Wednesday, August 28, 2013

লেখাপড়া

লেখাপড়া

লেখাপড়া ভীষণ তেতো
ঠিক ঔষধেরই মত,
বইয়ের ভেতর আছে কেবল
শক্ত কঠিন যত ।
অংক বড় শক্ত লাগে
ইংরেজী ও তাই ।
ভূগোল পাকায় তালগোল
কি যে করি ভাই
ইতিহাসের সন কাল
মনে যে থাকে না,
পৌরনীতি পড়ি যখন
বুঝে আসে না ।
তবু আমায় পড়তে হবে
জেনে গেছি ভাই,
মানুষ যেন হতে পারি
সবার দোয়া চাই ।

No comments:

Post a Comment

Composition on Female Education in Bangladesh for Examination

  Female Education in Bangladesh Education is a light to which everybody has the equal right. Education is the backbone of a nation. The ...