Wednesday, May 9, 2012

Prepositions

Prepositions
appropriate prepositions :
Step-1: To-এর ব্যবহার
Rule-10: তুলনা বা অনুপাতের অগ্রাধিকার বোঝাতে to ব্যবহূত হয়। যেমন:
a. I prefer reading to writing.
b. We won by six goals to three.
Rule-11: পরিমাপ বা হার বোঝাতে to ব্যবহূত হয়। যেমন: a. There are 2.54 centimeters to an inch.
b. This car goes 30 miles to the gallon.
Rule-12: কোনো ব্যক্তি বা বস্তুর সম্মানার্থে নির্দেশ করতে to ব্যবহূত হয়। যেমন: a. This is the monument to the soldiers who died in the war.
b. Let us drink to Julia and her new job.
Step-2: At-এর ব্যবহার
Rule-1: কোনো ছোট স্থান বোঝাতে ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:
a. He lives at Mohammadpur in Dhaka.
b. The accident happened at the corner of the street.
Rule-2: কোনো ব্যক্তি যে স্থানে কর্ম সম্পাদন করে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:
a. Rana is at the bank now.
b. She was at Oxford University.
Rule-3: কোনো কিছু যে সময়ে ঘটে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়। যেমন:
a. He left the college at 2 p.m. with others.
b. They woke at dawn.
Rule-4: বয়স বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
a. She got married at 25 and died in 2002.
b. He left school at the age of 16.
Rule-5: বয়স, দিক ও কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
a. What are you looking ... ?
b. She pointed a gun... the bird.
Rule-6: দূরত্ব বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
a. It held at arms length.
b. Can you read the cine board at 50 metres?
Step-2: At-এর ব্যবহার
Rule-7: কোনো ব্যক্তি বা বস্তু যে অবস্থানে আছে, তা প্রকাশ করতে at ব্যবহূত হয়।
যেমন: (a) The country is now at war.
(b) I think Mr. Hassan is at lunch.
Rule-8: হার, গতি ইত্যাদি বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
(a) He was driving at 60 miles per hour.
(b) The noise came at two minute interval.
Rule-9: কোনো ব্যক্তি কোনো কাজ কীভাবে সম্পাদন করে, তা বোঝাতে at ব্যবহূত হয়। যেমন: (a) He was good at French and weak in English.
(b) She was helpless at managing people.
Rule-10: কোনো কিছুর কারণ বোঝাতে Adjective-এর সঙ্গে at ব্যবহূত হয়। যেমন:
(a) She was delighted at the situation.
(b) He was annoyed at this.
Step-3: About-এর ব্যবহার
Rule-1: কোনো কিছুর সম্পর্ক নির্দেশ করতে about ব্যবহূত হয়। যেমন:
(a) This is the book about human mind.
(b) Tell me about this matter in detail.
Rule-2: কোনো কিছুর উদ্দেশ্য নির্দেশ করতে about ব্যবহূত হয়। যেমন:
(a) Films are all about making money these days.
(b) What was all that about ?
Rule-3: কোনো ব্যস্ততা বোঝাতে about ব্যবহূত হয়। যেমন:
(a) Everywhere people were going about their daily business.
(b) They always go about places.
Rule-4: কোনো স্থানের বিভিন্ন দিক নির্দেশ করতে about ব্যবহূত হয়। যেমন:
(a) He looked about the room.
(b) We wandered about the town for an hour.
Step-4: Above-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় উচ্চতর স্থান বা অবস্থান নির্দেশ করতে above ব্যবহূত হয়। যেমন:
(a) The water came above our knees.
(b) We were flying above the cloud.
Rule-2: সংখ্যায় বেশি কোনো ব্যক্তি বা বস্তুর স্তর বা বয়সের তুলনা নির্দেশ করতে above ব্যবহূত হয়। যেমন:
(a) Temperature have been above average.
(b) We can not accept children above the age of 10.
Rule-3: নিশ্চিতভাবে কোনো কিছু সম্পাদন করতে above ব্যবহূত হয়। যেমন:
(a) He is above suspicion.
(b) She is not above lying when it suits her.
Step-5: Against-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর বিরোধিতা করতে against ব্যবহূত হয়। যেমন:
(a) We will play against the league champion.
(b) We were swimming against the current.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর অনুকূলে না থাকা অর্থে against ব্যবহূত হয়। যেমন:
(a) The evidence is against him.
(b) Her age is against her.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুকে স্পর্শ করে, এমন অর্থে against ব্যবহূত হয়। যেমন:
(a) Put the Piano against the wall.
(b) The rain beat against the window.
Rule-4: কোনো কিছুর ঘটমান অবস্থা নির্দেশ করতে against ব্যবহূত হয়। যেমন:
(a) They took precautions against fire.
(b) Are you ensured against the theft?
Rule-5: দুটি বিষয় তুলনা করতে against ব্যবহূত হয়। যেমন:
(a) You must weigh the benefit against the cost.
(b) Check your receipts against the statement.
appropriate prepositions নিয়ে আলোচনা করব।
Step-6: Before-এর ব্যবহার
Rule-1: একটি কাজের আগে আরেকটি কাজ হয়েছে বোঝাতে before ব্যবহূত হয়। যেমন:
(a) The doctor had died before the patient came.
(b) The patient had died before the doctor came.
Rule-2: আগে বা পূর্বে বোঝাতে before ব্যবহূত হয়।
যেমন: Leave your keys at the reception before departure.
The year before last he won a gold medal.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর সম্মুখে বোঝাতে before ব্যবহূত হয়। যেমন:
(a) They knelt before the throne.
(b) She appeared before the judge.
Rule-4: কোনোক্রমে কিংবা বিন্যস্তভাবে কোনো ব্যক্তি বা বস্তু অগ্রসর হওয়া বোঝাতে before ব্যবহূত হয়।
যেমন: Your name is before my name in the list.
He puts his work before everything.
Step-7: After-এর ব্যবহার
Rule-1: কোনো কার্য সম্পাদনের পর বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) We shall leave after lunch.
(b) Let us meet them day after tomorrow.
Rule-2: কোনো কিছু অনেকবার বা বিরামহীনভাবে ঘটে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) The warmth is increasing day after day.
(b) I have told you time after time not to do that.
Rule-3: প্রস্থান করেছে এমন কারও পশ্চাতে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) Shut the door after you.
(b) I am always having to clean up after the children.
Rule-4: গুরুত্বের দিক থেকে কিংবা ক্রয়ের দিক থেকে কোনো ব্যক্তি বা বস্তু অনুগামী হওয়া অর্থে after ব্যবহূত হয়। যেমন:
(a) Your name comes after my name in the list.
(b) He is the talent after Einstein.
Rule-5: ফলস্বরূপ কিংবা যা ঘটেছে তার কারণ স্বরূপ বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) I shall never forget him after what he said.
(b) As he is very old, I look after him.
Rule-6: কোনো ব্যক্তি বা বস্তুর নাগাল পেতে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) One should not hanker after earthly joys.
(b) The police are hankering after the thief.
Rule-7: কোনো ব্যক্তি বা বস্তুর নামানুসারে বোঝাতে after ব্যবহূত হয়। যেমন:
(a) This is the painting after Cox’s Bazar.
(b) We named the baby ‘Talha’ after his grandfather.
Step-8: Along-এর ব্যবহার
Rule-1: বরাবর বোঝাতে along ব্যবহূত হয়।
যেমন: a) They were walking slowly along the road.
b) I looked along the shelves for the book I needed.
Rule-2: দীর্ঘ কোনো কিছুর সারি বোঝাতে along ব্যবহূত হয়। যেমন:
a) Houses have been built along both sides of the river.
b) They went along the side of that field.
Step-9: Among-এর ব্যবহার
Rule-1: অনেকের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া অর্থে among ব্যবহূত হয়। যেমন:
a) They divided the mangoes among the boys.
b) The chief guest distributed the prizes among the winners.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে পরিবেষ্টিত হওয়া বা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে among ব্যবহূত হয়। যেমন:
a) There was a house among the trees.
b) The strolled among the crowds.
Rule-3: অন্তর্ভুক্ত হওয়া কিংবা অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে ঘটা বোঝাতে among ব্যবহূত হয়। যেমন: a) A British woman was among them.
b) He was among the last to leave.
Step-10: Between-এর ব্যবহার
Rule-1: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: a) Divide the mangoes between Rana and Rupa.
b) There was a pier-glass between the windows.
Rule-2: দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: a) I sat down between Rahim and Karim.
b) Switzerland lies between the two windows.
Rule-3: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: a) It is cheaper between 6 pm and 8 am.
b) Don’t eat between meals.
Rule-4: দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে between ব্যবহূত হয়। যেমন: (a) There is a close relationship between Maya and Keya.
(b) There is a link between unemployment and crime.
Step-11: Around-এর ব্যবহার
Rule-1: আনুমানিক বা প্রায় বোঝাতে around ব্যবহূত হয়। যেমন:
a) He arrived around five o’clock.
b) The cost would be around 5,000/-.
Rule-2: আনুমানিক প্রত্যেক দিক বোঝাতে কিংবা ব্যক্তি বা বস্তুকে পরিবেষ্টিত করা বোঝাতে around ব্যবহূত হয়। যেমন:
a) I heard laughter all around.
b) This is the yard with a fence all around.
Rule-3: অনেক স্থানে বা স্থানের অভিমুখে বোঝাতে around ব্যবহূত হয়। যেমন:
a) We were all running around trying to get ready in time.
b) There were papers lying around all over the floor.
Rule-4: কোনো স্থানে উপস্থিত থাকা বা সহজলভ্য হওয়া বোঝাতে around ব্যবহূত হয়।
যেমন: a) There was more money around in those days.
b) I knocked but there was no one around.
tep-12: Behind-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর পশ্চাতে বোঝাতে behind ব্যবহূত হয়।
যেমন: a) Who is the girl standing behind Rahim?
b) Stay close behind me.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় স্বল্প অগ্রগতি লাভ করা বোঝাতে behind ব্যবহূত হয়।
যেমন: a) He is behind the rest of the class in reading.
b) We are behind schedule.
Rule-3: কোনো কিছুর সূচনা কিংবা বিকাশের জন্য তাৎপর্যপূর্ণ বোঝাতে behind ব্যবহূত হয়।
যেমন: a) What is behind that happy smile?
b) He was the man behind the plan to build a new hospital.
Step-13: Beyond-এর ব্যবহার
Rule-1: বেশি কিছু বোঝাতে beyond ব্যবহূত হয়। যেমন:
a) Our success was far beyond what we thought possible.
b) She has got nothing beyond her state pension.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর নাগালের বাইরে কিংবা সামর্থ্যের মধ্যে বোঝাতে beyond ব্যবহূত হয়।
যেমন: a) The situation is beyond our control.
b) The exercise was beyond the abilities of most of the class.
Step-14: Below-এর ব্যবহার
Rule-1: কোন কিছু বা বস্তুর তুলনায় নিচু স্তরে বা অবস্থানে থাকা অর্থে below ব্যবহূত হয়। যেমন: a) He dived below the surface of water. b) Please do not write below this line.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তু থেকে নিম্নমানের বা কম পরিমাণের বোঝাতে below ব্যবহূত হয়।
যেমন: a) The temperature remained below freezing all day.
b) Her work was well below average for the class.
Step-15: By-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে By ব্যবহূত হয়। যেমন:
a) The telephone is by the window. b) Come and sit by me.
Rule-2: Passive verb-এর শেষে সাধারণত by ব্যবহূত হয়। যেমন:
(a) The work has been done by her.
(b) The floor was cleaned by them.
Rule-3: কীভাবে কোনো কাজ সম্পাদিত হয়, তা বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: (a) The house is heated by gas.
(b) I will contact you by letter.
Rule-4: কোনো কিছুর ফলে কোনো কিছু ঘটে বোঝাতে ‘the’ ব্যতীত বিশেষ বিশেষ noun-এর পূর্বে by ব্যবহূত হয়।
যেমন: (a) They met by chance.
(b) I did it by mistake.
Rule-5: নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে by ব্যবহূত হয়।
যেমন: (a) Can you finish the work by five o’clock?
(b) He ought to have arrived by now.
Rule-6: কোনো ব্যক্তি বা বস্তু অতিক্রম করা অর্থে by ব্যবহূত হয়।
যেমন: (a) He walked by me speaking. (b) They passed by the forest.
Rule-7: কোনো বস্তুর মাত্রা বা পরিমাপ বোঝাতে by ব্যবহূত হয়।
যেমন: (a) The bullet missed him by two inches.
(b) House prices went up by 10%.
Rule-8: কোনো ব্যক্তি বা বস্তুর অংশবিশেষ বোঝাতে by ব্যবহূত হয়।
যেমন: (a) I took him by the hand. (b) She seized her by the hair.
Rule-9: কোনো কিছু যে হারে সংঘটিত হয়, তা বোঝাতে by ব্যবহূত হয়। যেমন: (a) They are improving day...day. (b) We will do it bit...bit.
Step-18: Into-এর ব্যবহার
Rule-1: কোনো কিছুর মধ্যে বা ভেতরে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: (a) Come into the house. (b) She dived into water.
Rule-2: কোনো কিছুর অভিমুখে বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: (a) Speak clearly into the microphone. (b) Driving into the sun, we had to shade our eyes.
Rule-3: নির্দিষ্ট সময়ে অবতীর্ণ হওয়া বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: She carried on working late into night. He didn’t get married until he was well into his forties.
Rule-4: অবস্থার পরিবর্তন বোঝাতে into ব্যবহূত হয়। যেমন: (a) Water turns into ice.
(b) The fruit can be made into jam.

Step-19: From-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তু যে স্থান থেকে যাত্রা শুরু করে তা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন:
(a) The man came from abroad. (b) Has the train from Kamalapur arrived?
Rule-2: কোনো ব্যক্তি বা প্রদান করা বা প্রেরণ করা অর্থে from ব্যবহূত হয়। যেমন: (a) This is the letter from my elder brother. (b) I see, you have got the information from witnesses.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর উৎপত্তি বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) He was blind from birth. (b) The quotations are from Shakespeare.
Rule-4: কোনে বস্তু যে উপকরণের মাধ্যমে তৈরি বা গঠিত হয় তা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) Steel is made from iron.
(b) This is made from cement.
Rule-5: কোনো ব্যক্তির অবস্থান বা দৃষ্টিকোণ বোঝাতে from ব্যবহূত হয়। যেমন:
You can see the island from here.
From a financial point of view the project was a disaster.
Rule-6: কোনো কিছুর পরিধি বা পরিসীমা বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: The temperature varies from 30 degrees to minus 20. The store sells everything from shoelaces to computers.
Rule-7: কোনো ব্যক্তি বা বস্তু আলাদা করা হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) The party was ousted from power after eighteen years. (b) She was separated from her family.
Rule-8: কোনো কিছু প্রতিরুদ্ধ হওয়া বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) We prevented her from going there.
(b) She saved him from drowning.
Rule-9: কোনো সিদ্ধান্ত গ্রহণের কারণ বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) You can tell a lot about a person from his handwriting? (b) You can recognise her from this situation.
Rule-10: কোনো দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্য বোঝাতে from ব্যবহূত হয়। যেমন: (a) Is Portuguese different from Spanish?
(b) This is different from that.
Step-20: For-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর জন্য বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a)There is a letter for you. (b) It is a book for your children.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুকে সাহায্য করা অর্থে for ব্যবহূত হয়। যেমন: (a)What can I do for you? (b) Can you translate the letter for me
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) They are anxious for their safety. (b) Fortunately for us, the weather changed.
Rule-4: কোনো ব্যক্তি বা বস্তুর পক্ষে বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) Are you for or against the proposal? (b) They voted for independence of the nation.
Rule-5: কোনো উদ্দেশ্য বা কর্ম বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) Let’s go for a walk. (b) Are you learning English for pleasure?
Rule-6: কোনো হেতু বা কারণ বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) Dhaka is famous for thousands of mosques. (b) Once Dhaka was famous for Muslin Cloth.
Rule-7: কোনো কিছু লাভ করার উদ্দেশ্য বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) He came to me for advice. (b) For more information, call this number.
Rule-8: কোনো কিছুর বিনিময়ে বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) Copies are available for two dollars each. (b) I will swap these two bottles for that one.
Rule-9: কোনো ব্যক্তি বা বস্তু যে স্থানে যাচ্ছে তা বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) Is this the bus for North Bengal?(b) She knew that she was destined for a great future.
Rule-10 : সময়ের ব্যাপকতা বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) I am going away for a few days. (b) That’s all the news there is for you.
Rule-11: নির্দিষ্ট সময়ে কোনো কিছু ঘটার কথা কিংবা আয়োজিত হওয়ার কথা এমন বোঝাতে for ব্যবহূত হয়। যেমন: (a) You have to face an appointment for May 12. (b) We have been invited for 7.30 pm.
Step-21: Of-এর ব্যবহার
Rule-1: অধিকারভুক্ত হওয়া অর্থে of ব্যবহূত হয়। যেমন: (a) The love of a mother is never exhausted. (b) The role of a teacher is very important.
Rule-2: বিশেষ পটভূমি থেকে সমাগত হওয়া বা বিশেষ স্থানে অবস্থান করা অর্থে of ব্যবহূত হয়। যেমন: (a) She is a woman of Italian descent.
(b) We are the people of North Bengal.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান, গঠন, ধরন, সমন্বয়সাধন বোঝাতে of ব্যবহূত হয়। যেমন: (a) That was the city of Egypt. (b) They are talking about the issue of housing.
Rule-4: পরিমাণ, সময়ের অভিব্যক্তি, বয়স ইত্যাদি বোঝাতে of ব্যবহূত হয়। যেমন: She bought kgs of potato. He is a boy of 12.
Rule-5: বিশেষ বিশেষ Adjective-এর পর Preposition হিসেবে of ব্যবহূত হয়। যেমন: (a) We are proud of our independence. (b) Are you sure of your success?
Step-22: Off-এর ব্যবহার
Rule-1: নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: (a) I called him but he ran off. (b) Summer is not far off now.
Rule-2: কোনো কিছু দূরীভূত হয়েছে বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: (a) Take your shoes off. (b) He has had his beard shaved off.
Rule-3: বন্ধ কিংবা বাতিল বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: The ceremony is off.
The switch of the fan has been made off.
Rule-4: কর্ম থেকে দূরে বা ছুটি বোঝাতে off ব্যবহূত হয়। যেমন: (a) She is off today.
(b) I have got three days off next week.
Step-23: On-এর ব্যবহার
Rule-1: কোনো বস্তুর ওপর অবস্থান কিংবা মধ্যে বোঝাতে on ব্যবহূত হয়। যেমন:
(a) There is an attractive picture on the wall.
(b) Find out the diagram on page 50.
Rule-2: কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে ভার বহন করা বোঝাতে on ব্যবহূত হয়। যেমন:
(a) She was standing on one foot.
(b) Hang your coat on that.
Rule-3: কোনো পরিবহনে আরোহণ করা বোঝাতে on ব্যবহূত হয়। যেমন:
(a) He was on the plane for New York.
(b) I came on my bike.
Rule-4: কোনো কিছুর অব্যবহিত পরে বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: (a) On arriving home I found that they had gone away.
(b) Please report reception on the arrival.
Rule-5: দিন বা তারিখ বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: (a) They came on Sunday.
(b) I shall offer you this on your birthday.
Rule-6: কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: (a) This is the book on the language movement.
(b) She tested us on English Grammar.
Step-23: On-এর ব্যবহার
Rule-7: কোনো গোত্র বা প্রতিষ্ঠানের অধিকারভুক্ত হওয়া বোঝাতে on ব্যবহূত হয়। যেমন:
(a) They are on the committee.
(b) She may be on the panel.
Rule-8: দিক বোঝাতে on ব্যবহূত হয়। যেমন:
(a) He turned his back on us.
(b) They are on the left.
Rule-9: ভিত্তি বা কারণ বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: (a) This is the story on fact.
(b) on their advice I applied for the job.
Rule-10: কোনো কিছুর মাধ্যমে আর্থিকভাবে সাহায্যপ্রাপ্ত হওয়া বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: (a) They live on this pension.
(b) She is to live on a low wage.
Rule-11: কোনো কর্ম বা অবস্থা বর্ণনা করতে on ব্যবহূত হয়। যেমন:
(a) They came here on business purpose.
(b) The book is currently on loan.
Step-24: Through-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে through ব্যবহূত হয়। যেমন: (a) The burglar got in through the window.
(b) The bullet went straight through him.
Rule-2: কর্ম, অবস্থা কিংবা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাতে through ব্যবহূত হয়। যেমন: (a) He will not live through the night.
(b) I am halfway through her second novel.
Rule-3: বাধা, স্তর কিংবা পরীক্ষা অতিক্রম হওয়া অর্থে through ব্যবহূত হয়। যেমন:
(a) Go through this gate, and you will see the house on your left.
(b) The bill had a difficult passage through parliament.
Rule-4: মাধ্যমে কিংবা কারণে বোঝাতে through ব্যবহূত হয়। যেমন:
(a) You can only achieve success through hard work.
(b) It was through him that I got the job.
Step-25: Towards-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর অভিমুখে বোঝাতে towards ব্যবহূত হয়। যেমন:
(a) They were heading towards the German border.
(b) She had her back towards me.
Rule-2: নিকটবর্তী হওয়া কিংবা কোনো কিছু অর্জন করা অর্থে towards ব্যবহূত হয়। যেমন:
(a) This is a first step towards political union.
(b) They are coming towards you.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে বোঝাতে towards ব্যবহূত হয়। যেমন:
(a) He was warm and tender towards her.
(b) Their attitude towards death is objectionable.
Step-26: With-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর উপস্থিতি বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) She lives with her parents.
(b) I have a client with me right now.
Rule-2: কোনো কিছু থাকা কিংবা বহন করা অর্থে with ব্যবহূত হয়। যেমন:
(a) He looked at her with a hurt expression.
(b) They are both in bed with flue.
Rule-3: যার মাধ্যমে কোনো কিছু সম্পাদিত হয় এমন বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) Cut it with a knife. (b) It is treated with acid before being analyzed.
Rule-4: কোনো ব্যক্তি বা বস্তুর বিপক্ষে বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) We had to quarrel with her.
(b) I had an argument with my boss.
Rule-5: ব্যাপারে কিংবা বিষয়ে বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) Be careful with the glasses.
(b) Are you pleased with the result?
Rule-6: অন্তর্ভুক্ত হওয়া অর্থে with ব্যবহূত হয়। যেমন: (a) The meal with wine came to Tk. 800/;
(b) With all the lesson preparation I have to work 12 hours a day.
Rule-7: কোনো ব্যক্তি কোনো কাজ যেভাবে সম্পাদন করে তা বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) He behaved with great dignity.
(b) She sleeps with the window open.
Rule-8: কারণে কিংবা ফলস্বরূপ বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: (a) She blushed with embarrassment. (b) His fingers were numb with cold.
Rule-9: কোনো কিছুর মাধ্যমে নিয়োজিত হওয়া অর্থে with ব্যবহূত হয়। যেমন: (a) She acted with a touring company for three years. (b) I am appointed in a bank with HSBC.
Rule-10: কোনো ব্যক্তি বা বস্তু থেকে আলাদা বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: (a) I could never part with this ring. (b) Can we dispense with the formalities?
Rule-11: সত্ত্বেও বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: (a) with all her faults I still love her.
(b) with all their falsehood we forgave them.
Step-27: Within– এর ব্যবহার
Rule-1: নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার আগে বুঝাতে within ব্যবহূত হয়। যেমন: (a) You should receive a reply within seven days. (b) Tow elections were held within the space of a year.
Rule-2: কোনো কিছুর পরিসীমা কিংবা পরিধির মধ্যে বোঝাতে within ব্যবহূত হয়। যেমন:
(a) That question is not within the scope of this talk.
(b) We are now within range of enemy fire.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তথা ভেতরে বুঝাতে within ব্যবহূত হয়। যেমন: (a) The noise seems to be coming from within the building.
(b) There is discontent within the farming industry.
Step-28: Out – এর ব্যবহার
Rule-1: স্থান বা বস্তুর অভ্যন্তরীণ অংশ থেকে বের হয়ে আসা অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) She ran out into the corridor. (b) I got out of bed.
Rule-2: নির্দিষ্ট অবস্থায় কোনো ব্যক্তি বা বস্তু আর বিরাজমান না থাকা অর্থে out ব্যবহূত হয়। যেমন:
(a) Try and stay out of trouble.
(b) I watched the car until it was out of sight,
Rule-3: কোনো ব্যক্তি কোনো কর্মে আর জড়িত নেই এমন বুঝাতে out ব্যবহূত হয়। যেমন: (a) It was an awful job and I am glad to be out of it.
(b) He gets out of the army in a few week.
Step-23: On-এর ব্যবহার
Rule-7: কোনো গোত্র বা প্রতিষ্ঠানের অধিকারভুক্ত হওয়া বোঝাতে on ব্যবহূত হয়। যেমন:
(a) They are on the committee.
(b) She may be on the panel.
Rule-8: দিক বোঝাতে on ব্যবহূত হয়। যেমন:
(a) He turned his back on us.
(b) They are on the left.
Rule-9: ভিত্তি বা কারণ বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: (a) This is the story on fact.
(b) on their advice I applied for the job.
Rule-10: কোনো কিছুর মাধ্যমে আর্থিকভাবে সাহায্যপ্রাপ্ত হওয়া বোঝাতে on ব্যবহূত হয়। যেমন: (a) They live on this pension.
(b) She is to live on a low wage.
Rule-11: কোনো কর্ম বা অবস্থা বর্ণনা করতে on ব্যবহূত হয়। যেমন:
(a) They came here on business purpose.
(b) The book is currently on loan.
Step-24: Through-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে through ব্যবহূত হয়। যেমন: (a) The burglar got in through the window.
(b) The bullet went straight through him.
Rule-2: কর্ম, অবস্থা কিংবা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাতে through ব্যবহূত হয়। যেমন: (a) He will not live through the night.
(b) I am halfway through her second novel.
Rule-3: বাধা, স্তর কিংবা পরীক্ষা অতিক্রম হওয়া অর্থে through ব্যবহূত হয়। যেমন:
(a) Go through this gate, and you will see the house on your left.
(b) The bill had a difficult passage through parliament.
Rule-4: মাধ্যমে কিংবা কারণে বোঝাতে through ব্যবহূত হয়। যেমন:
(a) You can only achieve success through hard work.
(b) It was through him that I got the job.
Step-25: Towards-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর অভিমুখে বোঝাতে towards ব্যবহূত হয়। যেমন:
(a) They were heading towards the German border.
(b) She had her back towards me.
Rule-2: নিকটবর্তী হওয়া কিংবা কোনো কিছু অর্জন করা অর্থে towards ব্যবহূত হয়। যেমন:
(a) This is a first step towards political union.
(b) They are coming towards you.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে বোঝাতে towards ব্যবহূত হয়। যেমন:
(a) He was warm and tender towards her.
(b) Their attitude towards death is objectionable.
Step-26: With-এর ব্যবহার
Rule-1: কোনো ব্যক্তি বা বস্তুর উপস্থিতি বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) She lives with her parents.
(b) I have a client with me right now.
Rule-2: কোনো কিছু থাকা কিংবা বহন করা অর্থে with ব্যবহূত হয়। যেমন:
(a) He looked at her with a hurt expression.
(b) They are both in bed with flue.
Rule-3: যার মাধ্যমে কোনো কিছু সম্পাদিত হয় এমন বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) Cut it with a knife. (b) It is treated with acid before being analyzed.
Rule-4: কোনো ব্যক্তি বা বস্তুর বিপক্ষে বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) We had to quarrel with her.
(b) I had an argument with my boss.
Rule-5: ব্যাপারে কিংবা বিষয়ে বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) Be careful with the glasses.
(b) Are you pleased with the result?
Rule-6: অন্তর্ভুক্ত হওয়া অর্থে with ব্যবহূত হয়। যেমন: (a) The meal with wine came to Tk. 800/;
(b) With all the lesson preparation I have to work 12 hours a day.
Rule-7: কোনো ব্যক্তি কোনো কাজ যেভাবে সম্পাদন করে তা বোঝাতে with ব্যবহূত হয়। যেমন:
(a) He behaved with great dignity.
(b) She sleeps with the window open.
Rule-8: কারণে কিংবা ফলস্বরূপ বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: (a) She blushed with embarrassment. (b) His fingers were numb with cold.
Rule-9: কোনো কিছুর মাধ্যমে নিয়োজিত হওয়া অর্থে with ব্যবহূত হয়। যেমন: (a) She acted with a touring company for three years. (b) I am appointed in a bank with HSBC.
Rule-10: কোনো ব্যক্তি বা বস্তু থেকে আলাদা বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: (a) I could never part with this ring. (b) Can we dispense with the formalities?
Rule-11: সত্ত্বেও বোঝাতে with ব্যবহূত হয়। যেমন: (a) with all her faults I still love her.
(b) with all their falsehood we forgave them.
Step-27: Within– এর ব্যবহার
Rule-1: নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার আগে বুঝাতে within ব্যবহূত হয়। যেমন: (a) You should receive a reply within seven days. (b) Tow elections were held within the space of a year.
Rule-2: কোনো কিছুর পরিসীমা কিংবা পরিধির মধ্যে বোঝাতে within ব্যবহূত হয়। যেমন:
(a) That question is not within the scope of this talk.
(b) We are now within range of enemy fire.
Rule-3: কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তথা ভেতরে বুঝাতে within ব্যবহূত হয়। যেমন: (a) The noise seems to be coming from within the building.
(b) There is discontent within the farming industry.
Step-28: Out – এর ব্যবহার
Rule-1: স্থান বা বস্তুর অভ্যন্তরীণ অংশ থেকে বের হয়ে আসা অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) She ran out into the corridor. (b) I got out of bed.
Rule-2: নির্দিষ্ট অবস্থায় কোনো ব্যক্তি বা বস্তু আর বিরাজমান না থাকা অর্থে out ব্যবহূত হয়। যেমন:
(a) Try and stay out of trouble.
(b) I watched the car until it was out of sight,
Rule-3: কোনো ব্যক্তি কোনো কর্মে আর জড়িত নেই এমন বুঝাতে out ব্যবহূত হয়। যেমন: (a) It was an awful job and I am glad to be out of it.
(b) He gets out of the army in a few week.
Step-28: Out -এর ব্যবহার
Rule-4: কোনো কিছুর কারণ বোঝাতে out ব্যবহূত হয়। যেমন: (a) I asked her out of curiosity.
(b) She did it out of spite.
Rule-5: অচেতন অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) He was out for more than an hour and came round in the hospital.
(b) She was knocked out cold.
Rule-6: প্রান্তভাগে কিংবা পরিপূর্ণরূপে বোঝাতে out ব্যবহূত হয়। যেমন: (a) Hear me out before you say something. (b) We left them to fight it out
Rule-7: স্থানের কাছ থেকে দূরে অবস্থান করা অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) The boy dashed out into the road.
(b) Don’t lean out of the window.
Rule-8: স্থান থেকে কিংবা দেশ থেকে অনেক দূরে অবস্থান করা অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) She is working out in Australia.
(b) The ship sank ten miles out of Stockholm.
Rule-9: কোনো ব্যক্তি বা বস্তু, স্থান, কর্ম প্রভৃতি থেকে সরে আসা অর্থে out ব্যবহূত হয়। যেমন: (a) He got thrown out of the restaurant.
(b) This detergents good for getting strains out
Rule-10: কোনো ব্যক্তি বা বস্তুু থেকে অর্জিত হয়েছে এমন বুঝালে out ব্যবহূত হয়। যেমন: (a) He drank his beer out of the bottle. (b) I paid for the damage out of my savings.



Practice on prepositions
প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন-এর নানাবিধ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। আজ পাঁচটি শূন্যস্থানসংবলিত একটি passage (with clue/without clue) দেওয়া হলো। এগুলো তোমরা আগে নিজে চেষ্টা করবে। তারপর উত্তরের সঙ্গে তা মিলিয়ে নেবে।
set-1: Read the following letter and
fill in the blanks with suitable preposition. Dear Sumon,
It gave me a great pleasure that you obtained GPA 5 (a) — the HSC examination. Of course, there is no mention in your letter (b) — your future plan, which is so important. You know, without plan nothing is created (c) — earth, and everything goes on accordingly. So, it is important that you make a plan (d) — what you are going to do next. Remember that taking admission to a chosen department has become uncertain. Nowadays competition is held (e) — the best students.
Your loving friend, Lal Chan
Set-2: Read the following letter and fill in the blanks with suitable preposition.
My dear Shilpy,
I can hardly believe that your father is no more. The news came to me just like a bolt (a) — the blue. He was so kind (b) — me that I feel it as a personal loss to myself. May his soul rest in peace. Everyone of your locality has expressed sympathy (c) — you. Take courage for your appearing (d) — the HSC examination this year. Your future depends (e) — the result of the examination. Write to me soon. Yours ever, Samia
Set-3 : Read the following letter and fill in the blanks with suitable preposition.
My dear Anik,
Love to you. I am very glad to know that you have stood first in order (a) — merit. I know you would do well in the examination as you worked hard. So it is rightly said that industry is the key (b) — success. Very few students can do well in the examination (c) — dint of merit. It is seen that those who .became great in this mundane world have become so (d) — hard labor and perseverance. I pray to omnipotent creator (e) — your brilliant result.
Your loving friend, Priongkor
#
Answer to the questions: Prepositions :
Set-1: (a) in (b) about (c) on (d) of (e) among.
Set-2: (a) from (b) to (c) for (d) at (e) on.
Set-3: (a) of (b) to (c) by
(d) by/through (e) for.
Set-4
Read the following lette ৎ and fill in the blanks with suitable p ৎeposition.
My dea ৎ Tanni,
I have hea ৎd that you a ৎe going to take logic (a) — Economics. If you do so, I think, you will make a mistake. You must ca ৎ ৎy on you ৎ study with Economics. In the p ৎesent wo ৎld (b) — globalization the impo ৎtance (c) — Economics can not be denied. The development of the count ৎy la ৎgely depends (d) — its economic development. So befo ৎe taking decision you should again think (e) — the matte ৎ.
You ৎs since ৎely, Tania
Set-5
Read the following lette ৎ and fill in the blanks with suitable p ৎeposition.
Dea ৎ Si ৎ,
I shall be g ৎateful to you if you kindly publish the following w ৎite-up in you ৎ newspape ৎ. “Cultu ৎe is the mi ৎ ৎo ৎ and ৎeflection (a) — life (b) — a society (c) — a count ৎy. F ৎom the beginning of cable TV, the weste ৎn as well as Indian cultu ৎe is sweeping (d) — ou ৎ cultu ৎe. If we fall to make ou ৎ people inte ৎested (e) — ou ৎ own cultu ৎe, the cultu ৎal invasion is a must. We should make all ou ৎ effo ৎts to imp ৎove ou ৎ cultu ৎal he ৎitage and ente ৎtainment media, so that we can uphold ou ৎ he ৎitage.”
You ৎs since ৎely, Maliha
Set-6
Read the following lette ৎ and fill in the blanks with suitable p ৎeposition.
My dea ৎ Minhaj,
I feel sad to lea ৎn about you ৎ illness. Don’t get wo ৎ ৎied. You will soon come ৎound. You a ৎe (a) — a good physician. You must act (b) — he ৎ advice and suggestions. I think ove ৎ ৎeading has told (c) — you ৎ health. Keeping late hou ৎs is ha ৎmful (d) — health. As a good student you must follow the ৎules of keeping good health. Don’t get anxious about the exam. You will find apple time (e) — p ৎepa ৎation fo ৎ the exam.
You ৎs since ৎely, Anwa ৎ
Answe ৎ to the questions: P ৎepositions
Set-4: (a) fo ৎ (b) of (c) of (d) on (e) ove ৎ.
Set-5: (a) of (b) in/of (c) of (d) away (e) in.
Set-6: (a) unde ৎ (b) on (c) upon (d) to (e) fo ৎ.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...