Saturday, May 5, 2012

CLOZE TEST WITH CLUES FOR SSC EXAM

Fill in each gap with a suitable word from the box. There are more words than necessary.
show দেখানো Superiors গুরুজন nothing কিছুই না behaviour ব্যবহার, আচরণ nature স্বভাব, প্রকৃতি
torm গঠন করা conduct আচরণ rich ধনী Sense বোধ, জ্ঞান disciplined সুশৃঙ্খলাপূর্ণ


Good manners (a) — an important part of our education. Our education (b) — incomplete if we don’t learn good manners. In our (c) — with others we must (d)—proper respect for them. We should have a (e) — of fitness in our (f) — with others. We should show respect to our (g) — . It is necessary for a (h) — society. good manners cost us (i) — . So, good manners should be a part at our (j) —.
বঙ্গানুবাদ: ভাল আচার আচরণ গঠন করা আমাদের শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি ভাল আচার আচরণ না শিখি তাহলে আমাদের শিক্ষার আদর্শ থাকে না। আমাদের অন্যের সঙ্গে আচরণে অবশ্যই যথাযথ শ্রদ্ধা দেখাতে হবে। আমাদের অন্যের সঙ্গে আচরণে অবশ্যই পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। আমাদের উচিত গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শন করা। ইহা একটি সুশৃঙ্খলাপূর্ণ সমাজের জন্য প্রয়োজন। ভাল ব্যবহারে কোনো কিছুই খরচ হয় না। তাই, ভাল আচরণ আমাদের স্বভাবের একটি অংশ হওয়া উচিত।
Ans: (a) form (b) remains (c) behaviaur/conduct (d) show (e) sense (f) conduct/behaviour (g) superiors (h) disciplined (i) nothing (j) nature
find
(পাওয়া) friends (বন্ধু-বান্ধব) made (করা) need (প্রয়োজন) side (পাশে) came (আশা)
Prove প্রমাণিত হওয়া) pleasure (আনন্দ) harm
(ক্ষতি) real (প্রকৃত) love (ভালবাসা) Pay (মূল্য দেওয়া)
Books are men’s best (a) - in life. You may have many a good friends but you do not (b) — them when you (c) — them. They may not always (d) — to you with sympathy. One or two may (e) — false and do you much (f)—. But books are always ready to be by your (g)—. some books will (h) — you laugh, some others will give you much (i)—. Again some books will bring you new knowledge and ideas. They are your (j) — friends throughout your life.
বঙ্গানুবাদ: বই মানুষের জীবনে উত্তম বন্ধু। তোমার অনেক ভাল বন্ধু থাকতে পারে কিন্তু যখন তাদেরকে তোমার দরকার তখন তুমি তাদেরকে পাও না। তারা সবসময় সহানুভূতি নিয়ে তোমার কাছে নাও আসতে পারে। এক দু’জন মিথ্যা প্রমাণিত হতে পারে এবং তোমার অনেক ক্ষতি করতে পারে। কিন্তু বই সবসময় তোমার পাশে থাকতে প্রস্তুত। কোন কোন বই তোমাকে হাসাতে পারে, অন্যান্যগুলো তোমাকে অনেক আনন্দ দিবে। আবার কোনো কোনো বই তোমার জন্য নতুন জ্ঞান এবং ধারণা নিয়ে আসবে। তোমার সারা জীবনব্যাপী তারা তোমার প্রকৃত বন্ধু।
Ans: (a) friends (b) find (c) need (d) come (e) prove (f) harm (g) side (h) make (i) pleasure (j) real
Speed গতিবেগ environment পরিবেশ life জীবন detects ত্রুটিগুলো non-motorised মনুষ্য চালিত বা ইঞ্জিনবিহীন Prevent বাধা দেওয়া
Challenge বিপদ, চ্যালেঞ্জ mandatory বাধ্যতামূলক lives জীবন reasons কারণগুলো challenges চ্যালেঞ্জগুলো Collision সংঘর্ষ
Road accidents have become a common feature of everyday (a) — in our country, Bangladesh. A lot of (b) —act behind rood accidents. Roadside (c)—, poor design of junctions and road sections, excessive (d)—, dangerous overtaking, reckless driving, disobeying (e)— traffic rules, variety of traffics characteristics and (f)—of vehicles are the principal reasons of it. (g) — vehicles are plying in the road alongside the buses and trucks in the same way. They also increase the risk of (h)—Road accident are the mojor (i) — for the development of Bangladesh. So, we should search the way how to (j) — these fatal problems.
বঙ্গানুবাদ: আমাদের দেশ বাংলাদেশে সড়ক দুর্ঘটনা দৈনন্দিন জীবনের একটি সাধারণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে। সড়ক দুর্ঘটনার পেছনে অনেক কারণ কাজ করে। রাস্তার পার্শ্বস্থ পরিবেশ সড়ক সংযোগ ও সড়ক শাখার নিম্নমানের নকশা, অতিরিক্ত গতিবেগ, বিপজ্জনক অতিক্রমণ, বেপরোয়া গাড়ি চালান, বাধ্যতামূলক ট্রাফিক আইন লঙ্ঘন, বিচিত্র রকমের ট্র্যাফিক বৈশিষ্ট্য এবং যানবাহনের চ্যালেঞ্জ হচ্ছে এর প্রধান কারণ। অ-যান্ত্রিক যানবাহন সড়কের ওপর বাস এবং ট্রাকের পাশাপাশি একই পথে চলাচল করে। এগুলোও সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে তোলে। বাংলাদেশের উন্নয়ন ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অতএব, এসব মারাত্মক সমস্যা কীভাবে রোধ করা যায় আমাদের সে পন্থা অনুসন্ধান করা উচিত।
Ans: (a) life (b) reasons (c) environment (d) speed (e) mandatory (f) defects (g) non-motorised (h) collision (i) challenges (j) prevent.
Fill in each gap with a suitable word from the box. There are more words than necessary.
Set-01:
Man’s dignity depends upon his works. Man is a (a) — being on the earth. He is to (b) — for others. He should not be proud if he is of (c) — blood. He should be (d) — to help any class of man. The man whom he is helping may be (e) — to him by birth. But after all, he is a man. He has the (f) — blood and flesh as the (g) — mentioned man. So, he should (h) — his own life for other’s welfare. We cannot live (i) — on the earth. We must die once. But we can live (j) — our works.
অনুবাদ: মানুষের মর্যাদা তার কাজের ওপর নির্ভর করে। মানুষ পৃথিবীতে বিচারবুদ্ধিসম্পন্ন একটি প্রাণী। তাকে অন্যদের জন্য কাজ করতে হয়। তবে যদি সে অভিজাত বংশের হয়, তার গর্ব করা উচিত নয়। যেকোনো শ্রেণীর মানুষকে সাহায্য করার জন্য তার প্রস্তুত থাকা উচিত। যে মানুষকে সে সাহায্য করছে, সে জন্মগতভাবে তার চেয়ে নিকৃষ্ট হতে পারে। কিন্তু যা-ই হোক, সে একজন মানুষ। ওপরে উল্লিখিত ব্যক্তির মতো তার একই রক্ত এবং মাংস রয়েছে। আমরা পৃথিবীতে দীর্ঘকাল বেঁচে থাকতে পারি না। একসময় আমাদের মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমাদের কাজের মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি।
Answer to the question no. set-01:
(a) rational (b) work (c) blue (d) ready (e) inferior (f) same (g) above (h) sacrifice (i) long (j) through.
Power is the key to the economic growth of any country. The (a) — of power is only known when load-shedding occurs. Though rural life of Bangladesh is not totally (b) — on power, urban life cannot be (c) — without electricity. At present we have (d) — of around 4000 MW electricity and the (e) — is around 2000 MW. This demand is ever on the (f) —. In 2020 the national demand for electricity will rise to (g) — 8000 MW. The reality is that this situation cannot be (h) — just by installing some high capacity power generation plants. Under these (i) — we should create a master plan to increase the production of electricity and also have to (j) — our concentration to alternative fuel source.
অনুবাদ: বিদ্যুৎ কোন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি। বিদ্যুতের প্রয়োজনীয়তা তখনই জানা যায় যখন বিদ্যুৎবিভ্রাট ঘটে। যদিও বাংলাদেশের গ্রামীণ জীবন পুরোপুরি বিদ্যুতের ওপর নির্ভরশীল নয়, শহুরে জীবন বিদ্যুৎ ছাড়া উন্নতি করতে পারে না। বর্তমানে আমাদের চাহিদা প্রায় চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু উৎপাদন হচ্ছে প্রায় দুই হাজার মেগাওয়াট। এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ২০২০ সালের মধ্যে বিদ্যুতের জাতীয় চাহিদা প্রায় আট হাজার মেগাওয়াটে বৃদ্ধি পাবে। বাস্তব কথা হলো, শুধু কিছু শক্তিশালী জেনারেশন প্ল্যান্ট স্থাপন করে এই অবস্থা ধরে রাখা যাবে না। এই পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনে আমাদের বড় পরিকল্পনা গ্রহণ করা উচিত। বিকল্প জ্বালানি উৎসের দিকেও আমাদের মনোযোগ দিতে হবে।
Answer to the question no. set-02:
(a) necessity (b) dependent (c) improved (d) demand (e) production (f) risen (g) around (h) sustained (i) circumstances (j) shift.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...