Tuesday, May 8, 2012

Exclusive Rules on Adjective for JSC Exam

Adjective
Adjective বা বিশেষণ: যে word কোনো noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা আকার বোঝায়, তাকে adjective বলে। যেমন: Good, bad, truthful, brave, rich, new, little, few, some, etc.
Use of Adjective: Adjective দুইভাবে ব্যবহূত হয়:
i. Attributive use of adjective ii. Predicative use of adjective,
i. Attributive use of adjective: Adjective যখন noun-এর পূর্বে বসে ওই noun-কে প্রত্যক্ষভাবে qualify করে, তাকে attributive use of adjective বলে। যেমন: He is an honest man. Karim is a regular, student.
ওপরের sentence দুটির প্রথমটিতে ‘honest’ শব্দটি noun ‘man’-এর পূর্বে বসে প্রত্যক্ষভাবে তার গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় sentence-এ regular শব্দটি ‘student’ শব্দটির পূর্বে বসে প্রত্যক্ষভাবে qualify করেছে। Adjective-এর এরূপ ব্যবহারকে attributive use of adjective বলে।
ii. Predicative use of adjective: Adjective যখন predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে subject-কে qualify করে, তখন adjective-এর সেই ব্যবহারকে predicative use of adjective বলে। যেমন: Mahin is intelligent. He is poor.
ওপরের sentence-এ intelligent শব্দটি predicative verb-এর পরে বসে subject-এর দোষ, গুণ প্রকাশ করেছে। দ্বিতীয় sentence-এও ‘poor’ adjectiveটি predicative verb-এর পরে বসে পরোক্ষভাবে subject-এর অবস্থা প্রকাশ করছে। adjective-এর এরূপ ব্যবহারকে predicative use of adjective বলে।
Classification of adjectives (adjective শ্রেণী বিভাগ) :
1. Adjective of quality বা descriptive adjective
2. Adjective of quantity বা quantitative adjective
3. Adjective of number বা numeral adjective
4. Pronominal adjective.
1. Adjective of quality or Descriptive adjective: যে adjective noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে, তাকে adjective of quality বা descriptive adjective বলে।
যেমন: Mahin is a meritorious student. The man is very honest.
ওপরের sentence তিনটি লক্ষ করলে আমরা দেখতে পাই, প্রথম sentence-এ meritorious শব্দটি দ্বারা subject ‘Mahin’-এর গুণ প্রকাশ পেয়েছে।
দ্বিতীয় sentence-এ poor শব্দটি দ্বারা subject ‘he’-এর অবস্থা প্রকাশ পেয়েছে।
তৃতীয় sentence-এ honest শব্দটি দ্বারা subject ‘the man’-এর গুণ প্রকাশ পেয়েছে। তাই meritorious, poor, honest—এই শব্দগুলো এখানে Adjective of quality বা descriptive adjective.
আরও কয়েকটি descriptive adjective হলো: brilliant, liar, happy, brave, young, old, new, fine, sweet, bad, costly, cheap ইত্যাদি।
2. Adjective of quantity or quantitative adjective: যে adjective sentence-এ noun বা pronoun-এর পরিমাণ নির্দেশ করে, তাকে adjective of quantity বলে। যেমন: He has much money.
A little learning is a dangerous thing. Give me some food.
উপরিউক্ত sentenceগুলোতে much, a little, some—এই শব্দগুলো পরিমাণ নির্দেশ করেছে। তাহলে এগুলো quantitative adjective এবং adjective of quantity হবে।
3. Adjective of number or numeral adjective: যেসব Adjective noun বা pronoun-এর সংখ্যা বা পর্যায় নির্দেশ করে, তাদের adjective of number বা numeral adjective বলে। যেমন: Raiyan has nice book. Rifat ate five mangoes. Nusrat is the first girl in the class.
Numeral adjective-এর প্রকারভেদ: Numeral adjective চার প্রকার:
i) Cardinal numeral adjective
ii) Indefinite numeral adjective
iii) Multiplicative numeral adjective
iv) Ordinal numeral adjective
(i) Cardinal numeral adjective: যেসব Adjective দ্বারা noun বা pronoun-এর সংখ্যা নির্দেশিত হয়, তাদের cardinal adjective বলে। যেমন: There are four cars here. They have eight cows.
We are fifty in numbers.
(ii) Indefinite numeral adjective: যেসব adjective noun বা pronoun-এর সংখ্যা নির্দিষ্টভাবে বোঝায় না, তাদের indefinite numeral adjective বলে। যেমন: Some girls are walking. A good number of students attended the class.
(iii) Multiplicative numeral adjective: যেসব numeral adjective sentence-এ ব্যবহূত noun-এর কতবার বা কতগুণ রয়েছে তা নির্দেশ করে, তাদের multiplicative numeral adjective বলে। যেমন: Milton came here single.
It has two fold uses.
(iv) Ordinal numeral adjective: যে adjective সাধারণত এর পর্যায়ক্রমিক স্থান বা ক্রমানুসারে অবস্থান নির্দেশ করে, তাকে cardinal numeral adjective বলে। যেমন:
Tarek is the first. boy in the class.
Note: Cardinal, ordinal ও multiplicative numeral adjectiveগুলো noun বা pronoun-এর সংখ্যা বা অবস্থান নির্দিষ্টভাবে বোঝায় বলে এদের একত্রে definite numeral adjective বলে।
4. Pronominal adjective: কিছু কিছু pronoun যখন noun-এর পূর্বে বসে adjective-এর কার্য সম্পাদন করে, তখন তাদের pronominal adjective বলে। যেমন:
This boy is a fool. This is his pen.
Pronominal adjective চার প্রকার। যেমন:
i. Demonstrative Adjective
ii. Interrogative Adjective
iii. Distributive Adjective
iv. Possessive Adjective
i. Demonstrative adjective: যখন কোনো demonstrative pronoun কোনো noun-এর পূর্বে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে, তখন তাকে demonstrative adjective বলে। যেমন: This pen is blue. That shirt is costly.
ii. Interrogative adjective: যখন কোনো interrogative pronoun কোনো noun-এর পূর্বে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে, তখন তাকে interrogative adjective বলে। যেমন: Which book do you read?
Whose knife is this?
iii. Distributive adjective: যখন কোনো distributive pronoun কোনো noun-এর পূর্বে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে, তখন তাকে distributive adjective বলে। যেমন: Each girl will get a frock. Neither of them was bad.
iv. Possessive adjective: যখন কোনো possessive pronoun কোনো noun-এর পূর্বে বসে adjective-এর মতো কার্য সম্পাদন করে, তখন তাকে distributive adjective বলে। যেমন: This is your watch. That is her glass.
কয়েকটি adjective-এর ভিন্ন ভিন্ন প্রয়োগ:
a) Many: এটি Plural countable noun-এর পূর্বে বসে। এটি সংখ্যা-নির্দেশক। যেমন: Many boys were present there. Many books were bought.
b) Much: এটি Material singular noun-কে বোঝায় এবং পরিমাণ নির্দেশ করে। যেমন: Helen drank much water. Rahim has much money.
c) Many a: এটি Singular countable noun-এর পূর্বে বসে।
যেমন: Many a man died of cholera.
Many a person went there.
d) A great many: এটি Plural countable noun-এর পূর্বে বসে।
যেমন: A great many students were present. A great many people joined the program.
(e) Another, any other:
Another: এটি Singular Noun-এর পূর্বে বসে।
যেমন: Another copy was needed.
Another patient came here yesterday.
Any other: এটি Singular ও Plural উভয় রকম Noun-কে বোঝাতে ব্যবহূত হয়।
যেমন: Rina is more beautiful than any other girl in the class.
He is more wise than any other man in the village.
(f) Little, a little, the little:
Little: এটি পরিমাণ-নির্দেশক Negative অর্থ প্রকাশ করে। ‘কিছুই নেই’ অর্থে এটি ব্যবহূত হয়। যেমন:
There is little water in the jug.
He took little tea last night.
A little: এটি পরিমাণ-নির্দেশক, তবে সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়। যেমন:
We have a little flour. Rahman had a little land.
The little: এটি সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহূত হয়। তবে সামান্য পরিমাণের সবটুকুকে বোঝাতেই কোনো sentence-এ The little ব্যবহূত হয়। যেমন: He left his home with the little money he had.
(g) Few, a few:
Few-এর অর্থ খুব কম বোঝায়। এটি না-বোধক ধারণা দেয়। এটি Countable Noun-এর পূর্বে বসে সংখ্যা বোঝায়। যেমন: I have few friends. He has few pens.
A Few-এর অর্থ সামান্য (অল্প কিছু) বোঝায়। এটি Countable Noun-এর পূর্বে বসে।
যেমন: I have a few books. She has a few dolls.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...