সমাজ সময়: ২ ঘণ্টা \ পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: ডান পাশে প্রদত্ত নম্বর প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১. সঠিক উত্তরটি খাতায় লেখো। ১×১০=১০
(ক) পরিবার সমাজের কী ধরনের প্রতিষ্ঠান?
১. ব্যক্তিগত প্রতিষ্ঠান ২. রাজনৈতিক প্রতিষ্ঠান ৩. আন্তর্জাতিক প্রতিষ্ঠান ৪. প্রাথমিক প্রতিষ্ঠান
(খ) সুনাগরিক হিসেবে আমাদের জীবনকে গড়ে উঠতে কোনটি সাহায্য করে?
১. বিদ্যালয় ২. হাসপাতাল ৩. অফিস ৪. বাসস্থান
(গ) মতামতের ভিন্নতার কারণে আমাদের মধ্যে কী ধরনের সম্পর্ক গড়ে ওঠে?
১. সুসম্পর্ক ২. বন্ধুত্ব ৩. বিভিন্নতা ৪. ক ও গ দুটিই
(ঘ) আমাদের দেশের কোন দলিলে মানবাধিকার স্বীকৃত হয়েছে?
১. সংবিধান ২. শিক্ষানীতি ৩. জাতীয় শিশু নীতি ৪. পরিবেশ নীতি
(ঙ) ১৯০৫ সালে কী হয়?
১. বঙ্গভঙ্গ ২. সিপাহি বিপ্লব ৩. ছিয়াত্তরের মন্বন্তর ৪. নীল বিপ্লব
(চ) বাংলাদেশের প্রধান মাছের ক্ষেত্র কয়টি?
১. ৪টি ২. ৫টি ৩. ৬টি ৪. ৮টি
(ছ) কোনটি পরিবেশের উপাদান? ১. গাছপালা ২. পোশাক ৩. খেলাধুলা ৪. খাদ্য
(জ) কোনটি বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ?
১. শিক্ষার অভাব ২. দেশান্তর ৩. ভৌগোলিক পরিবেশ ৪. অধিক জন্মহার
(ঝ) স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে কাজে সমন্বয় করে কোনটি?
১. ইউনেস্কো ২. অছি পরিষদ ৩. ইউএনডিপি ৪. নিরাপত্তা পরিষদ
(ঞ) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়?
১. ৭ মার্চ ২. ৭ আগস্ট ৩. ৭ জুন ৪. ৭ এপ্রিল
২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০
(ক) আমাদের সবচেয়ে কল্যাণকর সংগঠন হলো—।
(খ) ফ্রান্সের রান্নাকে একধরনের—বলা হয়। (গ) মানচিত্র একধরনের—।
(ঘ) সিপাহি বিদ্রোহকে—প্রথম সংগ্রামও বলা হয়।
(ঙ) মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে—সেক্টরে ভাগ করা হয়।
৩. নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো। ২৫=১০
(ক) বাংলাদেশে প্রায় ৫৪টির অধিক ক্ষুদ্র জনগোষ্ঠী বসবাস করে।
(খ) বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ।
(গ) পোশাকশিল্পের কাঁচামাল দেশেই পাওয়া যায়।
(ঘ) ‘বাঙ্গালাহ’ নামটি ইলিয়াস শাহের সময়ে শুরু হয়।
(ঙ) ১০০ বছর এ দেশে কোম্পানির শাসন চলে।
৪. বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিল করো। ২×৪=৮
(ক) সামাজিক মূল্যবোধ জীবনে সামাজিক অধিকার
(খ) বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস অর্থনৈতিক অধিকার।
(গ) জীবিকা নির্বাহের অধিকার শৃঙ্খলা আনে।
(ঘ) শিশুদের জন্য কাজ করে ইউনিসেফ।
১২ জুন।
৫ জুন।
৫. অল্প কথায় উত্তর দাও যেকোনো ১০টি। ৩×১০=৩০
(ক) বিদ্যালয়কে কেন জাতি গঠনের কারখানা বলা হয়?
(খ) নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে?
(গ) বাড়ি পরিষ্কার রাখার জন্য আমাদের কী করা প্রয়োজন?
(ঘ) রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয়?
(ঙ) মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রি আমদানি ও রপ্তানি হতো?
(চ) দ্বৈতশাসন বলতে কী বোঝায়? (ছ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী?
(জ) জাতিসংঘ গঠনের তিনটি প্রধান উদ্দেশ্য লেখো।
(ঝ) ক্ষুদ্র জাতিগোষ্ঠী কারা? চারটি প্রধান ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম লেখো।
(ঞ) তোমার এলাকার ছয়টি উন্নয়ন কর্মকাণ্ডের নাম লেখো।
(ট) যমুনা সেতু নির্মাণের পর আমাদের কী কী উপকার হয়েছে?
(ঠ) ফরাসিরা কী কী খাবার খায়?
৬. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৮×৪=৩২
(ক) এলাকাবাসীকে নিরাপদ পানি ব্যবহারে সচেতন করা প্রয়োজন কেন?
(খ) আমাদের দেশে শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে? এ ক্ষেত্রে তোমার করণীয় কী?
(গ) পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লেখো।
(ঘ) জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখো।
(ঙ) বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান সম্পর্কে আমরা কেন জানব?
(চ) হানাদার বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যার কারণ উল্লেখ করো।
[দ্রষ্টব্য: ডান পাশে প্রদত্ত নম্বর প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১. সঠিক উত্তরটি খাতায় লেখো। ১×১০=১০
(ক) পরিবার সমাজের কী ধরনের প্রতিষ্ঠান?
১. ব্যক্তিগত প্রতিষ্ঠান ২. রাজনৈতিক প্রতিষ্ঠান ৩. আন্তর্জাতিক প্রতিষ্ঠান ৪. প্রাথমিক প্রতিষ্ঠান
(খ) সুনাগরিক হিসেবে আমাদের জীবনকে গড়ে উঠতে কোনটি সাহায্য করে?
১. বিদ্যালয় ২. হাসপাতাল ৩. অফিস ৪. বাসস্থান
(গ) মতামতের ভিন্নতার কারণে আমাদের মধ্যে কী ধরনের সম্পর্ক গড়ে ওঠে?
১. সুসম্পর্ক ২. বন্ধুত্ব ৩. বিভিন্নতা ৪. ক ও গ দুটিই
(ঘ) আমাদের দেশের কোন দলিলে মানবাধিকার স্বীকৃত হয়েছে?
১. সংবিধান ২. শিক্ষানীতি ৩. জাতীয় শিশু নীতি ৪. পরিবেশ নীতি
(ঙ) ১৯০৫ সালে কী হয়?
১. বঙ্গভঙ্গ ২. সিপাহি বিপ্লব ৩. ছিয়াত্তরের মন্বন্তর ৪. নীল বিপ্লব
(চ) বাংলাদেশের প্রধান মাছের ক্ষেত্র কয়টি?
১. ৪টি ২. ৫টি ৩. ৬টি ৪. ৮টি
(ছ) কোনটি পরিবেশের উপাদান? ১. গাছপালা ২. পোশাক ৩. খেলাধুলা ৪. খাদ্য
(জ) কোনটি বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ?
১. শিক্ষার অভাব ২. দেশান্তর ৩. ভৌগোলিক পরিবেশ ৪. অধিক জন্মহার
(ঝ) স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে কাজে সমন্বয় করে কোনটি?
১. ইউনেস্কো ২. অছি পরিষদ ৩. ইউএনডিপি ৪. নিরাপত্তা পরিষদ
(ঞ) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়?
১. ৭ মার্চ ২. ৭ আগস্ট ৩. ৭ জুন ৪. ৭ এপ্রিল
২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০
(ক) আমাদের সবচেয়ে কল্যাণকর সংগঠন হলো—।
(খ) ফ্রান্সের রান্নাকে একধরনের—বলা হয়। (গ) মানচিত্র একধরনের—।
(ঘ) সিপাহি বিদ্রোহকে—প্রথম সংগ্রামও বলা হয়।
(ঙ) মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে—সেক্টরে ভাগ করা হয়।
৩. নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো। ২৫=১০
(ক) বাংলাদেশে প্রায় ৫৪টির অধিক ক্ষুদ্র জনগোষ্ঠী বসবাস করে।
(খ) বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ।
(গ) পোশাকশিল্পের কাঁচামাল দেশেই পাওয়া যায়।
(ঘ) ‘বাঙ্গালাহ’ নামটি ইলিয়াস শাহের সময়ে শুরু হয়।
(ঙ) ১০০ বছর এ দেশে কোম্পানির শাসন চলে।
৪. বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিল করো। ২×৪=৮
(ক) সামাজিক মূল্যবোধ জীবনে সামাজিক অধিকার
(খ) বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস অর্থনৈতিক অধিকার।
(গ) জীবিকা নির্বাহের অধিকার শৃঙ্খলা আনে।
(ঘ) শিশুদের জন্য কাজ করে ইউনিসেফ।
১২ জুন।
৫ জুন।
৫. অল্প কথায় উত্তর দাও যেকোনো ১০টি। ৩×১০=৩০
(ক) বিদ্যালয়কে কেন জাতি গঠনের কারখানা বলা হয়?
(খ) নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে?
(গ) বাড়ি পরিষ্কার রাখার জন্য আমাদের কী করা প্রয়োজন?
(ঘ) রাষ্ট্রীয় সম্পদকে কেন জনসম্পদ বলা হয়?
(ঙ) মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রি আমদানি ও রপ্তানি হতো?
(চ) দ্বৈতশাসন বলতে কী বোঝায়? (ছ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী?
(জ) জাতিসংঘ গঠনের তিনটি প্রধান উদ্দেশ্য লেখো।
(ঝ) ক্ষুদ্র জাতিগোষ্ঠী কারা? চারটি প্রধান ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম লেখো।
(ঞ) তোমার এলাকার ছয়টি উন্নয়ন কর্মকাণ্ডের নাম লেখো।
(ট) যমুনা সেতু নির্মাণের পর আমাদের কী কী উপকার হয়েছে?
(ঠ) ফরাসিরা কী কী খাবার খায়?
৬. যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৮×৪=৩২
(ক) এলাকাবাসীকে নিরাপদ পানি ব্যবহারে সচেতন করা প্রয়োজন কেন?
(খ) আমাদের দেশে শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে? এ ক্ষেত্রে তোমার করণীয় কী?
(গ) পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লেখো।
(ঘ) জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখো।
(ঙ) বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান সম্পর্কে আমরা কেন জানব?
(চ) হানাদার বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যার কারণ উল্লেখ করো।
No comments:
Post a Comment