Tuesday, May 1, 2012

Rules of Prepositon for JSC Exam

Preposition Part-1

প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের Grammar item নিয়ে আলোচনা করব। নিয়মিত অনুশীলন করলে তোমরা Simple Preposition partটি আয়ত্ত করতে সক্ষম হবে।
Preposition বা সম্বন্ধসূচক অব্যয়: যে Word কোনো Noun বা Pronoun-এর আগে বসে ওই Noun বা Pronoun-এর সঙ্গে বাক্যের অন্য Word-এর সম্পর্ক নির্দেশ করে তাকে Preposition বলে।
যেমন: at, in, on, to, over, by, for, of, from, above, across, with, under, near, beneath, without, after, among, between, etc.
তোমাদের জানার সুবিধার্থে নিচে preposition-এর প্রকারভেদ ও কোন preposition কোন প্রকারে ব্যবহূত হয়ে থাকে তা তুলে ধরা হলো।
Kinds of prepositions :
1. Simple preposition : একটি মাত্র word দ্বারা গঠিত preposition হলো simple preposition । যেমন: (a) At, by, on, with এই preposition গুলো হলো স্থিতি বাচক ক্রিয়া বা verbs indication rest in place-এর পরে বসে। যেমন : Rana is standing at the door now.
(b) To, from, for, of, through ও up এই preposition গুলো গতিবাচক ক্রিয়া বা verbs showing motion এর পরে বসে। যেমন: Raju comes from his village.
2. Double preposition : যখন দুটি Simple preposition যুক্ত হয়ে একটি একক preposition-এর ন্যায় ব্যবহূত হয় তখন তা হলো double preposition. যেমন: in+to=into, with+in=within, on+to=onto, with+out=without, up+on=upon, out+of=out of ইত্যাদি।
3. Compound Preposition : Noun বা Adjective বা Adverb-এর আগে simple preposition যুক্ত হয়ে যে preposition গঠিত হয় তা হলো Compound preposition বলে।
4. Participle Preposition: Present participle বা past participle যদি preposition-এর মতো ব্যবহূত হয় তখন তা participle preposition. যেমন: Concerning, considering, judging, regarding, respecting ইত্যাদি participle preposition রূপে বসতে পারে। Considering the circumstances you are right.
5. Phrase Preposition: দুই বা ততোধিক word-এর মিলনে গঠিত phrase যদি একটিমাত্র preposition -এর ন্যায় ব্যবহূত হয় তবে তা prepositional phrase বা phrasal preposition যেমন: On account of, on the point of, in front of, in spite of, by means of, by dint of, for the sake of, in order to.
6. Disguised Preposition: কখনো কখনো on, in ও of-এর পরিবর্তে a এবং o ব্যবহূত হয় এবং word-এর শুরুতে বসে। এরূপ preposition হলো Disguised preposition বা ছদ্মবেশী যেমন: a hunting, ashore, ahead = a = on অর্থাৎ এখানে on পরিবর্তে a ব্যবহূত হয়েছে।
(a) Now, it is four o’clock. (o = of)
(b) Rana goes there once a week. (in a week)
7. Detached Preposition : Interrogative Preposition, Relative Pronoun এবং Interrogative adverbs-এর সঙ্গে সম্পর্কযুক্ত prepositions এদের আগে না বসে sentence-এর শেষে বসে। তখন এ ধরনের prepositions কে Detached Preposition বলে। যেমন:
(a) What are you looking for?
(b) Where did you come from?
(c) What are you talking about?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...