গণিতে ভালো করতে হলে অবশ্যই কিছু বিশেষ নিয়মের প্রতি লক্ষ্য রাখতে হবে। যেমন:
১. উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে অথবা আসন্ন উত্তরে প্রায় বা আসন্ন না লিখলে ১ নম্বর কাটা যাবে।
২. উত্তর নির্ভুল, কিন্তু সমাধানের যেকোন স্তরে ভুল থাকলে কোন নম্বর দেয়া যাবে না। সমাধানের স্তরগুলো নির্ভুল, কিন্তু পৃথকভাবে লিখিত উত্তরে ভুল থাকলে ১ নম্বর কাটা যাবে। আলাদাভাবে উত্তর না লিখলেও কোন নম্বর কাটা যাবে না।
৩. বিকল্প প্রশ্নের উত্তর দিলে ১ম উত্তরটি গ্রহণযোগ্য হবে এবং শেষেরটি অতিরিক্ত হিসেবে গণ্য হবে।
৪. যথাস্থানে সমান “=” বা “বা” “অথবা” না থাকলে বা ভুল লিখলে ১ নম্বর কাটা যাবে।
৫. জ্যামিতিতে চিত্র ব্যতিরেকে বা ভুল চিত্রের বর্ণনা বা প্রমাণ লিখলে অথবা বর্ণনা বা প্রমাণের সঙ্গে চিত্রের কোন মিল না থাকলে কোন নম্বর কাটা যাবে না।
৬. উপপাদ্যের বিশেষ নির্বচনের পরে চিত্র দিলে কোন নম্বর পাবে না। কিন্তু সম্পাদ্যের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। সম্পাদ্যে ও উপপাদ্যে সাধারণ নির্বচন না লিখলেও কোন নম্বর কাটা যাবে না।
৭. যেকোন যুক্তিসংগত জ্যামিতিক প্রমাণ গ্রহণযোগ্য হবে এবং পূর্ণ নম্বর পাবে।
৮. জ্যামিতিক উপপাদ্যের বিকৃত চিত্রাঙ্কন করলে কোন নম্বর পাবে না। চিত্র চোখের দৃষ্টিতে শুদ্ধ হলেই চলবে।
No comments:
Post a Comment