Thursday, May 17, 2012

The way to detect Bangla Spelling

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সে একটি বাংলা অভিধান রয়েছে। সেটি সক্রিয় করে বাংলা লিখলে লেখার সময় বানানে ভুল হলে সতর্ক করা হয়। ভুল বানানের নিচে লাল দাগ পড়ে। এ সুবিধা পেতে হলে প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/ addon/bengali-bangladesh-dictionary ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Add to Firefox-এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডো এলে Install now-এ ক্লিক করুন। একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হবে। এরপর Restart Firefox-এ ক্লিক করুন। ফয়ারফক্স বন্ধ হয়ে আবার খুলবে। এখন ফায়ারফক্স দিয়ে কোনো কিছু যেমন ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি খুলে লেখার স্থানে কোনো কিছু বাংলায় লিখে ডানে ক্লিক করে Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। এরপর কোনো কিছু লিখলে দেখবেন ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে। এ অ্যাড-অনটি ফায়ারফক্সের সব ভার্সনে কাজ না-ও করতে পারে। অ্যাড-অনটি ডাউনলোড করার আগে ওই পেজের নিচে থেকে দেখে নেবেন আপনার ব্রাউজারটি এ অ্যাড-অনটি সমর্থন করবে কি না।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...