Friday, August 23, 2013

খাঁন একাডেমি- Khan Academy

খাঁন একাডেমি- Khan Academy

খান একাডেমী
খান একাডেমী
ওয়েবসাইটঃ http://www.khanacademy.org/
সালমান খান এর মামাতো ভাই শিক্ষার সাহায্যের জন্য YouTube-এ ভিডিও ছাড়া শুরু করেন। এখন খাঁন একাডেমির ১০০০ এরও বেশি ভিডিও রয়েছে। যা এখন 501(c)(3) এ রয়েছে এবং এটি অলাভজনক। বেশিরভাগ ভিডিও রয়েছে গণিতের উপর। যাইহোক, গনিত ছাড়াও অনেক শিক্ষাবিষয়ক ভিডিও এখানে থাকে। অনেকে এসব ভিডিও দেখে বিভিন্ন বিষয়ে অধ্যায়ন করে থাকে। এমনকি বিল গেটসও গণিত সম্পর্কে তার বাচ্চাদের শেখান “খাঁন” এর ভিডিও ব্যবহার করে।

No comments:

Post a Comment