Tuesday, May 1, 2012

The way to write a dialogue

Dialogue writing
Part-B (Composition)-এর Dialogue/ Dialog writing নিয়ে আলোচনা করব। এটি ১২ নম্বর প্রশ্নে থাকে। এতে নম্বর হলো ১০। এসএসসি কিংবা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও ১০ নম্বরের ডায়ালগটি ১০ জোড়া প্রশ্নোত্তর সংবলিত হতে হবে। অবশ্য একটি সুন্দর, প্রাঞ্জল, অর্থপূর্ণ সর্বোপরি বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক একটি ডায়ালগ অবশ্যই কাঙ্ক্ষিত নম্বর এনে দিতে পারবে। প্রতিটি বিষয়ের ওপর লিখতে হলে আগে জানতে হবে এর ভাবগত, বিষয়গত অর্থ কী এবং কীভাবে এটিকে সুন্দর ভাষায় লেখা যায়।
Dialogue ইংরেজি শব্দ। এর বাংলা পরিভাষা হিসেবে ‘কথোপকথন’ শব্দটি গৃহীত হয়েছে। এর literally meaning হলো Talk between two people (w & m) বাংলায় দাঁড়ায় দুই ব্যক্তির মধ্যে কথোপকথন। Dialogue-এর spelling British এবং American Style ভিন্ন। British spelling হলো dialogue এবং American spelling হলো dialog. আমরা এ লেখায় British spellingটিই follow করছি। কারণ, এটি বহুল পরিচিত। dialogueকে শাব্দিক বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় ‘Dia’, যার অর্থ ‘দুই’ এবং ‘logue’, যার অর্থ হলো আলাপ। তাহলে w & m-এর definitionকে আর একটু ভেয়ে বললে তা দাঁড়ায়, দুই ব্যক্তির মধ্যে কোনো ‘Topic’ বা Subject-এর ওপর ভিত্তি করে কথোপকথন। dialogue-এর মাধ্যমে কোনো ভাষা অনায়াসে আয়ত্ত করা যায়।
Dialogue writing-এর বৈশিষ্ট্য
# ডায়ালগটি শ্রুতিমধুর হবে। # প্রাসঙ্গিক হবে। # স্বতঃস্ফূর্ত বা প্রাঞ্জল হবে। # তথ্যবহুল হবে। # ভাষা হবে সহজ।
# শিক্ষামূলক বা যেকোনো তথ্য অবশ্যই গঠনমূলক হবে।
# ডায়ালগ লেখা শুরু করার আগে অবশ্যই নির্ধারিত বিষয়বস্তুটির বিভিন্ন দিক ভালোভাবে ভেবে নিতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই লেখকের মধ্যে সামান্য পরিমাণে হলেও নাট্যগুণ থাকতে হবে। কারণ, শুধু তাঁকে প্রশ্নগুলো নিয়ে ভাবলেই হবে না, তাঁর নিজেকে imaginer person হয়ে ডুবে যেতে হবে এতে। তাই উত্তরের মধ্যেও প্রশ্নের কী উদ্দেশ্য বোঝানো হচ্ছে, তা অনুসরণ করতে হবে। তাই একেকটি বিষয়ের যুক্তি একেকজন বক্তার মাধ্যমে প্রকাশ করতে হবে।
সএসসি কিংবা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও ১০ নম্বরের ডায়ালগটি ১০ জোড়া প্রশ্নোত্তর সংবলিত হতে হবে। অবশ্য একটি সুন্দর, প্রাঞ্জল, অর্থপূর্ণ সর্বোপরি বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক একটি ডায়ালগ অবশ্যই কাঙ্ক্ষিত নম্বর এনে দিতে পারবে। প্রতিটি বিষয়ের ওপর লিখতে হলে আগে জানতে হবে এর ভাবগত, বিষয়গত অর্থ কী এবং কীভাবে এটিকে সুন্দর ভাষায় লেখা যায়।
# Dialogue-এর বাক্য হবে সংক্ষিপ্ত, সুস্পষ্ট এবং যথার্থ।
# Dialogue-এ অবশ্যই লেখকের চিন্তা এবং বিষয়ের মধ্যে সমন্বিত ধারাবাহিকতা ও প্রাসঙ্গিকতা বজায় থাকতে হবে।
# Dialogue-এর ভাষা, বক্তব্যের ধরন এবং এতে অংশগ্রহণকারী ব্যক্তির ওপর নির্ভর করে। যেমন : A dialogue between a teacher and a student, A dialogue between two friends or A dialogue between two strangers কখনোই এক হবে না, ধরন ভিন্ন হওয়াই স্বাভাবিক।
# Dialogue শুরু করার সময় অবশ্যই শুভেচ্ছা বিনিময় এবং সম্বোধন করতে হবে।
# তা শেষও করতে হবে ধন্যবাদজ্ঞাপক শব্দ বা বিদায়সূচক শব্দ দিয়ে।
# গুরুগম্ভীর কোনো ভাষা Dialogue-এ প্রয়োগ না করাই শ্রেয়।
# Questions এবং Possible Answers সংক্ষিপ্ত হওয়াই ভালো।
# Dialogue-এ বক্তার নাম ও কথাকে কোলন (:) চিহ্ন দিয়ে আলাদা করতে হবে।
মনে রাখতে হবে, Conversation (আলাপচারিতা) এবং Dialogue (কথোপকথন) কিন্তু ভিন্ন ধরনের। Conversation কোনো নির্দিষ্ট বিষয় দ্বারা সীমাবদ্ধ নয়। কিন্তু Conversation একটি নির্দিষ্ট বিষয়ের ওপর Q/A-এর মধ্যেই সীমাবদ্ধ।
# Dialogue-এ ভাষার Contracted (short) form use করাই ভালো।
Dialogue লেখার পদ্ধতি
Dialogue সাধারণত Hi, Hellow, Hello, Hallow, Oh, etc. attractive and addressing word দিয়ে শুরু করা হয়।
Example :
Mahi : Hi, Mohua, How’re you?
Mohua : Fine, and you?
Syem : Hello, Mohua, How are you?
Mila : I’m fine, and you?
2. Between two strangers (দুজন অপরিচিত ব্যক্তির মধ্যে Dialogue শুরু হবে Excuse me, I’m sorry etc দিয়ে।
Example : Stranger/Foreigner: Excuse me. Would you please help me to tell the way to the National Museum/a hotel.
Myself: Yes/Yes. tell me. Which hotel are you finding?/Please go straight first and turn left.
 Dialog writing নিয়ে আলোচনা করব।
৩. সম্ভাষণ জানাতে morning-noon (সকাল থেকে দুপুর)-এর আগ পর্যন্ত good morning বলতে/লিখতে হয়। দুপুরে good noon এবং দুপুরের পর থেকে good evening বলতে/লিখতে হয়।
Student: Good morning sir/teacher.
Teacher: Good morning/very good morning.
দিনে বিদায় জানাতে বলা যায়, good day. Have a good day. রাতে বিদায় জানাতে বলা যায়, good night. সাধারণভাবে বিদায় জানাতে হয় good bye বলে/লিখে।
Example : Rana: Good bye, Ripa.
Ripa: Good bye, take care of yourself.
কারও কাছ থেকে কোনো বিষয়ের information নিলে বা কোনো সাহায্য নিলে তাকে ধন্যবাদ (thanks) জানাতে হয়। সে ক্ষেত্রে বলতে বা লিখতে হয় thank you, thanks a lot, many many thanks, thank you very much, thank you for your help etc.
আবার কেউ thanks জানালে ভদ্রতা বা বিনয় জানাতে তাকেও ধন্যবাদ জানাতে হয়। সে ক্ষেত্রে thank you also, welcome, you’re welcome, no mention ইত্যাদি বলতে বা লিখতে হয়।
Example: Sporshaw: Thank you.
Mahi: Welcome.
or, Soprshaw: Thank for your help.
Mahi: No mention etc.
8. Dialogue-এর language হবে সহজ, সংক্ষিপ্ত এবং contracted form of language, যা আগেই বলা হয়েছে। Example : 1st stranger: Who are you?
2nd stranger: I’m a student.
9. Dialogue-এ question-এর answer অবশ্যই সংক্ষিপ্ত হবে। (আগে উল্লেখ করা হয়েছে)
Example : Sargio: Where have you come from? Istiaq: From Shukrabad.
0. প্রশ্নও সংক্ষিপ্ত হতে হবে (পাল্টা প্রশ্ন)।
Example : Rimu: I couldn’t attend the class.
Riad: Why? Rimu: For headache...
11. কাউকে থামাতে, চুপ করতে বা ধমক দিতে বলা হয় বা লেখা হয় stop it/shut up.
12. কোনো বিষয়ে অনিচ্ছা বা অপারগতা প্রকাশ করতে বলতে বা লিখতে হয়- Sorry, I’m sorry/I don’t think so etc.
Example : Reya : How did you do such a bad thing?
Puspita: Sorry/I’m sorry/I don’t think so etc.
13. সম্মতি জানাতে লিখতে হয় sure/it, all right/of course.
Example : Mim: Spriha, can you help me please?
Jim: Sure/of course etc.
14. লজ্জা, ঘৃণা বা ধিক্কার জানাতে shame! shame!/fie! fie! বলতে বা লিখতে হয়।
Example : Sarja: What an evil job you’ve done?
Shame! Shame!
Farja: Sorry/I’m extremely sorry for that.
15. Eid greetings জানাতে বলা/লেখা হয়।
Eid mubarak, Happy Eid Day. প্রতি উত্তরেও তাই বলতে বা লিখতে হয়।
Example : Mahi: Eid Mubarak, Mohona.
Mohona: Eid Mubarak.
or Happy Eid Day.
16. নতুন বছরের কিংবা জন্মদিনের শুভেচ্ছা জানাতে বলতে বা লিখতে হয় Happy New Year/Happy Birth day.
Example : Mohona: Happy New Year, Mahi.
Mahi: Thank you/Happy New year.
or, Mohona: Happy Birth Day, Mahi.
Mahi: Thank you/Welcome etc.
10. প্রশ্নও সংক্ষিপ্ত হতে হবে (পাল্টা প্রশ্ন)।
Example : Rimu: I couldn’t attend the class.
Riad: Why? Rimu: For headache...
11. কাউকে থামাতে, চুপ করতে বা ধমক দিতে বলা হয় বা লিখা হয় stop it/shut up.
12. কোনো বিষয়ে অনিচ্ছা বা অপরাগতা প্রকাশ করতে বলতে বা লিখতে হয়- Sorry, I’m sorry/I don’t think so etc.
Example : Reya : How did you do such a bad thing?
Puspita: Sorry/I’m sorry/I don’t think so etc.
13. সম্মতি জানাতে লিখতে হয় sure/it, all right/of course.
Example : Mim: Spriha, can you help me please?
Jim: Sure/of course etc.
14. লজ্জা, ঘৃণা বা ধিক্কার জানাতে shame! shame!/fie! fie! বলতে বা লিখতে হয়।
Example : Sarja: What an evil job you’ve done?
Shame! Shame!
Farja: Sorry/I’m extremely sorry for that.
15. Eid greetings জানাতে বলা/লিখা হয়।
Eid mubarak, Happy Eid Day. প্রতি উত্তরেও তাই বলতে বা লিখতে হয়।
Example : Mahi: Eid Mubarak, Mohona.
Mohona: Eid Mubarak. or happy Eid Day.
16. নতুন বছরের কিংবা জন্মদিনের শুভেচ্ছা জানাতে বলতে বা লিখতে হয় Happy New Year/Happy Birth day.
Example : Mohona: Happy New Year, Mahi.
Mahi: Thank you/Happy New year.
or, Mohona: Happy Birth Day, Mahi.
Mahi: Thank you/Welcome etc.
# Some important dialogues have been given for practice:
Question: Suppose you Anik. Your friend Adnan knows a lot about air-pollution. Now write a dialogue between you and your friend on various effects and remedies of the problem.
Answer: A dialogue between Anik and Adnan about air-pollution.
Anik: Hello. Adnan, Are you seek?
Adnan: Yes, I’ve been suffering from bitter headache for two days.
Anik: Sorry, to disturb you but I need your help.
Adnan: Oh sure, tell me, what can I do for you?
Anik: I know, You know a lot about air-pollution.
Adnan: Well, look. air-pollution is responsible for occurring various destroying things.
Anik: Yes, for your headaches also. isn’t it?
Adnan: You’re right. At present a number of in crerable diseases are caused by air-pollution too.
Anik: You know its one of the greatest problems and threats to our environment. Am I right?
Adnan: Exactly. We can count smoke as the major pollutant of air.
Anik: why?
Adnan: In big cities and towns there are thousands of vehicles which cause air pollution burning disel and patrol.
Anik: Rapidly growing of over population is another reason for it in our country.
Adnan: Yes. Mills and factories, railway engines, powerhouse burn coal and oil which produce carbon monoxide and pollute it.
Anik: What do you think?
Adnan: I think so and I also think it’s high time we took proper steps to solve this problem.
Anik: How? Adnan: Planting more trees.
Anik: Yes. to stop air-pollution tree plantation must be in creased.
Adnan: Exactly. Thank you.
Anik: You are welcome. Bye.
Adnan: Bye. 

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...