Tuesday, May 8, 2012

Completing Sentence

Completing Sentence

 ইংরেজি ভাষার যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই completing sentence-এর উপর কিছু প্রশ্ন দেওয়া হয়ে থাকে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না; কিংবা কিভাবে এবং কি ব্যবহার করে sentence-টি complete করা যায় তা বুঝে উঠতে পারেন না। তবে নিচের নিয়মগুলো আয়ত্তে এনে রীতিমতো চর্চা করলে অতি সহজেই sentence complete করার কৌশল অর্জিত হবে। তাছাড়া, এই নিয়মগুলো English grammar-এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারণা দিতে সক্ষম।

So ——— that          

Rule 02: So ——- that ব্যবহার করে complex sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, that-এর পরের clause-টিতে মূল াবত্ন-এর base form-এর পূর্বে tense ও অর্থ অনুযায়ী can/could/cannot /could not বসে। এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলোঃ
a) Sub1 + verb + so + adj / adv + that + sub2 + can /could / cannot / could not + verb-এর base form + অন্যান্য
Q. The patient was so weak ————-.
A. The patient was so weak that he could not walk.
Q. Their throats were so dry ————-.
A. Their throats were so dry that they couldn’t speak.
Q. He is so expert that ————-.
A. He is so expert that he can solve it easily.
Q. She is ————that she can understand it quickly.
A. She is so intelligent that he can understand it quickly.
Q. He plays so skilfully ————. (modal ব্যবহার না করে করম্নন)
A. He plays so skilfully that everybody gets amused.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...