Saturday, August 24, 2013

admission test for class-1

বাংলা
প্রশ্ন :বাংলা শেষ ৬ মাসের নাম লিখ।
উত্তর : কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র।
প্রশ্ন : শব্দের প্রথমে বসে না এমন বর্ণগুলো লিখ।
উত্তর : T, o, p, q, r, s, t, u|
প্রশ্ন : সঠিক শব্দ দিয়ে খালিঘর পূরণ কর : ক) পাখি - উড়ে। খ) - দিনে এক সপ্তাহ। গ) - আমাদের জাতীয় ফুল। ঘ) পাল তুলে - চলে। ঙ) তাল পাকে - মাসে।
উত্তর : ক) আকাশে, খ) সাত, গ) শাপলা, ঘ) নৌকা, ঙ) ভাদ্র
প্রশ্ন : সাজিয়ে বাক্য লিখ : ক) প্রিয় আমার ফল আম। খ) পড়ি বই আমি। গ) কণ্ঠে কোকিল গায় গান মধুর। ঘ) বছর মাসে বার এক। ঙ) খেলি প্রতিদিন আমরা ফুটবল মাঠে।
উত্তর : ক) আমার প্রিয় ফল আম, খ) আমি বই পড়ি, গ) কোকিল মধুর কণ্ঠে গান গায়, ঘ) বার মাসে এক বছর। ঙ) আমরা প্রতিদিন মাঠে ফুটবল খেলি।
প্রশ্ন : অক্ষর উল্টে যাওয়া শব্দগুলো ঠিক কর : ঠাম, বুসজ, লাধুলাখে, লইসাকে, লাইসে।
উত্তর : মাঠ, সবুজ, খেলাধুলা, সাইকেল, সেলাই।
প্রশ্ন : ঔ-কার দিয়ে শুরু হয় তিন অক্ষরের এমন ৫টি শব্দ লিখ।
উত্তর : মৌমাছি, কৌতুক, মৌলভী, কৌশল, সৌরভ।
প্রশ্ন : ক দিয়ে ৫টি পাখির নাম লিখ।
উত্তর : কাক, কোকিল, কবুতর, কাকাতুয়া, কাঠঠোকরা।
ইংরেজি
প্রশ্ন : শেষে th আছে এমন ৫টি শব্দ লিখ।
উত্তর : Teeth, Both, Month, Fourth, Youth
প্রশ্ন : Y দিয়ে ৫টি শব্দ লিখ।
উত্তর : Year, You, Yes, Yellow, Young.
প্রশ্ন : খালি স্থানে সঠিক বর্ণ বসিয়ে শব্দ বানাও। B - - k, D - g, S - r, ‡ - - d, B - d.
প্রশ্ন : ইংরেজিতে ৫টি বন্যপশুর নাম লিখ।
উত্তর : Beer, Deer, Lion, Tiger, Fox.
প্রশ্ন : বাক্য সাজিয়ে লিখ।
১. Book this a is. 2. Have we cat a.
উত্তর : 1. This is a book. 2. We have a cat.
প্রশ্ন : নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখ।
ঈধহ, ঊমম, উড়ম
উত্তর :(1) I can write. (2) I like egg.
(3) We have a dog.
  - See more at: http://www.jugantor.com/tutorial/2013/08/24/23076#sthash.TQpkpJz8.dpuf

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...