বাংলা ১ম পত্র
পূর্ণমান: ৪০, সময়: ৪০ মিনিট
১। ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’—এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত কার কথা ভাবেন? ক. কপোতাক্ষ নদ
খ. বাংলাদেশ গ. সাগরদাঁড়ি ঘ. তিতাস।
২। ‘স্থূল’ কথাটি পরিষ্কার হয় কীসের মাধ্যমে?
ক. উদাহরণের খ. ব্যাখ্যার
গ. মর্মার্থের ঘ. বিশ্লেষণের।
৩। খাতার মলাট কীরঙের ছিল?
ক. লাল খ. কালো গ. লাল-সবুজ ঘ. নীল
৪। ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না’—বই পড়া প্রবন্ধে মনের দাবি বলতে বোঝানো হয়েছে—
i. সাহিত্যচর্চা ii. শিক্ষা লাভ iii. জ্ঞান অর্জন।
নিজের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. iii
৫। ‘নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল’— ‘ছুটি’ গল্পে কার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে?
ক. মাখন খ. ফটিক গ. বিশ্বম্বর বাবু
ঘ. ১৩-১৪ বছরের ছেলেমেয়ে।
৬। ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিম সেই সব ব্যক্তিদের জন্ম-পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন যারা—
i. মাতৃভাষাকে অবজ্ঞা করে
ii. বাংলা ভাষাকে হিন্দুয়ানী বলে গণ্য করে iii. বাংলা ভাষার প্রতি অনুরাগ দেখায় না।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। স্বাধীনতা তুমি কবিতার মূল কথা কী?
ক. স্বাধীনতার বন্দনা খ. স্বাধীনতা অর্জনের উপায় গ. লাল ফেস্টুন ঘ. স্বাধীনতা রক্ষা।
৮। বৃক্ষ কবিতায় মৃত্তিকার মুক্তি বলতে কী বোঝানো হয়েছে? ক. মেঘের বারিবর্ষণ
খ. বৃক্ষের প্রাণরস আহরণ
গ. বৃক্ষের জন্মদান ঘ. সুন্দরের প্রতিষ্ঠা।
৯। অমরা অর্থকী? ক. ইন্দ্রপুরী খ. মর্ত্য গ. আকাশ ঘ. নক্ষত্র।
# দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়
# দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে
# বাংলার মাটি কত ভালবাসি
১০। উপরের পঙিক্ত তিনটির মধ্যে দিয়ে যে মিল খুঁজে পাওয়া যায় তা হলো—
ক. ভাষাপ্রীতি খ. প্রকৃতিপ্রেম
গ. স্বদেশপ্রেম ঘ. স্বজনপ্রীতি
১১। ১৯৭১ সালের ডিসেম্বরের ১০ তারিখে রণতরীগুলো কোন দিকে অগ্রসর হচ্ছিল?
ক. চট্টগ্রামের দিকে
খ. নারায়ণগঞ্জের দিকে
গ. খুলনা বন্দরের দিকে ঘ. মংলা বন্দরে
# টিভি নাটকে এবং রেডিওর অনুষ্ঠানে আজকাল বাংলা ভাষার বিকৃত ব্যবহার দেখে মনটা খারাপ হয়ে যায়, অথচ এই স্বভাষার জন্য অনেকের আত্মত্যাগ অনস্বীকার্য।
১২। অনুচ্ছেদের সঙ্গে তোমার পাঠ্যসূচির সাদৃশ্যপূর্ণ বিষয়টি হলো—
i. বঙ্গবাণী ii. কবর iii. বাংলা আমার।
কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ঘ. i ও ii
১৩। ‘কেউবা রঙ্গিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি, তারে ভাষা দেয় দীঘল সূতার মায়াবী আখর টানি।’—এখানে বর্ণিত শিল্প কর্মটি হলো— i . পোশাক শিল্প
ii . সূচি শিল্প iii . মৃৎ শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
১৪। পৃথিবী জোড়া বিশালনেটওয়ার্কের নাম কী? ক. ইন্টারনেট খ. কম্পিউটার গ. তথ্যপ্রযুক্তি ঘ. মোবাইল।
১৫। শিক্ষার আসল কাজ কী?
ক. জ্ঞান দান খ. সংস্কৃতিচর্চা
গ. মূল্যবোধ সৃষ্টি ঘ. জীবসত্তার চর্চা
# সাম্প্রতিক প্রকাশিত পত্রিকার খবর— ‘মাদকাসক্ত পুত্রকে পুলিশের হাতে দিলেন পিতা।’
১৬। এ পিতার চারিত্রিক কোন বৈশিষ্ট্যের সঙ্গে তোমার পঠিত উমর ফারুকের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়?
ক. সাহসিকতার খ. ন্যায়পরায়ণতার
গ. বিচক্ষণতার ঘ. দৃঢ়তার
১৭। ‘হয় আমার প্রাণ তাহাকে দিব। নয় তাহার প্রাণ আমি লইব’—উক্তিটির দ্বারা বোঝায় হোসেনের— ক. ভ্রাতৃত্ববোধ
খ. প্রতিশোধের স্পৃহা গ. কঠোর মনোভাব
ঘ. শারীরিক শক্তি প্রদর্শন।
১৮। ‘পাতিসেরি’ অর্থ—
ক. কেক-রুটির দোকান খ. চা দোকান
গ. রেস্তোরাঁ ঘ. ফলের দোকান।
১৯। ‘দুর্মর’ কবিতায় কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন— ক. কবিতার আঙ্গিক গঠনে খ. প্রকাশভঙ্গির নৈপুণ্যে গ. বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে ঘ. তারুণ্যের জয়গানে।
২০। ‘স্বাধীনতা রক্ষার চিরস্থায়ীপ্রতিজ্ঞা’ অর্থ কী রক্ষা করা?— ক. সার্বভৌমত্ব খ. সীমান্ত গ. গণতন্ত্র ঘ. মৌলিক অধিকার।
২১। ভারতীয় রণতরীর নাম কী?
ক. পাভেল খ. পদ্মা গ. পলাশ ঘ. শিমুল
২২। ‘রাঙা পোস্টার’ কী অর্থে ব্যবহূত হয়েছে? ক. স্বাধীনতার খ. পরাধীনতার
গ. সংগ্রামী চেতনা ঘ. মিছিল
২৩। গল্পে মুসাফির শব্দটি কোন অর্থেপ্রয়োগ করা হয়েছে? ক. রূপক অর্থে খ. সন্ন্যাসী অর্থে গ. পথিক অর্থে ঘ. ধার্মিক অর্থে
২৪। ‘ঈশ্বরই তাহার বিচার করিবেন’—এ কথাটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে—
স্ত্রীর প্রতি আনুগত্য ii. হাসানের আফসোস iii. সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস
কোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. iii
২৫। ‘মনসামঙ্গল’ কোন ধরনের কাব্য?
ক. পৌরাণিক খ. গীতিকাব্য
গ. ঐতিহাসিক ঘ. নাটক
২৬। ‘পল্লী সাহিত্যচর্চা ও সংরক্ষণ জরুরি।’ কারণ এটি— i. আত্ম পরিচয় বিধৃত করে
ii. নৃতাত্ত্বিক উপাদান সমৃদ্ধ iii. শতকরা আশি ভাগ জনগণের প্রতিনিধিত্ব করে
কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. iii ঘ. ii
২৭। নিচের অনুচ্ছেদ থেকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আমার মা সকালে উঠে সব কাজকর্ম নিজ হাতে করেন। খাবার পরিবেশন, বাচ্চা লালনসহ সব কাজ তাঁর। অথচ খাবার বেলায় তাঁর খাবার জোটে কি জোটে না। মা না হলে আমাদের সংসার চলে না। অথচ সংসারে তাঁর কোনো দামই ছিল না।
২৭। ‘জাগো গো ভগিনী’—অবলম্বনে আমার মায়ের এই দুর্দশা থাকত না যদি আমার মা— i. প্রকৃত শিক্ষিত হতেন ii. স্নেহময়ী হতেন iii. অধিকার সচেতন হতেন
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i ও iii
২৮। উপরের অনুচ্ছেদের আলোকে মায়ের যথার্থ সম্মান নিশ্চিত হতো, যদি তিনি—
ক. সৃজনশীল হতেন খ. পরিশ্রমী হতেন
গ. বুদ্ধিমতি হতেন ঘ. শ্রম-বিভাজন করতেন
# যোদ্ধারা বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত। কেউ জোর করেনি তবুও দেশের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন। অনেকেই শহীদ হয়েছেন। তবুও আমরা বলি, তোমরা মরোনি।
২৯। উদ্ধৃতাংশে ‘দুরন্ত পথিক’ প্রবন্ধের যে দিকটি স্পর্শ করে তা হচ্ছে—
i. তারুণ্যের গৌরব ii. পূর্বসূরিদের আহ্বান iii. অনুসারীদের জাগরণ
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. iii
৩০। ‘যে বলিবে হজরত মুহাম্মদ (সা.) মরিয়াছেন, তাহার মাথা যাইবে’—হজরত ওমর (রা.) এর এ রকম উক্তির কারণ—
ক. হজরত মুহাম্মদ (সা.) মৃত্যুকে মেনে নেননি বলে খ. সবার প্রতি রাগান্বিত হয়ে গ. ভীষণ কষ্টের মধ্যে ছিলেন বলে ঘ. তাঁর মতে হজরত মুহাম্মদ (সা.) মরতে পারেন না বলে
৩১। কবির কাছে ‘প্রাণময় মহৎ কবিতা’ কী? ক. শহীদের রক্তস্নাত বাংলাদেশ খ. শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ গ. শত্রু হননের আহ্বান ঘ. মুক্তিযোদ্ধার আত্মদান
৩২। ‘হরিৎক্ষেত্র’ শব্দটির অর্থকী
ক. সবুজ ক্ষেত্র খ. হলুদ ক্ষেত্র গ. সবুজাভ ক্ষেত্র ঘ. সোনালীক্ষেত্র
৩৩। ‘কপোতাক্ষ নদ’ সনেটের ষষ্টকে কোন ভাব পরিণতি লাভ করেছে?
ক. নদ যেন তাঁকে ভুলে না যায় খ. নদ যেন বাঙালির কাছে তাঁর কথা বলে
গ. বাঙালি যেন তাঁর কথা স্মরণ করে
ঘ. বাংলা ও বাঙালির সঙ্গে মিলনের বাসনা
৩৪। যা লেখা হয় তা যেন লোকে বুঝতে পারে—এটি হলো রচনার—
ক. সৌন্দর্য
খ. প্রাঞ্জলতা গ. অর্থব্যক্তি ঘ. উপযুক্ততা
৩৫। কেমন পথ ‘আনন্দ শতদল’ মেলে ধরে ছিল—
ক. বন্ধুর পথ খ. সুন্দর পথ গ. প্রশস্ত পথ ঘ. সরু পথ
৩৬। ‘ছুটি’ গল্পে ফটিকের অন্তিম পরিণতির কারণ— i. পরিবেশ বিচ্যুতি
ii. পরাধীন জীবন iii. বয়ঃসন্ধিকাল
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
৩৭। ‘এগুলো সরস গ্রাণের জীবন্ত উৎস’— ঘুমপাড়ানী গান ও ছড়া সম্পর্কে লেখকের এ মন্তব্যের কারণ—
i. ভাষা ও ছন্দে প্রাণবন্ত ii. শিশুদের প্রিয় iii. বিষয়বস্তু বৈচিত্র্যপূর্ণ
কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. ii ঘ. iii
৩৮। ‘এ হিঁদুর গাঁ ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে?’ উদ্ধৃতিতে কোন ভাবটি ফুটে উঠেছে? ক. ধর্মানুভূতি খ. হিংস্রতা
গ. সামান্তবাত ঘ. সাম্প্রদায়িকতা।
৩৯। ‘প্রাণের সবুজ’ বলতে কীবোঝানো হয়েছে? ক. তারুণ্য খ. সবুজ ধান ক্ষেত
গ. মনের আনন্দ ঘ. উজ্জ্বলপোশাক
৪০। ‘মাগো ওরা বলে’ কবিতার বিষয়বস্তু হলো— ক. ভাষা আন্দোলন খ. মুক্তিযুদ্ধ
গ. তারুণ্যের জয়গান ঘ. আন্দোলন।
পূর্ণমান: ৪০, সময়: ৪০ মিনিট
১। ‘সতত তোমার কথা ভাবি এ বিরলে’—এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত কার কথা ভাবেন? ক. কপোতাক্ষ নদ
খ. বাংলাদেশ গ. সাগরদাঁড়ি ঘ. তিতাস।
২। ‘স্থূল’ কথাটি পরিষ্কার হয় কীসের মাধ্যমে?
ক. উদাহরণের খ. ব্যাখ্যার
গ. মর্মার্থের ঘ. বিশ্লেষণের।
৩। খাতার মলাট কীরঙের ছিল?
ক. লাল খ. কালো গ. লাল-সবুজ ঘ. নীল
৪। ‘মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না’—বই পড়া প্রবন্ধে মনের দাবি বলতে বোঝানো হয়েছে—
i. সাহিত্যচর্চা ii. শিক্ষা লাভ iii. জ্ঞান অর্জন।
নিজের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. iii
৫। ‘নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল’— ‘ছুটি’ গল্পে কার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে?
ক. মাখন খ. ফটিক গ. বিশ্বম্বর বাবু
ঘ. ১৩-১৪ বছরের ছেলেমেয়ে।
৬। ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আবদুল হাকিম সেই সব ব্যক্তিদের জন্ম-পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন যারা—
i. মাতৃভাষাকে অবজ্ঞা করে
ii. বাংলা ভাষাকে হিন্দুয়ানী বলে গণ্য করে iii. বাংলা ভাষার প্রতি অনুরাগ দেখায় না।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। স্বাধীনতা তুমি কবিতার মূল কথা কী?
ক. স্বাধীনতার বন্দনা খ. স্বাধীনতা অর্জনের উপায় গ. লাল ফেস্টুন ঘ. স্বাধীনতা রক্ষা।
৮। বৃক্ষ কবিতায় মৃত্তিকার মুক্তি বলতে কী বোঝানো হয়েছে? ক. মেঘের বারিবর্ষণ
খ. বৃক্ষের প্রাণরস আহরণ
গ. বৃক্ষের জন্মদান ঘ. সুন্দরের প্রতিষ্ঠা।
৯। অমরা অর্থকী? ক. ইন্দ্রপুরী খ. মর্ত্য গ. আকাশ ঘ. নক্ষত্র।
# দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়
# দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে
# বাংলার মাটি কত ভালবাসি
১০। উপরের পঙিক্ত তিনটির মধ্যে দিয়ে যে মিল খুঁজে পাওয়া যায় তা হলো—
ক. ভাষাপ্রীতি খ. প্রকৃতিপ্রেম
গ. স্বদেশপ্রেম ঘ. স্বজনপ্রীতি
১১। ১৯৭১ সালের ডিসেম্বরের ১০ তারিখে রণতরীগুলো কোন দিকে অগ্রসর হচ্ছিল?
ক. চট্টগ্রামের দিকে
খ. নারায়ণগঞ্জের দিকে
গ. খুলনা বন্দরের দিকে ঘ. মংলা বন্দরে
# টিভি নাটকে এবং রেডিওর অনুষ্ঠানে আজকাল বাংলা ভাষার বিকৃত ব্যবহার দেখে মনটা খারাপ হয়ে যায়, অথচ এই স্বভাষার জন্য অনেকের আত্মত্যাগ অনস্বীকার্য।
১২। অনুচ্ছেদের সঙ্গে তোমার পাঠ্যসূচির সাদৃশ্যপূর্ণ বিষয়টি হলো—
i. বঙ্গবাণী ii. কবর iii. বাংলা আমার।
কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ঘ. i ও ii
১৩। ‘কেউবা রঙ্গিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি, তারে ভাষা দেয় দীঘল সূতার মায়াবী আখর টানি।’—এখানে বর্ণিত শিল্প কর্মটি হলো— i . পোশাক শিল্প
ii . সূচি শিল্প iii . মৃৎ শিল্প
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
১৪। পৃথিবী জোড়া বিশালনেটওয়ার্কের নাম কী? ক. ইন্টারনেট খ. কম্পিউটার গ. তথ্যপ্রযুক্তি ঘ. মোবাইল।
১৫। শিক্ষার আসল কাজ কী?
ক. জ্ঞান দান খ. সংস্কৃতিচর্চা
গ. মূল্যবোধ সৃষ্টি ঘ. জীবসত্তার চর্চা
# সাম্প্রতিক প্রকাশিত পত্রিকার খবর— ‘মাদকাসক্ত পুত্রকে পুলিশের হাতে দিলেন পিতা।’
১৬। এ পিতার চারিত্রিক কোন বৈশিষ্ট্যের সঙ্গে তোমার পঠিত উমর ফারুকের চারিত্রিক বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়?
ক. সাহসিকতার খ. ন্যায়পরায়ণতার
গ. বিচক্ষণতার ঘ. দৃঢ়তার
১৭। ‘হয় আমার প্রাণ তাহাকে দিব। নয় তাহার প্রাণ আমি লইব’—উক্তিটির দ্বারা বোঝায় হোসেনের— ক. ভ্রাতৃত্ববোধ
খ. প্রতিশোধের স্পৃহা গ. কঠোর মনোভাব
ঘ. শারীরিক শক্তি প্রদর্শন।
১৮। ‘পাতিসেরি’ অর্থ—
ক. কেক-রুটির দোকান খ. চা দোকান
গ. রেস্তোরাঁ ঘ. ফলের দোকান।
১৯। ‘দুর্মর’ কবিতায় কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন— ক. কবিতার আঙ্গিক গঠনে খ. প্রকাশভঙ্গির নৈপুণ্যে গ. বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে ঘ. তারুণ্যের জয়গানে।
২০। ‘স্বাধীনতা রক্ষার চিরস্থায়ীপ্রতিজ্ঞা’ অর্থ কী রক্ষা করা?— ক. সার্বভৌমত্ব খ. সীমান্ত গ. গণতন্ত্র ঘ. মৌলিক অধিকার।
২১। ভারতীয় রণতরীর নাম কী?
ক. পাভেল খ. পদ্মা গ. পলাশ ঘ. শিমুল
২২। ‘রাঙা পোস্টার’ কী অর্থে ব্যবহূত হয়েছে? ক. স্বাধীনতার খ. পরাধীনতার
গ. সংগ্রামী চেতনা ঘ. মিছিল
২৩। গল্পে মুসাফির শব্দটি কোন অর্থেপ্রয়োগ করা হয়েছে? ক. রূপক অর্থে খ. সন্ন্যাসী অর্থে গ. পথিক অর্থে ঘ. ধার্মিক অর্থে
২৪। ‘ঈশ্বরই তাহার বিচার করিবেন’—এ কথাটির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে—
স্ত্রীর প্রতি আনুগত্য ii. হাসানের আফসোস iii. সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস
কোনটি সঠিক? ক. i খ. iii গ. i ও ii ঘ. iii
২৫। ‘মনসামঙ্গল’ কোন ধরনের কাব্য?
ক. পৌরাণিক খ. গীতিকাব্য
গ. ঐতিহাসিক ঘ. নাটক
২৬। ‘পল্লী সাহিত্যচর্চা ও সংরক্ষণ জরুরি।’ কারণ এটি— i. আত্ম পরিচয় বিধৃত করে
ii. নৃতাত্ত্বিক উপাদান সমৃদ্ধ iii. শতকরা আশি ভাগ জনগণের প্রতিনিধিত্ব করে
কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. iii ঘ. ii
২৭। নিচের অনুচ্ছেদ থেকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আমার মা সকালে উঠে সব কাজকর্ম নিজ হাতে করেন। খাবার পরিবেশন, বাচ্চা লালনসহ সব কাজ তাঁর। অথচ খাবার বেলায় তাঁর খাবার জোটে কি জোটে না। মা না হলে আমাদের সংসার চলে না। অথচ সংসারে তাঁর কোনো দামই ছিল না।
২৭। ‘জাগো গো ভগিনী’—অবলম্বনে আমার মায়ের এই দুর্দশা থাকত না যদি আমার মা— i. প্রকৃত শিক্ষিত হতেন ii. স্নেহময়ী হতেন iii. অধিকার সচেতন হতেন
কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. iii ঘ. i ও iii
২৮। উপরের অনুচ্ছেদের আলোকে মায়ের যথার্থ সম্মান নিশ্চিত হতো, যদি তিনি—
ক. সৃজনশীল হতেন খ. পরিশ্রমী হতেন
গ. বুদ্ধিমতি হতেন ঘ. শ্রম-বিভাজন করতেন
# যোদ্ধারা বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত। কেউ জোর করেনি তবুও দেশের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন। অনেকেই শহীদ হয়েছেন। তবুও আমরা বলি, তোমরা মরোনি।
২৯। উদ্ধৃতাংশে ‘দুরন্ত পথিক’ প্রবন্ধের যে দিকটি স্পর্শ করে তা হচ্ছে—
i. তারুণ্যের গৌরব ii. পূর্বসূরিদের আহ্বান iii. অনুসারীদের জাগরণ
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. iii
৩০। ‘যে বলিবে হজরত মুহাম্মদ (সা.) মরিয়াছেন, তাহার মাথা যাইবে’—হজরত ওমর (রা.) এর এ রকম উক্তির কারণ—
ক. হজরত মুহাম্মদ (সা.) মৃত্যুকে মেনে নেননি বলে খ. সবার প্রতি রাগান্বিত হয়ে গ. ভীষণ কষ্টের মধ্যে ছিলেন বলে ঘ. তাঁর মতে হজরত মুহাম্মদ (সা.) মরতে পারেন না বলে
৩১। কবির কাছে ‘প্রাণময় মহৎ কবিতা’ কী? ক. শহীদের রক্তস্নাত বাংলাদেশ খ. শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ গ. শত্রু হননের আহ্বান ঘ. মুক্তিযোদ্ধার আত্মদান
৩২। ‘হরিৎক্ষেত্র’ শব্দটির অর্থকী
ক. সবুজ ক্ষেত্র খ. হলুদ ক্ষেত্র গ. সবুজাভ ক্ষেত্র ঘ. সোনালীক্ষেত্র
৩৩। ‘কপোতাক্ষ নদ’ সনেটের ষষ্টকে কোন ভাব পরিণতি লাভ করেছে?
ক. নদ যেন তাঁকে ভুলে না যায় খ. নদ যেন বাঙালির কাছে তাঁর কথা বলে
গ. বাঙালি যেন তাঁর কথা স্মরণ করে
ঘ. বাংলা ও বাঙালির সঙ্গে মিলনের বাসনা
৩৪। যা লেখা হয় তা যেন লোকে বুঝতে পারে—এটি হলো রচনার—
ক. সৌন্দর্য
খ. প্রাঞ্জলতা গ. অর্থব্যক্তি ঘ. উপযুক্ততা
৩৫। কেমন পথ ‘আনন্দ শতদল’ মেলে ধরে ছিল—
ক. বন্ধুর পথ খ. সুন্দর পথ গ. প্রশস্ত পথ ঘ. সরু পথ
৩৬। ‘ছুটি’ গল্পে ফটিকের অন্তিম পরিণতির কারণ— i. পরিবেশ বিচ্যুতি
ii. পরাধীন জীবন iii. বয়ঃসন্ধিকাল
কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
৩৭। ‘এগুলো সরস গ্রাণের জীবন্ত উৎস’— ঘুমপাড়ানী গান ও ছড়া সম্পর্কে লেখকের এ মন্তব্যের কারণ—
i. ভাষা ও ছন্দে প্রাণবন্ত ii. শিশুদের প্রিয় iii. বিষয়বস্তু বৈচিত্র্যপূর্ণ
কোনটি সঠিক? ক. i খ. i ও iii গ. ii ঘ. iii
৩৮। ‘এ হিঁদুর গাঁ ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে?’ উদ্ধৃতিতে কোন ভাবটি ফুটে উঠেছে? ক. ধর্মানুভূতি খ. হিংস্রতা
গ. সামান্তবাত ঘ. সাম্প্রদায়িকতা।
৩৯। ‘প্রাণের সবুজ’ বলতে কীবোঝানো হয়েছে? ক. তারুণ্য খ. সবুজ ধান ক্ষেত
গ. মনের আনন্দ ঘ. উজ্জ্বলপোশাক
৪০। ‘মাগো ওরা বলে’ কবিতার বিষয়বস্তু হলো— ক. ভাষা আন্দোলন খ. মুক্তিযুদ্ধ
গ. তারুণ্যের জয়গান ঘ. আন্দোলন।