Saturday, April 28, 2012

Cloze test for SSC Exam

Question-1:
As the world’s communication is (a) — day by day the world seems to be (b) — smaller. For the development of communication system, now we can easily (c) — with the people of other countries within a moment. Now the world (d) — to be a village and the countries seen to be families. If we develop our (e) — understanding and co-operation, we can (f) — our world a better place. We should never (g) — others as enemies but friends. As a friend we should (h) — immediate help to other countries in their (i) — and sorrows we should (j) — them to be our neighbors.
অনুবাদ: পৃথিবীতে যোগাযোগের উন্নতির কারণে দিনে দিনে একে ছোট মনে হচ্ছে। যোগাযোগ উন্নয়ন পদ্ধতির কারণে আমরা এখন সহজেই মুহূর্তের মধ্যে অন্য দেশের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে পারি। এখন পৃথিবীকে মনে হয় একটি গ্রাম এবং দেশকে মনে হয় একটি পরিবার। যদি আমরা পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার উন্নতি ঘটাতে পারি, তাহলে পৃথিবীকে আমরা আরও ভালো জায়গা হিসেবে তৈরি করতে পারব। অন্যকে বন্ধু ছাড়া শত্রু ভাবা কখনো উচিত নয়। বন্ধু হিসেবে অন্য দেশের দুঃখ এবং দুর্দশায় আমাদের সাহায্য নিশ্চিত করা, তাদেরকে আমাদের প্রতিবেশী ভাবা উচিত।
Answer:
(a) developing (b) getting (c) communicate (d) seems (e) mutual (f) make (g) treat/take (h) ensure (i) distress (j) take/treat.
Question-2:
Our freedom fighters are the (a) — heroes of our country. We should (b) — them as they sacrificed their (c) — for the cause of motherland. It is a matter of great (d) — that most of them are (e) — and our young generation does not know (f) — their valiant struggle. Yet today many of the real freedom fighters have not (g) — found out and established. Some of them lead a (h) — poor life. The authority should take (i) — step to enlist them and give them (j) — honor.
অনুবাদ: আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের দেশের প্রকৃত বীর। আমাদের উচিত তাঁদের মনে রাখা, যেহেতু তাঁরা মাতৃভূমির জন্য তাঁদের জীবন দান করেছিলেন। এটি একটি বিরাট পরিতাপের বিষয় যে, তাঁদের অধিকাংশই অবহেলিত এবং আমাদের তরুণ প্রজন্ম তাঁদের বীরত্বপূর্ণ সংগ্রাম সম্বন্ধে জানে না। আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেককেই খুঁজে বের করা হয়নি এবং প্রতিষ্ঠিত করা হয়নি। তাঁদের কেউ কেউ খুবই দরিদ্র জীবন যাপন করেন। তাঁদের তালিকাভুক্ত করতে এবং প্রকৃত সম্মান দিতে কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত।
Answer:
(a) real (b) remember (c) lives (d) regret (e) neglected (f) about (g) been (h) very (i) proper (j) real/proper.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...