Wednesday, May 2, 2012

Model Test:Mathmatics for Primary Education

সময়: ২ ঘণ্টা \ মান: ১০০

[ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।
১, ২ নম্বর ও ১৪ নম্বর প্রশ্নসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।]
১. সংক্ষেপে উত্তর দাও ১ – ১০ = ১০
(ক) ভাজ্য ৩২৫, ভাগফল ৭২ এবং ভাগশেষ ৯ হলে, ভাজক কত?
(খ) গড় নির্ণয়ের সূত্রটি লেখো।
(গ) ল. সা. গু. ও গ. সা. গু-এর পূর্ণ শব্দ কী?
(ঘ) প্রতীকের সাহায্যে প্রকাশ করো:
‘চল্লিশের আটগুণকে একান্ন ও ছাব্বিশের বিয়োগফল দিয়ে ভাগ।’
(ঙ) ২/৩, ৩/৫ এবং ৫/৬ এর মধ্যে কোনটি ছোট?
(চ) ০.০০৫০.০২০.০০৩ = কত?
(ছ) শতকরা মুনাফা নির্ণয়ের সূত্র কী?
(জ) আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো।
(ঝ) ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?
(ঞ) আদমশুমারি কত বছর পরপর হয়ে থাকে?
২। ক) সঠিক উত্তর খাতায় লিখ ১×৫=৫
i) ৩টি খাতার দাম ২১ টাকা হলে ১টি খাতার দাম কত?
ক) ৭ টাকা খ) ৬ টাকা গ) ৯ টাকা ঘ) ২ টাকা
ii) গুণনীয়কের অপর নাম কী?
ক) ল.সা.গু খ) গ.সা.গু গ) উৎপাদক ঘ) গড়
iii) লাভ বা ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়?
ক) ক্রয়মূল্য খ) বিক্রয়মূল্য গ) সুদ ঘ) আসল
iv) ওজন পরিমাপের মূল একক কোনটি?
ক) গ্রাম খ) টন গ) কেজি ঘ) কুইন্টাল
v) ১ কুইন্টাল সমান কত কেজি?
ক) ১০০ কেজি খ) ১০ কেজি গ) ১০০০ কেজি ঘ) ৫০০ কেজি
খ) শূণ্যস্থান পূরণ কর ১×৫=৫
i) বর্গক্ষেত্রের চারটি বাহু—।
ii) হিজরী সাল গণনা শুরু হয়— কবে থেকে।
iii) ঝুড়ির সংখ্যা কমাতে আমের সংখ্যা— যাবে।
iv) সমকোণের পরিমাপ—।
v) ক্যাশ মেমো কে লিখে দেন—।
৩. মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ হলে, কার বয়স কত? ১০
৪. একটি গ্রামে ২০০ জন লোক যে খাদ্য ২০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে? ১০
৫. অপু ও দীপুর গড় বয়স ২২ বছর, দীপু ও টিপুর গড় বয়স ২৩ বছর। অপুর গড় বয়স ২২ বছর, দীপুর ও টিপুর বয়স কত? ১০
৬. দুইটি ড্রামের ধারণ ক্ষমতা যথাক্রমে ২২৮ লিটার ও ৩৪৮ লিটার। সর্বাধিক কত ধারণ ক্ষমতার কলস পূর্ণসংখ্যকবার পানি দিয়ে ড্রাম দুটি ভরা যাবে? কোন ড্রামে কত কলস পানি ধরে? ১০
৭. সরল করো: ১০

৮. রফিক সাহেব তাঁর সম্পত্তির ১/৮ অংশ নিজে রেখে ১/৮ অংশ স্ত্রীকে দিলেন। অবশিষ্ট সম্পত্তি চার পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ায় প্রত্যেক পুত্র ১৫,০০০ টাকার সম্পত্তি পেল। মোট সম্পত্তির মূল্য কত? ১০
৯. লোপার নিকট ৫০ টাকা ছিল। সে ৫.৫০ টাকা দিয়ে একটি পেনসিল; ১২.৭৫ টাকার বিস্কুট ও ২.৬০ টাকার চকলেট কিনল। তার নিকট আর কত রইল? ১০
১০. আবুল মিয়ার বর্তমানে মাসিক আয় ১,৫৫০ টাকা। পূর্বে তাঁর আয় ১,৫০০ টাকা ছিল। শতকরা তাঁর আয় কত বৃদ্ধি পেল? ১০
১১. একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১৮৯ বর্গমিটার এবং উচ্চতা ১৪ মিটার। ক্ষেত্রটির ভূমির পরিমাপ কত? ১০
১২. পাঠানটোলা সরকারির প্রাথমিক বিদ্যালয়ের পাঁচটি শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ: শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা
প্রথম শ্রেণী ৯৭
দ্বিতীয় শ্রেণী ৮৪
তৃতীয় শ্রেণী ৭৮
চতুর্থ শ্রেণী ৬২
পঞ্চম শ্রেণী ৫০
উপাত্ত অনুসরণ করে স্তম্ভ লেখ আক।
১৩. মিঠু ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করে। ২০০৫ সালের ২০ অক্টোবর তার বয়স কত হবে।
১৪. (ক) ৫ সে. মি. দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গ আঁকো। ৪
(খ) চিত্রসহ সংজ্ঞা লেখো (যেকোনো দুটি): ৩×২ = ৬
      পূরক কোণ, রম্বস, বৃত্ত।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...