Wednesday, January 16, 2013

Suggestion Islamic Studies for SSC Exam

ইসলাম শিক্ষা
ক-অংশ (আকাইদ ও শরীয়াত - এর উৎস)
অধ্যায় : ০১ (আকাইদ)
ইসলাম :
*১। ক) আকাইদ ও ইসলাম কী ?
খ) ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা- ব্যাখ্যা কর।
অথবা, ইসলাম শিক্ষা একজন মুসলমানের জন্য কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
তাওহীদ:
***১। ক) তাওহীদ বলতে কী বুঝ?
খ) “তাওহীদের বিশ্বাসী ব্যক্তি সৎকর্মের প্রতি অনুপ্রাণিত হন।”- ব্যাখ্যা কর।
*** ২। ক) তাওহীদ কী?
খ) তাওহীদে বিশ্বাস মানুষের আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে কেন?
**৩। ক) তাওহীদের বাণী প্রচারে কোন নবী অগ্নিকু-ে নিক্ষিপ্ত হয়েছিল?
খ) আসলাম সাহেবের কর্মকা-ের পরিণতি কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
কুফর, শিরক ও নিফাক :
**৪। ক) কুফর কী?
খ) কাফির বলতে কী বোঝায়, ব্যাখ্যা কর।
৫। ক) শিরক কী?
খ) দুজনের প্রার্থনাই শিরক হওয়ার কারণ ব্যাখ্যা কর।
৬। ক) নিফাক ও মুনাফিক কাকে বলে?
খ) মুনাফিক ব্যক্তির চিহ্ন বা লক্ষণ কি কি?
*৭। ক) খাতমুন নবুওয়্যাত অর্থ কী?
খ) কিয়ামত বলতে কী বোঝায়? সংক্ষেপে লিখ।
***৮। ক) কিয়ামত কী?
খ) জান্নাতের কয়টি নাম আছে ও কী কী?
রিসালাত :
***৬। ক) মানবজাতির সর্বশেষ দিশারি কী?
খ) রিসালাতে বিশ্বাস কীভাবে ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ?
৭। ক) রিসালাতের শাব্দিক অর্থ কী?
খ) ‘খতমে নবুওয়্যাত’ বলতে কী বোঝায়?
***অধ্যায় : ০২ (শরীআত- এর উৎস)
ভূমিকা :
***১। ক) শরীয়াতের উৎস কয়টি?
খ) শরীয়াত বলতে কী বোঝায়, ব্যাখ্যা কর।
২। ক) ইজমা অর্থ কী?
খ) রাসূল (সঃ) এর সুন্নাহ বলতে কী বোঝানো হয়েছে?
***৩। ক) শরীয়াতের তৃতীয় উৎস কোনটি?
খ) ইসলামি শরীয়াতের দ্বিতীয় উৎসটি বর্ণনা কর।
কুরআন মাজীদ :
***১। ক) মুহাম্মদ (সঃ) এর ওপর অবতরণের পূর্বে কুরআন কোথায় নাযিল হয়?
খ) “কুরআন সমগ্র বিশ্বের সর্বকালের মানুষের জন্য”- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
***২। ক) কুরআন মাজীদ কী?
খ) কুরআন আরবি ভাষায় নাযিল হওয়ার কারণ ব্যাখ্যা কর।
নাযিরা তিলাওয়াত :
*১। ক) তিলাওয়াত কী ?
খ) নাযিরা তিলাওয়াত বলতে কী বুঝ?
১। ইজমা ও কিয়াস
২। হালাল ও হারাম
***২। ক) “বালাদুল আমীন” বলতে কোন নগরীকে বোঝায় ? তীন শব্দের অর্থ কী ?
খ) সূরা আততীন এর অনুবাদ মুখস্থ লিখ।
***৩। ক) কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থার কথা কোন সূরায় বর্ণিত হয়েছে?
খ) যে সূরায় কিয়ামতের ভয়াবহ অবস্থার বর্ণনা হয়েছে সে সূরাটি নাযিল হয় কেন?
মহানবী (সঃ) এর হাদীস :
***১ নং হাদীস, ***২নং হাদীস, **৩নং হাদীস, ৪নং হাদীস, ***৮নং হাদীস, **৯নং হাদীস।
হালাল ও হারাম :
১। ক) শরীআতের ভাষায় হালাল ও হারাম বলতে কী বুঝ?
খ) ইসলামের দৃষ্টিতে শূকুরের মাংস হারাম কেন ?
***খ-অংশ (ইবাদাত, আখলাক ও জীবনাদর্শ)
***অধ্যায়: ০৩ (ইবাদাত)
ইবাদাত:
*১। ক) ইবাদাত কী ?
খ) আল্লাহর ইবাদাতের জন্য কাদেরকে সৃষ্টি করা হয়েছে ?
সালাতঃ
***১। ক) সালাত কী ?
খ) “নামায মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে”- ব্যাখ্যা কর।
যাকাত, হাজ্জ, জিহাদ
***১। ক) যাকাত শব্দের অর্থ কী?
খ) নিয়মিত কাদের উপর যাকাত আদায় করা ফরয?
***২। ক) হাজ্জ কী?
খ) কোন জনগোষ্ঠীর উপর হাজ্জ ফরয নয়?
***৩। ক) জিহাদ কী ? জিহাদে আকবর ব্যাখ্যা কর।
খ) মানুষ কয়ভাবে জিহাদ করে ও সেগুলো কী কী?
পিতামাতার অধিকার, আত্মীয়-স্বজনের অধিকার ও প্রতিবেশীর অধিকার :
***১। ক) পিতামাতর অধিকার বলতে কী বুঝ?
খ) আল্লাহর পরে সন্তানের কাদের অধিকার সবচেয়ে বেশি?
***২। ক) পিতামাতার প্রতি প্রত্যেক সন্তানের দায়িত্ব ও কর্তব্য সবচেয়ে বেশি কেন?
খ) আল্লাহ তাআলা কাদের অপরাধ মাফ করেন এবং কাদের অপরাধ মাফ করেন না?
**৩। ক) আত্মীয় কে? অথবা, মহানবী (সঃ)- এর ভাষায় প্রতিবেশী কারা?
খ) আত্মীয়-স্বজনের অধিকার বলতে কী বুঝ?
***৪। ক) অধিকারে দিক দিয়ে প্রতিবেশীকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
খ) প্রতিবেশীর সাথে কীরূপ আচরণ করা উচিত?
ছাত্র-শিক্ষক ও মালিক-শ্রমিকের সম্পর্ক :
***১। ক) পিতামাতার পরই কার মর্যাদা? অথবা, কার দুআ জীবনে উন্নতির চাবিকাঠি?
খ) শিক্ষককে কেন শ্রদ্ধা করতে হয়?
*২। ক) শ্রম কত প্রকার?
খ) শ্রমের মর্যাদা বলতে কী বুঝ?
নারীর মর্যাদা :
***১। ক) পৃথিবীতে কেমন করে সকল নর-নারীর সৃষ্টি হয়েছে?
খ) নারীর মর্যাদা বলতে কী বোঝায়?
***অধ্যায় : ০৪ (আখলাক)
তাকওয়া :
***১। ক) তাকওয়া কী?
খ) মুত্তাকী বলতে কী বোঝায়?
সত্যবাদীতা :
***১। ক) সত্যবাদীতা, সাদীক বা সত্যবাদী, মিথ্যা ও কাযিফ কাকে বলে ? মিথ্যার আরবি প্রতিশব্দ কী ?
খ) “সদা সত্য কথা বলা একটি মহৎগুণ”- বিশ্লেষণ কর।
আহদ বা ওয়াদা পালন, আদল ও শালীনতা :
***১। ক) আহদ শব্দের অর্থ কী ? অথবা, ওয়াদা পালন কাকে বলে?
খ) ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ?
***২। ক) আদল কাকে বলে?
খ) আদলের মধ্যে তাকওয়া থাকার প্রয়োজনীয়তা বর্ণনা কর।
*৩। ক) ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য কী?
খ) শালীনতা কাকে বলে?
হালাল ও হারাম উপার্জন :
***১। ক) হালাল উপার্জন কী?
খ) হালাল উপার্জন কেন অপরিহার্য?
প্রতারণা, গীবত , হিংসা-বিদ্বেষ ও ফিৎনা-ফাসাদ :
***১। ক) প্রতারণা কী ?
খ) প্রতারণার একটি কুফল ব্যাখ্যা কর।
***২। ক) হিংসা-বিদ্বেষ কী?
খ) গীবত কী সংক্ষেপে ব্যাখ্যা কর।
***অধ্যায় : ০৫ (জীবনাদর্শ)
প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক অবস্থা :
***১। ক) কোন দুইটি গোত্রের মধ্যে ফিজারের যুদ্ধ সংঘটিত হয়?
খ) মহানবী (সঃ) কোন প্রেক্ষাপটে “হিলফুল ফুযূল” গঠন করেন? সংক্ষেপে ব্যাখ্যা কর।
***২। ক) মহানবী (সঃ) কখন ও কোথায় জন্মগ্রহণ করেন? তার পিতা ও মাতার নাম কী?
খ) মহানবী (সঃ) শৈশবে কেমন জীবন-যাপন করতেন?
অথবা, শিশু মুহাম্মদ (সঃ) শৈশবকালে কীভাবে লালিত-পালিত হন?
***৩। ক) মহানবী (সঃ) এর কোন গুণটি সর্বকালের যুবকদের জন্য আদর্শ?
খ) আরবরা কেন মহানবী হযরত (সঃ) কে আল-আমীন উপাধি দেন?
***৪। ক) মিরাজ কী?
খ) মহানবী (সঃ) মক্কা ছেড়ে মদীনায় হিযরত করেছিলেন কেন?
***৫। ক) হযরত খাদিজা (রাঃ) এর উপাধি কি ছিল?
অথবা, ইসলাম গ্রহণকারী নারীদের মধ্যে হযরত খাদিজা (রাঃ) এর স্থান কততম?
খ) বিবি খাদিজা (রাঃ) মহানবী (সঃ) এর সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন কেন?
হযরত আবু বক্র সিদ্দীক (রাঃ)
৬। ক) ইসলামের প্রথম খলিফার নাম কী?
অথবা, হযরত আবূ বক্র (রাঃ) কত খ্রিষ্টাব্দে, কোন বংশে ও কোন গোত্রে জন্মগ্রহণ করেন?
অথবা, বয়স্ক পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন?
খ) হযরত আবু বক্র (রাঃ)-কে সিদ্দীক বলা হয় কেন?
১। চিকিৎসাশাস্ত্রে মুসলমানদের অবদান
২। গণিতশাস্ত্রে মুসলমানদের অবদান ১০০%
৩। মানবকল্যাণে মুসলমানদের অবদান
হযরত উমার (রাঃ)
***৭। ক) হযরত উমার (রাঃ) ইসলামের কততম খলিফা ছিলেন?
খ) মোহাম্মদ (সঃ) কেন হযরত উমার (রাঃ) কে ফারুক উপাধিতে ভূষিত করেন?
অথবা, হযরত উমার ফারুক (রাঃ) এর পরিচয় দাও।
***১। “শাসক হিসেবে হযরত উমার (রাঃ) এর জবাবদিহিতার দৃষ্টান্ত বিরল”- মূল্যায়ন কর।
২। জনদরদী খলিফা হিসেবে হযরত উমার (রাঃ) কে মূল্যায়ন কর।
অথবা, হযরত উমার (রাঃ) অনাড়ম্বর জীবনযাপন করতেন- উক্তিটি ব্যাখ্যা কর।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...