Rule 05:- প্রদত্ত মূল sentence-টিতে subject-এর অংশে
together with, along with, accompanied by, as well as, including, tied
in with,
in somebody’s company, in addition to, with ইত্যাদি থাকলে tag করার সময়
এসব শব্দসমূহের আগের ও পরের অংশটিকে subject হিসাবে ধরতে হয়। মনে রাখতে হবে
যে, প্রদত্ত মুল sentence-টিতে verb-টি singular হলেও tag-এর অংশে subject
ও verb উভয়ই plural হবে। যেমন-
(i) Supti as well as Dolly was responsible for that, weren’t they?
(ii) I, with my friends, teachers and other colleagues, am going to enjoy the match, aren’t we?
(iii) The man, along with his manager and some friends, is going to the party, aren’t they?
(iv) Karina together with her friends has attended the party, haven’t they?
(v) Rita, accompanied by her husband and three children, has left Dhaka today, haven’t they?
(vi) Salina in her friends’ company attends the seminar today, don’t they?
(vii) Edge modem together with TV card and LAN card has been installed with motherboard, haven’t they? (কিন্তু)
(viii) Edge modem together with speakers and magnetic devices does not get network properly, does it? (ব্যতিক্রম)
Analysis বা বিশ্লেষণঃ- (i) নং sentence-টির অর্থ ”সুপ্তি এবং ডলি সেজন্য দায়ী ছিল”। এই sentence-টিতে as well as থাকায় as well as-এর আগের (Supti) ও পরের (Dolly) অংশটিকে subject হিসাবে ধরে plural form (weren’t they) দিয়ে tag করা হয়েছে। উল্লেখ্য যে, মুল sentence-টিতে as well as থাকার কারণে এখানে Supti অনুসারে মূল sentence-টির verb was বসেছে; কিন্তু tag-এর অংশে সুপ্তি এবং ডলি উভয়কে বুঝানোর কারণে weren’t they বসেছে। আবার (vii) নং sentence-টিতে Edge modem, TV card এবং LAN card-কে একত্রে বুঝানোর কারণে plural form দিয়ে tag করা হয়েছে। কিন্তু (viii) নং sentence-টিতে subject হিসেবে শুধু Edge modem-কে বুঝানোর কারণে singular form দিয়ে tag করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এখানে network পাবার ব্যাপারটি শুধু Edge modem-এর; speakers কিংবা magnetic devices-এর নয়।
Exercise:-
(a) Nishat as well as her friend Nusrat has been given the highest marks, __________?
(b) Nilufar accompanied by her parents was going to market in the evening that day, __________?
(c) Biometrics including some other important subjects has been introduced to this present course, __________?
(d) Navana in her friends’ company has got to the spot in time, __________?(e) Our Managing Director along with some high officials attended the seminar on VoIP, __________?
Rule 06:- মূল sentence-এর subject-এর অংশে prepositional phrase / participle phrase থাকলে উক্ত phrase-এর পূর্বের অংশটিকেই subject-এর প্রতিনিধিত্বকারী হিসাবে ধরা হয়। বিধায় উক্ত phrase-এর পূর্বের অংশটি singular হলে বস্তুর ক্ষেত্রে it এবং ব্যক্তির ক্ষেত্রে he / she ব্যবহার করে tag question করতে হয়; আর উক্ত phrase-এর পূর্বের অংশটি plural হলে সর্বদা they ব্যবহার করে tag question করতে হয়। যেমন-
(i) Supti as well as Dolly was responsible for that, weren’t they?
(ii) I, with my friends, teachers and other colleagues, am going to enjoy the match, aren’t we?
(iii) The man, along with his manager and some friends, is going to the party, aren’t they?
(iv) Karina together with her friends has attended the party, haven’t they?
(v) Rita, accompanied by her husband and three children, has left Dhaka today, haven’t they?
(vi) Salina in her friends’ company attends the seminar today, don’t they?
(vii) Edge modem together with TV card and LAN card has been installed with motherboard, haven’t they? (কিন্তু)
(viii) Edge modem together with speakers and magnetic devices does not get network properly, does it? (ব্যতিক্রম)
Analysis বা বিশ্লেষণঃ- (i) নং sentence-টির অর্থ ”সুপ্তি এবং ডলি সেজন্য দায়ী ছিল”। এই sentence-টিতে as well as থাকায় as well as-এর আগের (Supti) ও পরের (Dolly) অংশটিকে subject হিসাবে ধরে plural form (weren’t they) দিয়ে tag করা হয়েছে। উল্লেখ্য যে, মুল sentence-টিতে as well as থাকার কারণে এখানে Supti অনুসারে মূল sentence-টির verb was বসেছে; কিন্তু tag-এর অংশে সুপ্তি এবং ডলি উভয়কে বুঝানোর কারণে weren’t they বসেছে। আবার (vii) নং sentence-টিতে Edge modem, TV card এবং LAN card-কে একত্রে বুঝানোর কারণে plural form দিয়ে tag করা হয়েছে। কিন্তু (viii) নং sentence-টিতে subject হিসেবে শুধু Edge modem-কে বুঝানোর কারণে singular form দিয়ে tag করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এখানে network পাবার ব্যাপারটি শুধু Edge modem-এর; speakers কিংবা magnetic devices-এর নয়।
Exercise:-
(a) Nishat as well as her friend Nusrat has been given the highest marks, __________?
(b) Nilufar accompanied by her parents was going to market in the evening that day, __________?
(c) Biometrics including some other important subjects has been introduced to this present course, __________?
(d) Navana in her friends’ company has got to the spot in time, __________?(e) Our Managing Director along with some high officials attended the seminar on VoIP, __________?
Rule 06:- মূল sentence-এর subject-এর অংশে prepositional phrase / participle phrase থাকলে উক্ত phrase-এর পূর্বের অংশটিকেই subject-এর প্রতিনিধিত্বকারী হিসাবে ধরা হয়। বিধায় উক্ত phrase-এর পূর্বের অংশটি singular হলে বস্তুর ক্ষেত্রে it এবং ব্যক্তির ক্ষেত্রে he / she ব্যবহার করে tag question করতে হয়; আর উক্ত phrase-এর পূর্বের অংশটি plural হলে সর্বদা they ব্যবহার করে tag question করতে হয়। যেমন-
(a) The learning of these new things is no longer
interesting, is it?
(b) Several theories of this subject have been accepted,
haven’t they?
(c) People walking on the road are also inhaling this gas, aren’t
they?
(d) The sound of the workers dragging the logs was nothing
but rhythmic, was it?
(e) During these years, the effects of this crime have been
likely to be devastating, haven’t they?
(f) The fright of rape, outrage and robbery has caused many
citizens to flee the towns, hasn’t it?
(g) The colour of these books and scripts looks fine,
doesn’t it?
(h) Many novels written by this writer were not published in
his lifetime, were they?
(i) The affluent in many developed countries scarcely
contribute to the development of the poor countries, do they?
Analysis বা বিশ্লেষণঃ-
(a) নং
sentence-টির
prepositional phrase (of these new things)-এর পূর্বের অংশটি (The
learning) singular হওয়ায় it দিয়ে tag করা হয়েছে কিন্তু (i) নং
sentence-টির
prepositional phrase (in many developed countries)-এর পূর্বের অংশটি (The
affluent) plural হওয়ায় they দিয়ে tag করা হয়েছে।
Exercise:-
(a) The importance of independence of different countries
cannot be ignored, __________?
(b) Many doctrines of Charles Darwin have already been
proved right, _________?
(c) The sound of the boy dragging the brush annoyed me,
__________?
(d) Electronic Fund Transfer (EFT) in banking sectors has
revolutionised money exchange policies, _________?
(e) Adverse effects caused by smoking cannot be denied, _________?
Rule 07:- ইংরেজি ভাষায় এমন কিছু
শব্দ রয়েছে যেগুলো singular হওয়া সত্ত্বেও তাত্পর্যগত দিক থেকে plural-এর অর্থ প্রদান করে। এসব শব্দ হচ্ছে anybody,
anyone, anything, each, either, every, everybody, everyone, everything,
neither, nobody, none, no one, no other, nothing, many a, somebody, someone,
something, whatever, whoever ইত্যাদি। এগুলো subject হিসেবে বসলে সেক্ষেত্রে
singular verb বসে।
মনে রাখতে হবে যে, যেহেতু এগুলো তাত্পর্যগত দিক থেকে অধিকাংশ ক্ষেত্রেই
plural-এর অর্থ প্রদান করে সেহেতু এগুলোর tag
question করতে
plural subject (they) ও plural verb ব্যবহার করতে হয়।
তবে ক্ষেত্রবিশেষে
nothing, something, anything ইত্যাদির তাত্পর্যগত অর্থ singular হলে it ব্যবহার করে tag question করতে হয়।
যেমন-
(a) Anything of these novels is very interesting, aren’t
they?
(b) Somebody of these people has done this, haven’t they?
(c) None attended the seminar, did they?
(d) Nothing of them is valueless, are they? (এক্ষেত্রে
Nothing-এর
তাত্পর্যগত
অর্থ
plural হয়েছে,
বিধায় they
বসেছে)
(e) Nothing was right, was it? (কিন্তু, এক্ষেত্রে Nothing-এর তাত্পর্যগত অর্থ singular হয়েছে, বিধায় it বসেছে)
(f) Neither of these books is ready for sale, are they?
(g) Either of these buses goes past our college, don’t they?
(h) Something of those items was very alluring, weren’t
they?
No comments:
Post a Comment