Thursday, January 3, 2013

সম্ভাব্য প্রশ্নাবলি ॥ এস.এস.সি পরীক্ষা-২০১৩ বাংলা-প্রথমপত্র

ক-অংশ : গদ্য
রচনার শিল্পগুণ : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১। ক) রচনার প্রধান দুটি শিল্পগুণ কী কী?
খ) ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধে লেখক ‘বিজ্ঞাপন’ শব্দের পরিবর্তে ‘ইসতিহার’ ব্যবহার করতে বলেছেন কেন?

২। ক) ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধের লেখক কে?
খ) ‘অনর্থক কথা বাড়াইওনা’... বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একথা কেন বলেছেন?

অপূর্ব ক্ষমা : মীর মশাররফ হোসেন

১। ক) ‘দৌহিত্র’ শব্দের অর্থ কী?
খ) জাএদা ইমাম হাসান (রা.) কে কেন বিষপান করিয়েছিলেন?

২। ক) ‘অপূর্ব ক্ষমা’ গল্পটির উৎসটি কী?
খ) ইমাম হাসান কীভাবে মহত্ত্ব দেখালেন?

ছুটি : রবীন্দ্রনাথ ঠাকুর

১। ক) ফটিক কে?
খ) ‘মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি’।... ফটিক কেন এ কথা বলেছিল?.

২। ক) ‘ছুটি’ গল্পের অকালতত্ত্বজ্ঞানী কে?
খ) ‘তেরো চৌদ্দ বছর বয়সী ছেলেদের লোকে বালাই মনে করে’...কেন?

বইপড়া : প্রমথ চৌধুরী

১। ক) ‘বইপড়া’ প্রবন্ধের রচয়িতা কে?
খ) ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়’...কেন?

২। ক) ‘বইপড়া’ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলিত?
খ) ‘সাহিত্য চর্চার জন্য চাই লাইব্রেরি’...ব্যাখ্যা কর।

মহেশ : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১। ক) ‘মহেশ’ গল্পের জমিদারের নাম কী?
খ) ‘মহারাণীর রাজত্বে কেউ কারও গোলাম নয়’।—-কে, কাকে, কেন একথা বলেছে?

২। ক) ‘মহেশ’ গল্পের রচয়িতা কে?
খ) তর্করতœ গফুরকে পাষ- বলেছিল কেন?


পল্লিসাহিত্য : মুহম্মদ শহীদুল্লাহ

১। ক) ‘পল্লিসাহিত্য’ কোন জাতীয় রচনা?
খ) ‘পল্লির প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে’।—-ব্যাখ্যা কর।

২। ক) ‘মৈমনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেন?
খ) ঋড়শষড়ৎব ঝড়পরবঃু- এর কাজ কী?

মানুষ মুহম্মদ (সা.) : মোহাম্মদ ওয়াজেদ আলী

১। ক) হিজরত শব্দের অর্থ কী?
খ) হজরত মুহম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের কারণ ব্যাখ্যা কর।

২। ক) হুদাইবিয়া কী?
খ) হযরত মুহম্মদ (সা.) স্বেচ্ছায় দারিদ্র্যের কন্টক মুকুট মাথায় পরলেন কেন?

শিক্ষা ও মনুষ্যত্ব : মোতাহার হোসেন চৌধুরী

১। ক) শিক্ষার আসল কাজ কী?
খ) ‘লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়’ বলতে কী বোঝায়?

২। ক) ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি রচনা করেছেন কে?
খ) জীবসত্তা ও মানবসত্তা বলতে কী বোঝ?

পারী : অন্নদাশঙ্কর রায়

১। ক) ‘পারী’ কে লিখেছেন?
খ) ‘অর্ধেক নগরী তুমি, অর্ধেক কল্পনা’।—-বলতে লেখক কী বুঝিয়েছেন?

২। ক) ‘পারী’ কোন শ্রেণীর রচনা?
খ) ফরাসি জাতিকে লেখক কসমোপলিটন বলেছেন কেন?

দুই মুসাফির : শওকত ওসমান

১। ক) ‘দুই মুসাফির’ গল্পের লেখক কে?
খ) ‘সুর আর সুধার পার্থক্য কতটুকু’-উক্তিটি ব্যাখ্যা কর।

২। ক) লালন ফকিরের পুরো নাম কী?
খ) ‘তুমি কটু কথা বলছ’-কাকে এবং কেন বলা হয়েছে?

দুজন বীরশ্রেষ্ঠ : সংকলিত

১। ক) ‘দুজন বীরশ্রেষ্ঠ’ কোন জাতীয় রচনা?
খ) রুহুল আমিনের নদীতে ঝাঁপ দেওয়ার কারণ ব্যাখ্যা কর।

সময়ের প্রয়োজনে : জহির রায়হান

১। ক) ‘সময়ের প্রয়োজনে’ গল্পটির লেখক কে?
খ) ‘সময়ের প্রয়োজনে’ গল্পে মহান মুক্তিযুদ্ধের কোন দিকটি উপস্থাপিত হয়েছে?

তথ্য প্রযুক্তি : মুহম্মদ জাফর ইকবাল

১। ক) বর্তমান পৃথিবীকে কিসের পৃথিবী বলা হয়?
খ) কম্পিউটার নেটওয়ার্ক কী?

খ-অংশ : কবিতা
বঙ্গবাণী : আবদুল হাকিম

১। ক) ‘বঙ্গবাণী’ কবিতার রচয়িতা কে?
খ) ‘বঙ্গবাণী’ কবিতায় ‘হিন্দুর অক্ষর’ বলতে কী বোঝানো হয়েছে?

২। ক) ‘বঙ্গবাণী’ কবিতাটি কবি কাদের উদ্দেশ্যে রচনা করেছেন?
খ) ধর্মীয় গোঁড়ামি কীভাবে মাতৃভাষা চর্চায় বাধা হয়ে দাঁড়ায়?

কপোতাক্ষ নদ : মাইকেল মধুসূদন দত্ত

১। ক) ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
খ) ‘দুগ্ধ-স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে’-চরণটি ব্যাখ্যা কর।

২। ক) সনেটের প্রথম আট চরণকে কী বলা হয়?
খ) ‘আর কি হবে দেখা’-এখানে লেখক দ্বিধান্বিত কেন?

বৃক্ষ : রবীন্দ্রনাথ ঠাকুর

১। ক) কবি কাকে মৃত্তিকার বীর সন্তান বলেছেন?
খ) ‘অনন্তযৌবনা করি সাজাইলে বসুন্ধরা’-বুঝিয়ে লিখ।

২। ক) ‘বৃক্ষ’ কবিতাটি কোন কবিতার অংশবিশেষ?
খ) শ্যামলের সিংহাসন বলতে কী বোঝ?

ধনধান্য পুষ্পভরা : দ্বিজেন্দ্রলাল রায়

১। ক) ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতাটির রচয়িতা কে?
খ) ‘ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা’-লাইনটির তাৎপর্য কী?

ঝর্ণা : সত্যেন্দ্রনাথ দত্ত

১। ক) ‘ঝর্ণা’ কবিতাটি কোন ছন্দে রচিত?
খ) ‘স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা’—-পঙক্তিটি বুঝিয়ে লিখ।

স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল : নির্মলেন্দু গুণ

১। ক) ‘কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী’—-উক্তিটিতে যার কথা বলা হয়েছে, তিনি কে?
খ) ‘ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি’—-বলতে কবি কী বুঝিয়েছেন?

২। ক) ‘প্রাণের সবুজ’ অর্থ কী?
খ) ‘শ্রেষ্ঠ বিকেলের গল্প’ বলতে কী বোঝানো হয়েছে?

বাংলার মুখ : জীবনানন্দ দাশ
১। ক) ‘বাংলার মুখ’ কবিতার রচয়িতা কে?
খ) ‘চারিদিকে পল্লবের স্তূপ’ বলতে কী বোঝ?

অভিযাত্রিক : সুফিয়া কামাল

১। ক) মহাকাল কাদের পরিচয় লিখে রাখে?
খ) ‘সেই তো জীবন’ বলতে কোন জীবনের কথা বলা হয়েছে?

২। ক) ‘অভিযাত্রিক’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত?
খ) ‘নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে’ পঙক্তিটি বুঝিয়ে লিখ।

দুর্মর : সুকান্ত ভট্টাচায

১। ক) ‘দুর্মর’ শব্দের অর্থ কী?
খ) ‘রক্তে রঙিন ধান’ বলতে কী বোঝানো হয়েছে?

২। ক) ‘দুর্মর’ কবিতার রচয়িতা কে?
খ) ‘জন্ম নিয়েছে সচেতনতার ধান’ বলতে কী বোঝানো হয়েছে?

স্বাধীনতা তুমি : শামসুর রাহমান

১। ক) ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কে লিখেছেন?
খ) স্বাধীনতাকে কবি ‘যেমন ইচ্ছে লেখা কবিতার খাতা’ বলেছেন কেন?

২। ক) ‘রাঙা পোস্টার’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
খ) ‘স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাযের উদার জমিন’—-উক্তিটি বুঝিয়ে লিখ।

মাগো ওরা বলে : আবু জাফর ওবায়দুল্লাহ

১। ক) ‘মাগো ওরা বলে’ কবিতাটি কোন পটভূমিকায় রচিত হয়েছে?
খ) ‘সবার কথা কেড়ে নেবে’—-এই উক্তিটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?

২। ক) ‘ওরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
খ) ‘তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব’—-এ কথার অর্থ কী?

শহিদ স্মরণে : মোহাম্মদ মনিরুজ্জামান

১। ক) ‘শহিদ স্মরণে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
খ) মায়ের চোখে অশ্রুর বদলে শত্রু হননের আহ্বান কেন? বুঝিয়ে লিখ।

২। ক) আসাদ কে?
খ) ‘পুড়িয়ে দেয় শকুনিদের’ কথাটি ব্যাখ্যা কর।


গ-অংশ : সহপাঠ

উপন্যাস- হাজার বছর ধরে : জহির রায়হান

১। ক) ‘হাজার বছর ধরে’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
খ) ওলা বিবির কথা শুনে সবাই ভয় পায় কেন?

২। ক) জহির রায়হানের আসল নাম কী?
খ) ‘বউ মারায় পৈশাচিক আনন্দ পায় আবুল’-বাক্যটি বুঝিয়ে লিখ।

৩। ক) ‘হাজার বছর ধরে’ উপন্যাসটি কোন অঞ্চলের ইতিবৃত্ত?
খ) মকবুল বুড়োর মৃত্যুতে টুনির অবস্থা কীরূপ হয়েছিল?

নাটক
কবর : মুনীর চৌধুরী

১। ক) ‘কবর’ নাটক কত সালে রচিত?
খ) ‘আমাদের ট্রেনিংই এজন্য অন্য রকম’-কথাটি হাফিক কেন বলেছিল?

২। ক) ‘কবর’ নাটকটি মুনীর চৌধুরী কোথায় বলে লিখেছিলেন?
খ) নেতা কাদেরকে, কেন পুঁতে ফেলতে চেয়েছিল?

৩। ক) নাট্যকার মুনীর চৌধুরী কোন আন্দোলনের প্রেক্ষাপটে ‘কবর’ নাটকটি রচনা করেছিলেন?
খ) ‘আমি মরি নি, আমি করবো না’-বলতে নাটকে কী বোঝানো হয়েছে?

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...