ক. 'অভিযাত্রিক' কবিতায় কাদের প্রতি কবির প্রশস্তি ব্যক্ত হয়েছে? ১
খ. 'লিখে রাখে মহাকাল' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন? ২
গ. উদ্দীপকের চিত্রে 'অভিযাত্রিক' কবিতার যে সাদৃশ্য দিকটি খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের নিশাত মজুমদার এবং 'অভিযাত্রিক' কবিতার অভিযাত্রিক একই চেতনার পথিক বলে কি তুমি মনে কর? 'অভিযাত্রিক' কবিতার আলোকে আলোচনা কর। ৪
গ-বিভাগ [সহপাঠ]
৭. রবীন্দ্রনাথ ঠাকুরের 'হৈমন্তী' এক অসাধারণ ছোটগল্প। এ গল্পে হৈমন্তীর বয়স মাত্র সতের। তবুও হৈমন্তীর বাবা গৌরীশংকর তৎকালীন সমাজব্যবস্থার কারণে মেয়েকে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। গল্পটির প্রথম অনুচ্ছেদ নিম্নে তুলে ধরা হলো_
কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকা আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে, সেইজন্যই তাড়া।
ক. কার পুকুরে মাছ ধরতে গিয়ে মন্তু আর টুনি প্রায় ধরা খেয়ে গিয়েছিল? ১
খ. 'বড় ইচ্ছা আছিল তোমার বিয়া দেইখা যামু।'_ কথাটি বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে 'হাজার বছর ধরে' উপন্যাসের কোন দিকটি ফুটে ওঠেছে? বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকের ফুটে ওঠা দিকটিতে 'হাজার বছর ধরে' উপন্যাসের সমগ্রভাব প্রকাশ পায়নি_ মন্তব্যটি 'হাজার বছর ধরে' উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর। ৪
৮. বিভীষিকা: আমায় চেন না? আমি শৃঙ্খল। তুমি যাই বল, তোমাকে হত্যা করাই আমার ব্রত। মুক্তিকে বন্ধন দেওয়াই আমার লক্ষ্য। তোমাতে মরতে হবে।
দুরন্ত পথিক: মারো, বাঁধো, কিন্তু আমাকে তো বাঁধতে পারবে না; আমার তো মৃত্যু নেই। আমি যে আবার আসব।
[দুরন্ত পথিক: কাজী নজরুল ইসলাম]
ক. 'সাবাস বেটা! তোর নজর খুলেছে।'_ উক্তিটি কার? ১
খ. মুর্দা ফকিরের পাগল হওয়ার কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বিভীষিকার উক্তির মধ্যে 'কবর' নাটকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর। ৩
ঘ. দুরন্ত পথিককে মূর্তি-১ ও ২_ এর বিমূর্ত রূপ বলা যায় কি? 'কবর' নাটকের আলোকে যুক্তি দিয়ে বিশ্লেষণ কর। ৪
৯. রফিকুল ও বিউটি প্রায় দশ বছর ধরে ঘর সংসার করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তাদের নিজের কেনো সন্তান নেই। রফিকুল বিউটিকে এতই বেশি ভালোবাসেন যে, ঘরে দ্বিতীয় বউ আনার একটুকু ইচ্ছে পোষণ করেন না। অবশ্য সম্প্রতি তারা একটি এতিমখানা থেকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে সুচিষ্মিতা নামে একটি ফুটফুটে কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে এসে লালন-পালন করছেন। এতেই তারা সংসারে সুখ অনুভব করছেন।
ক. মৃত্যুকালে মকবুলের মাথার কাছে বসে কে সারাক্ষণ পবিত্র কোরআন পড়েছিল? ১
খ. মকবুল আম্বিয়াকে বিয়ে করতে চেয়েছিল কেন? ২
গ. উদ্দীপকে 'হাজার বছর ধরে' উপন্যাসের কোন বৈসাদৃশ্য দিকটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর। ৩
ঘ. ছমিরন বিবির স্বামীর সিদ্ধান্ত রফিকুলের মতো হলে ছমিরনকে এভাবে ধুতুরা ফুল খেয়ে অকালে মরতে হতো না _ মন্তব্যটি 'হাজার বছর ধরে' উপন্যাসের আলোকে মূল্যায়ন কর। ৪
খ. 'লিখে রাখে মহাকাল' বলতে কবি কী বুঝাতে চেয়েছেন? ২
গ. উদ্দীপকের চিত্রে 'অভিযাত্রিক' কবিতার যে সাদৃশ্য দিকটি খুঁজে পাওয়া যায় তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের নিশাত মজুমদার এবং 'অভিযাত্রিক' কবিতার অভিযাত্রিক একই চেতনার পথিক বলে কি তুমি মনে কর? 'অভিযাত্রিক' কবিতার আলোকে আলোচনা কর। ৪
গ-বিভাগ [সহপাঠ]
৭. রবীন্দ্রনাথ ঠাকুরের 'হৈমন্তী' এক অসাধারণ ছোটগল্প। এ গল্পে হৈমন্তীর বয়স মাত্র সতের। তবুও হৈমন্তীর বাবা গৌরীশংকর তৎকালীন সমাজব্যবস্থার কারণে মেয়েকে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। গল্পটির প্রথম অনুচ্ছেদ নিম্নে তুলে ধরা হলো_
কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকা আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে, সেইজন্যই তাড়া।
ক. কার পুকুরে মাছ ধরতে গিয়ে মন্তু আর টুনি প্রায় ধরা খেয়ে গিয়েছিল? ১
খ. 'বড় ইচ্ছা আছিল তোমার বিয়া দেইখা যামু।'_ কথাটি বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে 'হাজার বছর ধরে' উপন্যাসের কোন দিকটি ফুটে ওঠেছে? বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকের ফুটে ওঠা দিকটিতে 'হাজার বছর ধরে' উপন্যাসের সমগ্রভাব প্রকাশ পায়নি_ মন্তব্যটি 'হাজার বছর ধরে' উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর। ৪
৮. বিভীষিকা: আমায় চেন না? আমি শৃঙ্খল। তুমি যাই বল, তোমাকে হত্যা করাই আমার ব্রত। মুক্তিকে বন্ধন দেওয়াই আমার লক্ষ্য। তোমাতে মরতে হবে।
দুরন্ত পথিক: মারো, বাঁধো, কিন্তু আমাকে তো বাঁধতে পারবে না; আমার তো মৃত্যু নেই। আমি যে আবার আসব।
[দুরন্ত পথিক: কাজী নজরুল ইসলাম]
ক. 'সাবাস বেটা! তোর নজর খুলেছে।'_ উক্তিটি কার? ১
খ. মুর্দা ফকিরের পাগল হওয়ার কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে বিভীষিকার উক্তির মধ্যে 'কবর' নাটকের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর। ৩
ঘ. দুরন্ত পথিককে মূর্তি-১ ও ২_ এর বিমূর্ত রূপ বলা যায় কি? 'কবর' নাটকের আলোকে যুক্তি দিয়ে বিশ্লেষণ কর। ৪
৯. রফিকুল ও বিউটি প্রায় দশ বছর ধরে ঘর সংসার করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তাদের নিজের কেনো সন্তান নেই। রফিকুল বিউটিকে এতই বেশি ভালোবাসেন যে, ঘরে দ্বিতীয় বউ আনার একটুকু ইচ্ছে পোষণ করেন না। অবশ্য সম্প্রতি তারা একটি এতিমখানা থেকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে সুচিষ্মিতা নামে একটি ফুটফুটে কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে এসে লালন-পালন করছেন। এতেই তারা সংসারে সুখ অনুভব করছেন।
ক. মৃত্যুকালে মকবুলের মাথার কাছে বসে কে সারাক্ষণ পবিত্র কোরআন পড়েছিল? ১
খ. মকবুল আম্বিয়াকে বিয়ে করতে চেয়েছিল কেন? ২
গ. উদ্দীপকে 'হাজার বছর ধরে' উপন্যাসের কোন বৈসাদৃশ্য দিকটি প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর। ৩
ঘ. ছমিরন বিবির স্বামীর সিদ্ধান্ত রফিকুলের মতো হলে ছমিরনকে এভাবে ধুতুরা ফুল খেয়ে অকালে মরতে হতো না _ মন্তব্যটি 'হাজার বছর ধরে' উপন্যাসের আলোকে মূল্যায়ন কর। ৪
No comments:
Post a Comment