Wednesday, January 16, 2013

Suggestion History for SSC Exam

ইতিহাস
ক- অংশ (বিশ্বসভ্যতার ইতিহাস প্রাচীন যুগ)
***অধ্যায়: ০১ (ইতিহাসের সংজ্ঞা, ইতিহাসের উপাদান ও প্রয়োজনীয়তা)

***১। ক) ঐরংঃড়ৎরধ শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?
খ) ইতিহাস শব্দটির উৎপত্তি বর্ণনা কর।

***২। ক) লিখিত ইতিহাসের বয়স কত ?
খ) ইতিহাসের বিষয়বস্তু বলতে কী বোঝায় ?

*৩। ক) সাধারণত কোথায় ইতিহাসের উপাদান সংরক্ষিত থাকে ?
খ) ইতিহাস বলতে কী বোঝায় ব্যাখ্যা কর।

**৪। ক) হেরোডোটাস ঐরংঃড়ৎরধ শব্দটি কী অর্থে ব্যবহার করেন ?
খ) ইতিহাসের লিখিত উপাদান কেন গুরুত্বপূর্ণ ?

***অধ্যায়: ০১ (প্রাচীণ সভ্যতাসমূহ)

***১। ক) মিশরকে নীলনদের দান কে বলেছেন ?
খ) মিশরীয়দের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কেন ?

*২। ক) ‘মেসোপটেমিয়া শব্দটির অর্থ কী ?
খ) সুমেরীয়দের সমাজব্যবস্থা কেমন ছিল ?

***৩। ক) সিন্ধুসভ্যতা প্রথম কত সালে আবি®কৃত হয় ?
খ) সিন্ধু সভ্যতার সামাজিক অবস্থা কেমন ছিল ?

৪। ক) ২২টি ব্যঞ্জনবর্ণের উদ্ভাবক কারা ?
খ) ফিনিশীয়রা ক্ষুদ্র রাষ্ট্র নিয়েই সন্তুষ্ট ছিল কেন ?

***৫। ক) পারস্য সভ্যতাটি কোথায় গড়ে উঠেছিল ?
খ) দারিয়ুসকে কেন পারস্য সভ্যতার সফল শাসক বলা হত ?

৬। ক) হিব্রু“সভ্যতার বিকাশ ঘটেছিল বর্তমান কোন নগরীকে কেন্দ্র করে ?
খ) ধর্মীয় ক্ষেত্রে হিব্রু“সভ্যতার অধিবাসীরা কীরূপ ধারণা নিয়ে আসেন ?

***৭। ক) রোমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল ?
খ) রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থা বর্ণনা কর।

**৮। ক) গ্রিক জাতির পূর্বপুরুষ কারা ছিল ?
খ) স্পার্টা ও এথেন্স নগর রাষ্ট্র দুটির মধ্যে অমিল কোথায় ?

খ- অংশ (বাংলাদেশের ইতিহাস)

***অধ্যায়: ০১ (বাংলাদেশের ইতিহাসে ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব)

***১। ক) ব্রহ্মপুত্র নদের অপর নাম কী ?
খ) মেঘনা নদীর গতিপথ বর্ণনা কর।

***২। ক) বাংলাদেশের আয়তন ও জনসংখ্যা কত ?
খ) বাংলাদেশের ভৌগোলিক সীমার বর্ণনা দাও।

**৩। ক) তিস্তা নদীর পশ্চিমের ধারার নাম কি ?
খ) বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার পরিচয় দাও।

***অধ্যায়: ০২ (বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস : প্রাচীনকাল থেকে বঙ্গভঙ্গপূর্ব)

***১। ক) সেন রাজত্বের প্রতিষ্ঠাতা কে ?
খ) পাল রাজত্বের পতনের একটি কারণ বর্ণনা কর।

**২। ক) প্রাচীন বাংলার কয়টি জনপদের নাম জানা যায় ?
খ) প্রাচীন বাংলার সীমানা নির্দিষ্ট ছিল না কেন ?

***৩। ক) বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
খ) ‘মাৎস্যন্যায়’ কী ? ব্যাখ্যা কর।

***৪। ক) সেন রাজত্বের প্রতিষ্ঠাতা কে ?
খ) পাল রাজত্বের পতনের একটি কারণ ব্যাখ্যা কর।

***৫। ক) প্রাচীন বাংলার কয়টি জনপদের নাম জানা যায় ?
খ) প্রাচীন বাংলার সীমানা নির্দিষ্ট ছিল না কেন ?

***৬। ক) বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
খ) সেনবংশ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর।

**৭। ক) শশাঙ্ক কে ছিলেন ?
খ) প্রথমদিকে মুঘলরা বাংলায় অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি কেন ?

*৮। বাংলায় কখন সুলতানি যুগের সূচনা হয় ?
খ) ফখরুদ্দিন মুবারক শাহকে সুলতানি যুগের সূচনাকারী বলা হয় কেন ?

***৯। ক) হাবশী শাসন বাংলায় কত বছর স্থায়ী ছিল ?
খ) বাংলায় হুসেনশাহী বংশের প্রতিষ্ঠা হয় কোন প্রেক্ষাপটে ?

***১০। ক) প্রথমদিকে বার ভূঁইয়াদের নেতা কে ছিলেন ?
খ) বার ভূঁইয়া বলতে কী বোঝ ? ব্যাখ্যা কর।

***১১। ক) দ্বৈত শাসন ব্যবস্থা কী ?
খ) দ্বৈত শাসন প্রবর্তনের কারণ ব্যাখ্যা কর।

*১২। ক) বখতিয়ার খলজী কত সালে কাকে পরাজিত করে নদীয়া জয় করেন ?
খ) বখতিয়ার ঝাড়খ-ের জঙ্গল পথে বাংলা এসেছিলেন কেন ?

১৩। ক) সুবাদারি প্রথা কী ?
খ) বাংলায় মুঘল শাসন সুদৃঢ় করার একটি কারণ ব্যাখ্যা কর।

***অধ্যায়: ০৩ (বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস)

***১। ক) বাংলার আদি জনপদের ভাষার নাম কী ছিল ?
খ) “বাংলা ভাষা সৃষ্টির মূলে ছিল অপভ্রংশ”- ব্যাখ্যা কর।

**২। ক) প্রাচীন বাংলার সমাজ গড়ে তুলেছিল কারা ?
খ) প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ?
৩। ক) রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন কে ?
খ) রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয়?

***৪। ক) কত সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন?
খ) বাঙালিদের জন্য ইংরেজি শিক্ষার প্রসার সম্ভব হয় কখন ?

***৫। ক) সৈয়দ আমীর আলী রচিত একটি গ্রন্থের নাম লিখ।
খ) সৈয়দ আমীর আলী কর্তৃক ঈবহঃৎধষ ঘধঃরড়হধষ “গড়যধসসবফধহ অংংড়পরধঃরড়হ” প্রতিষ্ঠার মূল কারণ ব্যাখ্যা কর।

***৬। ক) ফরায়েজী আন্দোলন কী ?
খ) ফরায়েজী আন্দোলনের আর্থ-সামাজিক কারণসমূহ বর্ণনা কর।

***অধ্যায়: ০৪ (বঙ্গভঙ্গ ও তৎকালীন রাজনীতি)
**১। ক) কোন কোন অঞ্চল নিয়ে বঙ্গভঙ্গ হয় ?
খ) বঙ্গভঙ্গের পেছনে অর্থনৈতিক কারণ কী ছিল ? ব্যাখ্যা কর।

***২। ক) বঙ্গভঙ্গ কী ?
খ) বঙ্গভঙ্গের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা কর।

***৩। ক) মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ?
খ) মুসলমানগণ স্বতন্ত্র রাজনৈতিক দল প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয় কেন /

৪। ক) “পরো না রেশমি চুড়ি, বঙ্গনারী, কভু হাতে আর পরো না”- এ গানটি গেয়ে কে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন ?
খ) স্বদেশী আন্দোলনকে কেন মুসলমান সম্প্রদায় অসমর্থন জানায় ?
**৫। ক) বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন গড়ে ওঠে ?
খ) বয়কট আন্দোলন সম্পর্কে ব্যাখ্যা কর।

***৬। ক) স্বদেশী আন্দোলন কী ?
খ) স্বদেশী আন্দোলনের পর্যায়গুলো ব্যাখ্যা কর।

**অধ্যায় : ০৫ (বঙ্গভঙ্গ পরবর্তী রাজনীতি)

***১। ক) লক্ষ্মৌ চুক্তিতে বাংলার কোন নেতা স্বাক্ষর করেন ?
খ) লক্ষ্মৌ চুক্তির একটি গুরুত্বপূর্ণ কারণ ব্যাখ্যা কর।

***২। ক) কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ?
খ) লক্ষ্মৌ চুক্তির প্রধান শর্তসমূহ লিখ।

**৩। ক) নেহেরু রিপোর্ট কত সালে পেশ করা হয় ?
খ) নেহেরু রিপোর্টের পরিণতি কী হয়েছিল ?

***৪। ক) লক্ষ্মৌ চুক্তিতে কোন নেতা স্বাক্ষর করেন ?
খ) কংগ্রেস ও মুললিম লীগ ঐক্যবদ্ধ হওয়ার কারণ ব্যাখ্যা কর।

***অধ্যায় : ০৭ (পাকিস্তানি আমল)

***১। ক) কাদের স্মৃতিস্বরূপ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে ?
খ) ভাষা শহীদদের আত্মত্যাগ কীভাবে সফল হল ?

**২। ক) অখ- পাকিস্তানে জনসংখ্যার ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ ভূখ- কোনটি?
খ) পাকিস্তান সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।

৩। ক) পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণে ক্ষুব্ধ পূর্ব পাকিস্তানের জনগণ কোন দাবি তুলেছিল ?
খ) পূর্ব পাকিস্তানে পাকিস্তানি শাসকগোষ্ঠীর সামরিক বৈষম্য সম্পর্কে যা জান লিখ।

***৪। ক) কে ছয়দফা ঘোষণা করেন ?
খ) ৬ দফাকে পাকিস্তানি শাসকগোষ্ঠী কীভাবে গ্রহণ করেছিল ? ব্যাখ্যা কর।

***৫। ক) মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কে ?
খ) একাত্তরের ২৫ মার্চ রাতে এদেশে কী ঘটেছিল ?

***৬। ক) বাংলাদেশে স্বাধীনতা দিবস কবে ?
খ) মুক্তিযুদ্ধ কীভাবে গণযুদ্ধে রূপ নেয় ?

***অধ্যায় : ০৬ (বিভাগ-পূর্ব রাজনীতি)
***১। ক) লাহোর প্রস্তাব কত সালে উপস্থাপন করা হয় ?
খ) লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল ?
**২। ক) চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
খ) কৃষক-প্রজা পার্টির দাবি কী ছিল ?

**৩। ক) ১৯৩৭ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কোন দুটি দল ?
খ) ফজলুল হকের প্রথম মন্ত্রিসভার গঠন বর্ণনা কর।

***৪। ক) লাহোর প্রস্তাব কবে গৃহীত হয় ?
খ) লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল ?

৫। ক) জওহরলাল নেহেরুর মতে ১৯৩৫ সালের ভারত শাসন আইন কী?
খ) ১৯৩৫ সালের ভারত শাসন আইনের দ্বারা প্রাদেশিক স্বায়ত্তশাসন কেন অর্থহীন হয়ে পড়ে ?

***৬। ক) লাহোর প্রস্তাব কত সালে উপস্থাপন করা হয় ?
খ) লাহোর প্রস্তাবের মূল বিষয় কী ছিল ?

৭। ক) চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন ?
খ) কৃষক-প্রজা পার্টির দাবি কী ছিল ?

***৮। ক) ১৯১৪ সালে কৃষক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
খ) কৃষক-প্রজা পার্টির ‘অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মসূচির বর্ণনা দাও।
 

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...