Compound to complex
Rule-1: So এবং and so যুক্ত compound sentence-এর প্রথম clauseটি যদি পরবর্তী clause-এর কাজের ফলাফলের কারণ হিসেবে ব্যবহূত হয়, সে ক্ষেত্রে compound sentenceকে complex sentence-এ পরিবর্তন করার নিয়ম—
কারণ যুক্ত sub-ordinate clauseটির আগে since, because বা as বসে + and উঠে যায় + দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকে। Example: Compound: The was ill and so he could not attend school.
Complex: As he was ill, he could not attend school.
Rule-2: And যুক্ত compound sentence-এর একটি clause যদি অন্যটির কারণ বা সময় নির্দেশ করে, তবে compound sentenceটিকে complex sentence-এ রূপান্তর করতে হলে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হবে—
প্রথম sentence-এর প্রথমে since/as/when বসে+প্রথম sentence বসে + and এর পরিবর্তে comma (,) বসে + দ্বিতীয় sentence বসে। Example: Compound: The sun had set and we returned home.
Complex: When the sun had set, we returned home.
Rule-3: And যুক্ত compound sentence-এর প্রথম clauseটি শর্ত বোঝালে complex sentence-এ পরিণত করার নিয়ম—
প্রথমে if বসে + subject বসে + প্রথম clauseটি বসে + comma (,) কমা বসে + অপর clauseটি বসে। Example:
Compound: Work hard and you will shine in life.
Complex: If you work hard, you will shine in life.
Rule-4: But বা yet যুক্ত compound sentenceকে complex sentence-এ রূপান্তরিত করার নিয়ম—
Sentence-এর প্রথমে though বা although বসে + yet বা but উঠে গিয়ে comma (,) বসে + দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকে। Example:
Compound: He ran fast but he could not catch the train.
Complex: Though he ran fast, he could not catch the train.
Rule-5: Or বা otherwise যুক্ত compound sentenceকে complex sentence-এ পরিণত করতে হলে—
প্রথম clause-এর আগে if+you+do not অথবা unless বসে + or বা otherwise উঠে তার পরিবর্তে comma (,) বসে + দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকবে। Example:
Compound: Leave the place at once, otherwise you will be punished.
Complex: If you do not leave the place at once, you will be punished.
Rule-6: Very... and যুক্ত sentenceকে complex sentence করতে হলে very- এর পরিবর্তে so এবং and- এর পরিবর্তে that বসে। Example:
Compound: He is very weak and he can’t walk.
Complex: He is so weak that he can’t walk.
Examples for Practice
1. You must hurry or you will miss the train.
2. Read Newspaper regularly and be wise.
3. He is rich but he is unhappy.
4. My youngest son saw me and came running.
5. Spare the rod and spoil the child.
6. You must return the goods or pay the bill.
7. Prantika was ill and so she could not attend the meeting.
8. He is old but he is very active.
9. You can go to play or watch TV.
10. The sun rose and the fog dispersed.
Rule-1: So এবং and so যুক্ত compound sentence-এর প্রথম clauseটি যদি পরবর্তী clause-এর কাজের ফলাফলের কারণ হিসেবে ব্যবহূত হয়, সে ক্ষেত্রে compound sentenceকে complex sentence-এ পরিবর্তন করার নিয়ম—
কারণ যুক্ত sub-ordinate clauseটির আগে since, because বা as বসে + and উঠে যায় + দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকে। Example: Compound: The was ill and so he could not attend school.
Complex: As he was ill, he could not attend school.
Rule-2: And যুক্ত compound sentence-এর একটি clause যদি অন্যটির কারণ বা সময় নির্দেশ করে, তবে compound sentenceটিকে complex sentence-এ রূপান্তর করতে হলে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হবে—
প্রথম sentence-এর প্রথমে since/as/when বসে+প্রথম sentence বসে + and এর পরিবর্তে comma (,) বসে + দ্বিতীয় sentence বসে। Example: Compound: The sun had set and we returned home.
Complex: When the sun had set, we returned home.
Rule-3: And যুক্ত compound sentence-এর প্রথম clauseটি শর্ত বোঝালে complex sentence-এ পরিণত করার নিয়ম—
প্রথমে if বসে + subject বসে + প্রথম clauseটি বসে + comma (,) কমা বসে + অপর clauseটি বসে। Example:
Compound: Work hard and you will shine in life.
Complex: If you work hard, you will shine in life.
Rule-4: But বা yet যুক্ত compound sentenceকে complex sentence-এ রূপান্তরিত করার নিয়ম—
Sentence-এর প্রথমে though বা although বসে + yet বা but উঠে গিয়ে comma (,) বসে + দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকে। Example:
Compound: He ran fast but he could not catch the train.
Complex: Though he ran fast, he could not catch the train.
Rule-5: Or বা otherwise যুক্ত compound sentenceকে complex sentence-এ পরিণত করতে হলে—
প্রথম clause-এর আগে if+you+do not অথবা unless বসে + or বা otherwise উঠে তার পরিবর্তে comma (,) বসে + দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকবে। Example:
Compound: Leave the place at once, otherwise you will be punished.
Complex: If you do not leave the place at once, you will be punished.
Rule-6: Very... and যুক্ত sentenceকে complex sentence করতে হলে very- এর পরিবর্তে so এবং and- এর পরিবর্তে that বসে। Example:
Compound: He is very weak and he can’t walk.
Complex: He is so weak that he can’t walk.
Examples for Practice
1. You must hurry or you will miss the train.
2. Read Newspaper regularly and be wise.
3. He is rich but he is unhappy.
4. My youngest son saw me and came running.
5. Spare the rod and spoil the child.
6. You must return the goods or pay the bill.
7. Prantika was ill and so she could not attend the meeting.
8. He is old but he is very active.
9. You can go to play or watch TV.
10. The sun rose and the fog dispersed.
No comments:
Post a Comment