Thursday, May 10, 2012

Model Test:PEC

পরিবেশপরিচিতি বিজ্ঞানসময়: ২ ঘণ্টা \ পূর্ণমান: ১০০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ। ১১০=১০
(ক) কোনটি সপুষ্পক উদ্ভিদ? মস/ছত্রাক/ফার্ন/ পাইনাস
(খ) মলা ও ঢেলা মাছে কোন ভিটামিন থাকে?
ভিটামিন ‘এ’/ ভিটামিন ‘বি’/ ভিটামিন ‘সি’/ভিটামিন ‘ডি’
(গ) পতঙ্গের বৈশিষ্ট্য কোনটি? তিন জোড়া পা ও দুই জোড়া ডানা আছে/উড়তে পারে না/ দুই জোড়া পা ও দুই জোড়া ডানা আছে/ মেরুদণ্ড নেই
(ঘ) কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজনীয়?
ভিটামিন ‘এ’/ভিটামিন ‘বি’/ভিটামিন ‘সি’/ভিটামিন ‘ডি’
(ঙ) সাধারণ অবস্থায় বায়ুর চাপকে বলা হয়-
বায়ুমণ্ডল/বায়ু চাপ/বায়ু প্রবাহ/অ্যাটমোসফিয়ার
(চ) ভোল্টার বিদ্যুৎ কোষ উৎপাদনের কী কী ধাতব পাত ব্যবহার করা হয়?
তামা ও দস্তা/দস্তা ও লোহা/তামা ও লোহা, দস্তা ও পিতল
(ছ) বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় কেন?
এটা বায়ুর ধর্ম/আশপাশের বায়ু চাপ দেয় বলে/তাপের তারতম্যের কারণে/বায়ু পদার্থ বলে
(জ) বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?
কমে যায়/বেড়ে যায়/ স্থির থাকে/ কখনো বাড়ে কখনো কমে
(ঝ) জাহাজের নাবিকেরা রাতের বেলায় কোনটির সাহায্যে দিক ঠিক করে চলাফেরা করে?
ধ্রুবতারা/সন্ধ্যাতারা/উপগ্রহ/ উল্কা
(ঞ) জটিল অস্ত্রোপচারে কী রশ্মি ব্যবহূত হয়?
গামা রশ্মি/ আল্ট্রাভায়োলেট রশ্মি/ লেজার রশ্মি/আলফা রশ্মি
২। নিচের বাক্যগুলোতে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো? ২৫=১০
(ক) নগ্নবীজী উদ্ভিদে থাকে না।
(খ) যক্ষা প্রতিষেধক টিকার নাম হলো ।
(গ) প্রকৃতিতে টি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।
(ঘ) বিশাল আকৃতির কম্পিউটারকে বলে কম্পিউটার।
(ঙ) ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম ।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে শুদ্ধ বাক্যটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ বাক্যটির ডান পাশে ‘অশুদ্ধ’ লিখ: ২৫=১০
(ক) ফার্ন বহুকোষী ভ্রণ সৃষ্টি করে না।
(খ) আমলকীতে প্রচুর পরিমাণ ভিটামিন ‘সি’ পাওয়া যায়।
(গ) প্রতিটি চিনির অণুতে ১২টি কার্বন পরমাণু, ২২টি হাইড্রোজেন পরমাণু এবং ১১টি অক্সিজেন পরমাণু থাকে।
(ঘ) যেখানে বনভূমি বেশি সেখানে বৃষ্টিপাত বেশি হয়।
(ঙ) এক্স-রে ব্যবহার করা হয় হূদরোগ নির্ণয়ে।
৪। বাঁ পাশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করো ২৪=৮
৫। সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোনো ১০টি) ৩১০=৩০
(ক) অণু কী? একটি পানির অণু ও একটি অ্যামোনিয়া অণুর চিত্র আঁক।
(খ) কী কী কারণে মানুষ প্রাণী জগতের শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হয়?
(গ) বস্তুর ভর ও বস্তুর ওজন বলতে কী বোঝায়?
(ঘ) সুষম খাদ্য কাকে বলে? টাইফয়েড রোগ কীভাবে ছড়ায়?
(ঙ) বায়ুচাপ কী? বায়ুচাপ বাড়া বা কমার কারণ লেখ।
(চ) বায়ুবাহিত রোগ কাকে বলে? বায়ু কেন একটি পদার্থ?
(ছ) অভিযোজন কাকে বলে? কোনো প্রাণী পানিতে অভিযোজিত হওয়ার কারণ কী?
(জ) মানুষ কীভাবে গোলকৃমি দ্বারা আক্রান্ত হয়?
(ঝ) চোখের তিনটি রোগের নাম লেখ। রাতকানা রোগ কেন হয়?
(ঞ) তিনটি ক্ষতিকর পতঙ্গের নাম লেখ। এগুলো আমাদের কী ক্ষতি করে?
(ট) গাছপালা ও বনভূমি কমে গেলে কী হয়, লেখ।
(ঠ) বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ এবং রেডিও তরঙ্গের মধ্যে পার্থক্য কী?
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও ৮৪=৩২
(ক) ভিটামিন কী? কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় তার একটি তালিকা তৈরি করো।
(খ) আলো কী? আলো যে সরলরেখায় চলে তা পরীক্ষার মাধ্যমে বর্ণনা করো।
(গ) মানুষের জীবনে প্রযুক্তির প্রভাব বর্ণনা করো।
(ঘ) পরিবেশ দূষণ কী? পরিবেশ সংরক্ষণে আমাদের কী কী করা উচিত?
(ঙ) কম্পিউটার কী? কম্পিউটার কী কী অংশ নিয়ে গঠিত? কোন অংশের কী কাজ?
(চ) বর্তমান পৃথিবীতে তথ্য যোগাযোগ এত প্রয়োজনীয় কেন?
=================

বিশেষ মডেল টেস্ট-৬
বিজ্ঞান \ সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো? ১×১০=১০
(ক) কোনটির অভাবে রাতকানা রোগ হয়?(১) ভিটামিন ‘এ’
(২) ভিটামিন ‘বি’ (৩) ভিটামিন ‘সি’ (৪) ভিটামিন ‘ডি’
(খ) কোনটি বিদ্যুৎ পরিবাহী? (১) শুকনো কাঠ
(২) শুকনো বাঁশ (৩) স্পঞ্জের স্যান্ডেল (৪) মানুষের দেহ
(গ) কাশফুল কোন ঋতুতে ফোটে?
(১) গ্রীষ্ম (২) বর্ষা (৩) শরৎ (৪) শীত
(ঘ) কোনটি পানিবাহিত রোগ?
(১) যক্ষ্মা (২) ইনফ্লুয়েঞ্জা (৩) টাইফয়েড (৪) হাম
(ঙ) বিজ্ঞানী আবিষ্কৃত জ্ঞানকে মানুষের প্রয়োজনে ব্যবহার করাকে কী বলে?
(১) দক্ষতা (২) প্রযুক্তি (৩) পরীক্ষা-নিরীক্ষা (৪) বিজ্ঞান
(চ) বর্জ্য থেকে পরিবেশ দূষণ রোধের উপায় কী?
(১) বর্জ্য পোড়ানো (২) বর্জ্যের পরিশোধন
(৩) বর্জ্য জমিয়ে রাখা (৪) বর্জ্য ঢেকে রাখা
(ছ) কোনটি পদার্থ নয়? (১) বায়ু (২) শব্দ (৩) মাটি (৪) কাঠি
(জ) কোনটি স্বচ্ছ পদার্থ?
(১) পানি (২) বায়ু (৩) তেলে ভেজা কাগজ
(ঝ) বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কী পরিবর্তন হয়?
(১) কমে যায় (২) বেড়ে যায় (৩) স্থির থাকে (৪) শূন্য হয়
(ঞ) টেলিফোনে—কীভাবে তথ্যপ্রবাহ হয়?
(১) একমুখী (২) উভয়মুখী (৩) বহুমুখী (৪) কোনোটিই নয়।
২। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০
(ক) পৃথিবীতে দিন-রাত হয়—গতির ফলে।
(খ) সামুদ্রিক মাছের প্রচুর—আছে।
(গ) মাছ, মাংস, ডিম ইত্যাদি—আমিষ।
(ঘ) যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে তার নাম—।
(ঙ) মাছ ফুলকার সাহায্যে—চালায়।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লেখো, যে বাক্যটি সঠিক সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি সঠিক নয়, সেটির ডান পাশে ‘ভুল’ লেখো। ২×৫=১০
(ক) ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ হয়।
(খ) তেলাপোকা একটি মেরুদণ্ডী প্রাণী।
(গ) টাইফয়েড একটি বায়ুবাহিত রোগ।
(ঘ) তাপ দিলে পদার্থের আয়তন বাড়ে।
(ঙ) কাশফুল ফোটে শীতকালে।

৫। সংক্ষেপে উত্তর দাও (যেকোনো ১০টি) ৩×১০=৩০
(ক) ধাতু ও অধাতুর তিনটি পার্থক্য লেখো।
(খ) তিনটি ক্ষতিকর পতঙ্গের নাম লেখো। এগুলো কী ক্ষতি করে?
(গ) ভিটামিন কী? ভিটামিন কত প্রকার ও কী কী?
(ঘ) ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন?
(ঙ) বিদ্যুৎ কত প্রকার এবং কী কী?
(চ) দিন ও রাত কেন হয়?
(ছ) বিজ্ঞান কাকে বলে? চিকিৎসাবিজ্ঞানে ব্যবহূত চারটি প্রযুক্তির নাম লেখো।
(জ) বায়ুচাপ কী? বায়ুচাপ বাড়া ও কমার কারণ লেখো।
(ঝ) স্থিতি শক্তি কাকে বলে?
(ঞ) পদার্থের সাধারণ গুণ কয়টি ও কী কী?
(ট) চোখের তিনটি রোগের নাম লেখো। রাতকানা রোগ কেন হয়।
(ঠ) পাঁচটি পুরনো প্রযুক্তির নাম লেখ।
৬। যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ৮×৪=৩২
(ক) সুষম খাদ্য কাকে বলে? মানবদেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা উল্লেখ করো।
(খ) বস্তুর ওজন বলতে কী বোঝায়? বস্তুর ওজনের কেন পরিবর্তন হয় ব্যাখ্যা করো।
(গ) আলো যে সরলরেখায় চলে তা পরীক্ষার মাধ্যমে বর্ণনা করো।
(ঘ) জলবসন্ত রোগ কীভাবে ছড়ায়? তুমি বাড়িতে কীভাবে স্যালাইন তৈরি করবে লেখো।
(ঙ) কম্পিউটার কী কী কাজে ব্যবহূত করা হয়? বর্তমান পৃথিবীতে তথ্য যোগাযোগ এত প্রয়োজনীয় কেন?
(চ) পরিবেশ দূষণের ৫টি কারণ লেখ? পরিবেশ সংরক্ষণে আমাদের কী কী করা উচিত?
==
বাংলা  সময়: ২ ঘণ্টা \ পূর্ণমান: ১০০
১। কবিতা ও কবির নাম উল্লেখ করে ‘সংকল্প’ অথবা ‘চাষি’ কবিতার প্রথম আট লাইন লেখো। ১+১+৮ = ১০
২। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো: ৫
‘তিনি চিরকাল শ্রদ্ধায় ও ভালোবাসায় বেঁচে থাকবেন এ দেশের কোটি কোটি মানুষের হূদয়ে।’
অথবা,
‘ঝাউয়ের শাখায় পাখির পাখায় হীরে-মানিক জ্বলে—কথাটি বুঝিয়ে লেখো।’
৩। নিচের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর লেখো: ৩৪ = ১২
ক) নদীর সঙ্গে এ দেশের মানুষের গভীর মিতালী—এ কথার অর্থ কী?
খ) কবি বন্ধ ঘরে থাকতে চান না কেন?
গ) আমরা তাদের ভুলব না—কাদের ভুলব না, কেন ভুলব না?
ঘ) প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা কী ভূমিকা পালন করে?
ঙ) কবি চাষিকে ‘বড় সাধক’ ও ‘দেশের আশা’ বলেছেন কেন?
৪। শব্দের অর্থ লেখো (যেকোনো পাঁচটি): ৫
সহিস, বহ্নিতাপ, বিশ্বকোষ,
এবাদত, প্রযুক্তি, নিসর্গ
৫। নিচের শব্দ দিযে বাক্য রচনা করো (যেকোনো পাঁচটি): ৫১ = ৫
বিনোদন, আত্মপ্রত্যয়ী, বনায়ন, মুখরোচক, সাধনা, অবাক
৬। প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন বসাও: ৫
ভেবে দেখ তো পৃথিবীতে যদি গাছপালা না থাকত তাহলে কী হতো আমরা কি তাহলে বাঁচতে পারতাম আসলে গাছপালা আমাদের পরম বন্ধু গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল
৭। নিচের বন্ধনীর () মধ্য থেকে সঠিক অংশটুকু বেছে নিয়ে প্রদত্ত ‘—’ (ড্যাস) চিহ্নের ওপর বসিয়ে বাক্য পূরণ করো (যেকোনো পাঁচটি): ৫১ = ৫
ক) বিজয় দিবস —
১৬ ডিসেম্বর/ ২৬ মার্চ/১৪ ডিসেম্বর।
খ) কান্তজির মন্দির —
পাহাড়পুর/ কুমিল্লা/দিনাজপুরে অবস্থিত।
গ) নিজ কার্য নষ্ট করে —
সুখী বলি/বিজ্ঞ বলি/মূর্খ বলি তারে।
ঘ) ‘অপেক্ষা’ গল্পটি লিখেছেন —রাজিয়া খাতুন চৌধুরানী/সুফিয়া কামাল/সেলিনা হোসেন।
ঙ) ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় —
সিনকোনা/আসাম লতা/কালমেঘ উদ্ভিদ থেকে।
চ) কবি আহসান হাবিব জন্মগ্রহণ করেন —
১৯১৭/১৮১৭/১৮৯৯ খ্রিষ্টাব্দে।
৮। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি করো: ৫
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ—ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন মহান নেতা—পশ্চিমবঙ্গের কলকাতায় ১৮৭০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের তেলির বাগ গ্রামে। তিনি যেমন ছিলেন বিখ্যাত রাজনীতিবিদ, তেমনি ছিলেন একজন কবি ও সম্পাদক। এ দেশের হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করেছেন তিনি। চিত্তরঞ্জন দাশ ছিলেন বাংলার সাধারণ মানুষের অতিপ্রিয় নেতা। ১৯২৫ সলে তাঁর মৃত্যুতে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কবিতা লিখে শ্রদ্ধা জানান।
৯। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন করো (যেকোনো পাঁচটি): ৫
ক্ষ, শ্ব, চ্ছ, জ্ঞ, স্ম, ন্দ্র, ষ্ণ।
১০। নিচে দেওয়া শব্দের প্রতিটির দুটি করে সমার্থক শব্দ লেখো (যেকোনো পাঁচটি): ৫
সাধারণ, স্রোত, সূর্য, সংকেত, গহিন, সাধনা
অথবা,
বিপরীত শব্দ লেখো (যেকোনো পাঁচটি):
মুগ্ধ, কুৎসিত, সাহস, রাজি, বিঘ্ন, প্রশংসা
১১। এককথায় প্রকাশ করো (যেকোনো পাঁচটি): ৫
নৌকা দিয়ে নদী পারাপার, উপকারীর উপকার স্বীকার করা, ঘোড়ার পিঠের চামড়ার আসন, কোনো কিছু সাদরে গ্রহণ, মনের ইচ্ছা, ভাবা যায় না এমন।
১২। প্রদত্ত বাক্যে ব্যবহূত ক্রিয়াপদের চলিত রূপ লেখো (পাঁচটি): ৫
ক) দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করিয়াছেন।
খ) প্রবল বেগে ঝড় শুরু হইল।
গ) কুলঙ্গিতে আয়না-চিরুনি রহিয়াছে।
ঘ) ভোরবেলা পাখির কলকাকলি শুনিতে ভালো লাগে।
ঙ) কৃষক সন্ধ্যার আগেই তাঁর গাভিটিকে খুঁজিয়া আনেন।
চ) বিশ্বের দেশে দেশে এখন পরিবেশ রক্ষার স্লোগান উঠিয়াছে।
১৩। সংক্ষেপে উত্তর লেখো (যেকোনো চারটি):
৪২ = ৮
ক) রাহেলা বানু দুমুঠো চাল কলসিতে জমিয়ে রাখে কেন?
খ) হারান মাঝি আর পরান শেখ ডাক দিচ্ছিল কেন?
গ) ‘বিশ্বজোড়া পাঠশালা মোর’— এ কথার অর্থ কী?
ঘ) যোগাযোগ বলতে কী বোঝায়?
ঙ) মোস্তফা কামাল কী বিশ্বাস করতেন?
চ) ধর্ম সম্পর্কে হজরত মুহাম্মদ (সা.) কী বলেছেন?
১৪। ‘আষাঢ়’ অথবা ‘তুলনা’ কবিতার মূল ভাব নিজের ভাষায় লেখো। ৮
১৫। নিচের যেকোনো একটি বিষয়ের ওপর রচনা লেখো (১৫০ শব্দের মধ্যে)। ১২
ক) বাংলাদেশের মৃৎশিল্প
খ) সততা গ) মহাস্থানগড়
ঘ) বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল
ঙ) বাংলাদেশের গান।
==
ইসলাম শিক্ষা  সময়-২ ঘণ্টা \ পূর্ণমান-১০০
১। সঠিক উত্তরটি খাতায় লেখো। ২×৫=১০
ক) ‘আল-আসমাউল হুসনা’ বলতে কী বোঝ?
১. মানুষের গুণসমূহ ২. আকাশ ৩. জীবজন্তুর গুণসমূহ ৪. আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ
খ) তারাবির সালাত পড়তে হয় কোন মাসে?
১. মহররম মাসে ২. রমজান মাসে ৩. জিলহজ মাসে ৪. শাওয়াল মাসে
গ) চরিত্রের মন্দ দিক কোনটি?
১. সত্য কথা বলা ২. শিক্ষককে সম্মান করা ৩. মিথ্যা কথা বলা ৪. রোগীর সেবা করা
ঘ) আরবি হরফ উচ্চারণের স্থানকে বলে—
১. তাজবিহ ২. মাখরাজ ৩. ওয়াক্ফ ৪. গুন্নাহ
ঙ) কাকে খলিলুল্লাহ বলা হয়?
১. হজরত ইবরাহিম (আ.)কে ২. হজরত ঈসা (আ.)কে ৩. হজরত মুসা (আ.)কে ৪. হজরত নূহ (আ.)কে
২। নিচের প্রতিটি বাক্য খাতায় লিখে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০
ক) শেষ বিচারের দিনটিকে বলা হয়—।
খ) ঈদুল আজহার দ্বিতীয় ওয়াজিব হলো—করা।
গ) সবচেয়ে মূল্যবান দান সুন্দর—।
ঘ) কুরআন মজিদ সকল প্রকার—উৎস।
ঙ) আইয়ামে জাহেলিয়া মানে—যুগ।
৩। নিচের বাক্যগুলো উত্তরপত্রে লিখে যেটি শুদ্ধ, সেটির ডান পাশে ‘শুদ্ধ’ এবং যেটি অশুদ্ধ, সেটির ডান পাশে ‘অশুদ্ধ’ লেখো। ২×৫=১০
ক) হজরত ইবরাহিম (আ.) মক্কায় জন্মগ্রহণ করেন
খ) গুন্নাহ অর্থ নাসিকার অনুরণন
গ) সালাত ইসলামের প্রথম রুকন
ঘ) সূর্যোদয়ের সাথে সাথে দিনের সূচনা হয়
ঙ) সৎ কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়
৫। নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের সংক্ষেপে উত্তর লেখো। ৪×৫=২০
ক) ইমান বলতে কী বোঝ?
খ) আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন?
গ) সূরা আল-ফিল-এর অর্থ লেখো।
ঘ) হজরত নূহ (আ.) মানুষকে কী শিক্ষা দিয়েছিলেন?
ঙ) মানুষের চরিত্রের ভালো গুণগুলো লেখো।
চ) নবী-রাসুলগণের শিক্ষার মূল কথাগুলো কী?
ছ) মসজিদের আদবগুলো লেখো।
৬। নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৮×৫=৪০
ক) মুসলিম কাকে বলে? একজন মুসলিমের আচার-আচরণ কেমন? বিবরণ দাও।
খ) সালাতের আহকাম বলতে কী বোঝ? আহকাম কয়টি এবং কী কী?
গ) জাকাত কী? জাকাতের নেসাব বলতে কী বোঝ? কাদের জাকাত দেওয়া যায়?
ঘ) মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? যেকোনো দুটি উদাহরণসহ লেখো।
ঙ) হজ কাকে বলে? হজের প্রধান কাজগুলো কী কী লেখো।
চ) আশরাফুল মাখলুকাত বলতে কী বোঝ? মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বলা হয়?
ছ) মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণটি লেখো।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...