Preposition : ‘Pre’ অর্থ পূর্বে, ‘Position’ অর্থ অবস্থান। সাধারণত বিশেষ
কিছু শব্দ noun বা pronoun বা noun phrase-এর আগে বসে বাক্যের অন্যান্য
শব্দের সঙ্গে সম্পর্ক প্রকাশ করে। এই শব্দগুলোকে preposition বলে।
Example:
1. Rahim goes to Dhaka.
prep. noun
2. Shut the door after you.
prep. pron.
3. We fly between Rome and Paris twice daily.
prep. noun phrase
Fill in the blanks with suitable preposition.
1
Every one desires a)- wealth. But a few attain it. Some people hanker b)- riches. Some are content c)-what they have. True happiness lies d)-contentment. It is high time we gave e)-the habit of covetousness.
2
Today man has been suffering a)-various dieses. And there is no remedy b)-some fatal disease. So man is subject c)- decay and death. One day he will depart d) - this world. There he cannot live e) - a long time
3
The Olympic Games were named a) -the town of Olympia in Greece. In those days Greece was divided b)-many cities. They used to fight c)- themselves. A man named Iphitos was concerned d) - such wasteful strife’s. He hit e) - a plan to set up peace in the country. His plan worked well.
Preposition-এর সঠিক উত্তর:
(1) a. for, b. after c. with d. in e. up
(2) a. from b. for c. to d. from e. for
(3) a. after b. into c. among
d. about e. upon.
লক্ষণীয়: By a doer, with an instrument আগে আলোচিত সাধারণ নিয়মের ব্যতিক্রম। ‘Blasted by an atom bomb’ ‘governed by the rules’ ‘died by poison’ ‘destroyed by fire’ ইত্যাদি বাক্যে by আসলে appropriate preposition হিসেবে ব্যবহূত হয়।
1. At, in: বড় স্থান বা সময়ের আগে in এবং ছোট স্থান বা সময়ের পূর্বে at বসে। যেমন:
(a) My friends lives at Nurpur in Rangpur.
(b) Usually I get up from bed at 6 a.m. in the morning.
লক্ষণীয়: সময়ের আগে in ব্যবহার করলে তারপর the বসে। কিন্তু at ব্যবহার করলে the বসে না।
2. In: অবস্থায়, অবস্থানে, স্থানে, ভাবে, মধ্যে, সময়ে এরূপ অর্থ বুঝাতে in বসে। যেমন:
(a) The students are in the room.
(b) Sajal succeeded in life in difficulties.
(c) Uzzal is in the midst way to school.
(e) Ovi serves in the army.
3. In, into –In দিয়ে আগে থেকে অবস্থান এবং into দিয়ে বাহির থেকে ভেতরের দিকে গতি বা অবস্থার পরিবর্তন বোঝায়। যেমন: (a) The chair is in the room.
(b) He is putting the pen into his pocket.
4. In, on, to –সীমান্তের ভেতরে হলে in ওপরে হলে on এবং বাহিরে হলে to বসে।
যেমন: (a) Comilla is in the east of Bangladesh.
(b) Tripura is on the east of Bangladesh.
5. In, after : অতীত কালের ব্যাপক সময় বুঝাতে (period of time) past tense-এ after এবং ভবিষ্যৎ কালের নির্দিষ্ট সময় (pint of time) in বোঝাতে ব্যবহূত হয়।
যেমন: (a) My friend will come from London in a week.
(b) He returned after two months.
6. On: ওপরে, ভাবে, অবস্থায়, কাজে, তে, তীরে, স্থানে, প্রতি, খেয়ে বাঁচা বোঝাতে on বসে। যেমন:
(a) The ball is on the table.
(b) The car is on hire.
(c) The cow live on grass.
(d) Dhaka stands on the Buriganga.
(e) This bike is on trail.
7. On, over : লাগালাগি অবস্থায় ওপরে বুঝালে over এবং একটু ফাঁকা রেখে ওপরে বুঝালে on ব্যবহূত হয়। যেমন:
(a) The book is on the table.
(b) The fan is over the head.
9. Since, from, for: নির্দিষ্ট সময়ের আগে since বা from এবং ব্যাপক সময়ের আগে for বসে। Since দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং from দ্বারা সব tense এর সময় বোঝায়। Since-এর আগে সর্বদা perfect বা perfect continuous tense বসে। যেমন:
(a) It has been raining since morning.
(b) He has been ill for a month.
(c) It has been raining for two hours.
9. In, by, before: ভবিষ্যৎ কালের ব্যাপক সময়ের আগে in এবং নির্দিষ্ট সময়ের আগে by বা before বসে। যেমন:
(a) I shall have finished reading the story book by or before 9 p.m.
(b) Habib will come in a month.
10. By, with: যে কাজ সম্পাদন করে তার আগে By এবং যার দ্বারা সম্পাদন করে তার আগে with বসে। যেমন:
(a) This poem was written by Kamal with a parker pen.
(b) The snake was killed by me with a stick.
Example:
1. Rahim goes to Dhaka.
prep. noun
2. Shut the door after you.
prep. pron.
3. We fly between Rome and Paris twice daily.
prep. noun phrase
Fill in the blanks with suitable preposition.
1
Every one desires a)- wealth. But a few attain it. Some people hanker b)- riches. Some are content c)-what they have. True happiness lies d)-contentment. It is high time we gave e)-the habit of covetousness.
2
Today man has been suffering a)-various dieses. And there is no remedy b)-some fatal disease. So man is subject c)- decay and death. One day he will depart d) - this world. There he cannot live e) - a long time
3
The Olympic Games were named a) -the town of Olympia in Greece. In those days Greece was divided b)-many cities. They used to fight c)- themselves. A man named Iphitos was concerned d) - such wasteful strife’s. He hit e) - a plan to set up peace in the country. His plan worked well.
Preposition-এর সঠিক উত্তর:
(1) a. for, b. after c. with d. in e. up
(2) a. from b. for c. to d. from e. for
(3) a. after b. into c. among
d. about e. upon.
লক্ষণীয়: By a doer, with an instrument আগে আলোচিত সাধারণ নিয়মের ব্যতিক্রম। ‘Blasted by an atom bomb’ ‘governed by the rules’ ‘died by poison’ ‘destroyed by fire’ ইত্যাদি বাক্যে by আসলে appropriate preposition হিসেবে ব্যবহূত হয়।
1. At, in: বড় স্থান বা সময়ের আগে in এবং ছোট স্থান বা সময়ের পূর্বে at বসে। যেমন:
(a) My friends lives at Nurpur in Rangpur.
(b) Usually I get up from bed at 6 a.m. in the morning.
লক্ষণীয়: সময়ের আগে in ব্যবহার করলে তারপর the বসে। কিন্তু at ব্যবহার করলে the বসে না।
2. In: অবস্থায়, অবস্থানে, স্থানে, ভাবে, মধ্যে, সময়ে এরূপ অর্থ বুঝাতে in বসে। যেমন:
(a) The students are in the room.
(b) Sajal succeeded in life in difficulties.
(c) Uzzal is in the midst way to school.
(e) Ovi serves in the army.
3. In, into –In দিয়ে আগে থেকে অবস্থান এবং into দিয়ে বাহির থেকে ভেতরের দিকে গতি বা অবস্থার পরিবর্তন বোঝায়। যেমন: (a) The chair is in the room.
(b) He is putting the pen into his pocket.
4. In, on, to –সীমান্তের ভেতরে হলে in ওপরে হলে on এবং বাহিরে হলে to বসে।
যেমন: (a) Comilla is in the east of Bangladesh.
(b) Tripura is on the east of Bangladesh.
5. In, after : অতীত কালের ব্যাপক সময় বুঝাতে (period of time) past tense-এ after এবং ভবিষ্যৎ কালের নির্দিষ্ট সময় (pint of time) in বোঝাতে ব্যবহূত হয়।
যেমন: (a) My friend will come from London in a week.
(b) He returned after two months.
6. On: ওপরে, ভাবে, অবস্থায়, কাজে, তে, তীরে, স্থানে, প্রতি, খেয়ে বাঁচা বোঝাতে on বসে। যেমন:
(a) The ball is on the table.
(b) The car is on hire.
(c) The cow live on grass.
(d) Dhaka stands on the Buriganga.
(e) This bike is on trail.
7. On, over : লাগালাগি অবস্থায় ওপরে বুঝালে over এবং একটু ফাঁকা রেখে ওপরে বুঝালে on ব্যবহূত হয়। যেমন:
(a) The book is on the table.
(b) The fan is over the head.
9. Since, from, for: নির্দিষ্ট সময়ের আগে since বা from এবং ব্যাপক সময়ের আগে for বসে। Since দ্বারা শুধু অতীতের নির্দিষ্ট সময় এবং from দ্বারা সব tense এর সময় বোঝায়। Since-এর আগে সর্বদা perfect বা perfect continuous tense বসে। যেমন:
(a) It has been raining since morning.
(b) He has been ill for a month.
(c) It has been raining for two hours.
9. In, by, before: ভবিষ্যৎ কালের ব্যাপক সময়ের আগে in এবং নির্দিষ্ট সময়ের আগে by বা before বসে। যেমন:
(a) I shall have finished reading the story book by or before 9 p.m.
(b) Habib will come in a month.
10. By, with: যে কাজ সম্পাদন করে তার আগে By এবং যার দ্বারা সম্পাদন করে তার আগে with বসে। যেমন:
(a) This poem was written by Kamal with a parker pen.
(b) The snake was killed by me with a stick.
No comments:
Post a Comment