Parts of speech Adjective
প্রিয় শিক্ষার্থীরা, আজ NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৯ নম্বর Grammar item নিয়ে আলোচনা করব। নিয়মিত অনুশীলন করলে তোমরা Adjective বিষয়টি আয়ত্ত করতে সক্ষম হবে।
Adjective বা বিশেষণ: যে word কোনো noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা আকার বোঝায়, তাকে adjective বলে। যেমন: Good, bad, truthful, brave, rich, new, little, few, some, tall etc.
Use of adjective: Adjective দুভাবে ব্যবহূত হয়।
(i) Attributive use of adjective (ii) Predicative use of adjective
Attributive use of adjective : Adjective যখন noun-এর আগে বসে ওই nounকে প্রত্যক্ষভাবে qualify করে, তাকে Attributive use of adjective বলে। যেমন: He is an active person. Hasan is an attentive student.
ওপরের sentence দুটির প্রথমটিতে active শব্দটি noun ‘person’-এর আগে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় sentence-এ attentive শব্দটি ‘Student’ শব্দটির আগে বসে প্রত্যক্ষভাবে qualify করেছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Attributive use of adjective বলে।
(ii) Predicative use of adjective : Adjective যখন predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে subjectকে qualify করে, তখন adjective-এর সেই ব্যবহারকে Predicative use of adjective বলে। যেমন: Matin is intelligent. He is poor.
ওপরের sentence-এ intelligent শব্দটি predicative verb-এর পরে বসে subject-এর দোষগুণ প্রকাশ করেছে। দ্বিতীয় sentence-এও ‘Poor’ adjectiveটি predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে subject-এর অবস্থা প্রকাশ করছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Predicative use of adjective বলে।
Classification of adjectives (adjective শ্রেণী বিভাগ)
1. Adjective of quality বা Descriptive adjective
2. Adjective of quantity বা Quantitative adjective
3. Adjective of number বা Numeral adjective
4. Pronominal adjective.
Parts of speech Adjective
1. Adjective of quality or Descriptive adjective : যে adjective noun বা pronoun-এর দোষ, গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে Adjective of quality বা Descriptive adjective বলে। উদাহরণ:
Hasan is a meritorious student. He is poor.
The man is very honest.
ওপরের sentence তিনটি লক্ষ করলে আমরা দেখতে পাই, প্রথম sentence-এ meritorious শব্দটি দ্বারা subject ‘Hasan’-এর গুণ প্রকাশ পেয়েছে।
দ্বিতীয় sentence-এ poor শব্দটি দ্বারা subject ‘He’-এর অবস্থা প্রকাশ পেয়েছে।
তৃতীয় sentence-এ ‘honest’ শব্দটি দ্বারা subject ‘The man’-এর গুণ প্রকাশ পেয়েছে। তাই meritorious, poor, honest—এই শব্দগুলো এখানে Adjective of quality বা Descriptive adjective.
আরও কয়েকটি Descriptive adjective হলো brilliant, liar, happy, brave, young, old, new, fine, sweet, bad, costly, cheap ইত্যাদি।
2. Adjective of quantity or Quantitative adjective: যে adjective sentence-এ noun বা pronoun-এর পরিমাণ নির্দেশ করে, তাকে Adjective of quantity বলে।
উদাহরণ: He has much money.
A little learning is a dangerous thing.
Give me some food.
উপরিউক্ত sentenceগুলোতে much, a little, some—এ শব্দগুলো পরিমাণ নির্দেশ করেছে। তাহলে, এগুলো Quantitative adjective এবং Adjective of quantity হবে।
3. Adjective of number or Numeral adjective : যেসব adjective noun বা pronoun-এর সংখ্যা নির্দেশ করে, তাদের Adjective of number বা Numeral adjective বলে। উদাহরণ: Imran has a nice umbrella. Della finished reading five story books.
4. Numeral adjective-এর প্রকারভেদ।
Numeral adjective চার প্রকার:
(1) Cardinal numeral adjective
(2) Indefinite numeral adjective
(3) Multiplicative numeral adjective
(4) Ordinal numeral adjective
Cardinal Indefinite Multiplicative Ordinal
One Some Single First
Two Any Double Second
Three None Triple Third
Four A Several Fourfold Fourth
(i) Cardinal numeral adjective : যেসব adjective দ্বারা noun বা pronoun-এর সংখ্যা নিদের্শিত হয় তাদের Cardinal adjective বলে।
উদাহরণ: There are two taxi cab here.
They have seven cows. We are fifty in numbers.
(ii) Indefinite numeral adjective: যেসব adjective noun বা pronoun-এর সংখ্যা নির্দিষ্টভাবে বোঝায় না, তাদের Indefinite numeral adjective বলে ।
উদাহনণ: Some girls are walking.
A good number of students attended the class.
প্রিয় শিক্ষার্থীরা, আজ NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৯ নম্বর Grammar item নিয়ে আলোচনা করব। নিয়মিত অনুশীলন করলে তোমরা Adjective বিষয়টি আয়ত্ত করতে সক্ষম হবে।
Adjective বা বিশেষণ: যে word কোনো noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা আকার বোঝায়, তাকে adjective বলে। যেমন: Good, bad, truthful, brave, rich, new, little, few, some, tall etc.
Use of adjective: Adjective দুভাবে ব্যবহূত হয়।
(i) Attributive use of adjective (ii) Predicative use of adjective
Attributive use of adjective : Adjective যখন noun-এর আগে বসে ওই nounকে প্রত্যক্ষভাবে qualify করে, তাকে Attributive use of adjective বলে। যেমন: He is an active person. Hasan is an attentive student.
ওপরের sentence দুটির প্রথমটিতে active শব্দটি noun ‘person’-এর আগে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় sentence-এ attentive শব্দটি ‘Student’ শব্দটির আগে বসে প্রত্যক্ষভাবে qualify করেছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Attributive use of adjective বলে।
(ii) Predicative use of adjective : Adjective যখন predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে subjectকে qualify করে, তখন adjective-এর সেই ব্যবহারকে Predicative use of adjective বলে। যেমন: Matin is intelligent. He is poor.
ওপরের sentence-এ intelligent শব্দটি predicative verb-এর পরে বসে subject-এর দোষগুণ প্রকাশ করেছে। দ্বিতীয় sentence-এও ‘Poor’ adjectiveটি predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে subject-এর অবস্থা প্রকাশ করছে। Adjective-এর এরূপ ব্যবহারকে Predicative use of adjective বলে।
Classification of adjectives (adjective শ্রেণী বিভাগ)
1. Adjective of quality বা Descriptive adjective
2. Adjective of quantity বা Quantitative adjective
3. Adjective of number বা Numeral adjective
4. Pronominal adjective.
Parts of speech Adjective
1. Adjective of quality or Descriptive adjective : যে adjective noun বা pronoun-এর দোষ, গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে Adjective of quality বা Descriptive adjective বলে। উদাহরণ:
Hasan is a meritorious student. He is poor.
The man is very honest.
ওপরের sentence তিনটি লক্ষ করলে আমরা দেখতে পাই, প্রথম sentence-এ meritorious শব্দটি দ্বারা subject ‘Hasan’-এর গুণ প্রকাশ পেয়েছে।
দ্বিতীয় sentence-এ poor শব্দটি দ্বারা subject ‘He’-এর অবস্থা প্রকাশ পেয়েছে।
তৃতীয় sentence-এ ‘honest’ শব্দটি দ্বারা subject ‘The man’-এর গুণ প্রকাশ পেয়েছে। তাই meritorious, poor, honest—এই শব্দগুলো এখানে Adjective of quality বা Descriptive adjective.
আরও কয়েকটি Descriptive adjective হলো brilliant, liar, happy, brave, young, old, new, fine, sweet, bad, costly, cheap ইত্যাদি।
2. Adjective of quantity or Quantitative adjective: যে adjective sentence-এ noun বা pronoun-এর পরিমাণ নির্দেশ করে, তাকে Adjective of quantity বলে।
উদাহরণ: He has much money.
A little learning is a dangerous thing.
Give me some food.
উপরিউক্ত sentenceগুলোতে much, a little, some—এ শব্দগুলো পরিমাণ নির্দেশ করেছে। তাহলে, এগুলো Quantitative adjective এবং Adjective of quantity হবে।
3. Adjective of number or Numeral adjective : যেসব adjective noun বা pronoun-এর সংখ্যা নির্দেশ করে, তাদের Adjective of number বা Numeral adjective বলে। উদাহরণ: Imran has a nice umbrella. Della finished reading five story books.
4. Numeral adjective-এর প্রকারভেদ।
Numeral adjective চার প্রকার:
(1) Cardinal numeral adjective
(2) Indefinite numeral adjective
(3) Multiplicative numeral adjective
(4) Ordinal numeral adjective
Cardinal Indefinite Multiplicative Ordinal
One Some Single First
Two Any Double Second
Three None Triple Third
Four A Several Fourfold Fourth
(i) Cardinal numeral adjective : যেসব adjective দ্বারা noun বা pronoun-এর সংখ্যা নিদের্শিত হয় তাদের Cardinal adjective বলে।
উদাহরণ: There are two taxi cab here.
They have seven cows. We are fifty in numbers.
(ii) Indefinite numeral adjective: যেসব adjective noun বা pronoun-এর সংখ্যা নির্দিষ্টভাবে বোঝায় না, তাদের Indefinite numeral adjective বলে ।
উদাহনণ: Some girls are walking.
A good number of students attended the class.
(iii) Multiplicative numeral adjective: যেসব Numeral adjective sentence এ
ব্যবহূত noun-এর কতবার বা কতগুণ রয়েছে তা নির্দেশ করে তাদের
Multiplicative numeral adjective: বলে। যেমন: Milton came here single.
It has two fold uses.
(iv) Ordinal numeral adjective: যে adjective সাধারণত এর পর্যায়ক্রমিক স্থান বা ক্রমানুসারে অবস্থান নির্দেশ করে তাকে Cardinal numeral adjective বলে। যেমন: Tarek is the first boy in the class.
Sahera is the second daughter of her parents.
Note: Cardinal, ordinal ও multiplicative Numeral adjectiveগুলো noun বা pronoun-এর সংখ্যা বা অবস্থান নির্দিষ্টভাবে বোঝায় বলে এদের একত্রে Definite numeral adjective বলে।
4. Pronominal adjective: কিছু কিছু pronoun যখন noun-এর আগে বসে adjective-এর কার্য সম্পাদন করে তখন তাদের Pronominal adjective বলে।
যেমন: This boy is very active. This is his pen.
Pronominal adjective চার প্রকার। যেমন:
(i) Demonstrative adjective
(ii) Interrogative adjective
(iii) Distributive adjective
(iv) Possessive adjective.
(i) Demonstrative adjective: যখন কোনো Demonstrative pronoun কোনো noun-এর আগে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে তখন তাকে Demonstrative adjective বলে ।
যেমন: This pen is black. That dictionary is costly.
(ii) Interrogative adjective: যখন কোনো Interrogative pronoun কোনো
noun-এর আগে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে তখন তাকে
Interrogative adjective বলে ।
যেমন: Which class do you read in?
Whose moneybag is this?
(iii) Distributive adjective: যখন কোনো Distributive pronoun কোনো noun-এর আগে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে তখন তাকে Distributive adjective বলে। যেমন: Each boy will get a T-shirt.
Neither of them was sick.
(iv) Possessive adjective: যখন কোনো possessive pronoun কোনো noun-এর আগে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে তখন তাকে Distributive adjective বলে|
যেমন: This is your purse. That is her glass.
কয়েকটি adjective-এর ভিন্ন ভিন্ন প্রয়োগ:
Many: এটি Plural countable noun-এর আগে বসে। এটি সংখ্যা নির্দেশক।
যেমন: Many boys were present in the party.
Many bananas were bought.
Much : এটি Material singular noun কে বোঝায় এবং পরিমাণ নির্দেশ করে।
যেমন: Runa drank much water.
Iqbal has much money.
Many a: এটি Singular countable noun-এর আগে বসে।
যেমন: Many a man died of cholera.
Many a person went there.
A great many : এটি Plural countable noun-এর আগে বসে। যেমন: A great many students were present.
A great many people joined the wedding party.
(e) Another, any other:
Another: এটি singular noun-এর আগে বসে।
যেমন: Another copy was needed.
Another patient came here yesterday.
Any other: এটি singular ও plural উভয় রকম noun কে বোঝাতে ব্যবহূত হয়।
যেমন: Luna is more talent than any other girl in the class.
He is stronger than any other man in the village.
Few, a few, the few:
Few: একটি সংখ্যা নির্দেশক adjective। এটি negative অর্থ প্রকাশ করে। ‘প্রায় নেই’ বললেই চলে অর্থে এর ব্যবহার হয়ে থাকে। যেমন: I have few story books. My friend has few colored pens.
A few: এটিও একটি সংখ্যা নির্দেশক, affirmative ভাব প্রকাশ করে এবং অল্প সংখ্যক বোঝাতে এটি ব্যবহূত হয়। যেমন: I have a few friends. My brother has a few caps.
The few: এটি affirmative ও negative উভয় ভাব প্রকাশ করে। অল্প সংখ্যক ‘কিন্তু সবগুলো’ এ অর্থে ব্যবহূত হয়। যেমন: He sold the few lands he had.
Little, a little, the little:
Little: এটি পরিমাণ নির্দেশক negative অর্থ প্রকাশ করে। ‘কিছুই নেই’ অর্থে এটি ব্যবহূত হয়।
যেমন: There is little water is the pond.
He takes little snacks at noon.
A little: এটি পরিমাণ নির্দেশক তবে সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়।
যেমন: We have a little oil. The old man had a little land.
The little: এটি সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়। তবে সামান্য পরিমাণের সবটুকুকে বোঝাতেই The little sentence-এ ব্যবহূত হয়।
যেমন: He left his home with the little money he had.
Comparison of Adjective
স্বাভাবিক অবস্থায় noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে এবং তুলনামূলক অবস্থায় noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা বোঝাতে এর রূপের যে পরিবর্তন বা ভিন্নতা লক্ষ করা যায় তাকে Comparison of adjective বলে।
(iv) Ordinal numeral adjective: যে adjective সাধারণত এর পর্যায়ক্রমিক স্থান বা ক্রমানুসারে অবস্থান নির্দেশ করে তাকে Cardinal numeral adjective বলে। যেমন: Tarek is the first boy in the class.
Sahera is the second daughter of her parents.
Note: Cardinal, ordinal ও multiplicative Numeral adjectiveগুলো noun বা pronoun-এর সংখ্যা বা অবস্থান নির্দিষ্টভাবে বোঝায় বলে এদের একত্রে Definite numeral adjective বলে।
4. Pronominal adjective: কিছু কিছু pronoun যখন noun-এর আগে বসে adjective-এর কার্য সম্পাদন করে তখন তাদের Pronominal adjective বলে।
যেমন: This boy is very active. This is his pen.
Pronominal adjective চার প্রকার। যেমন:
(i) Demonstrative adjective
(ii) Interrogative adjective
(iii) Distributive adjective
(iv) Possessive adjective.
(i) Demonstrative adjective: যখন কোনো Demonstrative pronoun কোনো noun-এর আগে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে তখন তাকে Demonstrative adjective বলে ।
যেমন: This pen is black. That dictionary is costly.
যেমন: Which class do you read in?
Whose moneybag is this?
(iii) Distributive adjective: যখন কোনো Distributive pronoun কোনো noun-এর আগে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে তখন তাকে Distributive adjective বলে। যেমন: Each boy will get a T-shirt.
Neither of them was sick.
(iv) Possessive adjective: যখন কোনো possessive pronoun কোনো noun-এর আগে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে তখন তাকে Distributive adjective বলে|
যেমন: This is your purse. That is her glass.
কয়েকটি adjective-এর ভিন্ন ভিন্ন প্রয়োগ:
Many: এটি Plural countable noun-এর আগে বসে। এটি সংখ্যা নির্দেশক।
যেমন: Many boys were present in the party.
Many bananas were bought.
Much : এটি Material singular noun কে বোঝায় এবং পরিমাণ নির্দেশ করে।
যেমন: Runa drank much water.
Iqbal has much money.
Many a: এটি Singular countable noun-এর আগে বসে।
যেমন: Many a man died of cholera.
Many a person went there.
A great many : এটি Plural countable noun-এর আগে বসে। যেমন: A great many students were present.
A great many people joined the wedding party.
(e) Another, any other:
Another: এটি singular noun-এর আগে বসে।
যেমন: Another copy was needed.
Another patient came here yesterday.
Any other: এটি singular ও plural উভয় রকম noun কে বোঝাতে ব্যবহূত হয়।
যেমন: Luna is more talent than any other girl in the class.
He is stronger than any other man in the village.
Few, a few, the few:
Few: একটি সংখ্যা নির্দেশক adjective। এটি negative অর্থ প্রকাশ করে। ‘প্রায় নেই’ বললেই চলে অর্থে এর ব্যবহার হয়ে থাকে। যেমন: I have few story books. My friend has few colored pens.
A few: এটিও একটি সংখ্যা নির্দেশক, affirmative ভাব প্রকাশ করে এবং অল্প সংখ্যক বোঝাতে এটি ব্যবহূত হয়। যেমন: I have a few friends. My brother has a few caps.
The few: এটি affirmative ও negative উভয় ভাব প্রকাশ করে। অল্প সংখ্যক ‘কিন্তু সবগুলো’ এ অর্থে ব্যবহূত হয়। যেমন: He sold the few lands he had.
Little, a little, the little:
Little: এটি পরিমাণ নির্দেশক negative অর্থ প্রকাশ করে। ‘কিছুই নেই’ অর্থে এটি ব্যবহূত হয়।
যেমন: There is little water is the pond.
He takes little snacks at noon.
A little: এটি পরিমাণ নির্দেশক তবে সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়।
যেমন: We have a little oil. The old man had a little land.
The little: এটি সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়। তবে সামান্য পরিমাণের সবটুকুকে বোঝাতেই The little sentence-এ ব্যবহূত হয়।
যেমন: He left his home with the little money he had.
Comparison of Adjective
স্বাভাবিক অবস্থায় noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে এবং তুলনামূলক অবস্থায় noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা বোঝাতে এর রূপের যে পরিবর্তন বা ভিন্নতা লক্ষ করা যায় তাকে Comparison of adjective বলে।
No comments:
Post a Comment