চতুর্থ বিষয় নেই সে
কারণে জিপিএ ৫
পেতে হলে
প্রতিটি বিষয়েই আলাদা করে A+ পেতে হবে। বাংলা প্রথমপত্র, সাধারণবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান,
ধর্ম, কৃষিশিক্ষা/ গার্হস্থ্য
অর্থনীতি বিষয়ে সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন হবে বলে
এসব বিষয়ে প্রতিটি
অধ্যায়ের বিষয়বস্তুর সম্পর্কে
স্বচ্ছ ধারণা রাখবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের চারটি অংশ
থাকে। এই
চারটি
অংশ থেকে শিক্ষার্থীর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর চিন্তন দক্ষতা যাচাই
করা হয়।
প্রথম
অংশটি জ্ঞান বা তথ্য স্মরণ দক্ষতা যাচাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্নটি দ্বারা
জ্ঞান ছাড়াও ছাত্র/ছাত্রী বিষয়বস্তু কতটা অনুধাবন করতে পেরেছে তা
যাচাই
করা হয়।
এ দুটো প্রশ্নের উত্তর পাঠ্যপুস্তকে পঠিত বিষয় থেকে লিখতে হয়, এর
সঙ্গে
সাধারণত: উদ্দীপকের কোন
সম্পর্ক থাকে না। কিন্তু তৃতীয় ও চতুর্থ প্রশ্ন
দুটির উত্তর উদ্দীপক
ও পাঠ্য পুস্তক উভয়ের আলোকে লিখতে হয়। সাধারণত: প্রশ্ন প্রণেতা পাঠ্য
বিষয়ের কোন
একটি
অন্তর্নিহিত ভাব
বা বিষয়বস্তু মাথায় রেখে উদ্দীপক তৈরি করে থাকেন। তৃতীয়
প্রশ্নে পাঠ্য বিষয়ের
এরূপ কোন
অন্তর্নিহিত ভাব বিষয়বস্তুর প্রয়োগ দেখাতে বলা
হয়। তবে
এখানেও
জ্ঞান ও
অনুধাবনের ব্যাপার থাকে এবং এজন্যও পৃথক নম্বর থাকে। চতুর্থ
প্রশ্নের উত্তরে জ্ঞান,
অনুধাবন ও
প্রয়োগ ছাড়াও বিষয়বস্তু নিয়ে ছাত্র/ছাত্রী
কতটা বিশ্লেষণ বা
উচ্চতর স্তরের চিন্তা ভাবনা করতে পারে তা যাচাই করা হয়।
পরীক্ষার
খাতা মূল্যায়নে দেখা
যায় প্রয়োগ ও চিন্তন দক্ষতামূলক প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তোমরা প্রায়
এক করে
ফেল, এটা ঠিক
নয়। প্রশ্ন দুটি যেহেতু আলাদা এজন্য
উত্তরও আলাদা হবে।
জ্যামিতির সম্পাদ্য, জীববিজ্ঞান ও ভূগোলের জন্য চিত্র অঙ্কনের প্রতি গুরুত্ব দিতে
হবে। ভূগোলের মানচিত্র
সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। ধর্ম বিষয়ে প্রাসঙ্গিক
আয়াত বা
বাণী
লেখা বাঞ্ছনীয়।
Exam Resources for PEC, JSC, SSC, HSC, Degree,Diploma in Medical Technology,Diploma in Dental Technology,Diploma in Nursing Science and Midwifery,B S C in Nursing and MA Examines in Bangladesh
Composition on Female Education in Bangladesh for Examination
Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...
-
Affirmative Sentence Negative Sentences A computer is a blessing eart...
-
1. Fill in each gap with a suitable word from the box. There are more words than necessary spelling language ...
-
Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...
1 comment:
i think that www.egrammar7.blogspot.com can give right solutions about grammar.
Post a Comment