কি বুঝ? উদ্ভিদ সংরক্ষণ এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখ।
জীবতত্ত্ব
০ মেন্ডেল কে ছিলেন? মেন্ডেলের গবেষণায় বিপরীত ধর্মী বৈশিষ্ট্য গুলি কি কি ছিল?
প্রশ্ন : মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম বা ১:২:১ অনুপাত অথবা ওহপড়সঢ়ষবঃব ফড়সরহধহপব বা অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা কর।
প্রশ্ন : মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে সঞ্চারণের সূত্র বা ডাইহাইব্রিড ক্রস বা ৯:৩:৩:১ অনুপাত বা খধি ড়ভ ওহফবঢ়বহফবহঃ ধংংড়ৎঃসবহঃ ব্যাখ্যা কর।
প্রশ্ন : মেন্ডেলের ২য় সূত্রের ব্যতিক্রম ১২:৩:১ এপিস্টেসিস ব্যাখ্যা কর।
জৈব প্রযুক্তি
প্রশ্ন : টিশ্যু কালচার কি? টিশ্যু কালচার প্রযুক্তির বর্ণনা দাও।
প্রশ্ন : বায়োগ্যাস কি? স্থিরডোম বায়োগ্যাস প্লান্ট নির্মাণ কৌশল লিখ।
প্রশ্ন : রেস্ট্রিকশন এনজাইম কি? জবপড়সনরহবহঃ উঘঅ প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইমের ব্যবহার লিখ।
প্রশ্ন : পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে জৈব প্রযুক্তির ব্যবহার লিখ।
মানব জীবনে উদ্ভিদের গুরুত্ব
প্রশ্ন : খাদ্যশস্য তেল তন্ত্র ওষুধ কাঠ সবজি উৎপাদনকারী ৩টি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম ও অর্থনৈতিক গুরুত্ব লিখ।
প্রশ্ন : সম্পূর্ণ ও অসম্পূর্ণ রূপান্তর কাকে বলে? আরশোলায় কি ধরনের রূপান্তর ঘটে ব্যাখ্যা কর।
প্রশ্ন : পুঞ্জাক্ষি ও সরলাক্ষি কি?
আরশোলার ওমাটিডিয়ামের বর্ণনা দাও।
পার্থক্য লিখ :
সিলোম ও হিমোসিল
পুঞ্জাক্ষি ও সরলাক্ষি
পুরুষ আরশোলা ও স্ত্রী আরশোলা।
মানব দেহ
প্রশ্ন : একটি আদর্শ কশেরুকার বর্ণনা দাও।
প্রশ্ন : কঙ্কালের কাজ লিখ।
প্রশ্ন : দন্তসংকেত কি? মানব দন্তসংকেত লিখ।
প্রশ্ন : মানবদেহে শর্করা ও প্রোটিন পরিপাক বর্ণনা কর।
প্রশ্ন : মানবদেহে ক্ষুদ্রান্ত্রে সকল খাদ্য পরিপাক বর্ণনা কর।
প্রশ্ন : মানুষের লালা গ্রন্থিসমূহের নাম লিখ ও খাদ্য পরিপাকে লালার ভূমিকা লিখ।
প্রশ্ন : ওষরঁস ও ওষবঁস এর পার্থক্য লিখ।
প্রশ্ন : বহিঃশ্বসন ও অন্তঃশ্বসন কাকে বলে?
প্রশ্ন : মানুষের অন্তশ্বসনে ড়২ ও ঈড়২ পরিবহন প্রক্রিয়া (অন্তশ্বসনে হিমোগ্লোবিনের ভূমিকা) বর্ণনা কর।
প্রশ্ন : ধূমপান ও বায়ু দূষণজনিত শ্বসন জটিলতা লিখ।
প্রশ্ন : অ্যালভিউলাস কি? ফুসফুসের অ্যালভিউলাসের গঠন ও গ্যাস বিনিময় প্রক্রিয়া বর্ণনা কর।
প্রশ্ন : জয ভধপঃড়ৎ বা রেসাস ফ্যাক্টর কি জয ভধপঃড়ৎ-এর গুরুত্ব লিখ।
প্রশ্ন : অইঙ গ্রুপ বা ব্লাড গ্রুপ কি? ব্লাড গ্রুপের বর্ণনা দাও।
প্রশ্ন : ব্লাড প্রেসার কি? রক্তচাপজনিত জটিলতা লিখ। উচ্চ রক্তচাপ প্রতিরোধের উপায় লিখ।
কার্ডিয়াক চক্রের বর্ণনা দাও।
রক্ত তঞ্চন প্রক্রিয়ার বর্ণনা দাও।
প্রশ্ন : রক্ত ও লসিকা কি? রক্তের কাজ লিখ।
প্রশ্ন : পার্থক্য লিখ : সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপ।
প্রশ্ন : নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিঃসরণে রেচনতন্ত্রের ভূমিকা লিখ।
প্রশ্ন : মূত্র কি? মূত্রের উপাদান (নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ) গুলি কি কি?
প্রশ্ন : পার্থক্য লিখ : নেফ্রন ও নিউরন
ম্যালপিজিয়ান নালী ও ম্যালপিজিয়ান বডি
প্রশ্ন : প্রতিবিম্ব গঠন ও দর্শন কৌশল লিখ।
প্রশ্ন : মানুষের শ্রবণ ও ভারসাম্য রক্ষার কৌশল লিখ।
প্রশ্ন : মানুষের কানের লম্বচ্ছেদ আঁক ও অন্তঃকর্ণের গঠন ও কাজ লিখ।
প্রশ্ন : পার্থক্য লিখ : রড ও কোন কোষ
প্রশ্ন : মেনিজেস, মেনিনজাইটিস ও সিন্যাপস কি?
প্রশ্ন : করোটিক স্নায়ু কাকে বলে? মানুষের ১২ জোড়া করোটিক স্নায়ুর নাম, উৎপত্তি, বিস্তার, কাজ ও প্রকৃতি লিখ।
প্রশ্ন : পার্থক্য লিখ : করোটিক স্নায়ু ও সুষুম্না স্নায়ু (ক্রমশ)
সেরেব্রাম ও সেরেবেলাম
অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি
প্রশ্ন : রজচক্র কি? এর পর্যায়ক্রমিক ধাপ ধাপগুলি লিখ।
প্রশ্ন : বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধি হরমোনের প্রভাব লিখ।
প্রশ্ন : গর্ভাবস্থায় মায়ের পরিচর্যা বা গর্ভবতী ও প্রসূতি মায়ের পরিচর্যা।
প্রাণী ভূগোল
প্রশ্ন : প্যালিআর্কটিক অঞ্চলের ভৌগলিক সীমারেখা ও ভৌগলিক অঞ্চলের বিবরণ দাও ও ৩টি এন্ডেমিক প্রাণীর নাম লিখ।
প্রশ্ন : অস্ট্রেলিয়ান অঞ্চলের ভৌগলিক সীমারেখা ও ভৌগলিক অঞ্চলের বিবরণ দাও ও ৩টি এন্ডেমিক প্রাণীর নাম লিখ।
প্রশ্ন : প্রাণিভৌগলিক অঞ্চল বলিতে কি বুঝ? পৃথিবীর ভৌগলিক অঞ্চল গুলির নাম ও ভৌগলিক সীমারেখা লিখ।
বাস্তুতন্ত্র
প্রশ্ন : বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের উপাদান সমূহের বর্ণনা দাও।
প্রশ্ন : পুকুরের বাস্তুতন্ত্র বা জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা কর।
প্রশ্ন : বাস্তুতন্ত্রের পিরামিড কি? বাস্তুতন্ত্রের পিরামিড সমূহ বর্ণনা কর।
প্রশ্ন : বনভূমি ধ্বংসের কারণসমূহ লিখ।
প্রশ্ন : দূষণ কি? পানি দূষণের ক্ষতিকর ভূমিকা লিখ।
প্রশ্ন : বায়ু দূষণের কারণ ও ক্ষতিকর ভূমিকা লিখ।
প্রশ্ন : গ্রীন হাউজ কি? গ্রীন হাউজ গ্যাসসমূহ কি কি? গ্রীন হাউজ প্রতিক্রিয়া লিখ।
অর্থনৈতিক প্রাণিবিদ্যা
প্রশ্ন : ঝিনুকের অর্থনৈতিক গুরুত্ব লিখ।
প্রশ্ন : মুক্তা মাতা কি? মুক্তার রাসায়নিক প্রজাতির নাম লিখ।
প্রশ্ন : অহঃধসড়বনধ এর জীবন চক্র বর্ণনা কর। আক্রান্ত রোগীর রোগলক্ষণ ও প্রতিকার লিখ।
জৈব প্রযুক্তি
প্রশ্ন : জবপড়সনরহবহঃ উঘঅ প্রযুক্তির বা জৈব প্রযুক্তির বর্ণনা দাও।
প্রশ্ন : জবপড়সনরহবহঃ উঘঘ প্রযুক্তির বা জৈব প্রযুক্তির গুরুত্ব অথবা জৈব প্রযুক্তির সাফল্য ব্যাখ্যা কর।
প্রশ্ন : কৃষিতে বা কৃষি উন্নয়নে জৈব প্রযুক্তির গুরুত্ব লিখ।
প্রশ্ন : সংক্ষিপ্ত উত্তর দাও :
ক্লোনিং
চষধংসরফ
জৈব প্রযুক্তি
ইন্টারফেরন
ভ্যাকসিন
জবপড়সনরহবহঃ উঘঅ
No comments:
Post a Comment