সময়: ২ ঘণ্টা \ মান: ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]
১। সঠিক উত্তরটি খাতায় লেখো। ২×৫=১০
(ক) ‘বাসিরুন’ শব্দটির অর্থ কী?
(১) আল্লাহ তাআলা সর্বশ্রোতা (২) আল্লাহ তাআলা সহনশীল
(৩) আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা (৪) আল্লাহ তাআলা সর্বশক্তিমান
(খ) ইসলামের তৃতীয় রুকন কোনটি?
(১) রোজা (২) সালাত (৩) জাকাত (৪) হজ
(গ) কাবা ঘরকে কী বলা হয়?
(১) বাইতুল মুকাদ্দাস (২) মসজিদে নববী
(৩) মসজিদে আকসা (৪) বাইতুল্লাহ শরীফ
(ঘ) মানব চরিত্রের ভালো গুণ কোনটি?
(১) মাতা-পিতার কথা না শোনা (২) মানুষের সেবা করা
(৩) জীবজন্তুকে কষ্ট দেওয়া (৪) কথা দিয়ে কথা না রাখা
(ঙ) ‘মায়ের পদতলে সন্তানের বেহেশত’—এটি কার বাণী?
(১) আল্লাহ তাআলার (২) মহানবী (সা.)-এর
(৩) সাহাবীদের (৪) আলেমদের
২। শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০
(ক) আল্লাহ তাআলার একটি বড় নির্দেশ হলো-।
(খ) ফরজের পরই-স্থান।
(গ) পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আল্লাহ তাআলা-।
(ঘ) রান্না শেষে-বন্ধ রাখা দরকার।
(ঙ) -দিন পর এই মহা প্লাবন বন্ধ হলো।
৩। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করো। ২×৫=১০
(ক) রোজা পালন করা রাসূল (সা.)-এর নির্দেশ।
(খ) সততা মানুষকে পাপ ও অন্যায় কাজে প্রলুব্ধ করে।
(গ) আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়।
(ঘ) হজরত ঈসা (আ.)-এর ওপর বিখ্যাত আসমানি কিতাব ‘ইনজিল’ নাজিল হয়।
(ঙ) নাসিকামূল থেকে গুন্নাহ উচ্চারিত হয়।
৪। বামপাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণ। ২×৫=১০
বাম ডান
সহনশীলতা সবার সঙ্গে ভালো ব্যবহার করা।
কোরআন মজিদ কবুল করেন।
ইসলামের বিধান হলো রাসূল (সা.) এর বাণী।
মায়ের দুআ আল্লাহ তাআলা হিলফুল ফুজুল।
হজরত মুহাম্মদ (সা.) প্রতিষ্ঠা করেন খুব ভালো গুণ।
আল্লাহ তাআলার বাণী।
মক্কা নগরী
৫। নিচের যেকোনো ৫টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। ৪×৫=২০
(ক) আল্লাহ তাআলা কাদের প্রতি সন্তুষ্ট ও কাদের প্রতি অসন্তুষ্ট উল্লেখ করো।
(খ) গুন্নাহ কী? গুন্নাহর বর্ণ কয়টি ও কী কী?
(গ) মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে কেন আল-আমিন বলে ডাকা হতো?
(ঘ) সূরা আল-কাওসারের বাংলা অর্থ লেখো।
(ঙ) সালাতের আহকাম বলতে কী বোঝ? আহকাম কয়টি এবং কী কী?
(চ) কে সূর্য সৃষ্টি করেছেন? সূর্য আমাদের কী কাজে লাগে?
(ছ) ঈদের দিনের সুন্নাত কাজগুলো লেখো।
(জ) কোন কোন স্থান থেকে আরবি বর্ণগুলো উচ্চারিত হয়, তার একটি তালিকা তৈরি করো।
৬। নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৮×৫=৪০
(ক) আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
(খ) সালাত আদায়কারীকে আল্লাহ তাআলা কী পুরস্কার দেবেন?
(গ) সত্যবাদিতা সম্পর্কে মা-মেয়ের ঘটনাটি উল্লেখ করো।
(ঘ) আল্লাহ তাআলার পাঁচটি গুণবাচক নাম বাংলা অর্থসহ আরবিতে লেখো।
(ঙ) মানব চরিত্রের ভালো গুণগুলো কী?
(চ) অপচয় করা কী? অপচয় সম্পর্কে বর্ণনা দাও।
(ছ) হজরত ইবরাহীম (আ.) বয়োপ্রাপ্ত হওয়ার পর কী ভেবেছিলেন এবং কী ঘোষণা করেছিলেন?
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]
১। সঠিক উত্তরটি খাতায় লেখো। ২×৫=১০
(ক) ‘বাসিরুন’ শব্দটির অর্থ কী?
(১) আল্লাহ তাআলা সর্বশ্রোতা (২) আল্লাহ তাআলা সহনশীল
(৩) আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা (৪) আল্লাহ তাআলা সর্বশক্তিমান
(খ) ইসলামের তৃতীয় রুকন কোনটি?
(১) রোজা (২) সালাত (৩) জাকাত (৪) হজ
(গ) কাবা ঘরকে কী বলা হয়?
(১) বাইতুল মুকাদ্দাস (২) মসজিদে নববী
(৩) মসজিদে আকসা (৪) বাইতুল্লাহ শরীফ
(ঘ) মানব চরিত্রের ভালো গুণ কোনটি?
(১) মাতা-পিতার কথা না শোনা (২) মানুষের সেবা করা
(৩) জীবজন্তুকে কষ্ট দেওয়া (৪) কথা দিয়ে কথা না রাখা
(ঙ) ‘মায়ের পদতলে সন্তানের বেহেশত’—এটি কার বাণী?
(১) আল্লাহ তাআলার (২) মহানবী (সা.)-এর
(৩) সাহাবীদের (৪) আলেমদের
২। শূন্যস্থান পূরণ করো। ২×৫=১০
(ক) আল্লাহ তাআলার একটি বড় নির্দেশ হলো-।
(খ) ফরজের পরই-স্থান।
(গ) পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আল্লাহ তাআলা-।
(ঘ) রান্না শেষে-বন্ধ রাখা দরকার।
(ঙ) -দিন পর এই মহা প্লাবন বন্ধ হলো।
৩। শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করো। ২×৫=১০
(ক) রোজা পালন করা রাসূল (সা.)-এর নির্দেশ।
(খ) সততা মানুষকে পাপ ও অন্যায় কাজে প্রলুব্ধ করে।
(গ) আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়।
(ঘ) হজরত ঈসা (আ.)-এর ওপর বিখ্যাত আসমানি কিতাব ‘ইনজিল’ নাজিল হয়।
(ঙ) নাসিকামূল থেকে গুন্নাহ উচ্চারিত হয়।
৪। বামপাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণ। ২×৫=১০
বাম ডান
সহনশীলতা সবার সঙ্গে ভালো ব্যবহার করা।
কোরআন মজিদ কবুল করেন।
ইসলামের বিধান হলো রাসূল (সা.) এর বাণী।
মায়ের দুআ আল্লাহ তাআলা হিলফুল ফুজুল।
হজরত মুহাম্মদ (সা.) প্রতিষ্ঠা করেন খুব ভালো গুণ।
আল্লাহ তাআলার বাণী।
মক্কা নগরী
৫। নিচের যেকোনো ৫টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। ৪×৫=২০
(ক) আল্লাহ তাআলা কাদের প্রতি সন্তুষ্ট ও কাদের প্রতি অসন্তুষ্ট উল্লেখ করো।
(খ) গুন্নাহ কী? গুন্নাহর বর্ণ কয়টি ও কী কী?
(গ) মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে কেন আল-আমিন বলে ডাকা হতো?
(ঘ) সূরা আল-কাওসারের বাংলা অর্থ লেখো।
(ঙ) সালাতের আহকাম বলতে কী বোঝ? আহকাম কয়টি এবং কী কী?
(চ) কে সূর্য সৃষ্টি করেছেন? সূর্য আমাদের কী কাজে লাগে?
(ছ) ঈদের দিনের সুন্নাত কাজগুলো লেখো।
(জ) কোন কোন স্থান থেকে আরবি বর্ণগুলো উচ্চারিত হয়, তার একটি তালিকা তৈরি করো।
৬। নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৮×৫=৪০
(ক) আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
(খ) সালাত আদায়কারীকে আল্লাহ তাআলা কী পুরস্কার দেবেন?
(গ) সত্যবাদিতা সম্পর্কে মা-মেয়ের ঘটনাটি উল্লেখ করো।
(ঘ) আল্লাহ তাআলার পাঁচটি গুণবাচক নাম বাংলা অর্থসহ আরবিতে লেখো।
(ঙ) মানব চরিত্রের ভালো গুণগুলো কী?
(চ) অপচয় করা কী? অপচয় সম্পর্কে বর্ণনা দাও।
(ছ) হজরত ইবরাহীম (আ.) বয়োপ্রাপ্ত হওয়ার পর কী ভেবেছিলেন এবং কী ঘোষণা করেছিলেন?
1 comment:
হজরত ইবরাহীম (আ.) বয়োপ্রাপ্ত হওয়ার পর কী ভেবেছিলেন এবং কী ঘোষণা করেছিলেন? cheap t shirts wholesale , wholesale bulk t shirts free shipping , jersey style shirts wholesale , local wholesale t shirts , best bulk t shirts , bulk buy raglan t shirts , wholesale childrens clothing in bulk , designer baby clothes online , cheap dresses for kids , where can i buy baby clothes wholesale
Post a Comment