Wednesday, January 16, 2013

ইসলাম শিক্ষা

ক-অংশ
১। শফিক সাহেব সরকারি কর্মকর্তা। তিনি বিভিন্ন অজুহাতে প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন। কারণ জিজ্ঞাসা করা হলে তিনি মিথ্যা ওজর পেশ করেন। তিনি ওয়াদা ভঙ্গ করেন। কেউ তার কাছে টাকা-পয়সা জমা রাখলে তা ফেরত দিতে গড়িমসি করেন। অথচ শফিক সাহেবের কথাবার্তা ও চালচলনে তাকে খুব ধার্মিক মনে হয়।
ক) রিসালাত অর্থ কী?
খ) ‘দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র’-বুঝিয়ে লেখো।
গ) শফিক সাহেবের আচরণে কিসের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ) শফিক সাহেবের কর্মকাণ্ডের পরিণতি ইসলামী শরিয়তের আলোকে ব্যাখ্যা করো।
২। আবদুল লতিফ সাহেব ধর্মীয় পুস্তক রচনা করেন। প্রতিটি বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন, এই বইয়ের মধ্যে অনিচ্ছাকৃত ভুল-ত্র“টি থেকে যেতে পারে। সব ভুল-ত্র“টি যেন পাঠক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। আফজাল সাহেব বইগুলোর ভূমিকা পড়ে মনে মনে ভাবলেন, মানব রচিত পুস্তকে ভুল-ত্র“টি থাকবেই। কেবল আল্লাহর কিতাবে কোনো ত্র“টি নেই।
ক) তাওহিদ অর্থ কী?
খ) আসমানি কিতাব বলতে কী বোঝ?
গ) ত্র“টিমুক্ত গ্রন্থ বলতে আফজাল সাহেব কোন গ্রন্থের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো।
ঘ) আবদুল লতিফ সাহেব রচিত গ্রন্থ এবং আল্লাহর কিতাবের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো।
৩। আবুল কালাম সাহেব সৎ লোক। তিনি নিজে শরিয়তের বিধানের আলোকে জীবনযাপন করেন। গত জানুয়ারি মাসে তার একমাত্র ছেলে হুমায়ুন মারা যায়। এতে তার প্রতিবেশী কয়েকজন মন্দ লোক তাকে নিঃস্ব ও নির্বংশ বলে উপহাস করে। বিষয়টি তিনি মাওলানা বুরহান উদ্দীনকে অবগত করলে মাওলানা বুরহান উদ্দীন তাকে সুরা ইনশিরাহ এর অনুবাদ শুনিয়ে সান্ত্বনা দেন।
ক) সুরা ইনশিরাহ কোথায় নাজিল হয়েছে?
খ) সুরা ইনশিরাহ এর শানেনজুল ব্যাখ্যা করো।
গ) আবুল কালামের প্রতিবেশী মন্দ লোকদের আচরণের সঙ্গে কাদের আচরণের মিল রয়েছে? তাদের আচরণের কুফল ব্যাখ্যা করো।
ঘ) উদ্ভূত পরিস্থিতিতে আবুল কালামের করণীয় সুরা ইনশিরাহর আলোকে বিশ্লেষণ করো।
৪। জাকারিয়া ভালো ছাত্র। তার ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক তাকে জিজ্ঞাসা করলেন, পড়ালেখা করে তুমি কী হতে চাও? জাকারিয়া বলল, আমি ট্যাক্স বিভাগে চাকরি করতে চাই। কারণ শুধু বেতন দিয়ে বাড়ি-গাড়ির মালিক হওয়া যায় না। ট্যাক্স বিভাগে অতিরিক্ত আয়ের সুযোগ আছে। তখন শিক্ষক বললেন, হারাম খাদ্যের দ্বারা পরিপুষ্ট দেহের জন্য জাহান্নামই উপযুক্ত স্থান।
ক) হারাম অর্থ কী?
খ) হালাল খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ) পেশা নির্বাচনে জাকারিয়ার উক্তির কুফল ব্যাখ্যা করো।
ঘ) শিক্ষক মহোদয়ের সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ করো।
খ-অংশ
৫। রাকিব রমজান মাসে এলাকার গরিবদের মাঝে কাপড় বিতরণ করলেন। তার বন্ধু নাঈম তাকে কাপড় বিতরণের কারণ জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন, সুনাম অর্জনের জন্য আমি দান করি। নাঈম বললেন, তোমার নিয়ত ঠিক করা উচিত। কারণ হাদিস শরিফে ইরশাদ হয়েছে, সব কাজের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল।
ক) নিয়ত অর্থ কী?
খ) শরিয়তের উৎস হিসেবে হাদিসের গুরুত্ব ব্যাখ্যা করো।
গ) রাকিবের কাপড় বিতরণ শরিয়তের আলোকে কী রূপ? কোরআন ও হাদিসের আলোকে বুঝিয়ে দাও।
ঘ) উদ্দীপকে উল্লিখিত হাদিসটির আলোকে সৎ নিয়তের গুরুত্ব বিশ্লেষণ করো।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...