Thursday, April 19, 2012

General knoweldge- Bangladesh

সাম্প্রতিক বিষয়াবলি

বাংলাদেশ ও আন্তর্জাতিক
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৩১ মার্চ ২০১২
২। পিজিসি কী?
উত্তর: পাওয়ার গ্রিড কোম্পানি।
৩। ‘রাষ্ট্রীয় জলসীমা ও সমুদ্র উপকূলীয় জোন আইন’ প্রণীত হয় কবে?
উত্তর: ১৯৭৪ সালে।
৪। ‘রাষ্ট্রীয় জলসীমা ও সমুদ্র উপকূলীয় জোন আইন’ প্রণয়ন করেন কে?
উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৫। ‘ব্রিকস’ সম্মেলন ২০১২ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ভারতের নয়াদিল্লিতে (২৯ মার্চ-২০১২)।
৬। আন্তর্জাতিক সংগঠন ‘ব্রিকস’ এর সদস্য দেশ কোনগুলো?
উত্তর : ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।
৭। ৪৬ তম সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করে কাকে?
উত্তর : বিশ্ব বাণিজ্য সংস্থা (ঞিড়) র মহাসচিব প্যাসকেল লামি কে।
৮। ১৯২১ সালের প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে?
উত্তর : ৪৬ জনকে।
৯। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী রাখা হয়েছে?
উত্তর : বঙ্গবন্ধু -১
১০। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের জন্য চুক্তি করে কোন কোম্পানির সাথে?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্রের ‘এসপিআই’ কোম্পানির সাথে।
১১। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১২-এর প্রতিপাদ্য কী?
উত্তর : ছাত্র শিক্ষক জনতা এসো গড়ি দুর্যোগ সচেতনতা।
১২। বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরুন সমুদ্রের গভীরতম তলদেশ ভ্রমণ করেন কবে?
উত্তর : ২৬ মার্চ ২০১২।
১৩। কোন গভীর সমুদ্রে জেমস ক্যামেরুন ভ্রমণ করেন?
উত্তর : পশ্চিম প্রশাস্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের ১১ কি.মি গভীরে।
১৪। সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) এর তথ্য মোতাবেক প্রচলিত অস্ত্র আমদানিতে শীর্ষে কোন মহাদেশ।
উত্তর: এশিয়া।
১৫। সিপ্রা’র রিপোর্ট অনুযায়ী এশিয়ার কত শতাংশ প্রচলিত অন্ত্র আমদানি হয়?
উত্তর : ৪৪ শতাংশ।
১৬। এশিয়ার কোন দেশ সিপ্রা’র গবেষণা অনুযায়ী সবচেয়ে বেশি প্রচলিত অস্ত্র আমদানি করে?
উত্তর : ভারত ১০ শতাংশ।
১৭। এশিয়া কাপ ২০১২ এর চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : পাকিস্তান
১৮। এশিয়া কাপ ২০১২-এর রানার্স হয় কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।
১৯। এশিয়া কাপ ২০১২ এর ম্যান অব দ্য সিরিজ হন কে?
উত্তর : বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
২০। বিসিআইসির অধীনে বর্তমানে (২০১২ কয়টি প্রতিষ্ঠান চালু আছে?
উত্তর : ১৩টি।
২১। বিসিআইসি পরিচালিত সারকারখানার সংখ্যা কয়টি?
উত্তর : ৬টি।
২২। বর্তমানে (২০১২) দেশে সারের বার্ষিক চাহিদার পরিমাণ কত?
উত্তর : ৩০ লক্ষ মেট্রিক টন।
২৩। প্রস্তাবিত শাহাজালাল সারকারখানা কোথায় অবস্থিত?
উত্তর : ফেঞ্চুগঞ্জ, সিলেট।
২৪। শাহাজালাল সারকারখানার বার্ষিক উৎপাদন কত হবে?
উত্তর: ৫,৮০,৮০০ মেট্রিক টন।
২৫। বিশ্ব পানি দিবস কোনটি?
উত্তর : ২২ মার্চ।
২৬। বিশ্ব পানি দিবস ২০১২ এর প্রতিপাদ্য কী?
উত্তর : পানি ও খাদ্য নিরাপত্তা।
২৭। দেশে প্রতিবছর কি পরিমাণ কৃষি জমি কমছে?
উত্তর : ১% হারে।
২৮। বাংলাদেশে মোট জমির কত শতাংশ জমি সেচ সুবিধার আওতায় আছে?
উত্তর : ৭৩ শতাংশ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...