Saturday, April 28, 2012

Rules of Preposition for HSC Exam

Prepositions
prepositions নিয়ে আলোচনা করব।
Step-8: Along-এর ব্যবহার
Rule-1: বরাবর বোঝাতে along ব্যবহূত হয়।
যেমন: a) They were walking slowly along the road.
b) I looked along the shelves for the book I needed.
Rule-2: দীর্ঘ কোনো কিছুর সারি বোঝাতে along ব্যবহূত হয়। যেমন:
a) Houses have been built along both sides of the river.
b) They went along the side of that field.
Step-9: Among-এর ব্যবহার
Rule-1: অনেকের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া অর্থে among ব্যবহূত হয়। যেমন:
a) They divided the mangoes among the boys.
b) The chief guest distributed the prizes among the winners.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে পরিবেষ্টিত হওয়া বা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে among ব্যবহূত হয়। যেমন:
a) There was a house among the trees.
b) The strolled among the crowds.
Rule-3: অন্তর্ভুক্ত হওয়া কিংবা অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে ঘটা বোঝাতে among ব্যবহূত হয়। যেমন: a) A British woman was among them.
b) He was among the last to leave.
Step-10: Between-এর ব্যবহার
Rule-1: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: a) Divide the mangoes between Rana and Rupa.
b) There was a pier-glass between the windows.
Rule-2: দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: a) I sat down between Rahim and Karim.
b) Switzerland lies between the two windows.
Rule-3: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: a) It is cheaper between 6 pm and 8 am.
b) Don’t eat between meals.
Rule-4: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: (a) There is a close relationship between Maya and Keya.
(b) There is a link between unemployment and crime.
Step-11: Around-এর ব্যবহার
Rule-1: আনুমানিক বা প্রায় বোঝাতে around ব্যবহূত হয়। যেমন:
a) He arrived around five o’clock.
b) The cost would be around 5,000/-.
Rule-2: আনুমানিক প্রত্যেক দিক বোঝাতে কিংবা ব্যক্তি বা বস্তুকে পরিবেষ্টিত করা বোঝাতে around ব্যবহূত হয়। যেমন:
a) I heard laughter all around.
b) This is the yard with a fence all around.
Rule-3: অনেক স্থানে বা স্থানের অভিমুখে বোঝাতে around ব্যবহূত হয়। যেমন:
a) We were all running around trying to get ready in time.
b) There were papers lying around all over the floor.
Rule-4: কোনো স্থানে উপস্থিত থাকা বা সহজলভ্য হওয়া বোঝাতে around ব্যবহূত হয়।
যেমন: a) There was more money around in those days.
b) I knocked but there was no one around.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...