Sunday, July 8, 2012

Exclusive note on Narration for SSC/HSC Exam

ইংরেজি দ্বিতীয়পত্রের Passage Narration এর উপর পরিপূর্ণ দক্ষতা আনার জন্য Narration এর Basic Rulesগুলো সুদূরপ্রসারী ভূমিকা পালন করে। 

Narration/Speech (উক্তি)
 
Narration/Speech (উক্তি)

Narration এর বিশেষ কিছু নিয়মাবলি

Rule-1 ঃ শুধুমাত্র Reported Speech আছে, কিন্তু বক্তা এবং শ্রোতা নাই। এ ধরনের Sentence এর ক্ষেত্রে-
(i)         বক্তা হিসেবে “The speaker” বসে +
(ii)  শ্রোতা হিসেবে “The person spoken to/ The listener” বসে +
(iii) এক্ষেত্রে Reporting verb টি যেকোন Tense এ হতে পারে +
(iv)  Reported Speech এর Sentence অনুসারে That/If/To যোগে   Inverted Comma উঠে যায়+
(vi)  Narration এর স্বাভাবিক নিয়ম ব্যবহূত হয়।
Example:
1. Direct   : “I do not like it.”
Indirect: The speaker says to the person spoken to that he does not like it.
Rule-9 t Direct Narration এ Reported Speech এ যদি Modal Auxiliary verb থাকে, তবে Indirect Narration করার সময় এদের পরিবর্তন নিম্নরূপে হবে।
Reported Speech এ verb এর Direct রূপ          Reported Speech এ verb এর Indirect রূপ
Can     Could
May     Might
Shall/Will        Should/Would
May have        May have had
Could have     Could have had
Must have
            Must have had
Example:
1. Direct   : Rima said to Momin, “I should have helped him.”
Indirect: Rima told Momin that she should have had helped him.
Rule-16t Here এর ব্যবহার ঃ
Instruction t Direct Narration এর ক্ষেত্রে ব্যবহূত Here দ্বারা স্পষ্টভাবে বা নির্দিষ্ট কোন স্থানের উল্লেখ থাকলে উক্ত Here অপরিবর্তিত থাকে।
Example:
1. Direct   : Fatema said to me, “I live here in Dhaka.”
Indirect: Fatema told me that she lived here in Dhaka.

  
Exclamatory Sentence এর
Narration পরিবর্তন
 
Rule-1 
Reported Speech টি Exclamatory Sentence হইলে-
(i)    Reporting verb পরিবর্তিত হয়ে Exclaimed হয় +
(ii)    Sentence টি Interjection (Alas!, Hurrah!, Fie!, Oh!, Ah! ইত্যাদি) দ্বারা শুরু হলে, তাহা উঠে যায়। আনন্দ/সুখ বুঝালে with    
joy এবং বিষাদ/দুঃখ বুঝালে with sorrow বসে +
(iii)  Exclaimed এর পরে Object থাকলে তাহা  to সহ বসে +
(iv)  That দ্বারা Inverted Comma উঠে যায় +
(v)   Sentence টি Assertive হবে। অর্থাত্ Subject এর পরে verb বসে + Extension বসে + 
(vi)  Interjection উঠে যায় এবং Tense, Adverb ও Person পরিবর্তন হয়।
Example:
1. Direct   : The boy said, “Alas! My father is dead.”
Indirect: The boy exclaimed with sorrow that his father was dead.

Rule -2: Reported Speech টি What/ How দ্বারা শুরু হলে-(very/great বসে)
(i)    Reporting verb পরিবর্তিত হয়ে Exclaimed হয় + আনন্দ/সুখ বুঝালে with joy এবং বিষাদ/দুঃখ বুঝালে with sorrow বসে +
(ii)   Exclaimed এর পরে Object থাকলে তাহা to সহ বসে + that দ্বারা Inverted comma উঠে যায় +
(iii)    শেষের Subject ও verb পরিবর্তিত হয়ে প্রথমে বসে +
(iv)  A/an থাকলে, পরিবর্তিত হয়ে a বসে +
(v)   Noun (idea, fool, pity,stupid,idiot,non-sense etc) এর পূর্বে great বসে এবং adjective এর পূর্বে very বসে +
(vi)  What/How এর বাকি অংশ বসে +
(vii) শেষে Full stop (.) বসে।
গঠন প্রণালী ঃ Subject + Exclaimed with joy/ with sorrow + (to সহ object) + that + Reported Speech এর Subject + verb + (a/an) very/great + বাকি অংশ বসে।
Example:       
1. Direct   : Rani said to the boy, “ What a pity it is!”
Indirect: Rani exclaimed with joy to the boy that it was a great pity.

Rule-3 t Reported Speech টি If/Had/Would that দ্বারা শুরু হলে-
(i) Reporting verb পরিবর্তিত হয়ে wished হয়। wished এর পরে কোন Object বসে না। If ও would that উঠে যায়।
(ii) That যোগে Inverted Comma উঠে যায়।
(iii) Sentence টি Assertive হয়। অর্থাত্ Subject এর পরে verb বসে+ বাকি অংশ বসে + Full Stop (.) বসে।
(iv)  শুধুমাত্র এই Rule এর ক্ষেত্রে Tense এর পরিবর্তন হয় না, তবে Person এর পরিবর্তন হয়।
Example:       
1. Direct   : Rifat said, “If I were a rich man!”
Indirect: Rifat wished that he were a rich man.

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...