Wednesday, August 28, 2013

চারু ও কারুকলা for JSC Exam

অধ্যায়-২
 চারু ও কারুকলা
১. ব্রিটিশরা এ দেশ কত বছর শাসন করেছিল?
ক. ২০০ বছর খ. ৩০০ বছর
গ. ১৫০ বছর ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. ২০০ বছর
২. ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হয়ে কোন দুটি দেশ স্বাধীন হয়?
ক. শ্রীলঙ্কা খ. পাকিস্তান
গ. ভারত ঘ. খ এবং গ
সঠিক উত্তর: ঘ. খ এবং গ ৩. পাকিস্তান গঠিত হয়?
ক. পূর্ব পাকিস্তান খ. পশ্চিম পাকিস্তান
গ. ক ও খ ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: গ. ক ও খ
৪. আইউব খানের মার্শাল ল বিরোধী আন্দোলনের শুরু হয় কখন?
ক. চল্লিশের দশকে খ. ষাটের দশকের শুরুতে
গ. পঞ্চাশের দশকে ঘ. সত্তর দশকে
সঠিক উত্তর: খ. ষাটের দশকের শুরুতে
৫. ভারত বিভাগের সময় ধর্মের দোহাই দিয়ে যে মানবিক বিপর্যয় ঘটানো হয়েছিল ছিল তার নাম —
ক. সামপ্রদায়িক দাঙ্গা খ. রাজনৈতিক সমস্যা গ. লুটপাট ঘ. সবগুলো
সঠিক উত্তর: ক. সামপ্রদায়িক দাঙ্গা
৬. ভারত, পাকিস্তানের স্বাধীনতার ইতিহাসে কলঙ্কজনক ঘটনা হচ্ছে —
ক. রাজনৈতিক হত্যাযজ্ঞ খ. সামপ্রদায়িক দাঙ্গা গ. দেশভাগ ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: খ. সামপ্রদায়িক দাঙ্গা
৭. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মানুষের মধ্যে ধর্ম ছাড়া কোন বিষয়গুলোর মিল ছিল না —
ক. ভাষা ও পোশাক-পরিচ্ছদ খ. জীবনযাপন গ. খাবার ও সংস্কৃতি ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
৮. পশ্চিম পাকিস্তানের আয়তন পূর্ব পাকিস্তানের চেয়ে বড় হলেও লোকসংখ্যা ছিল শতকরা —
ক. ৪৫ ভাগ খ. ৫০ ভাগ
গ. ৫৫ ভাগ ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. ৪৫ ভাগ
৯. পূর্ব পাকিস্তান বা বাংলা অঞ্চলের তৎকালীন লোকসংখ্যা ছিল শতকরা —
ক. ৫৫ ভাগ খ. ৫০ ভাগ
গ. ৪৫ ভাগ ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: ক. ৫৫ ভাগ
১০. পূর্ব পাকিস্তানের বেশির ভাগ মানুষের ভাষা ছিল বাংলা। শতকরা ৯৯ ভাগ মানুষ বাংলায় কথা বলত। আর পশ্চিম পাকিস্তানের শতকরা কত ভাগ লোক উর্দুতে কথা বলত?
ক. ১০ ভাগ খ. ১৫ ভাগ
গ. ২০ ভাগ ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর: খ. ১৫ ভাগ
১১. পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের অন্যতম কোন নেতা ঢাকা এসে ঘোষণা দিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।
ক. গর্ভনর মুহম্মদ আলি জিন্নাহ খ. ভুট্টো
গ. ইয়াহিয়া খান ঘ. সবাই
সঠিক উত্তর: ক. গর্ভনর মুহম্মদ আলি জিন্নাহ
১২. পূর্ব পাকিস্তানের সংগ্রাম শুরু হয় কত সাল থেকে —
ক. ১৯৪৭ সাল খ. ১৯৪৮ সাল
গ. ১৯৪৫ সাল ঘ. ১৯৫২ সাল
সঠিক উত্তর: খ. ১৯৪৮ সাল
১৩. পশ্চিম পাকিস্তানের প্রদেশ সংখ্যা ছিল?
ক. ৩টি খ. ৪টি গ. ২টি ঘ. ৫টি
সঠিক উত্তর: খ. ৪টি
১৪. পশ্চিম পাকিস্তানের প্রদেশভিত্তিক ভাষাগুলোর নাম কী ছিল?
ক. পাঞ্জাবি খ. বেলুচ পশতু
গ. উপজাতীয় মিশ্রিত ভাষা ঘ. সবগুলো
সঠিক উত্তর: ঘ. সবগুলো
১৫. পূর্ব পাকিস্তানের ছাত্র-জনতার দাবি ছিল —
ক. উর্দুর পাশাপাশি বাংলাকে ও রাষ্ট্রভাষা করতে হবে খ. তাদের আলাদা করে দিতে হবে
গ. তাদের স্বায়ত্তশাসন দিতে হবে ঘ. সবগুলো
সঠিক উত্তর: ক. উর্দুর পাশাপাশি বাংলাকে ও রাষ্ট্রভাষা করতে হবে।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...