Wednesday, January 16, 2013

Suggestion Economics for SSC Exam

সম্ভাব্য প্রশ্নাবলি ॥ এস.এস.সি পরীক্ষা-২০১৩
অর্থনীতি
ক- অংশ (অর্থনীতি-তত্ত্বীয়)

*** অধ্যায় : ০১ (অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু)

* ১। ক) অর্থনৈতিক কার্যাবলি কী?
খ) মানুষকে কেন অর্থনৈতিক কার্যাবলি সম্পাদন করতে হয়?

** ২। ক)দারিদ্র্য কী?
খ) কম বিনিয়োগ কীভাবে কম উৎপাদন ঘটায়, তা ব্যাখ্যা কর।

*** ৩। এ্যাডাম স্মিথের অর্থনীতির সংঙ্গা কী কী?
খ) অধ্যাপক আলফ্রেড মার্শাল এবং অর্থনীতিবিদ লায়নেল রবিনস প্রদত্ত সংঙ্গা দুইটির কোনটি শ্রেষ্ঠ?

*** ৪। ক) মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি ও কী কী ?
খ) অর্থনৈতিক সমস্যা কেন সৃষ্টি হয় ?

** ৫। ক) দাম ব্যবস্থা কী ?
খ) অর্থনৈতিক পরিকল্পনা বলতে কী বোঝায়, ব্যাখ্যা কর।

*** ৬। ক) উন্নয়নশীল দেশ কী ?
খ) উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।

*** ৭। ক) দারিদ্র্র্যের দুষ্টচক্র কী ?
খ) দারিদ্রের দুষ্টচক্রকে মূলধনের চাহিদার ভিত্তিতে ব্যাখ্যা কর।

*** ৮। ক) ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য কী ?
খ) ইসলামি অর্থব্যবস্থায় শ্রমকে কেন অধিক গুরুত্ব দেওয়া হয়েছে ?

*** অধ্যায়ঃ ০২ (অর্থনীতির কতিপয় মৌলিক ধারণা)

*** ১। ক) অভাব কী ?
খ) সীমিত সম্পদ দ্বারা অভাব পূরণ সম্ভব নয় কেন ?

*** ২। ক) জাতীয় আয় কী ?
খ) মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
*** ৩। ক) যোগান সূচি কাকে বলে ?
খ) উপরের সূচির আলোকে যোগান বিধি ব্যাখ্যা কর।

** ৪। ক) অভাব কী ?
খ) স্থান-কাল-পাত্রভেদে অভাবের শ্রেণিবিভাগ চূড়ান্ত নয় কেন ?

** ৫। ক) সম্পদ কী ?
খ) উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।

*** ৬। ক) উপযোগ কী ?
খ) মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ বলতে কী বোঝায়, ব্যাখ্যা কর।
অথবা, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের কয়েকটি পার্থক্য ব্যাখ্যা কর।

** ৭। ক) চাহিদা সূচি কী ?
খ) দাম ও চাহিদার মধ্যে বিদ্যমান বিপরীত সম্পর্ক মিসেস শাহানাজের ক্রয়কৃত তথ্যের আলোকে চাহিদা সূচিতে প্রকাশ কর।

* ৮। ক) জাতীয় আয় কী ?
খ) মাথাপিছু আয় বলতে কী বোঝায় ? ব্যাখ্যা কর।

* ৯। ক) আন্তর্জাতিক বাণিজ্য কী ?
খ) বাংলাদেশের সাথে কোন কোন দেশের বাণিজ্য সংঘটিত হয় ?
*** ১০। ক) অর্থনীতিতে অভাব কত ভাগে বিভক্ত ?
খ) ‘মানুষের সকল কর্মপ্রেরণার উৎস অভাব’- কেন ?

*** অধ্যায় : ০৩ (উৎপাদন)

*** ১। ক) দুর্ভিক্ষ, অপুষ্টি ও মহামারী ইত্যাদি বিপর্যয়কে ম্যালথাস কী বলে অভিহিত করেছেন ?
খ) জনসংখ্যা ও খাদ্যোৎপাদনের মধ্যে ভারসাম্য স্থাপনের সহায়ক একটি প্রতিরোধ ব্যবস্থা ব্যাখ্যা কর।

*** ২। ক) উৎপাদন কী ?
খ) অর্থনীতিবিদদের মতের ভিত্তিতে উৎপাদন ব্যাখ্যা কর।

* ৩। ক) ভূমি কী ?
খ) উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ হিসেবে ভূমির কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ?
অথবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলতে কী বোঝায়, ব্যাখ্যা কর।

*** ৪। ক) জনসংখ্যা তত্ত্ব কী ?
খ) ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা কর ?

** ৫। ক) সঞ্চয় কী ?
খ) সঞ্চয় ও বিনিয়োগের কয়েকটি পার্থক্য ব্যাখ্যা কর।

** অধ্যায়: ০৬ (বাজার)

*** ১। ক) বাজার কী ?
খ) অর্থনীতিবিদ কুর্নট প্রদত্ত বাজারের সংজ্ঞাটি অর্থসহ ব্যাখ্যা কর।

*** ২। ক) অর্থনীতিতে বাজার কী ?
খ) বাজারের শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।

*** অধ্যায় : ০৭(অর্থ ও ব্যাংক ব্যবস্থা)

*** ১। ক) দ্রব্য বিনিময় প্রথা কী ?
খ) দ্রব্য বিনিময় করা বিনিময়ের মাধ্যম হিসেবে অন্তরায় কেন /

* ২। ক) জরিনা বেগম যে ব্যাংক থেকে ঋণ নেয় তার নাম কী ?
খ) এ ব্যাংকের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর।

*** ৩। ক) দ্রব্য বিনিময় প্রথা কী ?
খ) দ্রব্য বিনিময় প্রথার শর্তগুলো উল্লেখ কর।
অথবা, দ্রব্য বিনিময় প্রথার অবিভাজ্যতা ও সঞ্চয়ের অসুবধা বলতে কী বোঝায় ব্যাখ্যা কর।

* ৪। ক) অর্থ কী ?
খ) অর্থ সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদদের মতামত উল্লেখ কর।

*** ৫। ক) কেন্দ্রীয় ব্যাংক কী ?
খ) আন্তর্জাতিক নিষ্পত্তি ব্যাংকের আইনে ক্রেন্দীয় ব্যাংকের সংজ্ঞাটি উদাহরণসহ ব্যাখ্যা কর।

*** ৬। ক) গ্রামীণ ব্যাংক কী ?
খ) গ্রামীণ ব্যাংকের ঋণ প্রদানের খাতগুলো উল্লেখ কর।

খ- অংশ (বাংলাদেশের অর্থনীতি)

*** অধ্যায়: ০৪ (বাংলাদেশের কৃষি)

*** ১। ক) বর্গাদারি প্রথা কি ?
খ) বর্গাদারি প্রথা বাংলাদেশের কৃষিক্ষেত্রের ওপর কীরূপ প্রভাব ফেলে ব্যাখ্যা কর।

** ২। ক) কৃষিকাজ কী ?
খ) কৃষিকাজ দ্বারা কীভাবে সফেদ আলীর আত্মপোষণে সক্ষম হয়েছে ? ব্যাখ্যা কর।

* ৩। ক) আত্মপোষণমূলক কৃষিকাজ কী?
খ) মুনাফা লাভের জন্য কীভাবে কৃষিকাজ করা যায় ? ব্যাখ্যা কর।

** ৪। ক) আধুনিক প্রযুক্তি কী ?
খ) কেন কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত ?

*** ৫। ক) কৃষি কী ?
খ) বাণিজ্যিক উৎপাদনের জন্য কৃষিকাজ বলতে কী বোঝায় ? ব্যাখ্যা কর।

*** ৬। ক) অর্থকরী ফসলের সংজ্ঞা দাও।
খ) বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের বিবরণ দাও।

* ৭। ক) বর্গাদারি প্রথা কী ?
খ) বর্গাদারি প্রথা বাংলাদেশের কৃষিক্ষেত্রের উপর বিরূপ প্রভাব ফেলে- ব্যাখ্যা কর।

অধ্যায় : ০৫ (বাংলাদেশের শিল্প)

*** ১। ক) শিল্প কী ?
খ) বাংলাদেশে শিল্প উন্নয়ন প্রয়োজন কেন ?

*** ২। ক) শিল্প উন্নয়ন কী ?
খ) বাংলাদেশের শিল্পের যেকোন ১টি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

**৩। ক) গার্মেন্টস কারখানা কী ?
খ) দেশীয় ও আন্তর্জাতিক বাজারের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।

* ৪। ক) বৃহদায়তন শিল্প কী ?
খ) শিল্পের জন্য দক্ষ উদ্যোক্তা কেন প্রয়োজন ?
অধ্যায় : ০৮(বাংলাদেশ সরকারের আয়-ব্যয়)

*** ১। ক) সরকারি আয়-ব্যয় কী ?
খ) সরকারি আয়ের যেকোন একটি উৎস ব্যাখ্যা কর।

*** ২। ক) বাজেট কী ?
খ) ঘাটতি বাজেট ও মূলধন বাজেটের উদ্বৃত্ত এক হয় না কেন ?

৩। ক) ভর্তুকি কী ?
খ) সুষম বাজেট প্রণয়ন কখন সম্ভব হয় ?


No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...