Wednesday, January 16, 2013

Suggestion Geography for SSC Exam

ভূগোল

ক- বিভাগ (গাণিতিক ভূগোল)

*** অধ্যায় : ০১ (জ্যোতিষ্কম-লী ও সৌরজগৎ)

* ১। ক) নীহারিকা কাকে বলে ?
খ) উল্কার পতন ঘটে কেন ?

*** ২। ক) সৌরজগৎ কাকে বলে ?
খ) গ্রহকে নক্ষত্র বলা যায় না কেন ?

*** ৩। ক) বলয় দ্বারা বেষ্টিত গ্রহটির নাম কী ?
খ) সূর্যকে ঘিরে চতুর্থ গ্রহটিতে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন ?

*** অধ্যায় : ০২ (অক্ষরেখা ও দ্রাঘিমারেখা)

*** ১। ক) প্রতিপাদ স্থান কাকে বলে ?
খ) কোনো দেশের স্থানীয় সময় কীভাবে নির্ণয় করা যায় ?

** ২। ক) প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত ?
খ) কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, উত্তর মেরু ও দক্ষিণ মেরু সম্পর্কে ধারণা দাও।

*** অধ্যায় : ০৩ (পৃথিবীর গতি)

** ১। ক) আহ্নিক গতি কী ?
খ) পৃথিবীর আবর্তন গতি থাকা সত্ত্বেও তা আমরা অনুভব করি না কেন ?

*** ২। ক) বার্ষিক গতি কাকে বলে ?
খ) অধিবর্ষ কেন হয় ?

খ- বিভাগ : দ্বিতীয় খন্ড (প্রাকৃতিক ভূগোল)

* অধ্যায় : ০১(অশ্মমন্ডল)

**১। ক) অশ্মম-ল কাকে বলে ?
খ) অশ্মম-লের ২টি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

*** ২। ক) ভূত্বক কাকে বলে ?
খ) ভূত্বক কেন কঠিন আকার ধারণ করেছে ?

***অধ্যায় : ০১ (শিলা ও খনিজ)
***১। ক) আগ্নেয় শিলা কী ?
খ) আগ্নেয় শিলার সৃষ্টি রহস্য ব্যাখ্যা কর।
***২। ক) রাসায়নিক উপায়ে গঠিত একটি পাললিক শিলার নাম ও পলির উপাদান লিখ।
খ) উদবেধী আগ্নেয় শিলা ও নিঃসারী আগ্নেয় শিলার পার্থক্য ব্যাখ্যা কর।

***৩। ক) খনিজ কী ?
খ) শিলা ও খনিজের মধ্যে প্রধান দু’টি পার্থক্য লিখ।

***৪। ক) মার্বেল কোন ধরনের শিলা?
খ) শিলা কত প্রকার ও কি কি ?

অধ্যায় : ০১ (ভূপৃষ্ঠের পরিবর্তন)
***১। ক) কোনটি সবচেয়ে ভূকম্পনপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ?
খ) সুনামি কেন হয় ?

২। ক) রবি ভূমিতে যে ঝাঁকুনি অনুভব করল সেটি কী ?
খ) এই ধরনের ঘটনা কেন ঘটে ? 

*** অধ্যায় : ০১ (ভূমিরূপ)

***১। ক) ক্ষয়জাত মালভূমি কী ?
খ) উদাহরণসহ বিভিন্ন প্রকার মালভূমির নাম লিখ।

***২। ক) পর্বত কাকে বলে ?
খ) বিভিন্ন প্রকার পর্বতের একটি করে উদাহরণ দাও।

৩। ক) পাদদেশীয় সমভূমি কী ?
খ) মালভূমিতে কী কী খনিজ পাওয়া যায় ?
গ- বিভাগ (আঞ্চলিক ভূগোল)

**অধ্যায়: ০১ (ইউরোপ মহাদেশ)
***১। ক) ইউরোপ মহাদেশ কতটি রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে ?
খ) ইউরোপ মহাদেশের অবস্থান ব্যাখ্যা কর।

**২। ক) ভূমধ্যসাগরীয় জলবায়ু কী ?
খ) পূর্ব ইউরোপের মহাদেশীয় জলবায়ুকে চরমভাবাপন্ন মহাদেশীয় জলবায়ু বলে কেন ?

***অধ্যায়: ০২ (এশিয়া মহাদেশ)

***১। ক) ইউরেশিয়া কী ?
খ) এশিয়ার উপকূলের বর্ণনা দাও।

**২। ক) দক্ষিণ এশিয়ায় কোন ধরনের জলবায়ু পরিলক্ষিত হয় ?
খ) মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য উল্লেখ কর।

***৩। ক) এশিয়াকে রাষ্ট্রীয় বিভাগ অনুসারে বিভক্ত কর।
খ) উত্তর এশিয়ার নিম্ন সমভূমি ও আগ্নেয় দ্বীপ মালা সম্পর্কে ধারনা দাও।

***অধ্যায়: ০৩(মালয়েশিয়া)

***১। ক) মালয়েশিয়ার প্রধান খজিন দ্র্রব্য কোনটি?
খ) মালয়েশিয়ার খনিজ ও শিল্প সম্পদের নাম লিখ।

***২।ক) মালয়েশিয়ার প্রধান আমদানী পণ্য কী?
খ) মালয়েশিয়ার রপ্তানী দ্রব্যগুলোর নাম লিখ।

**৩।ক) মালয়েশিয়ার জনসংখ্যার ঘনত্ব কত?
খ) মালয়েশিয়ার প্রধান দুইটি খজিন দ্র্রব্যের বর্ণনা দাও।

৪।ক) মালয়েশিয়ার সর্ববৃহৎ বন্দরের নাম লিখ।
খ) মালয়েশিয়ার ভৌগোলিক অবস্থানটি বিবৃত কর।

***অধ্যায়: ০৪ (দক্ষিণ কোরিয়া)

***১।ক) দক্ষিণ কোরিয়ার কত ভাগ জমি কৃষির অন্তর্গত?
খ) দক্ষিণ কোরিয়ার কৃষিজ পণ্যগুলোর নাম লিখ।

***২।ক) দক্ষিণ কোরিয়ার প্রধান খজিন সম্পদগুলো কী কী?
খ) দেশটিতে পশম শিল্প বিকাশ লাভ করেছে কেন?

**৩। ক) ভূ-প্রাকৃতিক গঠন অনুযায়ী দক্ষিণ কোরিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায় ?
খ) দক্ষিণ কোরিয়ার অর্থকরী ফসলগুলোর গুরুত্ব লিখ।
***অধ্যায়: ০৫ (মধ্যপ্রাচ্য)

***১।ক) মধ্যপ্রাচ্যের একমাত্র মুসলিম দেশ কোনটি ?
খ) মধ্যপ্রাচ্যের প্রধান শিল্পগুলো উল্লেখ কর।

***২। ক) কতগুলো রাষ্ট্র নিয়ে মধ্যপ্রাচ্য গঠিত ?
খ) মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নাম উল্লেখ কর।

**৩। ক) মধ্যপ্রাচ্যের কয়েকটি খনিজ সম্পদের নাম লিথ।
খ) মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান খনিজ সম্পদের ব্যাখ্যা দাও।

৪। ক) আনাতোলিয়া মালভূমির গড় উচ্চতা কত ?
খ) মধ্যপ্রাচ্যের জলবায়ু চরমভাবাপন্ন কেন ?

***অধ্যায় : ০৬ (বাংলাদেশের পরিচয়

***১।ক) বদ্বীপ কী ?
খ) মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের বর্ণনা দাও।

**২। ক) প্রাকৃতিক গ্যাস কোন ধরনের খনিজ সম্পদ ?
খ) গ্যাস ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বর্ণনা কর।

৩। ক) বাংলাদেশের একটি প্রধান শক্তি সম্পদের নাম লিখ।
খ) বাংলাদেশ বিদ্যূৎ উৎপাদনে পিছিয়ে পড়েছে কেন তার দুটি কারণ ব্যাখ্য কর।

৪। ক) ঔপনিবেশিক শাসন কী ?
খ) বাংলাদেশ শিল্পে অনগ্রসরতার দুটি কারণ ব্যাখ্যা কর।

***৫। ক) তৈরি পোশাক শিল্প কোন শিল্পের অন্তর্গত ?
খ) ‘অগ্রাধিকার ভিত্তিতে বড় বাজারে প্রবেশ’ বলতে কী বোঝায় ?

***৬। ক) যমুনা বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত ?
খ) যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝায় ?

***৭। ক) বাংলাদেশের চিনি শিল্পের প্রধান সমস্যাগুলো কী কী ?
খ) অধিকাংশ চিনিকলগুলো কোথায় গড়ে উঠেছে এবং কেন ?

*৮। ক) বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি ?
খ) জাপান ও ভারতের মোট ভূ-ভাগের কত ভাগ বন রয়েছে ?

৯। ক) বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে উন্নত নয় কেন ?
খ) বাংলাদেশের কয়লা খনিজের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

***১০। ক) বাংলাদেশের পাটকল কয়টি ?
খ) বাংলাদেশের পাট শিল্পের সমস্যার কারণ ব্যাখ্যা কর।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...