Preposition Part-1
প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের Grammar item নিয়ে আলোচনা করব। নিয়মিত অনুশীলন করলে তোমরা Simple Preposition partটি আয়ত্ত করতে সক্ষম হবে।
Preposition বা সম্বন্ধসূচক অব্যয়: যে Word কোনো Noun বা Pronoun-এর আগে বসে ওই Noun বা Pronoun-এর সঙ্গে বাক্যের অন্য Word-এর সম্পর্ক নির্দেশ করে তাকে Preposition বলে।
যেমন: at, in, on, to, over, by, for, of, from, above, across, with, under, near, beneath, without, after, among, between, etc.
তোমাদের জানার সুবিধার্থে নিচে preposition-এর প্রকারভেদ ও কোন preposition কোন প্রকারে ব্যবহূত হয়ে থাকে তা তুলে ধরা হলো।
Kinds of prepositions :
1. Simple preposition : একটি মাত্র word দ্বারা গঠিত preposition হলো simple preposition । যেমন: (a) At, by, on, with এই preposition গুলো হলো স্থিতি বাচক ক্রিয়া বা verbs indication rest in place-এর পরে বসে। যেমন : Rana is standing at the door now.
(b) To, from, for, of, through ও up এই preposition গুলো গতিবাচক ক্রিয়া বা verbs showing motion এর পরে বসে। যেমন: Raju comes from his village.
2. Double preposition : যখন দুটি Simple preposition যুক্ত হয়ে একটি একক preposition-এর ন্যায় ব্যবহূত হয় তখন তা হলো double preposition. যেমন: in+to=into, with+in=within, on+to=onto, with+out=without, up+on=upon, out+of=out of ইত্যাদি।
3. Compound Preposition : Noun বা Adjective বা Adverb-এর আগে simple preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয় তা হলো Compound preposition বলে।
4. Participle Preposition: Present participle বা past participle যদি preposition-এর মতো ব্যবহূত হয় তখন তা participle preposition. যেমন: Concerning, considering, judging, regarding, respecting ইত্যাদি participle preposition রূপে বসতে পারে। Considering the circumstances you are right.
5. Phrase Preposition: দুই বা ততোধিক word-এর মিলনে গঠিত phrase যদি একটিমাত্র preposition -এর ন্যায় ব্যবহূত হয় তবে তা prepositional phrase বা phrasal preposition যেমন: On account of, on the point of, in front of, in spite of, by means of, by dint of, for the sake of, in order to.
6. Disguised Preposition: কখনো কখনো on, in ও of-এর পরিবর্তে a এবং o ব্যবহূত হয় এবং word-এর শুরুতে বসে। এরূপ preposition হলো Disguised preposition বা ছদ্মবেশী যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহূত হয়েছে।
(a) Now, it is four o’clock. (o = of)
(b) Rana goes there once a week. (in a week)
7. Detached Preposition : Interrogative Preposition, Relative Pronoun এবং Interrogative adverbs-এর সঙ্গে সম্পর্কযুক্ত prepositions এদের আগে না বসে sentence-এর শেষে বসে। তখন এ ধরনের prepositions কে Detached Preposition বলে। যেমন:
(a) What are you looking for?
(b) Where did you come from?
(c) What are you talking about?
প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের Grammar item নিয়ে আলোচনা করব। নিয়মিত অনুশীলন করলে তোমরা Simple Preposition partটি আয়ত্ত করতে সক্ষম হবে।
Preposition বা সম্বন্ধসূচক অব্যয়: যে Word কোনো Noun বা Pronoun-এর আগে বসে ওই Noun বা Pronoun-এর সঙ্গে বাক্যের অন্য Word-এর সম্পর্ক নির্দেশ করে তাকে Preposition বলে।
যেমন: at, in, on, to, over, by, for, of, from, above, across, with, under, near, beneath, without, after, among, between, etc.
তোমাদের জানার সুবিধার্থে নিচে preposition-এর প্রকারভেদ ও কোন preposition কোন প্রকারে ব্যবহূত হয়ে থাকে তা তুলে ধরা হলো।
Kinds of prepositions :
1. Simple preposition : একটি মাত্র word দ্বারা গঠিত preposition হলো simple preposition । যেমন: (a) At, by, on, with এই preposition গুলো হলো স্থিতি বাচক ক্রিয়া বা verbs indication rest in place-এর পরে বসে। যেমন : Rana is standing at the door now.
(b) To, from, for, of, through ও up এই preposition গুলো গতিবাচক ক্রিয়া বা verbs showing motion এর পরে বসে। যেমন: Raju comes from his village.
2. Double preposition : যখন দুটি Simple preposition যুক্ত হয়ে একটি একক preposition-এর ন্যায় ব্যবহূত হয় তখন তা হলো double preposition. যেমন: in+to=into, with+in=within, on+to=onto, with+out=without, up+on=upon, out+of=out of ইত্যাদি।
3. Compound Preposition : Noun বা Adjective বা Adverb-এর আগে simple preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয় তা হলো Compound preposition বলে।
4. Participle Preposition: Present participle বা past participle যদি preposition-এর মতো ব্যবহূত হয় তখন তা participle preposition. যেমন: Concerning, considering, judging, regarding, respecting ইত্যাদি participle preposition রূপে বসতে পারে। Considering the circumstances you are right.
5. Phrase Preposition: দুই বা ততোধিক word-এর মিলনে গঠিত phrase যদি একটিমাত্র preposition -এর ন্যায় ব্যবহূত হয় তবে তা prepositional phrase বা phrasal preposition যেমন: On account of, on the point of, in front of, in spite of, by means of, by dint of, for the sake of, in order to.
6. Disguised Preposition: কখনো কখনো on, in ও of-এর পরিবর্তে a এবং o ব্যবহূত হয় এবং word-এর শুরুতে বসে। এরূপ preposition হলো Disguised preposition বা ছদ্মবেশী যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহূত হয়েছে।
(a) Now, it is four o’clock. (o = of)
(b) Rana goes there once a week. (in a week)
7. Detached Preposition : Interrogative Preposition, Relative Pronoun এবং Interrogative adverbs-এর সঙ্গে সম্পর্কযুক্ত prepositions এদের আগে না বসে sentence-এর শেষে বসে। তখন এ ধরনের prepositions কে Detached Preposition বলে। যেমন:
(a) What are you looking for?
(b) Where did you come from?
(c) What are you talking about?
No comments:
Post a Comment