Monday, March 18, 2013

সমাজকল্যাণেরএইচএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৩

প্রথমপত্র : রচনামূলক প্রশ্ন

১. সমাজকল্যাণের সংজ্ঞা দাও। সমাজকল্যাণের পরিধি আলোচনা কর।

২. সমাজকল্যাণ বলতে কি বুঝ? বাংলাদেশে সমাজকল্যাণের পরিধি আলোচনা কর।

৩. সমাজকল্যাণের সংজ্ঞা দাও। সমাজকল্যাণের গুরুত্ব আলোচনা কর।

৪. সামাজিক আইনের সংজ্ঞা দাও। সমাজকল্যাণ ক্ষেত্রে সামাজিক আইনের গুরুত্ব আলোচনা কর।

৫. অর্থনীতির সংজ্ঞা দাও। সমাজকল্যাণ ও অর্থনীতির পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।

৬. মনোবিজ্ঞান কি? সমাজকল্যাণের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।

৭. সামাজিক প্রতিষ্ঠান কি? সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ধর্মের ভূমিকা আলোচনা কর।

৮. সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বুঝ? সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৯. পরিবার বলতে কি বুঝ? সমাজজীবনে পরিবারের ভূমিকা আলোচনা কর।

১০. স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কি? সমাজকল্যাণ ক্ষেত্রে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা কর।

১১. সনাতন সমাজকল্যাণ কি? সনাতন সমাজকল্যাণ ব্যবস্থা হিসেবে জাকাতের গুরুত্ব আলোচনা কর।

১২. সমাজকল্যাণ দর্শন কি? সমাজকল্যাণ দর্শনের বিকাশে বিভিন্ন ধর্মের অবদান ব্যাখ্যা কর/মুসলিম ধর্মের অবদান ব্যাখ্যা কর।

১৩. সমাজসংস্কার বলতে কি বুঝ? সমাজসংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।

১৪. বাংলার কৃষক ঋণমুক্তি আন্দোলনে শেরেবাংলার অবদান আলোচনা কর।

১৫. সমাজকর্ম মূল্যবোধ কাকে বলে? সমাজকর্মের মূল্যবোধগুলো আলোচনা কর।

১৬. নগরায়নের সংজ্ঞা দাও। মানবজীবনে নগরায়নের প্রভাব আলোচনা কর।

১৭. পেশা কি? পেশার বৈশিষ্ট্য/মানদণ্ডসমূহ আলোচনা কর।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝ?

২. সামাজিক উন্নয়ন ধারণাটি ব্যাখ্যা কর।

৩. সমাজসংস্কার কি?

৪. সমাজের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

৫. ধর্ম কি?

৬. জ্ঞাতি সম্পর্ক বলতে কি বুঝ?

৭. রাষ্ট্রের উপাদানগুলো লিখ।

৮. সনাতন সমাজকল্যাণ কি?

৯. ওয়াকফ ও দেবোত্তরের মধ্যে পার্থক্য লিখ।

১০. ধর্মগোলা বলতে কি বুঝ?

১১. লঙ্গরখানা ও এতিমখানার মধ্যে পার্থক্য লিখ।

১২. হাজী মুহাম্মদ মুহসিন এত বিখ্যাত কেন?

১৩. শিক্ষাক্ষেত্রে একে ফজলুল হকের অবদান আলোচনা কর।

১৪. 'আত্দনিয়ন্ত্রণ অধিকার' বলতে কি বুঝ?

১৫. 'গণতান্ত্রিক অধিকার' বলতে কি বুঝ?

১৬. স্বাস্থ্যসমস্যা কি?

১৭. পেশা ও বৃত্তির পার্থক্য লিখ।

১৮. মানবজীবনে সমাজের প্রয়োজনীয়তা কি?

১৯. সরাইখানা বলতে কি বুঝ?

২০. শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসগরের অবদান লিখ।

২১. শিল্পবিপ্লব বলতে কি বুঝ?

২২. শিল্পায়ন ও নগরায়নের মধ্যে সম্পর্ক কি?

২৩. পেশাদার ও স্বেচ্ছাসেবক সমাজকল্যাণের মধ্যে পার্থক্য দেখাও।

২৪. সামাজিক নিরাপত্তার প্রকারভেদ লিখ।



দ্বিতীয়পত্র : রচনামূলক প্রশ্ন

১. মৌল মানবিক চাহিদা কি কি? বাংলাদেশে মৌল মানবিক চাহিদার বর্তমান অবস্থা বর্ণনা কর।

২. মৌল মানবিক চাহিদার ধারণাটি ব্যাখ্যা কর। বাংলাদেশে মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে উদ্ভূত সমস্যাবলী আলোচনা কর।

৩. মৌল মানবিক চাহিদাসমূহ কি? মানবজীবনে মৌল মানবিক চাহিদার তাৎপর্য ব্যাখ্যা কর।

৪. সামাজিক সমস্যার সংজ্ঞা দাও। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৫. সামাজিক সমস্যার সংজ্ঞা লিখ। সামাজিক সমস্যার কারণসমূহ লিখ।

৬. বেকারত্ব বলতে কি বুঝ? বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ আলোচনা কর।

৭. নারী নির্যাতন বলতে কি বুঝ? বাংলাদেশে নারী নির্যাতনের কারণসমূহ আলোচনা কর।

৮. মাদকাসক্তি কি? বাংলাদেশের সমাজজীবনে মাদকাসক্তির প্রভাব আলোচনা কর।

৯. শিশুকল্যাণের সংজ্ঞা দাও। বাংলাদেশ সরকারের শিশুকল্যাণ কর্মসূচির বিবরণ দাও।

১০. হাসপাতাল সমাজসেবা বলতে কি বুঝ? হাসপাতাল সমাজসেবার গুরুত্ব আলোচনা কর।

১১. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সমিতি কি? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সমিতির কার্যক্রম আলোচনা কর।

১২. গ্রামীণ ব্যাংক কি? বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা বর্ণনা কর।

১৩. গ্রামীণ সমাজসেবা কি? বাংলাদেশ সরকারের গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও।

১৪. সমাজকর্ম পদ্ধতি বলতে কি বুঝ? সমাজকর্ম পদ্ধতির প্রকারভেদ আলোচনা কর।

১৫. দল সমাজকর্মের সংজ্ঞা দাও। বাংলাদেশে দল সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রগুলোর বর্ণনা দাও।

সংক্ষিপ্ত প্রশ্ন

১ মৌল মানবিক চাহিদা হিসেবে শিক্ষার তাৎপর্য কি?

২. সামাজিক সমস্যার পাঁচটি কারণ উল্লেখ কর।

৩. সংশোধনমূলক কার্যক্রম কি?

৪. প্রবেশনের শর্তাবলী উল্লেখ কর।

৫. প্রতিবন্ধী কারা?

৬. কিশোর আদালত বলতে কি বুঝ?

৭. বাংলাদেশ রেডক্রিসেন্ট সমিতির কার্যক্রম কি কি?

৮. বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির কার্যক্রম কি কি?

৯. ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের প্রধান তিনটি ধারা উল্লেখ কর।

১০. ১৯৮৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ কি?

১১. বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রমসমূহ কি?

১২. বিশ্ব খাদ্য ও কৃষিসংস্থার উদ্দেশ্যসমূহ উল্লেখ কর।

১৩. বাংলাদেশ জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কার্যক্রম কি কি?

১৪. বাংলাদেশে আন্তর্জাতিক শ্রমসংস্থার ভূমিকা কি?

১৫. মৌল মানবিক চাহিদা হিসেবে চিত্তবিনোদনের তাৎপর্য কি?

১৬. দারিদ্র্য কি?

১৭. জনসংখ্যা স্ফীতি কি?

১৮. শহর সমাজসেবা কার্যক্রম কি?

১৯. বাংলাদেশ বহুমূত্র সমিতির উদ্দেশ্যসমূহ কি?

২০. ১৯৭৪ সালের শিশু আইনের তিনটি ধারা উল্লেখ কর।

২১. সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের মধ্যে পার্থক্য কি?

২২. ব্যক্তি সমাজকর্মের উপাদান লিখ।

২৩. সমাজকর্মের গবেষণা বলতে কি বুঝ?

২৪. সমাজকর্মের মৌলিক পদ্ধতিসমূহ কি কি?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...