প্রাথমিক সমাপনী পরীক্ষা-২০১২
সম্ভাব্য প্রশ্নাবলি- পরিবেশ পরিচিতি সমাজ
অল্প কথায় উত্তর দাও ১। এলাকায় রাসত্মাঘাট ভাল না হলে কী অসুবিধা হতে পারে ?
২। এলাকায় বৃৰরোপণ ও পরচর্যা করা উচিত কেন ?
৩। এলাকাবাসীকে নিরাপদ পানি ব্যবহারে সচেতন করা প্রয়োজন কেন ?
৪। পারিবারিক সম্পদ কী কী ?
৫। রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয় ?
৬। বিদ্যালয়কে কেন জাতি গঠনের কারখানা বলা হয় ?
৭। যমুনা সেতু নির্মাণের পর আমাদের কী কী উপকার হয়েছে ?
৮। আমরা আমাদের পরিবেশকে কীভাবে রৰা করব ?
৯। পরিবার কাকে বলে ?
১০। বিদ্যালয় আমাদের কী কী করতে শেখায় ?
১১। সদাচরণ কাকে বলে ?
১২। সামাজিক মূল্যবোধ থাকলে আমাদের কী কী উপকার হয় ?
১৩। ধমর্ীয় আচার-অনুষ্ঠান আমাদের কী কাজে লাগে ?
১৪। শ্রমের মর্যাদা কীভাবে প্রতিষ্ঠিত করা যায় ?
১৫। শ্রমজীবীদের কেন আমাদের শ্রদ্ধা করা প্রয়োজন ?
১৬। মানবাধিকার কী ?
১৭। মানবাধিকারের কয়েকটি সুবিধা লেখ।
১৮। গণতন্ত্র আমাদের কী দেয় ?
১৯। পরিবারে আমরা কীভাবে গণতন্ত্র চর্চা করি ?
২০। সুনাগরিকের তিনটি গুণের কথা লেখ।
২১। বাংলাদেশের খনিজ সম্পদগুলোর একটি তালিকা দাও।
২২। আমদানি বলতে কী বোঝায় ?
২৩। পরিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা কেন ?
২৩। পরিবেশ দূষিত হলে সামাজিক পরিবেশের কী ৰতি হয় ?
২৪। জাতীয় পরিবেশ নীতির উলেস্নখযোগ্য দিকগুলো কী ?
২৫। জনসংখ্যার দ্রম্নত বৃদ্ধি শিশুর শিৰাকে কীভাবে প্রভাবিত করে ?
২৬। জনসংখ্যার দ্রম্নত বৃদ্ধি কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ?
২৭। আমাদের দেশে নারীর সামাজিক পদমর্যাদা বৃদ্ধির উপায়গুলো লেখ।
২৮। মহাস্থানগড় ব্রাহ্মী লিপি থেকে কী জানা যায় ?
২৯। ময়নামতিতে খনন কাজ হয়েছে এমন পাঁচটি স্থানের নাম লেখ।
৩০। ময়নামতিতে প্রাপ্ত নিদর্শন সামগ্রীর গুরম্নত্ব কী ?
৩১। পাহাড়পুরের প্রধান প্রধান প্রত্নতাত্তি্বক ধ্বংসাবশেষের নাম লেখ।
৩২। সোনারগাঁওয়ের ঐতিহাসিকভাবে গুরম্নত্বপূর্ণ কয়েকটি নিদর্শনের নাম উলেস্নখ কর।
৩৩। বাংলাদেশের কয়েকটি ঐতিহাসিক নিদর্শনের নাম লেখ।
৩৪। বাংলায় কে এবং কীভাবে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
৩৫। হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয় কেন ?
৩৬। কীভাবে বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত ঘটে ?
৩৭। সুবাদার শায়েসত্মা খানের গৃহীত পদৰেপসমূহ উলেস্নখ কর।
৩৮। মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রী আমদানি ও রফতানি হতো ?
৩৯। মধ্যযুগে বাংলার ধর্মীয় অবস্থা কিরূপ ছিল ?
৪০। নবাব সিরাজ উদদ্দৌলার বিরম্নদ্ধে গোপন ষড়যন্ত্রে কারা যোগ দেয়?
৪১। ভারত শাসন আইন পাসের ফলে কী হয় ?
৪২। ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল ?
৪৩। সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় কী অবদান রাখেন ?
৪৪। মুসলমান সমাজের ৰেত্রে নওয়াব আমীর আলীর অবদান কী ?
৪৫। বাংলার মুসলমান সমাজ কেন বঙ্গভঙ্গকে স্বাগত জানায় ?
৪৬। কোন উদ্দেশ্যে বেঙ্গল প্যাক্ট স্বাৰরিত হয় ?
৪৭। লাহোর প্রসত্মাব এর মূল বক্তব্য কী ?
৪৮। কখন উপমহাদেশে দু'টি নতুন রাষ্ট্রের জন্ম হয় ?
৪৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী প্রথা চালু করেন ?
৫০। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের দিক নির্দেশক ছিলেন ?
৫১। বিপদগ্রসত্ম মানুষকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে সাহায্য করতেন ?
৫২। বেগম রোকেয়া কীভাবে ছোটকালে লেখাপড়া করতেন ?
৫৩। কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয় ?
৫৪। মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ সম্পর্কে লেখ।
৫৫। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙ্গালিদের ভূমিকা সম্পর্কে লেখ।
৫৬। মুক্তিযুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা কর।
৫৭। সকল জাতির মধ্যে সম্প্রীতি কীভাবে রৰা করা যায় ?
৫৮। ফ্রান্সের পুরম্নষ ও মহিলাদের পোশাক বর্ণনা কর।
৫৯। কেনিয়ার পুরম্নষ ও মহিলাদের পোশাক বর্ণনা কর।
৬০। ফরাসীরা কী কী খাবার খায় ?
৬১। কেনিয়ার মানুষের খাবার কী কী ?
৬২। নিরাপত্তা পরিষদের প্রধান লৰ্য বর্ণনা কর।
৬৩। আনত্মর্জাতিক আদালতে কীসের বিচার হয় ?
৬৪। ইউনেস্কোর সদর দফতর কোথায় অবস্থিত ? এর কাজ কী ?
৬৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী ?
২। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও:
১। এলাকার উন্নয়নের জন্য আমাদের সকলের দায়িত্ব কী ?
২। এলাকার উন্নয়ন কর্মকা- বলতে কী বোঝায় ? এলাকার উন্নয়নে রাসত্মাঘাট তৈরি ও মেরামত কী ভূমিকা রাখে ?
৩। পানি কীভাবে দূষিত হয় এবং পানি দূষণের প্রভাব বর্ণনা কর।
৪। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা দ্বারা আমরা কী কী সুবিধা পাই ?
৫। বিদ্যালয় পরিস্কার কীভাবে হতে পারে এবং এর কারণে কী হয় ?
৬। সমাজে সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য আমরা কেন শ্রমজীবীদের উপর নির্ভরশীল?
৭। মানবাধিকার বাসত্মবায়িত না হলে সমাজে কী অসুবিধার সৃষ্টি হবে ?
৮। জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলো কী ?
৯। আমাদের দেশে শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এৰেত্রে তোমার করণীয় কী ?
১০। সাম্প্রদায়িকতা মানবাধিকারের কোন্ দিকটি লঙ্ঘন করে ? এটি রোধে আমাদের করণীয় কী ?
১১। সমাজে মানবাধিকার বিরোধী কয়েকটি কাজ উলেস্নখ কর। প্রতিটি ঘটনায় একটি করে কুফল লেখ।
১২। আদর্শ নেতার গুণাবলী কী কী ?
১৩। নাগরিকের কেন কর প্রদান করা উচিত ? কর প্রদান না করলে কী হবে ?
১৪। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক অধিকারের মধ্যে প্রার্থক্য কী ?
১৫। সামাজিক অধিকার কাকে বলে ? সামাজিক অধিকারগুলো কী কী ?
১৬। রাজনৈতিক অধিকার কাকে বলে ? রাজনৈতিক অধিকার কী কী ?
১৭। নাগরিকের কর্তব্য কী কী ?
১৮। নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে ?
১৯। মানচিত্র অাঁকার জন্য ছকবর্গ কীভাবে করতে হয় ?
২০। বাংলাদেশের মাছের ৰেত্রগুলোর নাম লেখ।
২১। বাংলাদেশের বনভূমি কী কী ?
২২। আমাদের দেশে পরিবেশ দূষণের কারণগুলো কী ?
২৩। পরিবেশ রৰায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংৰেপে লেখ।
২৪। শব্দ দূষণ কী ? শব্দ দুষণের ফলে কী কী রোগ হয় ?
২৫। পরিবেশ দূষণের প্রভাব বর্ণনা কর।
২৬। বিশ্ব পরিবেশ দিবস কেন পালন করা হয় ?
২৭। পরিবেশ সংরৰণের প্রয়োজনীয়তা ও উপায় লেখ।
২৮। জীবনযাত্রার মানের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংৰেপে লেখ।
২৯। জনসংখ্যা দ্রম্নত বৃদ্ধি শিশুর শিৰাকে কীভাবে প্রভাবিত করে ?
৩০। খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী ?
৩১। বাসস্থানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী ?
৩২। বিভিন্ন ঐতিহাসিক নির্দশনসমৃদ্ধ স্থান সম্পর্কে আমরা কেন জানব ?
৩৩। ইবনে বতুতার বিবরণ থেকে কী জানা যায় ?
৩৪। মধ্যযুগে বাংলায় বিনোদনের কী কী ব্যবস্থা ছিল ?
৩৫। মধ্যযুগে বাংলার মুসলমানদের সামাজিক অবস্থা কেমন ছিল ?
৩৬। 'দ্বৈত শাসন' বলতে কী বোঝায় ?
৩৭। তিতুমীর কোথায় এবং কীভাবে ইংরেজদের বিরম্নদ্ধে যুদ্ধ করেন ?
৩৮। মুসলমানদের ৰেত্রে নওয়াব আব্দুল লতিফের অবদান কী ?
৩৯। নারী শিৰার জন্য বেগম রোকেয়ার অবদান বর্ণনা কর।
৪০। পঁচিশে মার্চের কালরাতে হানাদার বাহিনীর নৃশংসতার বিবরণ দাও।
৪১। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও তার তাৎপর্য কী ছিল ?
৪২। মুক্তিযুদ্ধে প্রতিবেশী ও বহির্বিশ্বে মিত্র দেশের ভূমিকা ব্যাখ্যা কর।
৪৩। হানাদার বাহিনী কতর্ৃক বুদ্ধিজীবী হত্যার কারণ ব্যাখ্যা কর।
৪৪। উপাধিপ্রাপ্তদের মুক্তিযুদ্ধে অবদান উলেস্নখ কর।
৪৫। জাতিসংঘ গঠনের প্রধান প্রধান উদ্দশ্য কী ?
৪৬। জাতিসংঘ কয়টি সংস্থা নিয়ে গঠিত ? সংস্থাগুলোর নাম লেখ। জাতিসংঘের সাধারণ পরিষদের কাজ কী ?
৩। সঠিক উত্তরটি খাতায় লেখ:
১। আমাদের নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন কেন ?
ক) সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য
খ) পরিবেশের উন্নয়নের জন্য
গ) অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য
ঘ) উপরের সবগুলোর জন্য
২। এলাকার পরিবেশ উন্নয়নের জন্য কোন্টি প্রয়োজন ?
ক)সামাজিক বনায়ন খ) বড় বড় ইমারত নির্মাণ
গ) খাল বিল ভরাট করা ঘ) গাছ কেটে ঘর বাড়ি নির্মাণ
৩। এলাকার উন্নয়নের দায়িত্ব কার ?
ক) ব্যক্তির খ) বড়দের
গ) সরকারের ঘ) এলাকাবাসীর
৪। সুনাগরিক হিসেবে আমাদের জীবন গড়ে উঠতে কোন্টি সাহায্য করে?
ক) বিদ্যালয় খ) হাসপাতাল
গ) অফিস ঘ) বাসস্থান
৫। এলাকার পার্ক আমাদের কী ধরনের সম্পদ ?
ক) ব্যক্তিগত সম্পদ খ) সামাজিক সম্পদ
গ) পারিবারিক সম্পদ ঘ) আনত্মর্জাতিক সম্পদ
৬। নদীর পস্নাবন জমির কী করে ?
ক) উর্বরতা বাড়ায় খ) উর্বরতা নষ্ট করে
গ) মাটির গুণাগুণ নষ্ট করে ঘ) মাটি নষ্ট করে দেয়
৭। কোন্টি রাষ্ট্রীয় সম্পদ ?
ক) কারখানা খ) বাড়ির আসবাবপত্র
গ) বাড়ির গাছপালা ঘ) বাংলা একাডেমী
৮। পরিবার সমাজের কী ধরনের প্রতিষ্ঠান ?
ক) ব্যক্তিগত প্রতিষ্ঠান খ) রাজনৈতিক প্রতিষ্ঠান
গ) আনত্মর্জাতিক প্রতিষ্ঠান ঘ) প্রাথমিক প্রতিষ্ঠান
৯। সদাচরণ ও ভাল কাজ কী ?
ক) সবার সাথে ঝগড়া করা
খ) শিৰক ও গুরম্নজনদের অসম্মান করা
গ) কটু কথা বলা
ঘ) কারও মনে কষ্ট না দেওয়া
১০। সামাজিক মূল্যবোধ কী করে ?
ক) সভ্যতা ধ্বংস করে খ) সহযোগিতার মনোভাব সৃষ্টি করে
গ) অর্থ উপার্জনে সাহায্য করে ঘ) অসদাচরণ শেখায়
১১। লেখাপড়ার পাশাপাশি কোন্টি প্রয়োজন ?
ক) গল্প করা খ) ঘুমানো
গ) কায়িক শ্রম করা ঘ) চুপচাপ বসে থাকা
১২। ম্যালেরিয়া জ্বরের বাহক কোন্টি ?
ক) তেলাপোকা খ) মশা
গ) টিকটিকি ঘ) ব্যাঙ
১৩। আমরা সবাই শ্রমজীবীর নিকট থেকে কী পাই ?
ক) গান শুনি খ) সাথে থাকি
গ) সেবা লাভ করি ঘ) সেবা ছাড়া চলতে পারি
১৪। শরীর সুস্থ ও সবল রাখার জন্য কী করা উচিত ?
ক) বসে থাকা উচিত খ) লেখাপড়া করা উচিত
গ) কিছুই করা উচিত নয় ঘ) শারীরিক পরিশ্রম করা উচিত
১৫। মাছ আমাদের কী ধরনের চাহিদা মেটায় ?
ক) শর্করার চাহিদা মেটায়
খ) আমিষের চাহিদা মেটায়
গ) ভিটামিনের চাহিদা মেটায়
ঘ) স্নেহ জাতীয় পদার্থের চাহিদা মেটায়
১৬। নিজস্ব ধমর্ীয় আচার-অনুষ্ঠান পালন করা প্রত্যেকের কী ধরনের অধিকার ?
ক) জন্মগত খ) মৌলিক
গ) রাষ্ট্রীয় ঘ) মানবিক
১৭। আমাদের দেশের কোন্ দলিলে মানবাধিকার স্বীকৃত হয়েছে ?
ক) সংবিধানে খ) শিৰানীতিতে
গ) জাতীয় শিশুনীতিতে ঘ) পরিবেশ নীতিতে
১৮। আমাদের দেশে শিশু শ্রমের প্রধান কারণ কী ?
ক) অসচেতনতা খ) লেখাপড়ায় অনীহা
গ) শিশু শ্রমের সুযোগ ঘ) দারিদ্র্য
১৯। কোন্টি মানবাধিকার নয় ?
ক) নিরাপত্তা লাভের অধিকার খ) সম্পত্তির অধিকার
গ) সমান মর্যাদা ও অধিকার ঘ) কাউকে আটক করার অধিকার
২০। গণতন্ত্রের অর্থ কী ?
ক) পরিবারের শাসন খ) আমলাদের শাসন
গ) কতিপয় ব্যক্তির শাসন ঘ) জনগণের শাসন
২১। নেতা একটি বিশৃঙ্খল সমাজকে কী করতে পারেন?
ক) নষ্ট করতে পারেন খ) এড়িয়ে চলতে পারেন
গ) আরো বিশৃঙ্খল করতে পারেন ঘ) জাগিয়ে তুলতে পারেন
২২। আদর্শ নেতা হতে হলে কী গুণাবলী থাকা প্রয়োজন ?
ক) সম্পদশালী হতে হবে খ) উচ্চশিৰিত হতে হবে
গ) দায়িত্ববোধ থাকতে হবে ঘ) স্বজনপ্রীতি করতে হবে
২৩। যৌক্তিক মতামতের প্রতি আমাদের কী করা উচিত ?
ক) শ্রদ্ধা প্রদর্শন করা খ) ঘৃণা প্রদর্শন করা
গ) অবহেলা করা ঘ) এড়িয়ে চলা
২৪। নাগরিকের প্রথম কর্তব্য কী ?
ক) আইন মানা খ) আনুগত্য
গ) কর প্রদান ঘ) ধমর্ীয় সহিষ্ণুতা
২৫। আমাদের দেশে জাতীয় নির্বাচন কত বছর পরপর অনুষ্ঠিত হয় ?
ক) তিন বছর পর পর খ) চার বছর পর পর
গ) পাঁচ বছর পর পর ঘ) ছয় বছর পর পর
২৬। কোন্টি নাগরিকের সামাজিক অধিকার?
ক) ভোট দেওআর অধিকার খ) ব্যক্তি স্বাধীনতা রৰার অধিকার
গ) জীবিকা নির্বাহের অধিকার ঘ) সম্পত্তি ভোগের অধিকার
২৭। সচেতনভাবে প্রতিনিধি বেছে নেওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
ক) নির্বাচন খ) সামাজিক অধিকার
গ) ভোটাধিকার ঘ) অর্থনৈতিক অধিকার
২৮। কোন্টি নাগরিকের কর্তব্যের অনত্মভর্ুক্ত ?
ক) ভোট দেওয়া খ) কাজ করা
গ) আইন মেনে না চলা ঘ) মতামত প্রকাশ করা
২৯। বাংলাদেশে কয় ধরনের প্রধান ধান জন্মে ?
ক) ৭ খ) ৫
গ) ৩ ঘ) ৬
৩০। বাংলাদেশে প্রধান মাছের ৰেত্র কয়টি ?
ক) ৪টি খ) ৫টি
গ) ৬টি ঘ) ৮টি
৩১। দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোন্টি ?
ক) চা শিল্প খ) কুটির শিল্প
গ) পোশাক শিল্প ঘ) পাট শিল্প
৩২। বাংলাদেশের বনভূমি কয় ভাগে ভাগ করা যায় ?
ক) ৬ খ) ৭
গ) ৩ ঘ) ৫
৩৩। কোন্টি সামুদ্রিক মাছ ?
ক) রূপচাঁদা খ) রম্নই
গ) পাঙ্গাস ঘ) বোয়াল
৩৪। কোন্টি পরিবেশের উপাদান ?
ক) গাছপালা খ) পোশাক
গ) খেলাধুলা ঘ) খাদ্য
৩৫। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোন্টি ?
ক) দ্রম্নত জনসংখ্যা বৃদ্ধি খ) গাছপালা কাটা
গ) নদী ভরাট ঘ) পাহাড় কাটা
৩৬। জাতীয় পরিবেশ নীতি বাসত্মবায়নের দায়িত্ব কার ?
ক) সরকারের খ) বিদ্যালয়ের
গ) বড়দের ঘ) আমাদের সকলের
৩৭। পরিবেশ দূষিত হলে আমাদের বসবাসের পরিবেশ কেমন হয় ?
ক) স্বাস্থ্যকর খ) অস্বাস্থ্যকর
গ) সুন্দর ঘ) নির্মল
৩৮। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৬ষ্ঠ খ) ৯ম
গ) ১০ম ঘ) ১৩ তম
৩৯। বাংলাদেশে নেপালের তুলনায় প্রতি বর্গকিলোমিটারে কত বেশি লোক বাস করে ?
ক) ৮০০ খ) ৭৯০
গ) ৭৬১ ঘ) ৬৭৩
৪০। কোন্টি বাংলাদেশে জনসংখ্যা দ্রম্নত বৃদ্ধির কারণ ?
ক) শিৰার অভাব খ) দেশানত্মর
গ) ভৌগোলিক পরিবেশ ঘ) অধিক জন্মহার
৪১। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে কী হয়েছে ?
ক) আবাদী জমির পরিমাণ কমেছে খ) সকলে চিকিৎসা সুবিধা পাচ্ছে
গ) বেকার সমস্যা কমেছে ঘ) দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে
৪২। কোন্টি প্রাচীন বাংলার প্রথম নগরায়নের সুস্পষ্ট প্রমাণ ?
ক) পাহাড়পুর খ) পু-্রনগর
গ) সোনারগাঁও ঘ) পানাম নগর
৪৩। আনন্দবিহার কোথায় অবস্থিত ?
ক) কুমিলস্নার ময়নামতিতে খ) নওগাঁর বদলগাছীতে
গ) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘ) ঢাকার লালবাগে
৪৪। ১৭৭টি কৰ কোথায় আবিষ্কৃত হয়েছে ?
ক) শালবন বিহারে খ) গোবিন্দ ভিটা মন্দিরে
গ) সোমপুর বিহারে ঘ) সরদার বাড়িতে
৪৫। কোন্টি মধ্যযুগে ইসলামিক শিৰা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল ?
ক) মহাস্থানগড় খ) ময়নামতি
গ) পাহাড়পুর ঘ) সোনারগাঁও
৪৬। কারম্নকাজখচিত প্রাচীর ফটক কোথায় অবস্থিত ?
ক) বৈরাগীর ভিটায় খ) লালবাগ কেলস্নায়
গ) ময়নামতি প্রাসাদ টিলায় ঘ) স্নানঘাটে
৪৭। শামস উদ্দিন ইলিয়াস শাহ প্রথম কোন্টির ৰমতা দখল করেন?
ক) সাতগাঁও খ) সোনারগাঁও
গ) লাখনৌতি ঘ) নদীয়া
৪৮। বাঙলার বার ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন ?
ক) ঈসা খান খ) প্রতাপাদিত্য
গ) কেদার রায় ঘ) ফতেহ খান
৪৯। বাংলার দৰিণ অঞ্চলের মানুষকে পতর্ুগিজ ও মগ জলদসু্যদের অত্যাচার থেকে কে রৰা করেন?
ক) ইসলাম খান খ) মীর জুমলা
গ) শায়েসত্মা খান ঘ) মুর্শিদকুলী খান
৫০। মধ্যযুগে কোন্টি মুসলমানদের প্রাথমিক পর্যায়ের শিৰা প্রতিষ্ঠান ছিল ?
ক) টোল খ) মক্তব
গ) মাদ্রাসা ঘ) রাজদরবার
৫১। কোন্ আমলে বাঙলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় ?
ক) ইলিয়াস শাহী খ) হোসেন শাহী
গ) সুলতানি ঘ) মোগল
৫২। দ্বৈত শাসন পদ্ধতির কারণে কে প্রকৃত ৰমতার মারিক হন ?
ক) নবাব খ) ইংরেজরা
গ) জনগণ ঘ) সিপাহিরা
৫৩। কে বাংলার মুসলমানদের শিৰার জন্য অগাধ ধনসম্পত্তি দান করেন?
ক) হাজী শরিয়তউলস্নাহ খ) মহসিন উদ্দীন দুদু মিয়া
গ) হাজী মুহম্মদ মুহসীন ঘ) সেয়দ আমীর আলী
৫৪। ১৯০৫ সালে কী হয় ?
ক) বঙ্গভঙ্গ খ) সিপাহি বিপস্নব
গ) ছিয়াত্তরের মন্বনত্মর ঘ) নীল বিপস্নব
৫৫। মহাত্মা গান্ধীর নেতৃত্বে কোন্ আন্দোলন হয় ?
ক) ফরায়েজি আন্দোলন খ) বঙ্গভঙ্গ আন্দোলন
গ) স্বরাজ আন্দোলন ঘ) অসহযোগ আন্দোলন
৫৬। ইংরেজ আমলে বাংলার কোন্টি ধ্বংস হয় ?
ক) খাদ্য শিল্প খ) ওষুধ শিল্প
গ) বস্ত্র শিল্প ঘ) অলংকার শিল্প
৫৭। বেগম রোকেয়ার জন্ম সাল ও তারিখ কোন্টি ?
ক) ১৮৫০ সালের ৯ ইইডসেম্বর খ) ১৮৬০ সালের ৯ ই ডিসেম্বর
গ) ১৮৮০ সালের ৯ ই ডিসেম্বর ঘ) ১৯৭০ সালের ৯ ই ডিসেম্বর
৫৮। বেগম রোকেয়ার মতে কী ছাড়া নারী জাতির দুঃখ দুর্দশা দূর হবে না?
ক) বিয়ে ছাড়া খ) পর্দা ছাড়া
গ) রান্না ছাড়া ঘ) শিৰা ছাড়া
৫৯। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় কত সালে বিধবা বিবাহ আইন পাস হয় ?
ক) ১৮৫৬ সালে খ) ১৭৫৬ সালে
গ) ১৮৬৫ সালে ঘ) ১৯৫৬ সালে
৬০. ভাগলপুর থেকে বেগম রোকেয়া স্কুলটি কোথায় স্থানানত্মর করেন?
ক) পাড়ায় খ) গ্রামে
গ) কলকাতায় ঘ) ঢাকায়
৬১। পাকিসত্মানী সেনাবাহিনী কত তারিখ রাতে গণহত্যা চালায় ?
ক) ২৫ শে মার্চ খ) ২৭ শে মার্চ
গ) ১০ ই এপ্রিল ঘ) ১৭ ই এপ্রিল
৬২। কে অস্থায়ী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
ক. মুজিবুর রহমান খ. সৈয়দ নজরম্নল ইসলাম গ. তাজউদ্দিন আহমদ ঘ. এম মনসুর আলী
৬৩। মুক্তিযুদ্ধ চলাকালে সেক্টর প্রধানের পদবি কী ছিল ?
ক) মেজর জেনারেল খ) উইং কমান্ডার
গ) স্কোয়াড্রন লীডার ঘ) সেক্টর কমান্ডার
৬৪। কত লাখ মানুষ স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ?
ক) ২৮ লাখ মানুষ খ) ৩০ লাখ মানুষ
গ) ৩২ লাখ মানুষ ঘ) ৩৪ লাখ মানুষ
৬৫। আমাদের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী নিয়ে কী গঠিত হয়?
ক) স্থল কমান্ড খ) নৌ কমান্ড
গ) যৌথ কমান্ড ঘ) ভারতীয় কমান্ড
৬৬। পাকবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন ?
ক) ৭৩ হাজার খ) ৮৩ হাজার
গ) ৯৩ হাজার ঘ) ৯৯ হাজার
৬৭। পৃথিবীতে নানা জাতির সৃষ্টির কারণ কী ?
ক) প্রাকৃতিক খ) সামাজিক
গ) রাজনৈতিক ঘ) ভৌগোলিক
৬৮। উপজাতিরা সাধারণত কোথায় বসবাস করে ?
ক) পাহাড়ি এলাকায় খ) সমতলভূমিতে
গ) শহরে ঘ) গ্রামে
৬৯। গারোদের মধ্যে যারা পাহাড়ে বাস করে তাদের কী বলে ?
ক) লামদানি খ) আচ্ছিক
গ) সাঁওতাল ঘ) সাংসারেক
৭০। খাসিয়া মেয়েরা কী পোশাক পরে ?
ক) শাড়ি ও বস্নাউজ খ) বস্নাউজ ও লৈফানেক
গ) লুঙ্গি ও বস্নাউজ ঘ) ফানেক ও বস্নাউজ
৭১। মণিপুরীদের ভাষার নাম কী ?
ক) মণিপুরী খ) ইন্নাফি
গ) সৈতৈ পাঙ্গন ঘ) মৈথেয়ী
৭২। কেনিয়া কোন্ মহাদেশে অবস্থিত ?
ক) আফ্রিকা খ) ইউরোপ
গ) এশিয়া ঘ) অস্ট্রেলিয়া
৭৩। কেনিয়ার অফিসের ভাষা কোন্টি ?
ক) ফরাসী খ) জার্মানি
গ) সোয়াহিলি ও ইংরেজী ঘ) আরবী
৭৪। 'এসকারগট' কোন্ দেশের খাবার?
ক) ফ্রান্স খ) কেনিয়া
গ) যুক্তরাজ্য ঘ) স্পেন
৭৫। কোন্টি ইউরোপের দেশ ?
ক) মিসর খ) লিবিয়া
গ) ডেনমার্ক ঘ) কঙ্গো
৭৬। ভাজা ফড়িং কোন্ দেশের মানুষ খায় ?
ক) আলজেরিয়া খ) যুক্তরাজ্য
গ) ফ্রান্স ঘ) কেনিয়া
৭৭। জাতিসংঘ গঠনের প্রধান উদ্দেশ্য কী ?
ক) যুদ্ধ করা খ) বিশৃঙ্খলা সৃষ্টি করা
গ) বিশ্বশানত্মি নিশ্চিত করা ঘ) ব্যবসা করা
৭৮। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি ?
ক) বিশ্বের সকল রাষ্ট্র খ) জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র
গ) সাতটি রাষ্ট্র ঘ) পাঁচটি রাষ্ট্র
৭৯। ইউনিসেফ কাদের জন্য কাজ করে ?
ক) সকলের জন্য খ) নারীদের জন্য
গ) শিশুদের জন্য ঘ) পুরম্নষদের জন্য
৪। শূন্যস্থান পূরণ করে বাক্যগুলো খাতায় লেখ:
১। সুস্থ্তজীবনযাপনের জন্য নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন।
২। আমরা অনেক সময় ্ত গাছ কাটি।
৩। ব্যক্তির সম্পদই ্ত সম্পদ।
৪। আমাদের এলাকায় বেশ কিছু ্ত সম্পদ রয়েছে।
৫। আমাদের সবচেয়ে কল্যাণকর সংগঠন হলো ্ত।
৬। গাছপালা মাটির ্ত রোধ করে।
৭। আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য ্ত।
৮। সামাজিক সম্পদ ্ত করার ৰমতা সমাজের নেই।
৯। ব্যক্তির সম্পদই ্ত সম্পদ।
১০। রাষ্ট্র আমাদের সবচেয়ে বড়্ত সংগঠন।
১১। যমুনা সেতু আমাদের দেশের একটি গুরম্নত্বপূর্ণ্ত সম্পদ।
১২। সদাচরণ ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের দু'টি ্ত গুণ।
১৩। সবার সাথে ভাল আচরণ করা হলো-।
১৪। পরিবারে বাস করতে হলে পরিবারের ্ত মেনে চলতে হয়।
১৫। জীবনে প্রতিষ্ঠিত হই ্ত শিৰালাভ করে।
১৬। সামাজিক মূল্যবোধের ফলে মানুষের মধ্যে ্ত গভীর হয়।
১৭। সামাজিক মূল্যবোধ জীবনে ্ত আনে।
১৮। শরীর সুস্থ ও সবল রাখার জন্য শারীরিক ্ত প্রয়োজন।
১৯। মানুষ ্ত নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে।
২০। মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারগুলোকে বলা হয় ্ত।
২১। আমাদের দেশে নানা ধরনের ্ত মানুষ আছেন।
২২। কাউকে খেয়াল খুশিমত ্ত ও আটক করা যাবে না।
২৩। প্রত্যেকের চিনত্মার ও নিজ নিজ ্ত পালনের অধিকার আছে।
২৪। সুস্থ ও সুন্দরভাবে বেচে থাকার জন্য মানবাধিকারের ্ত নেই।
২৫। অন্যের মানবাধিকার ৰুন্ন হয় এমন কোন কাজ করা থেক্তে থাকব।
২৬। প্রত্যেক ধর্মই ্ত শাশ্বত বাণী প্রচার করে।
২৭। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকেই ্ত সহিষ্ণুতা বলে।
২৮। নেতৃত্ব মানুষের ্ত গুণ।
২৯। সহনশীলতা্ত জন্য অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ।
৩০। রাষ্ট্রে নাগরিক হিসেবে আমরা সামাজিক , ্তঅর্থনৈতিক অধিকার ভোগ করি।
৩১। নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু ্ত ও কর্তব্য পালন করতে হয়।
৩২। ভোট দেওয়ার অধিকার নাগরিকের ্ত অধিকার।
৩৩। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত না হলে ্ত দেখা দিতে পারে।
৩৪। প্রত্যেক নাগরিকের কিছু ্ত আছে।
৩৫। মানচিত্র এক ধরনের ্ত।
৩৬। বাংলাদেশ এক সময় অসংখ্য্ত ধানের ভা-ার ছিল।
৩৭। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ্ত।
৩৮। পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের একটি বড়্ত।
৩৯। পরিবেশ দূষণের প্রধান কারণ হলো দ্রম্নত বৃদ্ধি।
৪০। পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের ্ত বাড়ছে।
৪১। মাটি দূষণ ্ত নষ্ট করে।
৪২। ্ত একটি জাতীয় সমস্যা।
৪৩। আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় ্ত আমরা গাছপালা থেকে পাই।
৪৪। মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান্ত।
৪৫। আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক্ত।
৪৬। জন্মহার মৃতু্যহারের চাইতে ্ত হলে জনসংখ্যা বৃদ্ধি পায়।
৪৭। খাদ্যের উপর জনসংখ্যা বৃদ্ধির ্ত প্রভাব রয়েছে।
৪৮। বাংলাদেশে প্রতি ্ত জনের জন্য একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তার রয়েছেন।
৪৯। আমাদের দেশের লোকেরা ্ত বেশি পছন্দ করে।
৫০। পাহাড়পুরের গুরম্নত্বপূর্ণ প্রধান প্রত্নতাত্তি্বক ধ্বংসাবশেষ হলো্ত মহাবিহার।
৫১। মধ্যযুগে দৰিণ-পূর্ব বঙ্গের্ত কেন্দ্র ছিল সোনারগাঁও।
৫২। প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার অন্যতম্তনির্দশন হলো কুমিলস্নার ময়নামতি।
৫৩। সাম্প্রতিককালে নরসিংদীর ্ত বাঙলার প্রাচীন নগর সভ্যতার নির্দশন আবিষ্কৃত হয়েছে।
৫৪। পরী বিবির কবরটি ্ত দিয়ে বাঁধানো।
৫৫। মুর্দিদকুলী খান এদেশের ্ত সংস্কারের জন্য খ্যাতিমান।
৫৬। বখতিয়ার খিলজি প্রথমে ্ত দখল করেন।
৫৭। হোসেন শাহের আমলে শ্রীচৈতন্য ্ত ধর্ম প্রচার করেন।
৫৮। ্ত সালে শেরখান বাংলা অধিকার করেন।
৫৯। মধ্যযুগের বাংলা রকমারি্ত কাপড়ের জন্য বিখ্যাত ছিল।
৬০। বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন্ত।
৬১। পলাশীর যুদ্ধে ্ত বিশ্বাসঘাতকতা করেন।
৬২। ছিয়াত্তরের মন্বনত্মর হয় বাংলা ্ত সনে।
৬৩। হাজী শরিয়তউলস্নাহ্ত আন্দোলনে নেতৃত্ব দেন।
৬৪। ইংরেজ আমলে দেশীয় শিৰার স্থান দখল করে ্ত শিৰা।
৬৫। ঈশ্বরচন্দ্রকে শিৰকরা ্ত উপাধি দেন।
৬৬। ঈশ্বরচন্দ্র খুবই ্ত ছিলেন।
৬৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথম স্বীকৃতি দেয়্ত।
৬৮। স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়্ত।
৬৯। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরম্ন হয় ্ত শে মার্চ।
৭০। মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে ্ত টি সেক্টরে ভাগ করা হয়।
৭১। ১৪ ই ডিসেম্বর আমরা ্ত দিবস পালন করি।
৭২। বাংলাদেশ সরকার বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের ্ত উপাধি প্রদান করে।
৭৩। ১৯৭১ সালের পঁচিশে মার্চের রাতকে ্ত বলা হয়।
৭৪। বিশ্বে নানা জাতির ্ত আছে।
৭৫। পাহাড়ে যারা বাস করে তাদেরকে বলা হয় ্ত।
৭৬। খাসিয়ারা বিভিন্ন ্ত পুজো করে।
৭৭। গারোদের ধর্মের নাম ্ত।
৭৮। ইউরোপ ও এশিয়া মহাদেশ ভূখ-ে অবস্থিত।
৭৯। ্ত ইউরোপীয় সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ একটি দেশ।
৮০। ফ্রান্সের রান্নাকে এক ধরনের ্ত বলা হয়।
৮১। কেনিয়া দেশের নাম ্ত পর্বতের নাম অনুসারে হয়েছে।
৮২। পৃথিবীর কোন রাষ্ট্র একে অপরের ্ত ছাড়া টিকে থাকতে পারে না।
৮৩। মানবজাতিকে রৰা করতে হলে __ প্রতিষ্ঠা ছাড়া উপায় নেই।
৮৪। জাতিসংঘের নিজস্ব কোন ্ত নেই।
৮৫। যুদ্ধ থেকে মানবজাতিকে রৰার উদ্দেশ্যে ্ত গঠিত হয়েছে।
৮৬। বিশ্বশানত্মি রৰায় জীবনদান্ত জন্য অত্যনত্ম গৌরবের।
৮৭। বাংলাদেশ জাতিসংঘের ্ত সদস্য।
৫। বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলো মিল কর :
No comments:
Post a Comment