Wednesday, January 16, 2013

Suggestion Biology for SSC Exam

সম্ভাব্য প্রশ্নাবলি ॥ এস.এস.সি পরীক্ষা-২০১৩
ক-বিভাগ (উদ্ভিদবিজ্ঞান)

***অধ্যায় : ০৪ (বহুকোষী উদ্ভিদের শ্রম বণ্টন : টিস্যু এবং টিস্যুতন্ত্র)

***১। ক) রজন কোন ধরনের টিস্যু ?
খ) ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর পার্থক্য লিখ।

***২। ক) টিস্যুতন্ত্র কাকে বলে ?
খ) উদ্ভিদের মূল ও কা-ের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন ?

**৩। ক) ক্ষরণকারী টিস্যু কী ?
খ) জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন ?

***৪। ক) টিস্যুতন্ত্র কাকে বলে ?
খ) পরিবহন টিস্যুতন্ত্রের গঠন ও অবস্থান লিখ।

***অধ্যায় : ০৬ (উদ্ভিদের শ্রেণীবিন্যাস)

**১। ক) ফার্নের পাতাকে কী বলা হয় ?
খ) ফার্ন বর্গীয় উদ্ভিদকে প্রথম ভাস্কলার উদ্ভিদ বলা হয় কেন ?

***২। ক) ভাইরাস কী ?
খ) শ্রেণিবিন্যাসের ভিত্তিসমূহ পর্যায়ক্রমে লিখ।

**৩। ক) ওঈইঘ কী ?
খ) একটি নগ্নবীজি উদ্ভিদের উদাহরণ ও ৪টি বৈশিষ্ট্য লিখ।

***অধ্যায় : ০৯ (উদ্ভিদের জৈবিক কার্যাবলি : উদ্ভিদের পুষ্টি ও পুষ্টি উপাদান)

***১। ক) উদ্ভিদে অত্যাবশ্যকীয় উপাদান বলতে কী বোঝায় ?
খ) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় মুখ্য ও গৌণ পুষ্টি উপাদানের নাম লিখ।

***২। ক) অভিস্রবণ কী ?
খ) উদ্ভিদের জীবনে অভিস্রবণের প্রয়োজনীয়তা লিখ।

***৩। ক) অভিস্রবণ কী ?
খ) অভিস্রবণ প্রক্রিয়ার শর্তাবলি কী কী ?

**৪। ক) উদ্ভিদ কী হিসেবে খনিজ লবণ শোষণ করে ?
খ) উদ্ভিদ খনিজ লবণ কীরূপে শোষণ করে ?

৫। ক) লেন্টিসেল কী ?
খ) পানিতে কিসমিস ফুলে ওঠে কেন ?

**৬। ক) লেন্টিকুলার প্রস্বেদন কাকে বলে ?
খ) প্রস্বেদনের অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রভাবকগুলো কী কী ?

**অধ্যায় : ০৯ (উদ্ভিদের জৈবিক কার্যাবলি : উদ্ভিদের বৃদ্ধি ও পরিবর্ধন)

১। ক) ফটোপিরিওডিজম কী ?
খ) আমাদের দেশে ভার্নালাইজেশন গুরুত্বপূর্ণ কেন ?

***অধ্যায় : ০৯ (উদ্ভিদের জৈবিক কার্যাবলি : সালোকসংশ্লেষণ ও শ্বসন)

***১। ক) সালোকসংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণগুলো কী কী ?
খ) সমীকরণসহ এ প্রক্রিয়ার সংজ্ঞা লিখ।

*২। ক) ফটোলাইসিস কী ?
খ) ঈ৪ উদ্ভিদ বলতে কী বোঝ ?

***৩। ক) সবাত শ্বসন কাকে বলে ?
খ) সবাত শ্বসনের এবং অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটি তা বর্ণনা কর।

***৪। ক) সালোকসংশ্লেষণ কাকে বলে ?
খ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়া শুধু উদ্ভিদে হয়ে থাকে কেন ?

***৫। ক) শ্বসন কাকে বলে ?
খ) সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস পানি- ব্যাখ্যা কর।

***অধ্যায় : ১০ (ফুল)

**১। ক) সম্পূর্ণ ফুল কাকে বলে ?
খ) পুংস্তবককে অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় কেন ?

***২। ক) একটি ফুলের বিভিন্ন অংশ কোথায় বিন্যস্ত থাকে ?
খ) একটি আদর্শ ফুলের কয়টি ও কি কি অংশ থাকে ?

***৩। ক) ফুল কী ?
খ) একটি সম্পূর্ণ ফুলের কয়টি অংশ ও কী কী ?

***অধ্যায় : ১১ (পরাগায়ণ, নিষেক, ফল ও বীজের বিস্তরণ)

***১।ক) নিষক কী?
খ) ডিম্বাশয়ের কোন অংশ থেকে ফলের কোন অংশ সৃষ্টি হয় লিখ।

***২।ক) নিষেক কী?
খ) কী কী উপায়ে ফল ও বীজের বিস্তরণ ঘটে?

**৩।ক) পরাগায়ণ কী?
খ) পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কী?

*৪।ক) সস্যল অবস্থা কিরূপ?
খ) সস্যল বীজ ও অসস্যল বীজ বলতে কী বোঝ?

**অধ্যায় : ১২( উদ্ভিদের প্রজনন)

**১।ক) উদ্ভিদের প্রজনন কাকে বলে?
খ) উদ্ভিদের প্রজনন প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।

খ -বিভাগ (প্রাণীবিজ্ঞান )

***অধ্যায় : ০৫ (প্রাণিকলা, অঙ্গ ও অঙ্গতন্ত্র)

***১। ক) রক্তের তরল অংশকে কী বলা হয় ?
খ) রক্তের রং লাল হওয়ার কারণ ব্যাখ্যা কর।

***২। ক) নিউরন কী ?
খ) ডেনড্রাইট ও অ্যাক্সনের দুটি পার্থক্য লিখ।

৩। ক) পেশি কলা কাকে বলে ?
খ) অ,ই,ঈ কোন ধরনের পেশী কলা ব্যাখ্যা কর।

***অধ্যায় : ০৭ (প্রাণিবৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস)

***১। ক) মানুষের বৈজ্ঞানিক নাম লিখ।
খ) প্রাণীর বৈজ্ঞানিক নামে দুটো পদ থাকার কারণ ব্যাখ্যা কর।
***অধ্যায় : ০৭ (প্রাণিবৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস)

***১। ক) মানুষের বৈজ্ঞানিক নাম লিখ।
খ) প্রাণীর বৈজ্ঞানিক নামে দুটো পদ থাকার কারণ ব্যাখ্যা কর।

***২। ক) জীবের শ্রেণিবিন্যাস বলতে কী বোঝ ?
খ) জীবের নামকরণের কারণ ব্যাখ্যা কর।

*৩। ক) শ্রেণিবিন্যাস কী ?
খ) প্রাকৃতিক শ্রেণিবিন্যাসের চারটি নিয়মাবলি লিখ।

***৪। ক) প্রাণীজগতের পর্ব কয়টি ও কী কী ?
খ) তারা মাছ কোন পর্বের প্রাণী এবং কেন ?

***অধ্যায় : ০৮ (প্রাণির দৈহিক সংগঠন ও পরিচিতি : অ্যামিবা)

***১। ক) ক্ষণপদ কী ?
খ) অ্যামিবার সারকামভ্যালেশন প্রক্রিয়ার বৈশিষ্ট্য লিখ।

***২। ক) অ্যামিবা কোন পর্বের প্রাণী ?
খ) অ্যামিবাকে অকোষীয় জীব বলা হয় কেন ?

***অধ্যায় : ০৮ (প্রাণির দৈহিক সংগঠন ও পরিচিতি : কুনোব্যাঙ)

***১। ক) কুনোব্যাঙের হৃৎপি- কয় প্রকোষ্ঠবিশিষ্ট ?
খ) ব্যাঙের দশ জোড়া করোটিক স্নায়ুর নাম উল্লেখ কর।

**২। ক) শীতনিদ্রা কী ?
খ) কোন কশেরুকাকে আদর্শ কশেরুকা বল হয় এবং কেন?

**৩। ক) পরিপাক কী ?
খ) বিপাকে যকৃতের ভূমিকা লিখ।

***৪। ক) পরিপাক কাকে বলে ?
খ) খাদ্য পরিপাকে যকৃতের ভূমিকা কী ?

***অধ্যায় : ০৮ (প্রাণির দৈহিক সংগঠন ও পরিচিতি : গোলক্রিমি)

***১। ক) গোলক্রিমির অন্য নাম কী ?
খ) “মানুষ গোলকৃমির একমাত্র পোষক”- কথাটি ব্যাখ্যা কর।

***২। ক) গোলকৃমির বৈজ্ঞানিক নাম লিখ।
খ) পরজীবীর বৈশিষ্ট্য লিখ।

***৩। ক) গোলকৃমির বৈজ্ঞানিক নাম লিখ।
খ) গোলকৃমির পরিপাক গ্রন্থি না থাকার কারণ কী ?

গ-বিভাগ (সমন্বিত অংশ)

*অধ্যায় : ০১ (জীববিজ্ঞান পরিচিতি)

***১। ক) জীববিজ্ঞানের জনক কে ?
খ) বর্তমান যুগে জীববিজ্ঞানকে অধিক প্রাধান্য দেয়া হয় কেন ?

***২। ক) বংশগতিবিদ্যার জনক কে ?
খ) সেলিম সাহেব কোন বংশগতিবিদ্যার প্রতি বেশি গুরুত্ব দিলেন ?

*৩। ক) পেনিসিলিন কে আবিষ্কার করেন ?
খ) চিকিৎসাবিজ্ঞান জীববিজ্ঞানের ফলিত শাখা কেন ?

***অধ্যায় : ০২ (জীবকোষের গঠন ও প্রকৃতি)

***১। ক) কোষঝিল্লি কাকে বলে ?
খ) কোষকে কী ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা হয় ?

***২। ক) শুক্রাণু এবং ডিম্বাণু কোন ধরনের কোষ ?
খ) কোষপ্রাচীরকে উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন ?

*৩। ক) অক্সিসোম কী ?
খ) প্রাককেন্দ্রিক ও সুকেন্দ্রিক কোষের দুটি গঠনগত ভিন্নতা উপস্থাপন কর।
***অধ্যায় : ০৩ (কোষ বিভাজন)

***১। ক) ট্রাকশন তন্তু কী ?
খ) মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহের নাম উল্লেখ কর।

***২। ক) মানবদেহে কত জোড়া ক্রোমোসোম থাকে ?
খ) মানবদেহে টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

৩। ক) অটোসোম কী ?
খ) ক্রোমোসোমকে বংশগতির বাহক বলা হয় কেন ?

*৪। ক) লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোসোম কী ?
খ) গ্যামেট তৈরির সময় কোন প্রকার কোষ বিভাজন দেখা যায় ? এই প্রকার বিভাজন কেন হ্রাসমূলক বিভাজন নামে পরিচিত ?

***৫। ক) সেক্স ক্রোমোসোম কী ?
খ) পুরুস ও স্ত্রীর সেক্স ক্রোমোসোমগুলো কী কী ?

**অধ্যায় : ১৩ (জীব ও পরিবেশ)

***১। ক) বিয়োজক কী?
খ) বিনষ্ট শক্তি মুক্ত হয় কীভাবে?

২। ক) উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময় শক্তির অবস্থা কী রূপ হয়?
খ) কীভাবে বিনষ্ট শক্তি মুক্ত হয়?

**৩। ক) উৎপাদক কী?
খ) ফাইটোপ্লাঙ্কাটন না থাকলে চিত্রের বাস্তুসংস্থানের ক্ষেত্রে কী ঘটবে?

***৪। ক) বাস্তুসংস্থান কাকে বলে?
খ) একটি বাস্তুসংস্থানের জড় উপাদানগুলোর নাম লিখ।

***৫। ক) জলজ বাস্তুসংস্থান কাকে বলে?
খ) পুকুরটি বিভিন্ন জীব ব্যবহার করে দুইটি খাদ্যশৃঙ্খল তৈরি কর।

***অধ্যায় : ১৪ (পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণ)

***১। ক) গ্রিন হাউস কী?
খ) বায়ু দূষণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা কর।

*২। ক) ওজোন কী?
খ) ওজোন স্তরের প্রভাবসমূহ ব্যাখ্যা কর।

৩। ক) ঈঋঈ কী ?
খ) জীবসম্প্রদায়ের জন্য ওজোন স্তর কেন গুরুত্বপূর্ণ ?

***৪। ক) গ্রিন হাউস কী ?
খ) বায়ুমন্ডলে ঈঙ২ এর পরিমাণ দিন দিন বাড়ছে কেন ?

***অধ্যায় : ১৫ (বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য- উদ্ভিদ ও প্রাণীর বিস্তৃতি)

***১।ক) জীববৈচিত্র্য কী ?
খ) সুন্দরবনের পরিবেশীয় বৈশিষ্ট্যসমূহ লিখ।

***২। ক) ম্যানগ্রোভ উদ্ভিদ কী ?
খ) ম্যানগ্রোভ বনের চারটি উদ্ভিদের নাম লিখ।

**৩। ক) আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কী ?
খ) বাঁওড় ও বিলের মধ্যে মূল পার্থক্য কী ?

*৪। ক) ক্যানোপি কী ?
খ) প্রাকৃতিক বৈচিত্র্য বলতে কী বোঝ ?

***অধ্যায় : ১৬ (অর্থনৈতিক জীববিদ্যা)

***১। ক) চিংড়ি কোন পর্বের প্রাণী ?
খ) বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের চিংড়ি সম্পর্কে লিখ।

*২। ক) লার্ভা কী ?
খ) থানকুনির ব্যবহার লিখ।

***৩। ক) সেরিকালচার কি ?
খ) বিভিন্ন প্রজাতির রেশম মথের নাম লিখ।

৪। ক) ঈঋঈ কী ?
খ) ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন ?

**৫। ক) পেস্ট কী ?
খ) ধানের ক্ষতিকারক পামরি পোকার বৈশিষ্ট্য লিখ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...