Saturday, April 28, 2012

Rules of Prepositions for HSC Exam

Prepositions
Step-12: Behind-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর পশ্চাতে বোঝাতে behind ব্যবহূত হয়।
যেমন: a) Who is the girl standing behind Rahim?
b) Stay close behind me.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় স্বল্প অগ্রগতি লাভ করা বোঝাতে behind ব্যবহূত হয়।
যেমন: a) He is behind the rest of the class in reading.
b) We are behind schedule.
Rule-3: কোনো কিছুর সূচনা কিংবা বিকাশের জন্য তাৎপর্যপূর্ণ বোঝাতে behind ব্যবহূত হয়।
যেমন: a) What is behind that happy smile?
b) He was the man behind the plan to build a new hospital.
Step-13: Beyond-এর ব্যবহার
Rule-1: বেশি কিছু বোঝাতে beyond ব্যবহূত হয়। যেমন:
a) Our success was far beyond what we thought possible.
b) She has got nothing beyond her state pension.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর নাগালের বাইরে কিংবা সামর্থ্যের মধ্যে বোঝাতে beyond ব্যবহূত হয়।
যেমন: a) The situation is beyond our control.
b) The exercise was beyond the abilities of most of the class.
Step-14: Below-এর ব্যবহার
Rule-1: কোন কিছু বা বস্তুর তুলনায় নিচু স্তরে বা অবস্থানে থাকা অর্থে below ব্যবহূত হয়। যেমন: a) He dived below the surface of water. b) Please do not write below this line.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তু থেকে নিম্নমানের বা কম পরিমাণের বোঝাতে below ব্যবহূত হয়।
যেমন: a) The temperature remained below freezing all day.
b) Her work was well below average for the class.
Step-15: By-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে By ব্যবহূত হয়। যেমন:
a) The telephone is by the window. b) Come and sit by me.
Rule-2: Passive verb-এর শেষে সাধারণত by ব্যবহূত হয়। যেমন:
(a) The work has been done by her.
(b) The floor was cleaned by them.
Rule-3: কীভাবে কোনো কাজ সম্পাদিত হয়, তা বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: (a) The house is heated by gas.
(b) I will contact you by letter.
Rule-4: কোনো কিছুর ফলে কোনো কিছু ঘটে বোঝাতে ‘the’ ব্যতীত বিশেষ বিশেষ noun-এর পূর্বে by ব্যবহূত হয়।
যেমন: (a) They met by chance.
(b) I did it by mistake.
Rule-5: নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে by ব্যবহূত হয়।
যেমন: (a) Can you finish the work by five o’clock?
(b) He ought to have arrived by now.
Rule-6: কোনো ব্যক্তি বা বস্তু অতিক্রম করা অর্থে by ব্যবহূত হয়।
যেমন: (a) He walked by me speaking. (b) They passed by the forest.
Rule-7: কোনো বস্তুর মাত্রা বা পরিমাপ বোঝাতে by ব্যবহূত হয়।
যেমন: (a) The bullet missed him by two inches.
(b) House prices went up by 10%.
Rule-8: কোনো ব্যক্তি বা বস্তুর অংশবিশেষ বোঝাতে by ব্যবহূত হয়।
যেমন: (a) I took him by the hand. (b) She seized her by the hair.
Rule-9: কোনো কিছু যে হারে সংঘটিত হয়, তা বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: (a) They are improving day...day. (b) We will do it bit...bit.

Prepositions
Step-16: Across-এর ব্যবহার
Rule-1: বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে across ব্যবহূত হয়। যেমন:
(a) He walked across the field.
(b) I drew a line across the page.
Rule-2: শরীরের অঙ্গের ওপর বোঝাতে across ব্যবহূত হয়। যেমন:
(a) He hit him across the face.
(b) It is too tight across the back.
Rule-3: একটি স্থানের প্রত্যন্ত অঞ্চল কিংবা অনেক লোকের মাঝে বোঝাতে across ব্যবহূত হয়। যেমন: (a) Her family is scattered all across the country.
(b) This view is common across all sections of the community.
Step-17: In-এর ব্যবহার
Rule-1: স্থানে কিংবা এলাকার মধ্যে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(a) This is the country in Africa.
(b) The kids were playing in the street.
Rule-2: কোনো বস্তুর ভেতরে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন:
(a) He is in the drawing room.
(b) She got in her car and drove off.
Rule-3: কালে বা সময়ে বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: (a) Nazrul was born in 1899 and died in 1976.
(b) She will meet you in spring.
Rule-4: কোনো বস্তুর অবয়বের মধ্যে কিংবা কোনো বস্তুকে পরিবেষ্টন করা অর্থে in ব্যবহূত হয়। যেমন:
(a) She was lying in bed.
(b) Leave the key in the lock.
Rule-5: কোনো কিছু পরিধান করা অর্থে in ব্যবহূত হয়। যেমন:
(a) She came here in disguise.
(b) He was all in black.
Rule-6: পারিপার্শ্বিক অবস্থা বর্ণনা করতে in ব্যবহূত হয়। যেমন:
(a) We went out in the rain.
(b) He was sitting alone in the darkness.
Rule-7: কোনো কিছু অংশগ্রহণ কিংবা নিয়োজিত হওয়া অর্থে in ব্যবহূত হয়। যেমন: (a) He took part in the function. (b) She is in the army.
Rule-8: কোনো কিছুর গঠন, অবয়ব, বিন্যাস কিংবা পরিমাপ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: (a) Roll it up in a ball.
(b) They sat in rows.
Prepositions
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ, appropriate prepositions নিয়ে আলোচনা করব।
Rule-9: ভাষা, ব্যবহূত উপকরণ বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: (a) Say it in English
(b) She wrote in pencil.
Rule-10: কোনো কিছুর সম্পর্ক বোঝাতে in ব্যবহূত হয়। যেমন: (a) She was not lacking in courage.
(b) This is the country rich in minerals.

Step-18: Into-এর ব্যবহার
Rule-1: কোনো কিছুর মধ্যে বা ভেতরে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: (a) Come into the house. (b) She dived into water.
Rule-2: কোনো কিছুর অভিমুখে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: (a) Speak clearly into the microphone. (b) Driving into the sun, we had to shade our eyes.
Rule-3: নির্দিষ্ট সময়ে অবতীর্ণ হওয়া বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: She carried on working late into night. He didn’t get married until he was well into his forties.
Rule-4: অবস্থার পরিবর্তন বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: (a) Water turns into ice.
(b) The fruit can be made into jam.

Step-19: From-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তু যে স্থান থেকে যাত্রা শুরু করে তা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন:
(a) The man came from abroad. (b) Has the train from Kamalapur arrived?
Rule-2: কোনো ব্যক্তি বা প্রদান করা বা প্রেরণ করা অর্থে from ব্যবহূত হয়। যেমন: (a) This is the letter from my elder brother. (b) I see, you have got the information from witnesses.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর উৎপত্তি বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) He was blind from birth. (b) The quotations are from Shakespeare.
Rule-4: কোনে বস্তু যে উপকরণের মাধ্যমে তৈরি বা গঠিত হয় তা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) Steel is made from iron.
(b) This is made from cement.
Rule-5: কোনো ব্যক্তির অবস্থান বা দৃষ্টিকোণ বোঝাতে from ব্যবহূত হয়। যেমন:
You can see the island from here.
From a financial point of view the project was a disaster.
Rule-6: কোনো কিছুর পরিধি বা পরিসীমা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: The temperature varies from 30 degrees to minus 20. The store sells everything from shoelaces to computers.

Rule-7: কোনো ব্যক্তি বা বস্তু আলাদা করা হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) The party was ousted from power after eighteen years. (b) She was separated from her family.
Rule-8: কোনো কিছু প্রতিরুদ্ধ হওয়া বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) We prevented her from going there.
(b) She saved him from drowning.
Rule-9: কোনো সিদ্ধান্ত গ্রহণের কারণ বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) You can tell a lot about a person from his handwriting? (b) You can recognise her from this situation.
Rule-10: কোনো দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্য বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) Is Portuguese different from Spanish?
(b) This is different from that.
Step-20: For-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর জন্য বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a)There is a letter for you. (b) It is a book for your children.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুকে সাহায্য করা অর্থে for ব্যবহূত হয়। যেমন: (a)What can I do for you? (b) Can you translate the letter for me
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) They are anxious for their safety. (b) Fortunately for us, the weather changed.
Rule-4: কোনো ব্যক্তি বা বস্তুর পক্ষে বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) Are you for or against the proposal? (b) They voted for independence of the nation.
Rule-5: কোনো উদ্দেশ্য বা কর্ম বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) Let’s go for a walk. (b) Are you learning English for pleasure?
Rule-6: কোনো হেতু বা কারণ বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) Dhaka is famous for thousands of mosques. (b) Once Dhaka was famous for Muslin Cloth.
Rule-7: কোনো কিছু লাভ করার উদ্দেশ্য বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) He came to me for advice. (b) For more information, call this number.
Prepositions
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের ২ নম্বর প্রশ্ন অর্থাৎ, appropriate prepositions নিয়ে আলোচনা করব।
Rule-8: কোনো কিছুর বিনিময়ে বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) Copies are available for two dollars each. (b) I will swap these two bottles for that one.
Rule-9: কোনো ব্যক্তি বা বস্তু যে স্থানে যাচ্ছে তা বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) Is this the bus for North Bengal?(b) She knew that she was destined for a great future.
Rule-10 : সময়ের ব্যাপকতা বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) I am going away for a few days. (b) That’s all the news there is for you.
Rule-11: নির্দিষ্ট সময়ে কোনো কিছু ঘটার কথা কিংবা আয়োজিত হওয়ার কথা এমন বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) You have to face an appointment for May 12. (b) We have been invited for 7.30 pm.
Step-21: Of-এর ব্যবহার
Rule-1: অধিকারভুক্ত হওয়া অর্থে of ব্যবহূত হয়। যেমন: (a) The love of a mother is never exhausted. (b) The role of a teacher is very important.
Rule-2: বিশেষ পটভূমি থেকে সমাগত হওয়া বা বিশেষ স্থানে অবস্থান করা অর্থে of ব্যবহূত হয়। যেমন: (a) She is a woman of Italian descent.
(b) We are the people of North Bengal.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান, গঠন, ধরন, সমন্বয়সাধন বোঝাতে of ব্যবহূত হয়। যেমন: (a) That was the city of Egypt. (b) They are talking about the issue of housing.
Rule-4: পরিমাণ, সময়ের অভিব্যক্তি, বয়স ইত্যাদি বোঝাতে of ব্যবহূত হয়। যেমন: She bought kgs of potato. He is a boy of 12.
Rule-5: বিশেষ বিশেষ Adjective-এর পর Preposition হিসেবে of ব্যবহূত হয়। যেমন: (a) We are proud of our independence. (b) Are you sure of your success?


No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...