Saturday, July 28, 2012

Pronoun বা সর্বনাম for JSC Exam


Pronoun বা সর্বনাম
যে Word Noun বা বিশেষ্যের পরিবর্তে ব্যবহূত হয়, তাদের Pronoun বলে। (A pronoun is a word that is used in place of noun)
যেমন–I, we, you, he, she, they, your, his, her etc.
বাক্যে ব্যবহার ও কাজের পার্থক্য অনুযায়ী Pronoun-কে আট ভাগে ভাগ করা যায়। যথা—
1. Personal Pronoun.
2. Demonstrative Pronoun.
3. Interrogative Pronoun
4. Relative Pronoun.
5. Indefinite Pronoun.
6. Distributive Pronoun.
7. Reflexive Pronoun.
8. Reciprocal Pronoun.
Personal Pronoun
1. Personal Pronoun: যে Pronoun ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, তাকে Personal Pronoun বলে। (A personal pronoun indicates the person or thing for which it is used.)
যেমন–I, we, me, us, our, ours; thou, you, theirs; he, she, it, they, his etc.
এখানে I, you, my, she, he—এগুলো সব ব্যক্তির পরিবর্তে ব্যবহূত হয়েছে, তাই এরা Personal Pronoun। এ ছাড়া we, they, his, him, her, their, us, our, me, mine—এগুলো Personal Pronoun.
Personal Pronoun-এর প্রকারভেদ
Person অনুসারে Personal Pronoun-কে তিন ভাগে ভাগ করা হয়। যথা—
Personal Pronoun of the first person
Personal Pronoun of the second person
Personal Pronoun of the third person
First person: বাক্যে যে Subject/কর্তা কথা বলে, তাকে Personal Pronoun of the first person বলে। যেমন—I, we, me, us, my, mine, our, ours.
Second person: বাক্যে যাকে সম্বোধন করে কথা বলা হয়, তাকে Personal pronoun of the second person বলা হয়। যেমন—you, your, yours, thou, thy, thee.
Third person: বাক্যে যার সম্বন্ধে বলা হয়, তাকে Personal pronoun of the third person বলে। যেমন—he, she, it, they, them, his, her, him, their, theirs, its.

Personal pronoun ব্যবহারের একটি ব্যতিক্রমী নিয়ম: কোনো sentence-এ Subject হিসেবে First person, Second person এবং Third person ব্যবহূত হলে সে ক্ষেত্রে যথাক্রমে Second person, Third person ও First person বসে। যেমন—You, he and I must do our duties.
কিন্তু দোষ স্বীকার করা বোঝালে প্রথমে First Person, পরে Second এর সবশেষে Third person বসে। যেমন—I, you and Lima are guilty,
বিষয়টি স্মরণ রাখা খুবই গুরুত্বপূর্ণ যে সাধারণভাবে যেকোনো Sentence-এ Person-গুলো (You + he + I) হিসেবে বসে। কিন্তু দোষ বোঝালে তা (I + you + he) হয়ে যায়।
Noun বা Pronoun-এর সঙ্গে first person যুক্ত থাকলে পরে ব্যবহূত Pronounটি First person-এর Plural রূপে বসে। যেমন—He and I did our best, কিন্তু second person যুক্ত হলে Pronounটি second person-এর হয়। যেমন—You and your friends are responsible for your evil motives.
2. Demonstrative Pronoun: যে pronoun ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে, তাকে Demonstrative pronoun বলে। (A Demonstrative Pronoun demonstrates or points out some persons or things and stands for it.) যেমন–This, these, that, those etc.
These mangoes are ripe. That is our village. This is a girl.
এখানে This, That, These শব্দগুলো pen, umbrella, balls-এর পরিবর্তে বসে আবার এদেরই নির্দেশ করেছে। তাই এগুলো Demonstrative pronoun.
Use of Demonstrative Pronoun
সাধারণত কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝাতে আমরা Demonstrative Pronoun ব্যবহার করি। যেমন—
These books are fine. That is our house.
This is a vegetable farm.
এ ছাড়া this, these, that, those-এর নিম্নোক্ত ব্যবহারগুলো দেখা যায়।
(i) This ও These নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে বা তাদের পরিবর্তে ব্যবহূত হয়। যেমন—
This is a table. These are my pencils,
(ii) That ও Those দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য বা তাদের নির্দেশ করতে ব্যবহূত হয়। যেমন—
That is my house. Those are my books.
(iii) কোনো Sentence-এ দুটি Noun থাকলে প্রথম Nounটির জন্য that এবং পরেরটির জন্য This ব্যবহূত হয়। যেমন—Avash and Raju are friends; this (Avash) is a teacher and that (Raju) is a doctor.

Use of Demonstrative Pronoun
(iv) কোনো Sentence একই জাতীয় Noun থাকলে তাদের মধ্যে তুলনা করার সময় আগের Noun-এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য that ও those ব্যবহূত হয়। আগের Nounটি singular হলে that of ও plural হলে Those of ব্যবহূত হয়। যেমন—
Incorrect: The mangoes of Rajshahi are better than the mangoes of Dhaka.
Correct: The mangoes of Rajshahi are better than those of Dhaka.
Incorrect : The rice of Barisal is better than the rice of Dinajpur.
Correct : The rice of Barisal is better than that of Dinajpur.
(v) কখনো কখনো One, ones, none, the same, so, such প্রভৃতি Demonstrative Pronoun ব্যবহূত হয়। যেমন—
He drew the same picture as his brother. I think so.
Do you think that he will do well? This is my calculator. It is a good one
 Interrogative pronoun: প্রশ্ন করার জন্য যে pronoun ব্যবহার করা হয়, তা-ই হলো Interrogative Pronoun। যেমন–What, who, here, when etc.
1. What is your name? 2. Who are you?
3. Whom do you look for? 4. Which book do you like?
এখানে What, whom, who, which প্রভৃতি শব্দ বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহূত হয়েছে। সুতরাং, এগুলো Interrogative Pronoun।
 Use of Interrogative pronoun: সাধারণত who, whose, whom, which, what প্রভৃতি শব্দ Interrogative pronoun রূপে ব্যবহূত হয়। নিচে এদের ব্যবহার আলোচনা করা হলো।
(i) Who, whom, whose-এর ব্যবহার: Sentence অনির্দিষ্টভাবে ব্যক্তি বোঝাতে কে বা করা—এগুলোর পরিবর্তে Who, কাকে বা কাদেরকে বোঝাতে whom এবং কার বা কাদের Whose প্রভৃতি Interrogative Pronoun ব্যবহূত হয়। যেমন—Who is the man? (কে বোঝাতে Who)
Whom do you like? (কাকে বোঝাতে Whom)
Whose is this house? (কার বোঝাতে Whose)
(ii) What-এর ব্যবহার: কোনো একটি ব্যক্তি বা বস্তু কী, তা নির্দিষ্ট করে নির্দেশ করার জন্য Who ব্যবহূত করা হয়। এ ছাড়া কোন অর্থে, কী করে অর্থে এবং কিসের জন্য—এসব বোঝাতে Sentence-এ What ব্যবহূত হয়। যেমন—
What is this? (কী অর্থে) What class are you read in? (কোন অর্থে)
What is your uncle? (কী করে অর্থে)
What is Cox’s bazar famous for? (কিসের জন্য অর্থে)
(iii) Which-এর ব্যবহার: কোন কিছু বা কাউকে বেছে নেওয়ার জন্য ব্যক্তি, বস্তু বা ইতর প্রাণী বোঝালে Which ব্যবহূত হয়। যেমন—
Which is your brother? (ব্যক্তি বোঝাতে)
Which book is yours? (বস্তু বোঝাতে)
Which is the oldest elephant? (ইতর প্রাণী বোঝাতে) 


(3) Who, what ইত্যাদি Interrogative pronoun-এর পর that ব্যবহার করা হয়।
What is the matter that you told her?
Who is the person that does not love his country?
Pronoun

আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের ৮ নম্বর Grammar itemটি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Pronoun বিষয়ে অধিকতর জ্ঞান করতে সক্ষম হবে।
4. Relative Pronoun: যে Pronoun আগে ব্যবহূত কোনো Noun বা Pronoun-এর পরে বসে সেই Noun বা Pronoun-কে নির্দেশ করে এবং সেই সঙ্গে দুটি Sentence-কে যুক্ত করে, তাকে Relative Pronoun বলে।
The boy is reading book. He is my rother.
The boy who is reading is my brother.
This is the pen, I want to get it.
This is the pen which/that I want to get.
The man is a doctor. I met him in the hospital.
The man whom I met in the hospital is a doctor.
Relative Pronoun-কে Linking pronoun বলে। কারণ, এগুলো বাক্যের Relative clause-কে main clause-এর সঙ্গে যুক্ত করে। যেমন: ওপরের Sentence-গুলো লক্ষ করলে দেখা যাচ্ছে, Who, which, that, whom—এগুলো Noun boy, pen, doctor-এর পরে বসে Relative clause-কে Main clause-এর সঙ্গে যুক্ত করেছে। সুতরাং, এগুলো Relative pronoun.
Use of Relative Pronoun: সাধারণত Who, whom, whose, which, that—এগুলো Relative Pronoun হিসেবে ব্যবহূত হয়। এ ছাড়া as, but প্রভৃতি Relative Pronoun ব্যবহূত হয়। নিচে এদের ব্যবহার দেওয়া হলো।
Who-এর ব্যবহার: শুধু ব্যক্তি বা ব্যক্তিবাচক Pronoun-এর পরিবর্তে Who বসে। যেমন:I know the boy. He is honest.
I know the man. He is a doctor.
I know the boy who is honest.
I know the man who is a doctor.
Which-এর ব্যবহার: শুধু বস্তু ক্ষেত্রে, ইতর প্রাণীর ক্ষেত্রে ও শিশুদের পরিবর্তে Which বসে। যেমন:
বস্তুর ক্ষেত্রে : I bought a football. The football is very nice.
The football which I bought is very nice.
ইতর প্রাণীর ক্ষেত্রে : I saw a bird. It was chirping.
I saw a bird which was chirping.
শিশুদের ক্ষেত্রে : I like the child. The child is playing.
The child which I like is playing.
Whose-এর ব্যবহার: ব্যক্তি ও বস্তুর ক্ষেত্রে pronounটি যদি possessive (my, our, your, their, his, her) হয়, তবে তার পরিবর্তে Whose ব্যবহার করা হয়।
The man was very active. His weight was 65 kg.
The man whose weight was 65 kg was very active.
Whom-এর ব্যবহার: শুধু ব্যক্তি এবং তা singular ও plural উভয় ক্ষেত্রে এবং তা যদি Objective (me, us, you, them, him, her) হয়, তার পরিবর্তে Whom বসে। যেমন:
The man is a magician. I met him in the bus.
The man whom I met in the bus is a magician.
What-এর ব্যবহার: শুধু বস্তুকে নির্দেশ করতে What ব্যবহূত হয়। তবে তা কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে না। What মূলত That ও Which-এর সংযোগে গঠিত হয় অর্থাৎ What = that + which। এ কারণে What-কে Compound Relative Pronoun বলা হয় । যেমন: You look at something. It is nice. What you look at is nice.
That-এর ব্যবহার: That ব্যক্তি, বস্তু ও ইতর প্রাণী—সবার পরিবর্তে ব্যবহূত হয়। That কখনো কখনো Who, Whom or Which-এর পরিবর্তে ব্যবহূত হয়। কিন্তু কখনো Whose-এর পরিবর্তে ব্যবহূত হয় না।
ব্যক্তির ক্ষেত্রে, This is the man. He is honest.
This is the man that (who) is honest.
বস্তুুর ক্ষেত্রে,
This is the storybook. You give me the storybook.
This is the storybook that (Which) you give me.
ইতর প্রাণীর ক্ষেত্রে,
This is the parrot. The parrot looks nice.
This is the parrot that looks nice.
(1) এ ছাড়াও that নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহূত হয়:
(a) Superlative Degree -এর Adjective-এর পর that ব্যবহূত হয়:
She is the most beautiful girl in the class that I ever saw.
(b) Any, only, all, the same প্রভৃতির পর that ব্যবহূত হয়।
This is the same boy that I saw in the school.
The only book that I bought is lost
All that you think was wrong.
5. Distributive Pronoun
যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে বোঝাতে ব্যবহূত হয় তাকে Distributive Pronoun বলে। যেমন-
Either of the glasses is broken.
Each of the boys will get a book.
Neither of the two books is old.
Every one of the students was present.
এখানে Either ও Each অনেকগুলো বস্তুু বা ব্যক্তির মাঝে প্রত্যেককে, Neither দুটোর মধ্যে প্রত্যেকটিকে এবং every one বহুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝাচ্ছে। এ জন্য এগুলো Distributive pronoun.
Distributive pronoun-এর ব্যবহার:
(i) Each-এর ব্যবহার: Each দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুুর মধ্যে প্রত্যেকটি আলাদা আলাদা করে বোঝাতে ব্যবহূত হয়। যেমন- Each of the boys is guilty.
(ii) Every-এর ব্যবহার: Every, Each–এর মতোই একইভাবে Sentence-এ ব্যবহূত হয়। যেমন- Every man should have an aim in life.
(iii) Either-এর ব্যবহার: দুই ব্যক্তি বা বস্তুুর মধ্যে যেকোনো একটি অন্যটি থেকে পৃথক বোঝাতে Either ব্যবহূত হয়। Either of the two pens will do.
(iv) Neither-এর ব্যবহার: দুইয়ের মধ্যে একটিকেও না বোঝালে Either-এর negative রূপে Neither বসে।
যেমন- Neither of the two boys is honest.
6. Indefinite Pronoun

যে pronoun কোনো ব্যক্তি বা বস্তুুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায়, তাকে Indefinite Pronoun বলে।

few, some, one, none, other, another, many, all, they, several, both ইত্যাদি Indefinite Pronoun হিসেবে ব্যবহূত হয়।
Do not hate others.
None of them are fit for the work.
Any of the boys can answer the question.
ওপরের sentenceগুলোতে Other, any, none ইত্যাদি Pronoun নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুকে বোঝাচ্ছে, তাই এগুলো Indefinite Pronoun.
Indefinite Pronoun-এর ব্যবহার:
(i) One-এর ব্যবহার: One অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা প্রত্যেক ব্যক্তির জন্য ব্যবহূত হয়ে থাকে এবং এ ক্ষেত্রে One যদি sentence-এর subject হয়, তাহলে তারপর Nominative ও Objective case-এ one এবং possessive case `ones’ হয় (him অথবা his হয় না)
যেমন-One should do one’s duty.
Note: কিন্তুু যদি one-এর আগে no ও every বসে তাহলে পরে one বা one’s না হয়ে his, him বসে। যেমন- Every one can take his due.



(ii) None-এর ব্যবহার: None অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুুর পরিবর্তে singular ও plural উভয় Number-এ ব্যবহূত হয়ে থাকে। যেমন-None but Allah can help us.
(iii) All-এর ব্যবহার: প্রত্যেক বা সবাইকে বোঝালে all ব্যবহূত হয় এবং verb plural হয়। যেমন- All (men) must die.
(iv) Some-এর ব্যবহার: Affirmative Sentence-এ some ব্যবহূত হয়। এটি সব সময় Plural এবং ব্যক্তি ও বস্তু উভয়ের পরিবর্তে বসে।
(v) Any-এর ব্যবহার: Interrogative ও Negative-এ any ব্যবহূত হয়। যেমন- Any one can do this.
(vi) Other-এর ব্যবহার: Other শুধু ব্যক্তির পরিবর্তে বসে। কোনো বস্তুু বা স্থানের পরিবর্তে বসে না। যেমন- Do not speak ill of others.
(vii) They-এর ব্যবহার: They সাধারণত মানুষকে বোঝাতে ব্যবহূত হয়। যেমন- They told that Allah helps us.
7. Reflexive pronoun
যে Pronoun দ্বারা উভয়ের Subject ও Object কাজকে বুঝায় এবং কাজটি একযোগে নির্দেশিত হয় তাকে Reflexive pronoun বলে।
Personal pronoun-এর সঙ্গে self or selves যুক্ত অবস্থায় যে pronounগুলো বাক্যে ব্যবহূত হয় এবং তারা Sentence-এ Object-এর স্থান দখল করে Subject কে নির্দেশ করে কাজের ফলাফল Subject-এর ওপর আরোপ করে তাদেরকে Reflexive pronoun বলে। যেমন- Ruplal made a hut by himself.
এখানে দেখা যাচ্ছে Subject যে কাজ করছে তা তার কাজের ওপর করছে এবং তা Object রূপে বাক্যে অবস্থান করছে। এবং Personal Pronoun her-এর পরে self যুক্ত হয়ে herself হয়েছে। সুতরাং herself এখানে Reflexive pronoun.
এ জাতীয় আরও অনেক Reflexive pronoun রয়েছে। সাধারণত Personal pronoun-এর singular form-এর সঙ্গে self এবং plural-এর সঙ্গে selves যুক্ত হয়ে Reflexive pronoun হয়।
এ ছাড়া Personal pronoun-এর First ও second person-এর possessive case-এর সঙ্গে এবং 3rd person-এর Objective case-এর সঙ্গে self বা selves যুক্ত হয়ে Reflexive Pronoun গঠিত হয়।
নিচের ছকের সাহায্যে বিষয়টি আরও স্পষ্টরূপে প্রতীয়মান হয়।
Person Singular Plural
1st Person myself ourselves
2nd Person yourself yourselves
3rd Person thyself, himself, herself
itself themselves

বিশেষভাবে লক্ষ্যণীয়: এর Indefinite Pronoun ‘one’ সঙ্গে self যোগ করে Reflexive Pronoun গঠন করা হয়। যেমন:

One should not praise oneself.
আবার এটাও মনে রাখতে হবে যে,
Reflexive Pronoun সমূহ Indirect Object হিসেবে Preposition-এর পরে ব্যবহূত হতে পারে। যেমন:
Luna takes care of herself.
Ruplal likes to depend on himself.
I made the kite by myself.
কিছু কিছু Verb সব সময় Relexive Pronoun -কে Object
হিসেবে গ্রহণ করে। যেমন: He availed himself of the opportunity. I absented myself from the party.











8. Reciprocal Pronoun
Reciprocal Pronoun – যে Pronoun দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে তাকে Reciprocal Pronoun বলে।
যেমন দুই জনের মধ্যে– Each other,
The two friends love each other.
Four sons of the old man always quarrel one another. যেমন দুয়ের অধিকজনের মধ্যে- One another,
They tried for one another.
The students liked to talk one another.
শিক্ষার্থী এবার তোমরা পূর্বের আলোচনা থেকে থেকে যে
জ্ঞান অর্জন করেছ তার একটি যাচাই পরীক্ষা দিয়ে দাও।


Self-Test:
A. Fill in the blanks with suitable pronouns:
1) Take — to the park.
2) Give — the book from the library.
3) The teacher told — to open their books.
4) The dog limped because — had hurt its paw.
5) We looked for the keys but — could not be found.
6) The teacher was angry because — had told them not to go.
7) My mother cannot go out because — is ill.
8) We could not get the kite back because — was entangled in the branches.
9) The baby is crying because — is hungry.
10) His uncle gave — a bicycle on his birthday.
B. Choose the correct pronoun from the brackets and rewrite each sentence.
1. Meena and (I/ me) went to the cinema together.
2. Pinky and (she/ her) took part in the school concert.
3. The teacher gave the books to Harry and (I/ me)
4. Father wanted to take my brother and (I/ me) to the market.
5. (Her/ She) and (I/ me) got equal marks.
6. Kobita gave (I/ me) an ice cream and (I/ me) gave (she/ her) some toffee.
7. Let you and (I/ me) work together.
8. Between you and (I/ me), he is a thief.
9. He came here with Ashok and (she/ her).
10. He told Moli and (I/ me) to go with (he/ him).
C. Fill in the blanks with reflexive or emphasizing pronouns.
1. We enjoyed ourselves. 2. The boys hid —.
3. She hurt —.
4. I will do it —. 5. We blame — for it.
6. You — wanted this.
7. The king — was present. 8. They — are to blame.
9. We often deceive —.
10. The cat washed —. 
Model Exercise:
D. Fill in the gaps with correct pronoun from the list:
themselves — him — yourself —
yourselves — someone — me
(a) You hurt —.
(b) You hurt —.
(c) The boys hurt —.
(d) I know — very well.
(e) — had done it for
E. Fill in the gaps with correct pronoun from the list:
none — each — itself — neither — mine — theirs
(a) — of the two boys is honest.
(b) — but Allah can help us.
(c) The cat hurt —.
(d) Those books are —.
(e) The two friends’ love — other.
F. Fill in the gaps with correct pronoun from the list:
himself — myself — anybody — one — him — any
(a)I hurt —.
(b) He — did it.
(c) The brothers quarreled — another.
(d) No, I haven’t seen —. (e) — can do it easily.
G. Fill in the gaps with correct pronoun from the list:
one — which — someone — himself — he — it
(a) — has stolen my books.
(b) — must do his best.
(c) — of the books is new.
(d) — of these pens is yours?
(e) He availed — of the opportunity.
H. Fill in the gaps with correct pronoun from the list:
these — they — us — them — you — he — I
(a) Does — watch movie?
(b) Thanks for what — have done.
(c) Let — go out for a walk.
(d) May God bless —.
(e) — are your books.
I. Fill in the gaps with correct pronoun from the list:
they — your — he — I — we — every — his
(a) — love our motherland.
(b) — like vegetables
(c) — won against them.
(d) — mother loves
(e) — must do one’s duty.
Answer of the Model Exercise:
D. (a) yourself (b) yourselves (c) themselves (d) him (e) someone
E. (a) Neither (b)None (c) itself (d) theirs (e) each
F. (a) myself (b) himself (c) one (d) any (e) Anybody
G. (a) Someone (b) He (c) One (d) Which (e) himself
H. (a) he (b) ther (c) us (d) you (e) these
I. (a) We (b) They (c) your (d) Every (e) He.

 

2 comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...