Tuesday, May 8, 2012

Completing Sentence

Completing Sentence

কিছু কথা :  ইংরেজি ভাষার যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই completing sentence-এর উপর কিছু প্রশ্ন দেওয়া হয়ে থাকে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না; কিংবা কিভাবে এবং কি ব্যবহার করে sentence-টি complete করা যায় তা বুঝে উঠতে পারেন না। তবে নিচের নিয়মগুলো আয়ত্তে এনে রীতিমতো চর্চা করলে অতি সহজেই sentence complete করার কৌশল অর্জিত হবে। তাছাড়া, এই নিয়মগুলো English grammar-এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারণা দিতে সক্ষম।
Too —— to অথবা Enough ----to     
Rule 01: Too —— to অথবা enough ——- to ব্যবহার করে simple sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, adjective বা adverb-এর পূর্বে too বসে এবং পরে enough বসে। তাছাড়া noun-এর পূর্বে too much/too many/enough বসে। এদের structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ
a) Sub + verb + too + adj / adv + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য
b) Sub + verb + adj / adv + enough + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য
c) Sub + verb + enough / too much / too many + noun + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য
Q. The man was too weak —————.
A. The man was too weak to walk.
Q. The load is too heavy for her —————.
A. The load is too heavy for her to carry.
Q. —————- to complete in time.
A. He works too slowly to complete in time.
Q. It is too interesting a matter for us ————-.
A. It is too interesting a matter for us to overlook.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...